উইকিপিডিয়া:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ/টেমপ্লেট

প্রধান পাতাআলোচনাযোগদানপর্ষদমেইলিং লিস্টপরিক্রমাটেমপ্লেটসমূহপদকসমূহসহপ্রকল্প
রচনা সংশোধন প্রধান পাতাঅনুরোধমহোৎসবকীভাবে রচনা সংশোধন করবেনবানানরীতি
মানোন্নয়ন প্রধান পাতানিবন্ধ তালিকাসাহায্যের অনুরোধঅভিযানকীভাবে মানোন্নয়ন করবেনপরিভাষাকোষ

প্রকল্প টেমপ্লেট ও ব্যবহারকারী বাক্সসমূহ সম্পাদনা

সংঘের সকল টেমপ্লেটের তালিকা দেখুন এখানে

ব্যবহারকারী বাক্সসমূহ সম্পাদনা

{{ব্যবহারকারী রসনিমা}} যোগ করার মাধ্যমে রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের সদস্যবৃন্দের বিষয়শ্রেণীতে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।
এই ব্যবহারকারী রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের একজন সদস্য।
সংঘের কোনো রচনা সংশোধন মহোৎসবে অংশ নিয়ে থাকলে {{ব্যবহারকারী রচনা সংশোধন মহোৎসব}} যোগ করুন। |# এর "#" বদলে অংশ নেওয়া মহোৎসবের সংখ্যা (পূর্ণ বানানে) বসিয়ে দিন।
এই ব্যবহারকারী {{{1}}}বার রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের মহোৎসবে অংশগ্রহণ করেছেন।
সংঘের কোনো নিবন্ধ মানোন্নয়ন অভিযানে অংশ নিলে {{ব্যবহারকারী নিবন্ধ মানোন্নয়ন অভিযান}} যোগ করুন। |# এর "#" বদলে অংশ নেওয়া অভিযানের সংখ্যা (পূর্ণ বানানে) বসিয়ে দিন।
এই ব্যবহারকারী {{{1}}}বার রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের অভিযানে অংশগ্রহণ করেছেন।
সংঘের কোনো মহোৎসব এবং অভিযানে অংশ নিলে {{ব্যবহারকারী রসনিমা মহোৎসব অভিযান}} যোগ করুন। |#-গুলোর প্রথম #-টি বদলে অংশ নেওয়া মহোৎসবের সংখ্যা ও দ্বিতীয় |#-টি বদলে অংশ নেওয়া অভিযানের সংখ্যা দ্বারা প্রতিস্থাপন করুন।
এই ব্যবহারকারী রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের মহোৎসবে বার এবং অভিযানে ০বার অংশ নিয়েছেন।

নিবন্ধ সম্পাদনা

কোনো নিবন্ধে কাজ শুরু করার পূর্বে {{রসনিমা কাজ চলছে}} টেমপ্লেট ব্যবহার করতে পারেন।

বিষয়শ্রেণী সম্পাদনা

সংঘের আওতাধীন সকল বিষয়শ্রেণীতে {{রসনিমা প্রচেষ্টা}} ট্যাগ লাগানো হয়ে থাকে।

নিবন্ধের আলাপ পাতা সম্পাদনা

আমাদের সংঘের কার্যক্রম ছড়িয়ে দিতে নিবন্ধের আলাপ পাতায় কিছু ট্যাগ লাগাতে পারেন: রচনা সংশোধন করা হলে {{রসনিমা রচনা সংশোধনকৃত}} ট্যাগ এবং নিবন্ধের মানোন্নয়ন করা হলে {{রসনিমা মানোন্নয়নকৃত}} ট্যাগ লাগাতে পারেন। (ট্যাগগুলো কাজ শেষ হওয়ার পর লাগাতে হবে) রচনা সংশোধন জমা কাজের বিষয়শ্রেণী, নিবন্ধ মানোন্নয়ন তালিকা এবং উভয় ক্ষেত্রের অনুরোধ পাতা থেকে কাজ করা নিবন্ধে ট্যাগগুলো লাগাতে পারেন। আরও বিস্তারিত জানার জন্য টেমপ্লেটগুলোর নথি দেখুন।
রচনা সংশোধনের ক্ষেত্রে জমা কাজের বিষয়শ্রেণী থেকে কোনো নিবন্ধে কাজ করার সময় অন্য এক বা একাধিক সমস্যা দেখা গেলে, যার জন্য রচনা সংশোধনের কাজে বিঘ্ন হতে পারে, তাহলে নিবন্ধের আলাপ পাতায় {{রসনিমা পর্যালোচনাকৃত}} যোগ করে দিন। বিস্তারিত জানার জন্য টেমপ্লেটের নথি দেখুন।

ব্যবহারকারী আলাপ পাতা সম্পাদনা

রচনা সংশোধন অনুরোধ পাতায় উল্লিখিত কোনো অনুরোধ গ্রহণ করার পর অনুরোধকারীর আলাপ পাতায় {{রসনিমা রচনা সংশোধন শুরু}} ট্যাগ যুক্ত করুন।
সুপ্রিয় রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ, রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের রচনা সংশোধন অনুরোধ পাতায় আপনার অনুরোধকৃত উইকিপিডিয়া নিবন্ধে রচনা সংশোধনের কাজ শুরু করছি। রচনা সংশোধনের বিষয়ে কোনো মন্তব্য থাকলে কিংবা কোনো সম্পাদনা বাতিল করার প্রয়োজন হলে, অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করুন। উদাহরণ (আলাপ) ০২:১৯, ২৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধ মানোন্নয়নে সাহায্যের অনুরোধ পাতায় উল্লিখিত কোনো অনুরোধ গ্রহণ করার পর অনুরোধকারীর আলাপ পাতায় {{রসনিমা নিবন্ধ মানোন্নয়ন শুরু}} ট্যাগ যুক্ত করুন।
সুপ্রিয় রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ, রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের নিবন্ধ মানোন্নয়ন অনুরোধ পাতায় আপনার অনুরোধকৃত উইকিপিডিয়া নিবন্ধে মানোন্নয়নের কাজ শুরু করছি। নিবন্ধ মানোন্নয়নের বিষয়ে কোনো মন্তব্য থাকলে কিংবা কোনো সম্পাদনা বাতিল করার প্রয়োজন হলে, অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করুন। উদাহরণ (আলাপ) ০২:১৯, ২৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
অনুরুদ্ধ পাতায় কাজ করা সম্পন্ন হয়েছে, ব্যবহারকারীকে এই বিষয়টি জানাতে তাদের আলাপ পাতায় {{রসনিমা সম্পন্ন}} ট্যাগ যুক্ত করুন।
সুপ্রিয় রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ, আপনি জেনে আনন্দিত হবেন যে, রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘে আপনার অনুরোধকৃত উইকিপিডিয়া নিবন্ধে রচনা সংশোধন/মানোন্নয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সংঘের কাজের বিষয়ে আপনার যেকোনো প্রতিক্রিয়াকে স্বাগত জানাই! উদাহরণ ১ (আলাপ) ২৩:৪৮, ১৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
অনুরোধ গ্রহণের পর আপাতদৃষ্টিতে পরিত্যক্ত নিবন্ধের জন্য অনুরোধ গ্রহণকারীর আলাপ পাতায় {{রসনিমা পরিত্যক্ত}} ট্যাগ যুক্ত করে অবহিত করুন। নিবন্ধে সর্বশেষ সাতদিনে কোনো সম্পাদনা না করলে, তবেই ব্যবহারকারী ট্যাগ করা উচিত; এর পূর্বে নয়।
সুপ্রিয় রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ, আপনি রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের রচনা সংশোধনের অনুরোধ কিংবা নিবন্ধ মানোন্নয়নের অনুরোধ পাতা থেকে উইকিপিডিয়া নিবন্ধের অনুরোধ গ্রহণ করেছিলেন। আপনি নিবন্ধটিতে অন্তত সাতদিন পূর্বে সর্বশেষ সম্পাদনা করেছেন এবং এখনও কাজ শেষ বলে ঘোষণা দেন নি। নিবন্ধটিতে আপনার কাজ শেষ হয়েছে কিনা কিংবা না হয়ে থাকলে আপনি নিবন্ধটির কাজ শেষ করতে ইচ্ছুক কিনা, সেটি আমাদের জানান। আপনি যদি এই নিবন্ধটিতে আর কাজ করতে না চান, তাহলে এটি অন্যদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বার্তা পাওয়া সাপেক্ষে সাত দিনের মধ্যে আপনার উত্তর না পাওয়া পেলে কিংবা নিবন্ধে নতুন করে সম্পাদনা না করা হলে, সংঘ কর্তৃক অনুরোধটি অন্যদের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। সংঘের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ! শুভেচ্ছান্তে— উদাহরণ (আলাপ) ০৩:৪৪, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
কোনো ব্যবহারকারী যদি আপনার কৃত অনুরোধ গ্রহণ করার পর কোনো সম্পাদনাই না করে থাকেন, তবে {{রসনিমা-কোনো সম্পাদনা নেই!}} ট্যাগ যুক্ত করুন। অনুরোধ গ্রহণের এক সপ্তাহের মধ্যে ট্যাগ যুক্ত করবেন না।
সুপ্রিয় রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ, রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের রচনা সংশোধনের অনুরোধ কিংবা নিবন্ধ মানোন্নয়নের অনুরোধ পাতা থেকে আপনার গৃহীত উইকিপিডিয়া নিবন্ধটিতে আপনি এখনও কাজ শুরু করেন নি। আপনি নিবন্ধটিতে কাজ করতে চান কিনা, সেটি আমাদের জানান; যাতে করে নিবন্ধটি আপনার জন্য সংরক্ষিত থাকবে অথবা অন্যদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বার্তা পাওয়া সাপেক্ষে সাত দিনের মধ্যে কোনো প্রত্যুত্তর না পাওয়া গেলে কিংবা নিবন্ধে নতুন কোনো সম্পাদনা না করা হলে, সংঘ কর্তৃক নিবন্ধটিকে অন্যদের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। সংঘের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ! শুভেচ্ছান্তে– উদাহরণ ১ (আলাপ) ০০:৪৫, ১৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
নতুন ব্যবহারকারীদের সংঘে যোগদানের আমন্ত্রণ জানিয়ে {{রসনিমা আমন্ত্রণ}} ট্যাগ যুক্ত করতে পারেন।
সুপ্রিয় রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ, রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে আপনার অসাধারণ অবদান বিবেচনায় আপনাকে সংঘে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ হলো বাংলা উইকিপিডিয়ানদের একটি সহযোগিতামূলক প্রকল্প, যা বাংলা ভাষায় উইকিপিডিয়া নিবন্ধগুলোর সার্বিক মানোন্নয়নে ভূমিকা রাখে। সংঘের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে জানতে সংঘের প্রধান পাতা দেখুন। তাছাড়া, সংঘের নিয়মিত আয়োজন হিসেবে মহোৎসবঅভিযানে অংশ নিতে পারেন। সংঘের কার্যক্রম প্রসারে সম্মানিত পরামর্শক হিসেবে আপনার মূল্যবান মতামত জানাতেও আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়াকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার এই অগ্রযাত্রায় আমরা আপনাকে পাশে পাব বলে আশা রাখি। শুভেচ্ছান্তে, রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের পক্ষে, ~~~~

সংঘের নতুন সদস্যদের স্বাগত জানিয়ে তাদের আলাপ পাতায় বার্তা দিয়ে তাদের উৎসাহিত করুন: {{রসনিমা স্বাগত}}

পাতা তৈরিকরণ টেমপ্লেট সম্পাদনা

সংঘের নিয়মিত মহোৎসব ও অভিযান আয়োজনের পাতা তৈরির জন্য নিম্নের টেমপ্লেটগুলো ব্যবহৃত হয়৷ আয়োজন শুরুর জন্য টেমপ্লেটগুলো ব্যবহার করতে প্রথমে নির্দেশনাগুলো খুব ভালো করে পড়ে নিন। বিশেষ করে শুরু ও শেষের তারিখ, সমন্বয়কারীদের নাম, লক্ষ্য ও বিষয়বস্তু অন্তর্ভুক্তকরণে সতর্কতা অবলম্বন করুন। আয়োজন পাতায় "যোগ দিন" অংশটুকু হাতে-হাতে যোগ করতে হবে। এই টেমপ্লেটগুলো অবশ্যই প্রতিস্থাপন (সাবস্টিটিউট) করতে হবে। এজন্য টেমপ্লেটের দ্বিতীয় বন্ধনীর পর subst: যুক্ত করে প্রকাশ করুন। টেমপ্লেটগুলো প্রতিস্থাপন না করা হলে, আয়োজন পাতাগুলো সম্পাদনা করা যাবে না।