দিনহাটা
দিনহাটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার একটি শহর ও পৌরসভা এলাকা।শহরের এলাকা ছাড়া দিনহাটা ৩টি ব্লক নিয়ে গঠিত।
দিনহাটা দিনহাটা | |
---|---|
স্থানাঙ্ক: ২৬°০৮′ উত্তর ৮৯°২৮′ পূর্ব / ২৬.১৩° উত্তর ৮৯.৪৭° পূর্ব | |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৩৪,৩০৩ |
যথা-
১) দিনহাটা-১ ব্লক ১৬টি গ্রামপঞ্চায়েত ও দিনহাটা শহর নিয়ে গঠিত।
২) দিনহাটা-২ ব্লক ১২টি গ্রামপঞ্চায়েত নিয়ে গঠিত।
৩) সিতাই ব্লক ৫টি গ্রামপঞ্চায়েত নিয়ে গঠিত।
• এমএলএ সিট - ০২। বড়োশাকদল, বুড়িরহাট-১, বুড়িরহাট-২ (বাসান্তীরহাট), নাজিরহাট-১ ও ২, সাহেবগঞ্জ, বামনহাট-১ ও ২, চৌধরিহাট, গোসানিমারি-১ ও ২, পেটলা, নয়ারহাট ইত্যাদি হল গ্রামপঞ্চায়েত।
ভৌগোলিক বিবরণসম্পাদনা
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৬°০৮′ উত্তর ৮৯°২৮′ পূর্ব / ২৬.১৩° উত্তর ৮৯.৪৭° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৩৬ মিটার (১১৮ ফুট)।
জনসংখ্যাসম্পাদনা
ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে দিনহাটা শহরের জনসংখ্যা হল ৩৬,১২৪ জন।[২] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৮০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৪% এবং নারীদের মধ্যে এই হার ৭৫%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে দিনহাটা এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।
শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
- দিনহাটা মহাবিদ্যালয়
- দিনহাটা উচ্চ বিদ্যালয়
- দিনহাটা সোনী দেবী জৈন উচ্চ বিদ্যালয়
- দিনহাটা বালিকা উচ্চ বিদ্যালয়
- চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দির
- বামনহাট উচ্চ বিদ্যালয়
- সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Dinhata"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬।
- ↑ "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬।