উইকিপিডিয়া:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ/রচনা সংশোধন শাখা

প্রধান পাতাআলোচনাযোগদানপর্ষদমেইলিং লিস্টপরিক্রমাটেমপ্লেটসমূহপদকসমূহসহপ্রকল্প
রচনা সংশোধন প্রধান পাতাঅনুরোধমহোৎসবকীভাবে রচনা সংশোধন করবেনবানানরীতি
মানোন্নয়ন প্রধান পাতানিবন্ধ তালিকাসাহায্যের অনুরোধঅভিযানকীভাবে মানোন্নয়ন করবেনপরিভাষাকোষ

রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের রচনা সংশোধন শাখার প্রধান পাতায় আপনাকে স্বাগত।

বাংলা উইকিপিডিয়ার নিবন্ধগুলোতে লেখার মান উন্নত ও নিবন্ধগুলোর ভাষা ধারাবাহিক, বোধগম্য, স্পষ্ট, সংক্ষিপ্ত ও সঠিক করার লক্ষ্যে সংঘের রচনা সংশোধন শাখা নিয়োজিত। সংঘে যোগ দিতে এবং এই শাখার কার্যক্রমে অংশ নিতে একই সাথে নতুন ও অভিজ্ঞ উভয় সম্পাদকদের স্বাগত জানাই।

এটি কি বুঝাচ্ছে তা বলুন ও কি বলছে তা বুঝান।

আমাদের কাজ

রচনা সংশোধন শাখার উদ্দেশ্য হলো বাংলা উইকিপিডিয়াকে উন্নত করার লক্ষ্যে:

বর্তমান লক্ষ্য

সংঘের সদস্যদের বর্তমান লক্ষ্য হলো:

  • রচনা সংশোধন ট্যাগযুক্ত নিবন্ধের সংখ্যা কমিয়ে আনা;
  • তাৎক্ষণিকভাবে বিশেষ অনুরোধগুলো পূরণ করা;
  • সংঘে সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা;
  • রচনা সংশোধন জমা কাজকে একটি পরিচালনাযোগ্য সীমায় আবদ্ধ রাখার জন্য রচনা সংশোধন মহোৎসবের আয়োজন করা।

নতুন সদস্যদের উদ্দেশ্যে

  • সংঘের নতুন সদস্য হিসেবে আপনার কোনো প্রশ্ন থাকলে কিংবা সাহায্যের প্রয়োজন হলে সংঘের যেকোনো সমন্বয়কারীর আলাপ পাতায় বার্তা প্রদান করুন। আপনাকে সহায়তা করতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।
  • উইকিপিডিয়ার মৌলিক রচনা সংশোধন নীতিমালার জন্য এখানে দেখুন।
  • আমাদের নির্দেশিকায় বিভিন্ন অনুশীলনীর লিংক এবং সকল স্তরের ব্যবহারকারীদের জন্য রচনা সংশোধন প্রক্রিয়া পরামর্শ হিসেবে দেওয়া আছে।
  • উচ্চতর দক্ষতার রচনা সংশোধনের জন্য Tony1-এর রচনা সংশোধন নির্দেশিকায় (ইংরেজি ভাষায়) উপযুক্ত পরামর্শ এবং অনুশীলনীর সমন্বিত করা আছে।

কীভাবে সাহায্য করবেন

বর্তমানে ৬২৩টি নিবন্ধের রচনা সংশোধন প্রয়োজন। আপনি যা করতে পারেন:

আয়োজন

সংঘের লক্ষ্য অর্জনে রচনা সংশোধন শাখা থেকে নিয়মিত মহোৎসব আয়োজন করা হয়ে থাকে। এই রচনা সংশোধন মহোৎসবে গদ্যের মান উন্নয়নের জন্য ব্যবহারকারীদের পদক প্রদান করা হয়। গ্রেগরীয় বর্ষপঞ্জির প্রতি বিজোড় মাসে রচনা সংশোধন মহোৎসব অনুষ্ঠিত হয়।

অনুরোধ করুন

সংঘে যেকোন নিবন্ধে রচনা সংশোধনের অনুরোধের জন্য একটি অনুরোধের পাতা রয়েছে। এখানে সম্পাদকেরা নিবন্ধের মান উন্নয়ন অথবা ভালো নিবন্ধনির্বাচিত নিবন্ধের প্রস্তাব করার পূর্বে রচনা সংশোধনের অনুরোধ করতে পারেন। সংঘ থেকে অনুরোধগুলো তাড়াতাড়ি সম্পন্ন করার চেষ্টা করা হয়; তবে ক্ষেত্রবিশেষে অপেক্ষার সময় দীর্ঘায়িত হতে পারে। আমরা শুধু নিবন্ধে বাক্যগঠনের মানোন্নয়ন করি; নিবন্ধটি পর্যালোচনায় গৃহীত হওয়ার নিশ্চয়তা দেই না।

নিম্নলিখিত নিবন্ধগুলোর জন্য অনুরোধ করবেন না:
  • নিবন্ধ সৃষ্টিকরণের অনুরোধে থাকা নিবন্ধ এবং ব্যবহারকারী নামস্থানে থাকা প্রক্রিয়াধীন নিবন্ধ;
  • অপসারণ প্রস্তাবনায় পর্যালোচনাধীন নিবন্ধ;
  • কাজ চলছে, সম্পাদনা যুদ্ধ চলমান এমন নিবন্ধ কিংবা সেই সকল নিবন্ধ, যেখানে সংশোধিত সম্পাদনাটি পূর্বাবস্থায় ফেরত নেওয়ার সম্ভাবনা রয়েছে। উপর্যুক্ত ক্ষেত্রে আলোচনাসাপেক্ষে রচনা সংশোধনের অনুরোধটি প্রত্যাখ্যাত হতে পারে। আরও লক্ষ্য করুন, এই সংঘটি উইকিপ্রকল্প পরিষ্করণ নয়।

শাখা সমন্বয়কারী পর্ষদ

রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ সমন্বয়কারীরা হলেন প্রকল্প সম্পর্কিত সমস্যাগুলোর ক্ষেত্রে যোগাযোগের জন্য মনোনীত ব্যক্তি, যারা সংঘের অভ্যন্তরীণ প্রক্রিয়া ও কাঠামো বজায় রাখার জন্য দায়বদ্ধ। তারা সংঘের কার্যক্রমগুলোর সমন্বয় সাধন ও প্রকল্প পাতাগুলোর রক্ষণাবেক্ষণ করেন এবং রচনা সংশোধন মহোৎসব আয়োজন ও নিবন্ধ মানোন্নয়ন অভিযান পরিচালনা করেন। নিবন্ধের বিষয়বস্তু বা সম্পাদকের আচরণের উপর তাদের কোন কর্তৃত্ব নেই এবং সংঘের ক্রিয়াকলাপ দ্বারা প্রদত্ত তাদের কোন বিশেষ ক্ষমতাও নেই।

প্রধান সমন্বয়কারী
সমন্বয়কারী

অগ্রগতি

  • প্রকল্পের অগ্রগতি সারণির একটি সম্পূর্ণ সংস্করণ এখানে পাওয়া যাবে।

প্রয়োজনীয় লিংক

এখানে কয়েকটি পৃষ্ঠার লিংক রয়েছে, যেখানে আপনি রচনা সংশোধনের জন্য প্রয়োজনীয় কিছু দিকনির্দেশনা খুঁজে পাবেন।

প্রয়োজনীয় টুল

  • এখানে রচনা সংশোধনের জন্য কার্যকরী কিছু টুলের সংক্ষিপ্ত বর্ণনা রাখা হয়েছে।
টুলসমূহের প্রধান পাতা: http://tools.wmflabs.org/
  • অটোএড হলো একটি ব্যবহারকারী স্ক্রিপ্ট, যা সহজে ব্যবহারযোগ্য এবং স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধ পরিষ্করণ, সহজাত সজ্জার সুবিধা দেয়।
  • রিফিল – এটি খালি তথ্যসূত্রসমূহ পূরণ করে এবং সেগুলোতে শিরোনাম, তারিখ ইত্যাদি উপাদান যুক্ত করে। টুলটি ব্যবহারের পূর্বে ভাষার ঘরে bn নির্বাচন করে নিন।
  • চেকলিংকস – বহিঃসংযোগের লিংকগুলো সম্পাদনা ও সংশোধন করে।
  • ড্যাব সলভার – দ্ব্যর্থতা নিরসনে যুক্ত পাতাগুলোর সংযোগ দ্রুত ঠিক করে।
এই প্যানেলটি সম্পাদনা করুন
রচনা সংশোধন অগ্রগতি
বার্ষিক অগ্রগতির সারণি (২০২২–)
তারিখ নিবন্ধের
সংখ্যা
পরিবর্তন
৩১ ডিসেম্বর ২০২২ ৩২৭ -
মাসিক অগ্রগতির সারণি (২০২২–) সম্পাদনা
তারিখ নিবন্ধের
সংখ্যা
পরিবর্তন
৩১ ডিসেম্বর ২০২২ ৩২৭ -
নিবন্ধ মানোন্নয়ন অগ্রগতি
বার্ষিক অগ্রগতির সারণি (২০২২–) সম্পাদনা
তারিখ নির্বাচিত
নিবন্ধ
ভালো
নিবন্ধ
নতুন
নিবন্ধ
২০২২ - - -
২০২৩ - - -

চলমান নিবন্ধ তালিকায় অগ্রগতি:

০.৫% সম্পন্ন (আনুমানিক)

   

[এই প্যানেলটি সম্পাদনা করুন]