ইয়ারোঁ কি বারাত
ভারতীয় হিন্দি ভাষার টেলিভিশন ধারাবাহিক
ইয়ারোঁ কি বারাত হলো ভারতীয় হিন্দি ভাষার একটি আলোচনামূলক ধারাবাহিক অনুষ্ঠান, যেটি উপস্থাপনা করতেন চলচ্চিত্র পরিচালক সাজিদ খান এবং অভিনেতা রিতেশ দেশমুখ।[১] অনুষ্ঠানটি জি টিভিতে সম্প্রচারিত হতো। অনুষ্ঠানটির প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছিল ২০১৬ সালের ৮ অক্টোবর। অনুষ্ঠানটির শেষ পর্ব সম্প্রচারিত হয় ২০১৬ সালের ১১ ডিসেম্বর।
ইয়ারোঁ কি বারাত | |
---|---|
ধরন | আলোচনা অনুষ্ঠান |
লেখক | রাজ শাণ্ডিল্য |
পরিচালক | অরুণ শেষকুমার |
সৃজনশীল পরিচালক | পার্থ ঠাকুর, নীরজ শর্মা |
উপস্থাপক | সাজিদ খান রিতেশ দেশমুখ |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ১৭ |
নির্মাণ | |
নির্মাণের স্থান | মুম্বই, ভারত |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | জি টিভি |
মূল মুক্তির তারিখ | ৮ অক্টোবর ২০১৬ ১১ ডিসেম্বর ২০১৬ | –
বিবরণ
সম্পাদনাঅনুষ্ঠানটিতে প্রতি সপ্তাহে অতিথি হয়ে আসতেন দুজন সেলিব্রিটি। অনুষ্ঠানটির উপস্থাপক সাজিদ খান ও রিতেশ দেশমুখ অতিথিদের বন্ধন, বন্ধুত্ব সম্পর্কে আলোচনা করতেন, বিভিন্ন বিষয়ে জানতে চাইতেন। অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন ও শত্রুঘ্ন সিনহা।[২]
অতিথি
সম্পাদনা- অমিতাভ বচ্চন ও শত্রুঘ্ন সিনহা
- ফারাহ খান ও করণ জোহর
- পরিণীতি চোপড়া ও সানিয়া মির্জা
- যুবরাজ সিং ও হরভজন সিং
- বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুর
- বিশাল দাদলানি, শেখর রবজিয়ানি এবং সুনিধি চৌহান
- জ্যাকি শ্রফ ও সুনীল শেঠি
- শ্রদ্ধা কাপুর ও ফারহান আখতার
- অজয় দেবগন, সঞ্জয় দত্ত এবং অভিষেক বচ্চন
- শাহরুখ খান ও অনুষ্কা শর্মা
- বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি
- বোমান ইরানি ও রাজকুমার হিরানী
- হিমেশ রেশমিয়া ও শান
- হুমা কুরেশী ও সাকিব সেলিম
- বিদ্যা বালান ও সুজয় ঘোষ
- সঞ্জয় কাপুর, আরবাজ খান এবং চাঙ্কি পান্ডে
- অক্ষয় কুমার ও সাজিদ নাদিয়াদওয়ালা
উপস্থাপক
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Akshay Kumar Will Be On Yaaron Ki Baraat With Friend Sajid Nadiadwala"। NDTV.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৪।
- ↑ "Amitabh Bachchan, Shatrughan Sinha come together after 35 years and it's a cracker, see pics"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৪।