উইকিপিডিয়া:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ/নিবন্ধ মানোন্নয়ন অভিযান

প্রধান পাতাআলোচনাযোগদানপর্ষদমেইলিং লিস্টপরিক্রমাটেমপ্লেটসমূহপদকসমূহসহপ্রকল্প
মানোন্নয়ন প্রধান পাতানিবন্ধ তালিকাসাহায্যের অনুরোধঅভিযানকীভাবে মানোন্নয়ন করবেনপরিভাষাকোষ
 বর্তমান ও আসন্ন অভিযান অভিযান আর্কাইভ প্রাজিপ্র 

এটি রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের একটি উদ্যোগ৷ এই আয়োজন সম্পর্কে কোনো পরামর্শ কিংবা প্রতিক্রিয়া জানাতে সংঘের প্রধান আলোচনা পাতায় বার্তা রাখুন।

নিবন্ধ মানোন্নয়ন অভিযান হলো রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের একটি নিয়মিত আয়োজন। এটি সাধারণত এক মাসব্যাপী আয়োজিত হয়। সংঘের নির্দিষ্ট নিবন্ধ তালিকা কিংবা সাহায্যের অনুরোধ পাতায় জমা পড়া কাজের পরিমাণ কমাতে অভিযানের আয়োজন করা হয়ে থাকে। এছাড়া বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নিয়েও অভিযানের আয়োজন করা হয়। অভিযানের সময় জমা কাজের পরিমাণ কমাতে উল্লেখযোগ্য অবদান রাখা প্রত্যেক ব্যবহারকারীকে তার অবদান অনুসারে পদক প্রদান করা হয়ে থাকে।

প্রতিটি অভিযানের সমন্বয়কারীদের নাম সংশ্লিষ্ট আয়োজনের পাতায় লিপিবদ্ধ থাকে। অভিযান সংক্রান্ত বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনি আমাদের প্রাজিপ্র পাতাটি দেখতে পারেন। এখানে আয়োজন সংশ্লিষ্ট প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। তাতে যদি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর না পান, তবে সংঘের প্রধান আলাপ পাতা কিংবা পর্ষদের আলোচনা পাতায় প্রশ্ন করতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সাধ্যমতো চেষ্টা করবো।

অভিযানে যোগদানের পূর্বে নিশ্চিত হয়ে নিন যে, উইকিপিডিয়ার রচনাশৈলী নির্দেশনা সম্পর্কে আপনার সম্যক ধারণা রয়েছে।

অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা সম্পাদনা

  1. অভিযানে যোগ দিন। অভিযানের আয়োজন পাতায় "যোগদান" অনুচ্ছেদ খুঁজে বের করুন এবং "আপনার তালিকাটি তৈরি করুন" বোতামটি চাপুন। বোতামটি আয়োজনের পাতায় আপনার নামে একটি উপশিরোনাম যুক্ত করবে, যেখানে আপনি আপনার নিবন্ধ মানোন্নয়ন কার্যের লগ তৈরি করবেন।
    • আপনি যদি পূর্ববর্তী কোনো অভিযানে অংশ নিয়ে থাকেন, তবে বিগত অভিযানে আপনার কাছে থাকা চলতি শব্দসংখ্যা উল্লেখ করুন। বিগত অভিযানের পদক পাতায় আপনি সেটি খুঁজে পাবেন। সেজন্য বর্তমান আয়োজন পাতার "যোগদান" অনুচ্ছেদে দেওয়া লিংকে চাপুন। "মোট" নামক ছক থেকে "নতুন চলতি শব্দসংখ্যা" খুঁজে বের করুন। সংখ্যাটি বর্তমান আয়োজনের পাতায় "চলতি শব্দসংখ্যা" লেখা লাইনে যুক্ত করে দিন। এসকল সংখ্যার যোগ-বিয়োগ আপনাকে করতে হবে না; আয়োজনের শেষে আপনার হয়ে সংঘের সমন্বয়কারীরাই সংখ্যা গণনার কাজ করে দেবেন।
  2. পছন্দমতো নিবন্ধটি খুঁজে বের করুন: সংঘের নিবন্ধ তালিকা পাতা ও সাহায্যের অনুরোধকৃত নিবন্ধগুলো অভিযানে মানোন্নয়ন কার্যের আওতায় আসবে।
  3. অন্য কোনো ব্যবহারকারী নিবন্ধে কাজ করছেন কিনা লক্ষ্য করুন। নিবন্ধের ইতিহাস পরীক্ষা করুন এবং "কাজ চলছে" (নিবন্ধ শীর্ষে) কিংবা "মানোন্নয়নকৃত" (নিবন্ধের আলাপ পাতায়) ট্যাগ যুক্ত আছে কিনা লক্ষ্য করুন।
  4. নিবন্ধের শব্দ সংখ্যা গণনা করুন: কাজ শুরুর পূর্বে একবার নিবন্ধের গণনা করুন। এজন্য শব্দগণনা গ্যাজেট ব্যবহার করতে পারেন।
  5. অভিযানের আয়োজন পাতার "মোট" নামক অংশে আপনার কাজগুলো রেকর্ড করুন৷ আপনার নামাঙ্কিত উপশিরোনামে ইতোমধ্যে # {{কাজ করছেন}} [[]] () এবং # {{সম্পন্ন হয়েছে}} [[]] () বিষয়াদি যুক্ত থাকবে। তাতে:
    • আপনি যে নিবন্ধে কাজ করছেন, সেই নিবন্ধটির নাম {{কাজ করছেন}} টেমপ্লেটের পর [[]] উইকিসংযোগের ভেতরে যুক্ত করুন। এখানে নিবন্ধের মূল নাম যুক্ত করবেন, পুনর্নির্দেশ যুক্ত করবেন না।
    • পাশে থাকা প্রথম বন্ধনীতে () কাজ শুরুর পূর্বে নিবন্ধের শব্দসংখ্যা যুক্ত করুন।
    • নিবন্ধটি যদি অনুরোধ পাতা থেকে নেওয়া হয়, তবে শব্দসংখ্যার পর *আ যুক্ত করুন। যদি তালিকা থেকে কোনো নিবন্ধ নির্বাচন করেন, তবে শব্দসংখ্যার পর *ঈ যুক্ত করুন।
  6. নিবন্ধের শীর্ষে {{রসনিমা কাজ চলছে}} ট্যাগ যুক্ত করতে পারেন। এতে অন্য ব্যবহারকারী বুঝতে পারবেন যে, আপনি নিবন্ধটিতে কাজ করছেন।
  7. নিবন্ধটির মানোন্নয়ন আরম্ভ করুন। ইংরেজি বা অন্য কোনো ভাষায় থাকা নিবন্ধটি অনুবাদ করতে পারেন অথবা অনলাইনে তথ্য অনুসন্ধান করে যুক্ত করতে পারেন। অনুবাদের ক্ষেত্রে যান্ত্রিক অনুবাদ গৃহীত হবে না। এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে, সংঘের আলাপ পাতায় বার্তা দিন।
  8. রচনা সংশোধনের কাজ শেষ হওয়ার পর নিবন্ধ শীর্ষ থেকে {{রসনিমা কাজ চলছে}} ট্যাগ অপসারণ করুন (যদি ব্যবহার করা হয়ে থাকে)।
  9. নিবন্ধের আলাপ পাতায় {{রসনিমা মানোন্নয়নকৃত}} ট্যাগ যুক্ত করুন। এটি অন্য ব্যবহারকারীদের জানাবে যে, আপনি নিবন্ধটির মানোন্নয়নে উল্লেখযোগ্য কার্য সম্পন্ন করেছেন। ট্যাগটির মাধ্যমে সংঘের কার্যক্রমও উইকিপিডিয়াব্যাপী প্রচার লাভ করবে।
  10. কাজ শেষ হওয়ার পর "মোট" অনুচ্ছেদে আপনার কাজ রেকর্ড করুন। অনুচ্ছেদে সংশ্লিষ্ট নিবন্ধটির লাইনে # {{কাজ করছেন}} পরিবর্তন করে # {{সম্পূর্ণ হয়েছে}} বসিয়ে দিন এবং পূর্ববর্তী শব্দসংখ্যার পাশে একটি টিল্ডা চিহ্নসহ (~) নতুন শব্দসংখ্যা বসিয়ে দিন। কোনো মন্তব্য থাকলে, নিবন্ধের শিরোনাম এবং শব্দসংখ্যার মাঝখানে লিখুন। "প্রাকদর্শন দেখুন" এবং তারপর প্রকাশ করুন। লগ করা না হলে কিংবা যথাযথভাবে লগ করা না থাকলে, কোনো নিবন্ধ গণ্য করা হবে না। যথাযথভাবে লগ করা হলে সম্পাদক উইন্ডোতে এই লেখাগুলো থাকবে:
# {{সম্পূর্ণ হয়েছে}} [[বাকরখানি]] (৫৮৪ ~ ১,০৮৪) *ঈ
এবং প্রকাশিত হলে এই লেখাগুলো থাকবে:
১.   সম্পূর্ণ হয়েছে বাকরখানি (৫৮৪ ~ ১,০৮৪) *ঈ

