এই পাতাটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
||
সংগ্রহশালা: ১, ২ | |||
![]() | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিবন্ধ থেকে একটি তথ্য ১৩ নভেম্বর ২০০৯ তারিখে উইকিপিডিয়ার প্রধান পাতার আপনি জানেন কি? কলামে প্রদর্শিত হয়েছে (পরিদর্শন পরীক্ষা করুন)। প্রদর্শিত তথ্যটি নিম্নে দেওয়া হলো:
| ![]() |
| ||
নবগঠনসম্পাদনা
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই নিবন্ধটির পরিবর্ধন করা শুরু করছি। এটিকে ক্রমান্বয়ে ভালো নিবন্ধ ও পরবর্তীতে নির্বাচিত নিবন্ধ হিসেবে মানোন্নয়ন করতে চাইছি। এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এ বিষয়ে আপনার কোনোরকম মন্তব্য কিংবা জিজ্ঞাসা থাকলে তা এখানে নির্দ্বিধায় করতে পারেন। সেক্ষেত্রে তৃতীয় স্তরের শিরোনাম (=== ===) দিয়ে বার্তা রাখার অনুরোধ করছি। এছাড়া নিবন্ধের প্রয়োজনে অনেক সময় কোনো বাক্য বা সূত্র ব্যাকআপ রাখার প্রয়োজন হতে পারে। তা-ও এখানে রেখে দেওয়া হবে। — Meghmollar2017 • আলাপ • ১৫:৫৬, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)
- বাক্যে ঈষৎ পরিবর্তন ও ক্ল্যারিফিকেশন। — Meghmollar2017 • আলাপ • ০৭:১১, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)
ছবি সংযোজনসম্পাদনা
ইংরেজি উইকিপিডিয়া থেকে অনেক ছবি রয়েছে যা কমন্সে আপলোড করা নেই বলে বাংলা উইকিতে আপলোড করে সংযোজন করা প্রয়োজন, আর পাশাপাশি আমার আরেকটা প্রস্তাব রয়েছে, শেখ মুজিবুর রহমান নিবন্ধের পর এবার জিয়াউর রহমান নিবন্ধটার পরিষ্করণ ও মানোন্নয়নের প্রয়োজন, কারণ নিবন্ধটি অতিভক্তিতে আর পক্ষপাতিত্বে গদগদ হয়ে আছে, পাশাপাশি তাজউদ্দীন আহমেদ নিবন্ধটি সম্প্রসারণেও হাত দেওয়া প্রয়োজন। 103.230.104.13 (আলাপ) ০৫:৪২, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)
- আরও একটা জিনিস বলতে ভুলে গেছি, ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৭১ নিবন্ধটাও মানোন্নয়ন ও সম্প্রসারণ করা প্রয়োজন। 103.230.104.13 (আলাপ) ০৫:৪৪, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)
- আইপি ব্যবহারকারী ভাই, আপনাকেই খুঁজছিলাম; পেয়ে গেলাম; ভালোই হলো। নিচে অনেকগুলো নিবন্ধ আছে, সেগুলো থেকে যদি আপনার পছন্দমতো কিছু নিবন্ধ করে দিতেন, তাহলে কাজটা ভালোই এগোত। — Meghmollar2017 • আলাপ • ০৬:১৯, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)
- বাকি নিবন্ধগুলো পরে করা যাবে। আপাতত এই নিবন্ধে ফোকাস রেখেছি। — Meghmollar2017 • আলাপ • ০৬:১৯, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)
নিবন্ধ তৈরি করা প্রয়োজনসম্পাদনা
- আইপি ব্যবহারকারী ভাই, সরাসরি নিবন্ধে উল্লেখ নাই, এমন নিবন্ধ তালিকায় দিয়েন না। করার মানুষ নাই। এমনিও অনেক লম্বা হবে তালিকা। — Meghmollar2017 • আলাপ • ০৬:২৩, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)
- শোন, আমি জয় পাকিস্তান নামে একটা আলাদা নিবন্ধ করতে চাচ্ছি, এই বিষয়টা নিয়ে আমি গুগল বুকসে ঘেঁটে দেখলাম, এই স্লোগানটা শেখ মুজিব, মাওলানা ভাসানী সহ আরও অনেকে ব্যবহার করতো, আর ১৯৭১ এর জানুয়ারিতে জয় পাকিস্তান বলার কারণে ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবের তিরস্কার করেছিল, এছাড়া শেখ মুজিব সাতই মার্চের ভাষণে জয় পাকিস্তান বলেছেন কিনা তার সপক্ষে বিপক্ষে ১৯৯৬ সাল থেকে বিতর্ক চলছে, বদরুদ্দিন উমর পক্ষে বলেছেন, নীলিমা ইব্রাহিম বিপক্ষে বলেছেন, তার মানে একে খন্দকার এটাকে নতুন করে আনেন নি, এটা আগে থেকেই ছিল, https://mujtobakhondker.com/জয়-বাংলা-জিয়ে-পাকিস্তান/ পাশাপাশি আওয়ামী লীগ বিএনপি ছাড়াও অন্যান্য দলের অনেক লোকও এর পক্ষে ও বিপক্ষে বলেছেন, গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। এখানে মহিউদ্দিন সেরনিয়াবাত বলেছেন, জয় পাকিস্তান নাকি মুজিব কোনদিন বলেন নি, পাকিস্তান জিন্দাবাদ বলতেন, অথচ গুগল বুকস খুঁজে বাংলা ইংরেজি উভয় ভাষাতেই আমি পেলাম জয় পাকিস্তান ছিল পাকিস্তান জিন্দাবাদের পূর্ব পাকিস্তানি সংস্করণ, এবং শেখ মুজিব নিয়মিতই তা ব্যবহার করতেন (১৯৭০ সালের ৯ ডিসেম্বর শেখ মুজিব তার ঘোষণায় জয় পাকিস্তান ব্যবহার করেছেন ১৯৭৪ সালে লেখা বই "বঙ্গবন্ধু শেখ মুজিব - মযহারুল ইসলাম" ৬৪৫ পৃষ্ঠা - সরাসরি এই লিংকে পাওয়া যাবে), পাশাপাশি ভাসানী সহ আরও অনেকেই বলতেন, তখন আরও প্রচলিত ছিল জয় বেলুচিস্তান, জয় পাঞ্জাব, জয় সিন্ধ ইত্যাদি। আর এখানে দেখো, জয় বাংলার পর জয় পাকিস্তান বলা সেসময় পূর্ব পাকিস্তানের মুদ্রিত রীতি ছিল। এরকম বিতর্কিত বিষয়গুলো নিয়ে দুপক্ষের বক্তব্যই উইকিপিডিয়ায় নিরপেক্ষভাবে স্থান পাওয়ার যোগ্য। আর বিষয়টা ঐতিহাসিকভাবে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটা, অতএব আমার মনে হয় নিবন্ধ করা উচিৎ। 103.230.105.55 (আলাপ) ০৮:২২, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)
টীকাসম্পাদনা
- “সাতই মার্চের ভাষণ” নামে আলাদা অনুচ্ছেদ তৈরি করা প্রয়োজন।
- ছয় দফা আন্দোলনের প্রভাব সম্পর্কে অনুসন্ধান করে লিখতে হবে।
- “পূর্ব বাংলা” নাম বদলে “পূর্ব পাকিস্তান” করার প্রতিক্রিয়া অনুসন্ধান করে লিখতে হবে।
- — Meghmollar2017 • আলাপ • ০৪:৩৩, ১৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- অনুবাদ শুরুর পূর্বের তথ্যসূত্রসমূহ পরীক্ষা।
তথ্য ও তথ্যসূত্র ব্যাকআপসম্পাদনা
ব্যবহারকারী:Meghmollar2017/পরীক্ষাগার#ব্যাকআপ দ্রষ্টব্য। — আদিভাই • আলাপ • ০৬:২৮, ১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)