ইসলাম খান মসজিদ
ইসলাম খান মসজিদ বাংলাদেশের একটি পুরাতাত্ত্বিক নিদর্শন, যা ঢাকা মহানগরের পুরনো ঢাকার ইসলামপুর রোডের সৈয়দ আওলাদ হোসেন লেনে অবস্থিত।[১] মুঘল আমলের এই মসজিদটিকে কয়েক দফা সংস্কার ও সংযোজনের ফলে ইমারতটির আদি বৈশিষ্ট্য অনেকাংশেই হারিয়ে গেছে।[২]
ইসলাম খান মসজিদ | |
---|---|
অবস্থান | সৈয়দ আওলাদ হোসেন লেন, পুরনো ঢাকা |
প্রতিষ্ঠিত | আনু. ১৬৩২ |
স্থাপত্য তথ্য | |
ধরন | মুঘল স্থাপত্য |
দৈর্ঘ্য | ১০.০৬ মি. |
প্রস্থ | ৪.১১ মি. |
স্থাপত্য |
তালিকা |
স্থাপত্য শৈলী |
মসজিদের তালিকা |
অন্যান্য |
তালিকা |
বিবরণ
সম্পাদনামসজিদটির অভ্যন্তরীণ পরিমাপ ১০.০৬ মি x ৪.১১ মি এবং এর পূর্ব দিকে রয়েছে তিনটি প্রবেশপথ এবং উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে একটি করে প্রবেশ পথ, যেগুলোকে বর্তমানে জানালায় রূপান্তরিত করা হয়েছে।[২]
বর্তমান চিত্র
সম্পাদনাএটি ঢাকার অন্যতম একটি মসজিদ,[৩] আমূল সংস্কারের কারণে এর আদি অলঙ্করণের প্রায় কিছুই আর টিকে নেই।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ গোলাম আশরাফ খান উজ্জ্বল (২ অক্টোবর ২০১৫)। "বাংলাদেশের কয়েকটি প্রাচীন মসজিদ"। দৈনিক ইত্তেফাক। ঢাকা। ১২ জুলাই ২০১৯ তারিখে মূল (ওয়েব) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ গ এম.এ বারি (জানুয়ারি ২০০৩)। "ইসলাম খান মসজিদ"। সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ আব্দুল আজিজ ইবনে শফিক (৭ সেপ্টেম্বর ২০১৮)। "ঢাকা এখন ওআইসির আন্তর্জাতিক ধর্মীয় পর্যটন নগরী" (ওয়েব)। আদর্শ নিউজ। ঢাকা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]