উইকিপিডিয়া:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ/পর্ষদ

প্রধান পাতাআলোচনাযোগদানপর্ষদমেইলিং লিস্টপরিক্রমাটেমপ্লেটসমূহপদকসমূহসহপ্রকল্প
রচনা সংশোধন প্রধান পাতাঅনুরোধমহোৎসবকীভাবে রচনা সংশোধন করবেনবানানরীতি
মানোন্নয়ন প্রধান পাতানিবন্ধ তালিকাসাহায্যের অনুরোধঅভিযানকীভাবে মানোন্নয়ন করবেনপরিভাষাকোষ

রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের প্রকল্প সমন্বয়কারী পর্ষদ হলো প্রকল্পের বিষয়ে যোগাযোগের জন্য নির্ধারিত ব্যবহারকারীদের ফোরাম, যারা সংঘের আভ্যন্তরীণ কাঠামো এবং প্রক্রিয়া বজায় রাখেন। তবে, সংঘের সদস্যদের আচরণ এবং সংঘের কার্যভুক্ত নিবন্ধগুলোর ওপর তাদের কোনো কর্তৃত্ব নেই; এমনকি সংঘের নির্বাচিত পর্ষদ সদস্য হিসেবে তাদের বিশেষ কোনো অধিকার কিংবা ক্ষমতা দেওয়া হয় না।

প্রধান সমন্বয়কারী
নাম
সমন্বয়কারী
রচনা সংশোধন শাখা
নাম
নিবন্ধ মানোন্নয়ন শাখা
নাম

আমাদের কাজ

সংঘ সমন্বয়কারীদের প্রধান কাজ হলো প্রকল্পটির কার্যক্রম সচল রাখতে– প্রকল্প পাতা ও প্রক্রিয়াগুলোর কার্যক্রম দেখভাল করা এবং সম্পূর্ণ প্রক্রিয়াটির সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখা। এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো: সংঘের ওমবাক্স ব্যবস্থাপনা, সংঘের উভয় শাখার অনুরোধ পাতাগুলোর দেখভাল এবং মাসভিত্তিক রচনা সংশোধন মহোৎসব ও নিবন্ধ মানোন্নয়ন অভিযানের আয়োজন করা। উইকিপিডিয়ার গঠনতন্ত্র অনুযায়ী এই সমস্ত কার্যের অধিকাংশই যেকোনো ব্যবহারকারী করতে সক্ষম; সেই অনুসারে, সংঘের গুরুত্বপূর্ণ কাজগুলোর খুব সামান্যই পর্ষদের ওপর বর্তায়। তবে অভিজ্ঞতা থেকে দেখা যায় যে, অধিকাংশ ব্যক্তিই ধরে নেয়, প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ কাজগুলো অন্য কেউ করে দেবে। এ কারণে সংঘের সমস্ত প্রশাসনিক কার্য একটি পর্ষদের ওপর ন্যস্ত করা হয়, যারা শুধুমাত্র সেই কাজগুলোর জন্যই নিয়োজিত। সংঘ সমন্বয়কারী পর্ষদের নিয়মিত কার্যপ্রণালি সম্পর্কে জানতে, পর্ষদের কর্মপন্থার এই তালিকাটি দেখুন।

এছাড়াও সংঘ সমন্বয়কারী পর্ষদের আরও কিছু কাজ রয়েছে। তারা প্রকল্প বিষয়ে যোগাযোগের জন্য নির্ধারিত সদস্য। সম্পূর্ণ প্রকল্পের যেকোনো স্থানে, প্রকল্প সংক্রান্ত যেকোনো প্রশ্ন সরাসরি তাদের জিজ্ঞাসা করা যায়। তারা প্রকল্পের নীতিমালা ও গাইডলাইন তৈরি করেন, অনানুষ্ঠানিকভাবে দ্বন্দ্ব নিরসন করেন এবং প্রকল্পের কর্মদক্ষতা ও আলোচনায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখেন। তবে, আনুষ্ঠানিকভাবে বৃহৎ কোনো দ্বন্দ্ব নিরসন করা এই পর্ষদের কর্মপন্থাভুক্ত নয়। গুরুতর যেকোনো দ্বন্দ্ব নিরসনে সংঘাত নিরসনের প্রক্রিয়া অনুসরণ করা উচিত।

নির্বাচন প্রক্রিয়া

রসনিমা
সমন্বয়কারী পর্ষদ

প্রধান সমন্বয়কারী

সমন্বয়কারী

ইমিরিটাস সদস্য

পর্ষদ সদস্যরা ব্যবহারকারীদের সরাসরি ভোটে[১] নির্বাচিত হবেন। পর্ষদের মেয়াদকাল সাধারণত ছয় মাস; তবে, নির্বাচনের পূর্বে কোনো পর্ষদের মেয়াদকাল নির্দিষ্ট করে দেওয়া যায়। সংঘের যেকোনো সদস্য নিজেকে অথবা সংঘের অন্য কোনো সদস্যকে প্রার্থী হিসেবে মনোনীত করতে পারেন। সম্প্রদায়ের ঐকমত্যের ভিত্তিতে একজন সদস্য তার ইচ্ছানুযায়ী অনির্দিষ্ট সংখ্যকবার প্রার্থী, এমনকি পর্ষদ সদস্যও মনোনীত হতে পারবেন। পর্ষদের প্রধান সমন্বয়কারী সম্পূর্ণ পর্ষদের জবাবদিহিতার জন্য দায়ী। অন্য সমন্বয়কারীরা প্রধান সমন্বয়কারীকে সহযোগিতা ও পরামর্শ দেন এবং তাদের জন্য নির্ধারিত ক্ষেত্রের সমন্বয়সাধন করেন।

নির্বাচনে নির্ধারিত সংখ্যক সদস্য নির্বাচিত না হলে অথবা সংঘের আওতাধীন কর্মপ্রচেষ্টার তুলনায় সমন্বয়কারীর সংখ্যা অপ্রতুল মনে হলে কিংবা অন্য কোনো কারণে পর্ষদে আরও সদস্যের প্রয়োজন হলে এবং নির্বাচন নিকটবর্তী না হলে, পর্ষদ সরাসরি যেকোনো ব্যবহারকারীকে পরবর্তী নির্বাচন পর্যন্ত মেয়াদে প্রকল্প সমন্বয়ের জন্য আমন্ত্রণ জানাতে পারবে।

সাধারণত, নির্বাচনের সময় প্রার্থীদের অনুমোদন নিশ্চিত করতে প্রাক্তন প্রধান সমন্বয়কারীকে ইমিরিটাস সদস্য হিসেবে মনোনীত করা হয়। এর উদ্দেশ্য হলো প্রকল্পটি যাতে তাদের সহায়তা ও অভিজ্ঞতা লাভ করতে থাকে এবং সামগ্রিকভাবে প্রকল্পের উন্নতি সাধিত হয়। এই পদের নির্দিষ্ট কোনো দায়িত্ব কিংবা মেয়াদকাল নেই; সদস্যরা যতদিন ইচ্ছা ততদিন এই পদে বহাল থাকতে পারেন।

পর্ষদের ইতিহাস

ইংরেজি উইকিপিডিয়ায় ২০১০ সালের শেষাংশে The Guild of Copy Editors-এর জন্য নির্বাচনের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে প্রকল্প সমন্বয়কারীর পদ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। সদস্যরা ইংরেজি উইকিপিডিয়ার সামরিক ইতিহাস উইকিপ্রকল্পের অনন্য নির্বাচন পদ্ধতি অনুসারে নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হন এবং ২০১০ সালের ডিসেম্বর মাসেই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২০ সালের ২৫ ডিসেম্বর বাংলা উইকিপিডিয়া এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের পর, লক্ষ্য এবার লক্ষ এডিটাথনের পর্যালোচকবৃন্দের ঐকমত্যের ভিত্তিতে ইংরেজি উইকিপিডিয়ার GOCE-এর অনুসরণে “রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ” গঠনকালে গিল্ডের অন্য বেশ কিছু রীতির মতো পর্ষদ নির্বাচন রীতিও বজায় রাখা হয়। সেই মোতাবেক, আগামী ২০২১ সালের জুন মাসে সংঘের প্রথম নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

বাংলা উইকিপিডিয়ার রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের পূর্ববর্তী ও বর্তমান পর্ষদ সদস্যদের সম্পূর্ণ তালিকা:

পাদটীকা

  1. অ্যাপ্রুভাল ভোটপ্রদান পদ্ধতি: একজন ভোটার যেকোনো সংখ্যক প্রার্থীকে ভোট দিতে পারবেন। এভাবে সবচেয়ে বেশি ভোটপ্রাপ্ত প্রার্থী নির্বাচিত হবেন।