দিনহাটা

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি পৌরসভা

দিনহাটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার একটি শহর ও পৌরসভা এলাকা। এটি দিনহাটা মহকুমার সদর দপ্তর। দিনহাটা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম সেরা দুর্গাপূজা আয়োজনের জন্য পরিচিত। এছাড়াও দিনহাটা স্বাস্থ্য মেলা ও দিনহাটা-উৎসব, সংহতি মেলা, জন্মাষ্টমী মেলার জন্য বিখ্যাত। শহরের এলাকা ছাড়া দিনহাটা ৩টি ব্লক নিয়ে গঠিত।

দিনহাটা শহরের ছবি , মেইন রোড থেকে তোলা।
পাখির চোখে দিনহাটা শহরের একটি ছবি ।
দিনহাটা
শহর
দিনহাটা পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
দিনহাটা
দিনহাটা
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২৬°০৭′৪৫″ উত্তর ৮৯°২৮′১০″ পূর্ব / ২৬.১২৯০৩২৮° উত্তর ৮৯.৪৬৯৪৬৫১° পূর্ব / 26.1290328; 89.4694651
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাকোচবিহার
সরকার
 • ধরনপৌরসভা
 • শাসকদিনহাটা পৌরসভা
ভাষা
 • অফিসিয়ালবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
পিন৭৩৬১৩৫
যানবাহন নিবন্ধনWB-64

যথা-

১) দিনহাটা-১ ব্লক ১৬টি গ্রামপঞ্চায়েত ও দিনহাটা শহর নিয়ে গঠিত।

২) দিনহাটা-২ ব্লক ১২টি গ্রামপঞ্চায়েত নিয়ে গঠিত।

৩) সিতাই ব্লক ৫টি গ্রামপঞ্চায়েত নিয়ে গঠিত।

এমএলএ সিট - ০২। বড়োশাকদল, বুড়িরহাট-১, বুড়িরহাট-২ (বাসান্তীরহাট), নাজিরহাট-১ ও ২, সাহেবগঞ্জ, বামনহাট-১ ও ২, চৌধরিহাট, গোসানিমারি-১ ও ২, পেটলা, নয়ারহাট ইত্যাদি হল গ্রামপঞ্চায়েত।

ভৌগোলিক বিবরণ

সম্পাদনা

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৬°০৮′ উত্তর ৮৯°২৮′ পূর্ব / ২৬.১৩° উত্তর ৮৯.৪৭° পূর্ব / 26.13; 89.47[] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৩৬ মিটার (১১৮ ফুট)।

জনসংখ্যা

সম্পাদনা

ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে দিনহাটা শহরের জনসংখ্যা হল ৩৬,১২৪ জন।[] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৮০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৪% এবং নারীদের মধ্যে এই হার ৭৫%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে দিনহাটা এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
  • দিনহাটা মহাবিদ্যালয়
  • দিনহাটা উচ্চ বিদ্যালয়
  • দিনহাটা সোনী দেবী জৈন উচ্চ বিদ্যালয়
  • দিনহাটা বালিকা উচ্চ বিদ্যালয়
  • চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দির
  • বামনহাট উচ্চ বিদ্যালয়
  • সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়
  • NABIBAKSH HIGH SCHOOL[H.S],PETLA
  • বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়
  • বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চবিদ্যালয়
  • নাজিরহাট হরকুমারি উচ্চবিদ্যালয়
  • শালমারা উচ্চবিদ্যালয়
  • খট্টিমারি সুকান্ত বিদ্যাপীঠ
  • পুটিমারী উচ্চ বিদ্যালয়

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Dinhata"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬ 
  2. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা