উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/নিরীক্ষক/২০১৮

এম আবু সাঈদ সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত সম্পাদক। বাংলা উইকিপিডিয়ায় আমার প্রায় ৮০০০+ সম্পাদনা রয়েছে। নিয়মিত সম্পাদনা ছাড়াও আমি নিবন্ধের মানোন্নয়নে এবং ধ্বংসপ্রবণতা রোধেও ভূমিকা রাখার চেষ্টা করি। উইকিপিডিয়া নীতিমালা সম্পর্কে আমি সচেতন আছি এবং সবসময় তা মেনে চলি। এছাড়া আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ এবং রোলব্যাকার অধিকারও রয়েছে। তাই নতুন ব্যবহারকারী কর্তৃক এবং আইপি থেকে করা ধ্বংসপ্রবণ, অবৈধ সম্পাদনা এবং অমিমাংসীত পরিবর্তনগুলো পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য নিরীক্ষণ অধিকারের আবেদন করছি। আবু সাঈদ (আলাপ) ১৬:১১, ১৬ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০৪, ২৩ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Tahmid02016 সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত ও অভিজ্ঞ ব্যবহারকারী। উইকিপিডিয়ার সকল নীতিমালা ও নির্দেশাবলি সম্পর্কেই আমি অবগত। আমার উইকি পথচলার শুরু থেকেই আমি ধ্বংসপ্রবণতা বিষয়ে সচেতন। বাংলা উইকিপিডিয়াতে আমার রোলব্যাক করার অধিকারটি রয়েছে এবং নিয়মিত আমি ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিল করে থাকি। বাংলা উইকিপিডিয়ার সম্পাদকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে ধ্বংসপ্রবণ ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। তাই আমার মতে প্রতিনিয়ত বৃদ্ধিপ্রাপ্ত ধ্বংসপ্রবণ ব্যবহারকারীদের সম্পাদনা বাতিল করে উইকিতে সঠিক তথ্য ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সচেতন ব্যবহারকারীদের সংখ্যাও বাড়ানো উচিত। আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটিও রয়েছে। এই অধিকারটি পেলে আমি আরও সহজতর উপায়ে ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে অনেক বেশী কাজ করতে সক্ষম হবো। আশা করি প্রশাসকগণ আমার অনুরোধের পরিপ্রেক্ষিতে আমাকে এই অধিকারটি প্রদান করে ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে আমার পথচলা স্পষ্টতর করে আমাকে কৃতজ্ঞ করবেন। Tahmid02016 (আলাপ) ০৫:২৯, ২৬ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাব (আলাপ) ০১:১৮, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Wakim32 সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়ায় আমি একজন নিয়মিত ব্যবহারকারী। উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে আমার সম্যক ধারণা রয়েছে। নিয়মিত বিভিন্ন বিষয়ের নিবন্ধ তৈরি ও সম্পাদনার পাশাপাশি আমি বিভিন্ন নিবন্ধের মানোন্নয়ন, ত্রুটি সংশোধন ও ধ্বংসপ্রবণতা রোধে অবদান রাখার চেষ্টা করি। এছাড়া বর্তমানে আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার রয়েছে। তাই নতুন ব্যবহারকারী কর্তৃক প্রণীত নিবন্ধগুলো যাচাই এবং আইপি থেকে ও ধ্বংসাত্মক সম্পাদকদের করা ধ্বংসপ্রবণ সম্পাদনা এবং অমিমাংসীত পরিবর্তনগুলো পর্যবেক্ষণের জন্য এই অধিকারের আবেদন করছি। ওয়াকিম (আলাপ) ১১:৪২, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Masum-al-hasan সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বিগত ৪ বছরেরও বেশি সময় ধরে বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত সম্পাদক। নিয়মিত সম্পাদনা ছাড়াও ধ্বংসপ্রবণতা রোধেও সবসময় ভূমিকা রাখার চেষ্টা করি। উইকিপিডিয়া নীতিমালা সম্পর্কে আমি সচেতন আছি এবং সবসময় তা মেনে চলি। আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ এবং রোলব্যাকার অধিকারও রয়েছে। তাই নতুন ব্যবহারকারী কর্তৃক এবং আইপি থেকে করা ধ্বংসপ্রবণ, অবৈধ সম্পাদনা এবং বিশেষ করে অমিমাংসীত পরিবর্তনগুলো পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য নিরীক্ষণ অধিকারের আবেদন করছি। মাসুম-আল-হাসান (আলাপ) ১৪:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Ahm masum সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি একজন নিয়মিত এবং অভিজ্ঞ ব্যবহারকারী। বাংলা উইকিপিডিয়াতে আমার ৬৫০০ এরও বেশী সম্পাদনা রয়েছে। অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পে আমার ২০০০ এরও বেশী সম্পাদনা রয়েছে। বাংলা উইকিপিডিয়ায় আমার রোলব্যকার অধিকার রয়েছে। আমি "ধ্বংসপ্রবণতা নীতি" বিষয়ে অবগত এবং কোনটি ধ্বংসপ্রবণতা আর কোনটি ধ্বংসপ্রবণতা নয় সে বিষয়ে সচেতন । আমি উইকিপিডিয়ার মৌলিক নীতিমালাগুলো এবং "পর্যালোচনার নির্দেশাবলি " সম্বন্ধেও অবগত। এই অধিকারটি আমকে নতুন ব্যবহারকারী/ আইপি থেকে করা ধ্বংসপ্রবণতা, অবৈধ সম্পাদনা এবং অমিমাংসীত পরিবর্তনগুলো পর্যবেক্ষণ ও যাচাইয়ের কাজে সাহায্য করবে ।-- মহামতি মাসুম (আলাপ) ১২:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে -- করা হয়েছে। ফেরদৌস১২:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Mamunurrashidkazi সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

অবৈধ সম্পাদনা এবং পরিবর্তনগুলো পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য নিরীক্ষণ অধিকারের আবেদন করছি। ১৮:৪৫, ১৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)মামুন (আলাপ)

করা হয়েছে ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২৬, ১৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ZI Jony সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি লক্ষ্য করেছি যে, অনেকগুলি সংশোধন পর্যালোচনা করা বাকি, যদি আমি এই অধিকার পাই তবে সেগুলো পর্যালোচনা করার কাজে সাহায্য করতে পারবো। -- জনি (আলাপ) ১৬:৪৮, ১২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান এবং NahidSultan: ভাই, একটু কষ্ট করে অনুরোধ পর্যালোচনা করবেন। ৪৫ দিন ধরে পরে আছে কিছু পরিবর্তন। ধন্যবাদ, -- জনি (আলাপ) ১৭:৫০, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে --আফতাব (আলাপ) ১৯:২৪, ২৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]