মানোন্নত নিবন্ধগুলোকে ভালো নিবন্ধনির্বাচিত নিবন্ধের মনোনয়ন দিতে পারেন। এ জন্য সংশ্লিষ্ট পাতার নির্দেশনা অনুসরণ করে মানোন্নয়ন করুন। প্রয়োজনবোধে মানোন্নয়ন শেষে রচনা সংশোধনের অনুরোধ করতে পারেন।

কী করবেন, কী করবেন না সম্পাদনা

  • অনুবাদের ক্ষেত্রে সম্পূর্ণ নিবন্ধটি অনুবাদ করার চেষ্টা করুন। তাড়াহুড়ো করবেন না এবং সম্পূর্ণ নিবন্ধটির অনুবাদে মানের বিষয়ে খেয়াল রাখবেন। নিবন্ধ রচনায় রচনাশৈলী নির্দেশনা অনুসরণ করুন। অভিযানে যান্ত্রিক অনুবাদ গৃহীত হবে না।
  • আপনার নিজের অনুরোধ করা পাতায় মানোন্নয়ন কাজ অব্যাহত রাখতে পারেন। তবে সেটি অভিযানে গণনা করা হবে না।
  • আপনি যে কাজটি করেন নি, সেটি গণনা করবেন না। ক্ষেত্রবিশেষে সময়মতো নিবন্ধের কাজ শেষ না-ও হতে পারে। সেক্ষেত্রে যতটুকু কাজ করেছেন, ততটুকুই অভিযানে গণনা করুন। তবে, নিবন্ধের কাজ শেষ না করে ফেলে রাখবেন না। আমাদের মূল লক্ষ্য নিবন্ধগুলোকে সম্পূর্ণ করা। পরবর্তী অভিযানে হলেও, অসম্পূর্ণ সেই নিবন্ধটিকে সমাপ্ত করুন।
  • নিবন্ধের কাজ শেষ হলে, উপযুক্ত ক্ষেত্রে ভালো নিবন্ধ কিংবা নির্বাচিত নিবন্ধের প্রস্তাবনা দিন। প্রয়োজনবোধে এর পূর্বে অভিজ্ঞদের পরামর্শ নিন এবং রচনা সংশোধনের অনুরোধ করুন।
  • আনন্দ করুন; আমরা বাংলা ভাষায় বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষকে সমৃদ্ধ করতে অবদান রাখছি। আপনি এতে আনন্দ খুঁজে না পেলে জবরদস্তির কিছু নেই!

নতুন ব্যবহারকারীদের উদ্দেশ্যে সম্পাদনা

নিবন্ধ মানোন্নয়ন অভিযানে যোগদানের জন্য নতুন ব্যবহারকারীরা সর্বদা আমন্ত্রিত। নতুন হিসেবে আপনি যত বেশি — যত খুশি — নিবন্ধে কাজ করতে পারেন। নতুন হিসেবে যেকোনো সাহায্যের প্রয়োজন হলে, সংঘের আলাপ পাতায় নির্ভয়ে জানান; সমন্বয়কারীরা আনন্দের সাথে আপনাদের সাহায্য করবেন।

প্রয়োজনীয় লিংক সম্পাদনা

শব্দগণনা গ্যাজেট সম্পাদনা

নিবন্ধের শব্দ গণনার জন্য নিচের নির্দেশনা অনুযায়ী গ্যাজেটটি ইনস্টল ও ব্যবহার করতে পারেন:

পাতার আকার গণনার জন্য গ্যাজেট যোগ করতে:

  1. জাভাস্ক্রিপ্ট সচল থাকা সাপেক্ষে, বিশেষ:আমার পছন্দ পাতায় যায় এবং গ্যাজেটগুলি ট্যাবে ক্লিক করুন। ব্রাউজিং গ্যাজেট নামক অনুচ্ছেদে থাকা গদ্যের আকার নামক টুলের চেকবক্সে ক্লিক করুন।
  2. সংরক্ষণ করুন বোতাম চেপে টুলটি সংরক্ষিত করুন।
  3. ব্রাউজারের ক্যাশে পরিষ্কার করুন:
    • ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করলে, Ctrl-F5 চাপুন।
    • উইন্ডোজে ফায়াফক্স/সাফারি ব্যবহার করলে, ক্লিক করার সময় শিফট চেপে রাখুন অথবা Ctrl-Shift-R চাপুন; ম্যাকের জন্য Command-R চাপুন।
    • অপেরা/কনকুয়েরর ব্যবহার করলে F5 চাপুন।
  4. স্ক্রিপ্টটির কার্যকারিতা পরীক্ষা করতে, অজানা যেকোনো পাতায় যান, বাম পাশের মেনু থেকে পাতার আকার নামক বোতাম চাপুন। নিবন্ধ মানোন্নয়ন অভিযানে গদ্যের আকার (কেবল পাঠ্য) থেকে শব্দসংখ্যা নির্বাচন করুন। মনে রাখুন, অভিযানে দুইবার শব্দগণনা করতে হবে; একবার কাজের শুরুতেই এবং একবার কাজের শেষ।
  5. নিবন্ধ মানোন্নয়ন শুরু করুন।

নিবন্ধ বাছুন সম্পাদনা

সংঘের নিবন্ধ তালিকা পাতায় গুরুত্বপূর্ণ কিছু নিবন্ধের তালিকা দেওয়া আছে। সেখান থেকে কোনো নিবন্ধ বেছে নিন। এছাড়া সাহায্যের অনুরোধ পাতার নিবন্ধগুলোতেও কাজ করতে পারেন।

চলতি শব্দসংখ্যা সম্পাদনা

চলতি শব্দসংখ্যা হলো সেই শব্দসংখ্যা, যেগুলো পূর্ববর্তী অভিযানে পদক বিতরণের গণনায় আসে নি। এই শব্দগুলো "চলতি শব্দ" হিসেবে আপনার পরবর্তী অভিযানের শব্দসংখ্যার সাথে যোগ করা হয়। যেমন, উদাহরণ ১ কোনো অভিযানে মোট ২৫,৪৩৬টি শব্দ যুক্ত করলেন করলেন। তিনি সেই অভিযানে অনবদ্য অবদানকারী পদক (২০,০০০ শব্দের জন্য) পাবেন। ফলে, তার হাতে আরও অবশিষ্ট ৫,৪৩৬টি শব্দ চলতি হিসাবে পরবর্তী অভিযানের জন্য জমা থাকবে। উদাহরণ ১ যদি পরবর্তী কোনো অভিযানে অংশ নিয়ে ২,৮০০টি শব্দের রচনা সংশোধন করেন, তবে তিনি কর্মঠ উইকিপিডিয়ানের পদক (৮,০০০ শব্দের জন্য) লাভ করবেন এবং পরবর্তী অভিযানের জন্য আরও [৫,৪৩৬ + ২,৮০০ - ৮০০০ =] ২৩৬টি শব্দ চলতি হিসাবে অবশিষ্ট থাকবে।

চলতি শব্দসংখ্যা শুধুমাত্র পরবর্তী অভিযানে বাহিত হবে। যদি এপ্রিল অভিযানে অংশ নেওয়ার পর উদাহরণ ১-য়ের ১৪,০০০ চলতি শব্দসংখ্যা থাকে এবং জুন অভিযানে অংশ না নেন, তবে আগস্ট অভিযানে সেই সংখ্যা যুক্ত করা হবে না; বরং চলতি শব্দসংখ্যা শূন্য থেকে গণনা শুরু হবে।

তাছাড়া, রসনিমা স্বর্ণতারকা পদক লাভের শর্ত হিসেবে চলতি শব্দসংখ্যা গণনা করা হয় না।

অভিযানের জন্য নিচের পদকগুলো দেওয়া হবে।

সর্বমোট শব্দের ভিত্তিতে পদক সম্পাদনা

মাসব্যাপী অভিযান আয়োজন শেষে এই পদকগুলো বিতরণ করা হবে।

  যেকোনো নিবন্ধে অন্তত একটি সম্পাদনা
রসনিমা ক্ষুদ্র পদক
  অন্তত ৩০,০০০ শব্দ
রসনিমা সংঘবদ্ধ পদক
  অন্তত ৪,০০০ শব্দ
রসনিমা পরিমিতবোধ পদক
  অন্তত ৪০,০০০ শব্দ
রসনিমা পর্ষদ পদক
  অন্তত ৮,০০০ শব্দ
রসনিমা কর্মঠ পদক
  অন্তত ৬০,০০০ শব্দ
রসনিমা অধ্যবসায় পদক
  অন্তত ১২,০০০ শব্দ
রসনিমা পরিষ্করণ পদক
  অন্তত ৮০,০০০ শব্দ
রসনিমা মহোত্তম পদক
  অন্তত ২০,০০০ শব্দ
রসনিমা নিরলস পদক
  অন্তত ১,০০,০০০ শব্দ
আমাদের সংঘের বিশেষ অবদানকারীদের জন্য এই সবিশেষ পদক: রসনিমা সর্বোত্তম পদক।

স্বর্ণ ও রৌপ্যতারকা পদক সম্পাদনা

 

সম্মানজনক রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ স্বর্ণতারকা পদক সেই সকল অবদানকারীকে প্রদান করা হবে, যাদের নিবন্ধের সংখ্যা সবচেয়ে বেশি, শব্দসংখ্যা সবচেয়ে বেশি, অধিকাংশ নিবন্ধে ৫,০০০+ শব্দ যুক্ত করেছেন, সবচেয়ে পুরনো অনুরোধকৃত নিবন্ধগুলোতে সবচেয়ে বেশি অবদান করেছেন এবং অভিযানে বৃহত্তম নিবন্ধটির রচনা সংশোধন করেছেন।

 

ফলাফল ছকের বাকি শর্তগুলো পূরণকারী অবশিষ্ট সকল ব্যবহারকারীদের রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ রৌপ্যতারকা পদক প্রদান করা হয়।

১০ হাজার পদক সম্পাদনা

 

কোনো একক নিবন্ধে ১০,০০০ এর বেশি শব্দ যুক্ত করা ব্যবহারকারী যদি অভিযানের চূড়ান্ত ছকে "দীর্ঘতম লেখা যোগকারী" হিসেবে স্থান না পান, তবে তাকে রসনিমা ১০ হাজার পদকটি প্রদান করা হবে।

ব্যবহারকারী বাক্স সম্পাদনা

অংশগ্রহণকারীরা তাদের ব্যবহারকারী পাতায় নিচের কোডটি কপি করে ব্যবহার করতে পারেন। {{ব্যবহারকারী নিবন্ধ মানোন্নয়ন অভিযান|ক}}। আপনি যতগুলো অভিযানে অংশ নিয়েছেন, "ক"-এর বদলে সেই সংখ্যাটি বসিয়ে দিন। টেমপ্লেটটির মাধ্যমে নিচের মতো ফলাফল আসবে:
 এই ব্যবহারকারী কবার রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের অভিযানে অংশগ্রহণ করেছেন।
আপনি রচনা সংশোধন মহোৎসবেও অংশ নিয়ে থাকলে, এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন: {{ব্যবহারকারী রসনিমা মহোৎসব অভিযান|X|X}}
 এই ব্যবহারকারী রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের মহোৎসবে ১বার এবং অভিযানে ১বার অংশ নিয়েছেন।

সমন্বয়কারীদের জন্য নির্দেশনা সম্পাদনা