ইয়ারোঁ কি বারাত

ভারতীয় হিন্দি ভাষার টেলিভিশন ধারাবাহিক

ইয়ারোঁ কি বারাত হলো ভারতীয় হিন্দি ভাষার একটি আলোচনামূলক ধারাবাহিক অনুষ্ঠান, যেটি উপস্থাপনা করতেন চলচ্চিত্র পরিচালক সাজিদ খান এবং অভিনেতা রিতেশ দেশমুখ[] অনুষ্ঠানটি জি টিভিতে সম্প্রচারিত হতো। অনুষ্ঠানটির প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছিল ২০১৬ সালের ৮ অক্টোবর। অনুষ্ঠানটির শেষ পর্ব সম্প্রচারিত হয় ২০১৬ সালের ১১ ডিসেম্বর।

ইয়ারোঁ কি বারাত
ধরনআলোচনা অনুষ্ঠান
লেখকরাজ শাণ্ডিল্য
পরিচালকঅরুণ শেষকুমার
সৃজনশীল পরিচালকপার্থ ঠাকুর, নীরজ শর্মা
উপস্থাপকসাজিদ খান
রিতেশ দেশমুখ
মূল দেশভারত
মূল ভাষাহিন্দি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা১৭
নির্মাণ
নির্মাণের স্থানমুম্বই, ভারত
মুক্তি
মূল নেটওয়ার্কজি টিভি
মূল মুক্তির তারিখ৮ অক্টোবর ২০১৬ (2016-10-08) –
১১ ডিসেম্বর ২০১৬ (2016-12-11)

অনুষ্ঠানটিতে প্রতি সপ্তাহে অতিথি হয়ে আসতেন দুজন সেলিব্রিটি। অনুষ্ঠানটির উপস্থাপক সাজিদ খানরিতেশ দেশমুখ অতিথিদের বন্ধন, বন্ধুত্ব সম্পর্কে আলোচনা করতেন, বিভিন্ন বিষয়ে জানতে চাইতেন। অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেতা অমিতাভ বচ্চনশত্রুঘ্ন সিনহা[]

উপস্থাপক

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Akshay Kumar Will Be On Yaaron Ki Baraat With Friend Sajid Nadiadwala"NDTV.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৪ 
  2. "Amitabh Bachchan, Shatrughan Sinha come together after 35 years and it's a cracker, see pics"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৪