২১ এপ্রিল
তারিখ
(এপ্রিল ২১ থেকে পুনর্নির্দেশিত)
<< | এপ্রিল | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ||||
২০২৪ |
২১ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১১তম (অধিবর্ষে ১১২তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৪ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ৭৫৩ - রোম নগরীর প্রতিষ্ঠা।
- ৮২৯ - সেক্সশান এগবার্ট ব্রিটেনের প্রথম রাজা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন।
- ১৫২৬ - পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।
- ১৯৫২ - লন্ডন ও রোমের মধ্যে প্লেন চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট প্লেন চলাচল শুরু।
- ১৯৬২ - আলজেরিয়ায় ফরাসি সেনা বিদ্রোহ শুরু।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সিয়েরা লিওন।
- ১৯৭৫ - ভারতের ফারাক্কা ব্যারেজ চালু।
- ২০১৯ - শ্রীলঙ্কায় গির্জা হোটেলে ও মসজিদে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৯০ জনের প্রাণহানি ঘটেছে।
জন্ম
সম্পাদনা- ১৭৮২ - জার্মান শিক্ষাবিদ ও কিন্ডারগার্টেন শিশুশিক্ষা পদ্ধতি প্রবর্তক ফ্রেডরিক ফ্রোয়েবল। (মৃ. ১৮৫২)
- ১৮১৬ - ইংরেজ ঔপন্যাসিক ও কবি শার্লট ব্রন্টি।
- ১৮২৮ - হিপোলালিটি টেইনি, প্রখ্যাত ফরাসী শিল্পী, সাহিত্যিক এবং ঐতিহাসিক।
- ১৮৬৪ - মাক্স ভেবার, জার্মান সমাজবিজ্ঞান, দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী। (মৃ. ১৯২০)
- ১৮৮৯ - পল কারার, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান-সুইস রসায়নবিদ এবং শিক্ষাবিদ।
- ১৯০০ - বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী ও চিকিৎসক সুধীরনাথ সান্যাল। (মৃ.১৯৯৩)
- ১৯১২ - বিমল চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা। (মৃ.১৯৯৪)
- ১৯১৫ - অ্যান্থনি কুইন, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা। (মৃ. ২০০১)
- ১৯২২ - অ্যালান ওয়াটকিন্স, ওয়েলশ-ইংলিশ ক্রিকেটার। (মৃ. ২০১১)
- ১৯২৬ - দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাজ্য ও অন্যান্য অধিভুক্ত অঞ্চলের রানী।
- ১৯৪৫ - শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন, ভারতীয় ক্রিকেটার এবং আম্পায়ার।
- ১৯৬৬ - সঙ্গীতশিল্পী ও সুরকার মাইকেল ফ্রান্টি।
- ১৯৭৯ - জেমস ম্যাকঅ্যাভয়, মার্কিন অভিনেতা।
- ১৯৯২ - ইস্কো, স্পেনীয় ফুটবলার।
মৃত্যু
সম্পাদনা- ১৯১০ - মার্ক টোয়েইন, একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক। (জ. ১৮৩৫)
- ১৯৩৮ - মহম্মদ ইকবাল,বৃটিশ ভারতের প্রখ্যাত কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ। (জ. ১৮৭৭)
- ১৯৬৫ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী। (জ. ১৮৯২)
- ১৯৮৪ - মোহাম্মদ মোদাব্বের, সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবক। (জ. ১৯০৮)
- ১৯৮৮ - শ্যামলকৃষ্ণ ঘোষ, বাঙালি লেখক ও সাহিত্যিক। (জ.১৯০৫)
- ১৯৯৬ - আবদুল হাফিজ কারদার, ভারতের লাহোরে জন্মগ্রহণকারী পাকিস্তানের ক্রিকেটার।
- ২০১৩ - শকুন্তলা দেবী, ভারতীয় লেখক এবং মানব ক্যালকুলেটর। (জ.০৪/১১/১৯২৯)
- ২০১৫ - পূর্ণদাস বাউল, ভারতীয় বাঙালি বাউল গান শিল্পী। (জ.১৮/০৩/১৯৩৩)
- ২০১৫ - জানকীবল্লভ পট্টনায়ক, রাজনীতিবিদ এবং ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী।
- ২০১৭ - লাকী আখান্দ, বাংলাদেশি সঙ্গীতশিল্পী ও সুরকার। (জ. ১৯৫৬)
- ২০২১ - শঙ্খ ঘোষ বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। (জ.১৯৩২)
ছুটি ও অন্যান্য
সম্পাদনাবিশ্ব সহনশীলতা ও উদ্ভাবনী দিবস।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ২১ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |