কায়েদে আজম আন্তর্জাতিক কাপ
(কাইদ-ই-আজম আন্তর্জাতিক কাপ থেকে পুনর্নির্দেশিত)
কাইদ-ই-আজম আন্তর্জাতিক কাপ হল পাকিস্তান ফুটবল ফেডারেশন কর্তৃক পরিচালিত পুরুষদের আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। এটি পাকিস্তানের জনক মুহাম্মদ আলী জিন্নাহর (যাকে কাইদ-ই-আজম বা শ্রেষ্ঠ নেতা বলে সম্ভাষণ করা হয়) জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চালু হয়েছিল। ১৯৭৬, ১৯৮২, ১৯৮৬ আসরে একক রাউন্ড-রবিন ও ১৯৮৫ ও ১৯৮৭ আসরে দুটি গ্রুপে ভেঙে খেলা হয়েছিল। প্রতিযোগিতায় জাতীয় দলসহ বিভিন্ন ক্লাবও অংশ নিত।[১][২]
আয়োজক | পাকিস্তান ফুটবল ফেডারেশন |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৭৬ |
বিলুপ্ত | ১৯৮৭ |
অঞ্চল | এশিয়া |
দলের সংখ্যা | ৬/৮ |
ফলাফল
সম্পাদনাবছর | বিজয়ী | রানার্স-আপ | তৃতীয় স্থান | চতুর্থ স্থান | মোট দল |
---|---|---|---|---|---|
১৯৭৬ | কুয়াংতুং | পাকিস্তান গ্রিনস | আফগানিস্তান | — | ৩ |
১৯৮২ | ইরান | পাকিস্তান ব্লুজ | পাকিস্তান গ্রিনস | ওমান | ৭ |
১৯৮৫ | উত্তর কোরিয়া | বাংলাদেশ[৩] | ইন্দোনেশিয়া | পাকিস্তান গ্রিনস | ৬ |
১৯৮৬ | চীন | পাকিস্তান গ্রিনস | দক্ষিণ কোরিয়া | শ্রীলঙ্কা | ৬ |
১৯৮৭ | কুয়াংচৌ | পাকিস্তান হোয়াইট | পাকিস্তান গ্রিনস | বাংলাদেশ | ৮ |
স্টেডিয়াম
সম্পাদনাবছর | স্টেডিয়াম | অবস্থান |
---|---|---|
১৯৭৬ | হকি ক্লাব অফ পাকিস্তান | করাচি |
১৯৮২ | জাতীয় স্টেডিয়াম | |
১৯৮৫ | আরবাব নিয়াজ স্টেডিয়াম | পেশোয়ার |
১৯৮৬ | জিন্নাহ স্পোর্টস স্টেডিয়াম | ইসলামাবাদ |
১৯৮৭ | ? | লাহোর |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Quaid-E-Azam International Cup (Pakistan)"। www.rsssf.org।
- ↑ Ahsan, Ali (ডিসেম্বর ২৩, ২০১০)। "A history of football in Pakistan — Part III"। DAWN.COM।
- ↑ Simanto, DM। "A frustrating era for Bangladesh football | Daily Sun |"। daily sun।