উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা

(উইকিপিডিয়া:Requests for administrator attention থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Mehedi Abedin কর্তৃক ১ দিন আগে "বাধাদানের অনুরোধ: Journalistarka" অনুচ্ছেদে
আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা ও অনুবাদ
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের আলোচনাসভা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
কারিগরি আলোচনাসভা
কারিগরি বিষয় নিয়ে আলোচনা
সংবাদ
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
নতুন অবদানকারীর সাহায্য পাতা
নতুন অবদানকারীদের সাহায্য
সরাসরি চলুন: সূচিপত্রেপ্রথম আলোচনায়পাদদেশের আলোচনায়


বাধাদানের অনুরোধ: শুভদীপ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা

প্রচারণার জন্য উইকিপিডিয়ার অপব্যবহার। XReport --― ᱚᱨᱤᱡᱤᱛ ১০:৩৭, ২১ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Arijit Kisku প্রচারণার ব্যাপারটা একটু ব্যাখা করে বলুন, সংশ্লিষ্ট ব্যবহারকারী কীভাবে, কার প্রচারণা করছে? —শাকিল (আলাপ · অবদান) ১৭:০৪, ২৯ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমি এই ব্যবহারকারীর কার্যক্রম পর্যবেক্ষণ করে আলোচনা পাতায় এসেছি। তিনি ভাদুড়ী মহাশয় / মহর্ষি নগেন্দ্রনাথ-এর প্রচারণা চালাচ্ছেন এবং উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধে তাঁদের সম্পর্কে তথ্য সংযোজন করছেন। তবে, বাস্তবে ভাদুড়ী মহাশয় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কিনা, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। অনলাইনে এই ব্যক্তি সম্পর্কে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে না। নিবন্ধ তৈরির সময় প্রণেতা কিছু বইয়ের উদ্ধৃতি ব্যবহার করেছেন, কিন্তু সেগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হচ্ছে না। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৮:১০, ২ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@BadhonCR আমি এখানে উত্তর দিতে ভুলে গেছলাম। আজ হটাৎ এসে আপনার উত্তর খেয়াল করলাম। আমিও এই কারণেই অভিযোগ করেছিলাম। ― ᱚᱨᱤᱡᱤᱛ ০৬:৩৭, ৪ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
তিনি এখনো বিভিন্ন নিবন্ধে একজন ব্যক্তির উক্তি প্রচার করে চলছে। তার প্রচারণামূলক সম্পাদনা গুলো পূর্বাবস্থায় আনা উচিত। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০১:৫৬, ৭ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
প্রশাসকদের কাছে মহর্ষি নগেন্দ্রনাথ এবং ভাদুড়ী মহাশয় নিবন্ধ দুটির উল্লেখযোগ্যতা পরিক্ষা এবং ব্যবহারকারী শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধে তার প্রচার নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে অনুরোধ করা জানাচ্ছি। ব্যবহারকারী বিভিন্ন নিবন্ধে অপ্রতিরোধ্যভাবে মহর্ষি নগেন্দ্রনাথ / ভাদুড়ী মহাশয় এর প্রচার চালিয়েই যাচ্ছে। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৯:৪৫, ২৭ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
"সংসদ বাঙালী চরিতাভিধান" সূত্র হিসেবে ব্যবহার হলে তারা উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য হওয়ার কথা। প্রশ্ন হচ্ছে উদ্ধৃত সূত্রে আসলেই তাদের তথ্য যুক্ত আছে কিনা। মেহেদী আবেদীন ১৬:৪০, ৪ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বাধাদানের অনুরোধ: রাঘব বোয়াল

সম্পাদনা

আমি তাকে নতুন নিবন্ধ তৈরী করা থেকে বাধা দেওয়ার জন্য আবেদন করছি। XReport --মোবাশশির' (আলাপ) ০৪:৫৯, ৪ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

একত্রীকরণ করা প্রয়োজন

সম্পাদনা

ভাদুড়ী মহাশয় এবং মহর্ষি নগেন্দ্রনাথ দুইটি পাতা একই ব্যক্তি সম্পর্কিত। এই নিবন্ধ দুইটি দীর্ঘদিন ধরে একত্রীকরণের ট্যাগ যুক্ত অবস্থায় পড়ে রয়েছে। অনুগ্রহ করে কেউ এই নিবন্ধ একত্রীকরণ করে দিন। — আদিভাইআলাপ০৮:০১, ৬ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নগেন্দ্রনাথ সংশ্লিষ্ট পৃষ্ঠাগুলিতে বহুলভাবে প্রশংসা করা হয়েছে। নামটিও হওয়া উচিত ছিল: নগেন্দ্রনাথ ভাদুড়ী। কিন্তু লেখা হয়েছে মহর্ষি সম্মানসূচকের সাথে। আমাদের সক্রিয়ভাবে পাতাগুলি সম্পাদনা ও যাচাই করা উচিত। ―  ☪  কাপুদান পাশা () ০৮:১৯, ৬ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

  মন্তব্য একত্রীকরণ করা হয়নি, প্রশাসকদের ব্যবস্থা গ্রহণের পূর্বে তার বদলে পুনর্নির্দেশ করে দেওয়া হয়েছে। অনুচ্ছেদটি মীমাংসিত চিহ্নিত করার পূর্বে প্রশাসকদের পাতাগুলো একত্রীকরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মেহেদী আবেদীন ২৩:৪৩, ১৪ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin একই ব্যক্তির তৈরি একই নামে দুইটি নিবন্ধ। এখানে একত্রীকরণের মত কিছু নেই। অনুগ্রহ করে আলাপ পাতা দেখুন। আর প্রশাসকরা আলাপ পাতায় কোনো মন্তব্য করেননি। ২ মাস সময় বাদ দিলেও প্রশাসকদের আলোচনাসভায় আসার ২ দিন পরে আমি পুনর্নির্দেশ, স্থানান্তর ইত্যাদি করে মানসম্পন্ন অবস্থায় এনেছি। অনুগ্রহ করে ৬ জুনের নিবন্ধের অবস্থাও একটু দেখে নিবেন। পুনশ্চ, এই সংক্রান্ত বা এই ব্যক্তির তৈরি অন্যান্য নিবন্ধগুলিও একই পদ্ধতিতে পরিষ্কার করার দাবি রাখে। (আমার সময় হলে আমি করবো। বাকি অন্যরাও হাত দিতে পারেন।) ―  ☪  কাপুদান পাশা () ০০:৫৫, ১৫ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান তখন খেয়াল করিনি, ভেবেছিলাম দুটো নিবন্ধ দুজনের লেখা। স্পষ্ট করার জন্য ধন্যবাদ। মেহেদী আবেদীন ০০:৫৭, ১৫ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বার বার অভিক আনোয়ার নিবন্ধনটি মুছে ফেলা হচ্ছে

সম্পাদনা

নিউজ ও রেফারেন্স সহকারে অভিক আনোয়ার নিবন্ধনটি লিখেছিলাম কিন্তু বার বার নিবন্ধনটি মুছে ফেলা হচ্ছে এই বিষয়ে প্রশাসকের মন্তব্য বা সাহায্য আশা করছি। 𝓐𝓼𝓱𝓫𝓸𝓻𝓷 ০১:২৫, ২৩ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

প্রয়োজনীয় পুনঃনির্দেশ ২

সম্পাদনা

অনুগ্রহ করে এগুলো পুনঃনির্দেশ করবেন।

আমাকে ইংরেজিতে দেশের উপাত্ত টেমপ্লেট তৈরির অনুমতি দেয়ার অনুরোধ করছি। অনুমতি থাকলে আমি নিজেই করে ফেলতাম। @dark1618 (আলাপ) ০৫:৩২, ২৫ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ডেভিড উডার্ড

সম্পাদনা

এই অভিযোগএই তদন্ত প্রতিবেদন অনুযায়ী এটা স্পষ্ট যে একটি গোষ্ঠী ডেভিড উডার্ড ও তার সম্পর্কিত সমস্ত নিবন্ধ একাধিক ভাষার উইকিপিডিয়াতে প্রচারণার উদ্দেশ্যে যান্ত্রিকভাবে অনুবাদ করে যাচ্ছে যেগুলো ইতোমধ্যে কিছু উইকিপিডিয়ায় অপসারণ করা হয়েছে। ২০২১ সালে নিউ ইয়র্ক ভিত্তিক আইপি থেকে ডেভিড উডার্ড নিবন্ধটি যান্ত্রিক প্রক্রিয়ায় অনুবাদ করা হয়েছিল, এবং পাতাটি পড়ে বোঝা যায় যে বাংলা জানেন না এমন কেউ তৈরি করেছে৷ পরবর্তীতে নিউ ইয়র্ক ভিত্তিক আরেকটি আইপি থেকে নিবন্ধে ব্যক্তির অফিসিয়াল ওয়েবসাইট যুক্ত করা হয় এবং রুক্ষ অনুবাদের ট্যাগ সরিয়ে ফেলা হয়। খেয়াল করুন যে সম্পাদনা সারাংশে লেখা হয়েছে "+ সরকারী ওয়েবসাইট"। অর্থাৎ একই প্রচারণা ফার্মের কোনো সদস্য রুক্ষ অনুবাদের ট্যাগ সরিয়ে অফিসিয়াল ওয়েবসাইট যুক্ত করেছে। স্পষ্টত প্রচারণার উদ্দেশ্যে নিবন্ধটি রুক্ষভাবে অনুবাদ করা হয়েছে এবং অনুবাদ যান্ত্রিক হওয়ার পরেও ট্যাগ সরিয়ে ফেলা হয়েছে। তাই প্রদত্ত প্রতিবেদন অনুযায়ী ডেভিড উডার্ড ও এর সাথে সম্পর্কিত কোনো অনূদিত নিবন্ধ যদি বাংলা উইকিপিডিয়ায় থাকে তাহলে সেগুলো সব অপসারণের জন্য প্রস্তাব করছি। মেহেদী আবেদীন ১৪:৫৩, ৩০ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

এছাড়া সম্ভাব্য প্রচারণা গোষ্ঠীর সাথে সম্পৃক্ত Swmmng, BarunH, BardRapt, CWells, FlenBotoz, JudgtasticŠpačkovití একাউন্টগুলোকে বাধাদানের জন্য প্রস্তাব করছি। মেহেদী আবেদীন ১৫:০০, ৩০ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin আপনার অভিযোগ সত্য! তবে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, এদের কেউই বাংলা উইকিপিডিয়ার সাথে সংস্লিষ্ট নয়। শুধু প্রথমজন বাংলা অন্তত একবার বাংলা উইকিপিডিয়ায় এসেছেন, এবং তারনামে স্থানীয় একাউন্ট তৈরি হয়েছে, কিন্তু কোন সম্পাদনা করেনি।
আর বাকি একজনও কখনো বাংলা উইকিতে কখনো আসেই নাই, একাউন্ট তৈরি তো দূরে থাক। তাই বাংলা উইকিপিডিয়া সংস্লিষ্ট নয়, এমন কাউকে বাংলা উইকিপিডিয়ায় বাধা দেওয়ার প্রয়োজন নেই। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৬:৩৫, ৩০ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী কর্তৃক স্বরচিত বই বারবার উৎস হিসেবে ব্যবহার

সম্পাদনা

সম্প্রতি লক্ষ্য করেছি যে একজন ব্যবহারকারী একাধিক নিবন্ধে তার নিজের রচিত বই উৎস হিসেবে ব্যবহার করছেন। আমি তার আলাপ পাতায় এই বিষয়ে একাধিকবার সতর্কবার্তা প্রদান করেছি, কিন্তু তিনি একই ধারা অব্যাহত রেখেছেন।

উপরন্তু,তার ব্যবহারকারী পাতায় তিনি এমন একটি লিংক রেখেছেন যেটি উইকিপিডিয়া তার নাম সার্চ করলে যে ফলাফল আসে, সেটি দেখায়। এই ধরনের লিংক রাখা নিজের নাম কিভাবে কোথায় কতবার উল্লেখ হয়েছে তা প্রদর্শনের অভিপ্রায় প্রকাশ করে। উক্ত ব্যবহারকারীর বাংলা উইকিপিডিয়া দীর্ঘদিনের অবদান রয়েছে এবং অনেক ক্ষেত্রে তার সম্পাদনা তথ্যগতভাবে মূল্যবান।

আমার অনুরোধ তাকে প্রশাসকদের তরফ থেকে কড়া সতর্কবার্তা প্রদান করা হোক। ― ᱚᱨᱤᱡᱤᱛ ০০:০৭, ৭ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

  • এই ধরনের স্বরচিত বইয়ের উৎস ব্যবহার সরাসরি COI নীতিমালার অন্তর্ভুক্ত হবে। নিজের বইকে উৎস হিসাবে ব্যবহার করা যেতে পারে অথবা বইয়ের লেখক নিজেও উইকিপিডিয়া সম্পাদনা ও গঠনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু সমস্যা হলো যখন কোন উইকিপিডিয়ান নিজের লেখা বইকে অযাচিতভাবে নিবন্ধে উল্লেখ করবেন, স্কোপের বাইরে গিয়ে নিজের রেফারেন্সকে উল্লেখ করবেন, নিজের লেখা দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ মাত্রা ধরে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ হবেন, প্রয়োজন ছাড়াই কোন লেখায় অতিরিক্ত একটি তথ্যসূত্র হিসাবে নিজের বইকে ব্যবহার করবেন। উপরের এই পয়েন্টগুলো সমস্যা তৈরি করবে এবং নীতিমালা বিরোধী। এই সমস্যাগুলো আমি ব্যবহারকারীর মধ্যে দেখতে পাচ্ছি।
  • পাশাপাশি তার লেখা বইগুলো কোন গবেষণাপত্র নয় মেবি, বরং বিভিন্ন বইয়ের সমন্বয়ে পাঠ্যপুস্তকের উপযোগী করে লেখা বই। বৈজ্ঞানিক লেখাগুলোতে পাঠ্যবইয়ের রেফারেন্স থেকে গবেষণাপত্রের লেখা ব্যবহার করাই সমুচিত। তাছাড়া তিনি রেফারেন্স ভালোভাবে উল্লেখও করতে পারেননি এবং নিজের উপপাতায় এই ধরনের লিংক দিয়ে রাখা সেলফ প্রমোশন বোঝায়, সেলফ প্রমোশন অবশ্যই নিরপেক্ষতা ধরে রাখার অন্তরায়। আমি ব্যবহারকারীকে উপরের পয়েন্টগুলো স্মরণ করে তথ্যসূত্রগুলো সরিয়ে নিতে অনুরোধ করবো। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৭:০০, ৭ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বাধাদানের অনুরোধ: Journalistarka

সম্পাদনা

শুধুমাত্র একটি ওয়েবসাইটের স্প্যাম লিংক যোগ করেন। বিশ্বকোষ গড়া এনার উদ্দেশ্য নয়। XReport --~~ নীল নন্দী ০৭:০২, ৮ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ব্যক্তি নজরবন্দি ডট ইনের লিংক গণহারে নিবন্ধে বসাচ্ছেন৷ ওয়েবসাইটের প্রোফাইল পাতায় তার নাম প্রমাণ করে যে ব্যক্তি ওয়েবসাইটটির মালিক যিনি উইকিপিডিয়ায় প্রচারণায় নেমেছেন। সুস্পষ্টভাবে WP:NOTHEREমেহেদী আবেদীন ০৭:৩৯, ৮ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন