উকিল পরিবার হলো একটি বাংলাদেশের রাজনৈতিক পরিবার যা একটি প্রধান রাজনৈতিক দল জাতীয় পার্টির নেতৃত্বে রয়েছে। পরিবারটির সদস্য - হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের সেনাপ্রধান ও পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং অন্যান্য বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন।

উকিল পরিবার
বর্তমান অঞ্চলরংপুর জেলা
উৎপত্তির স্থানদিনহাটা, কোচবিহার

সদস্য সম্পাদনা

উকিল সাদতউল্লাহ ছিলেন এই পরিবারের প্রতিষ্ঠাতা। তিনি ও উনার ছেলে মকবুল হুসেইন কোচবিহার দেশীয় রাজ্যের মন্ত্রী ছিলেন। দিনহাটার মকবুল হুসেইন বেগম মাজেদা খাঁতুনকে বিয়ে করেছিলেন এবং তাদের নয়জন সন্তান ছিলেন: