উইকিপিডিয়া:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ/পরিক্রমা/জানুয়ারি ২০২১

আলোচনাসভা শিরোনাম: বাংলা উইকিপিডিয়া রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ নীতিনির্ধারণী সভা জানুয়ারি ২০২১

— রসনিমা —
আমন্ত্রণবার্তা
জানুয়ারি ২০২১ - পৌষ ১৪২৭
শুভ নববর্ষ এবং শুভ নবদশক! বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের অব্যবহিত পর নিবন্ধসমূহের মানোন্নয়নের লক্ষ্যে বাংলা উইকিপিডিয়া রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের সংগঠন কাজ চলছে। প্রকল্পের আলোচনা পাতায় সংঘের নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা আহ্বান করা হয়েছে। এতে সম্প্রদায়ের সকলকে মতামত প্রদানের জন্য আহ্বান জানানো হচ্ছে।
নীতিনির্ধারণী সভা: জানুয়ারি ২০২১
রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য
রচনা সংশোধন শাখা: {{রচনা সংশোধন}} ও অনুরূপ ট্যাগ অনুসরণ করে নিবন্ধের গদ্য ও বাক্যগঠন সংশোধন করা;
নিবন্ধ মানোন্নয়ন শাখা: অতি গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহের সার্বিক মানোন্নয়ন করা।
সংঘে যোগ দিন
মেইলিং লিস্টে যোগ দিন
সিস্টেম উন্নয়নে সহায়তা করতে যোগাযোগ করুন
বার্তা প্রেরক: — Meghmollar2017আলাপ১৩:৪০, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
১. নিউজলেটারটির নামকরণ উদাহরণস্বরূপ প্রদত্ত; এর নামকরণে অংশ নিন

প্রতিস্থাপনীয়:

  • সম্প্রদায়ের আলোচনাসভা: এতে সম্প্রদায়ের সকলকে মতামত প্রদানের জন্য আহ্বান জানানো হচ্ছে।
  • প্রশাসকদের আলোচনাসভা: এই অতিগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসকবৃন্দকে তাঁদের মতামত প্রদানের জন্য আহ্বান জানানো হচ্ছে।