ইছাখালী ইউনিয়ন
ইছাখালী বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
ইছাখালী | |
---|---|
ইউনিয়ন | |
৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ইছাখালী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫০′১৪″ উত্তর ৯১°২৯′৫″ পূর্ব / ২২.৮৩৭২২° উত্তর ৯১.৪৮৪৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | মীরসরাই উপজেলা |
সরকার | |
• প্রশাসক | প্রশান্ত চক্রবর্তি[১] |
আয়তন | |
• মোট | ৬৩.৭৫ বর্গকিমি (২৪.৬১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৭,৯৮০ |
• জনঘনত্ব | ৪৪০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৭.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩২২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাইছাখালী ইউনিয়নের আয়তন ১৫,৭৫৪ একর (৬৩.৭৫ বর্গ কিলোমিটার)।[২]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ইছাখালী ইউনিয়নের মোট জনসংখ্যা ২৭,৯৮০ জন। এর মধ্যে পুরুষ ১২,৭৯২ জন এবং মহিলা ১৫,১৮৮ জন। মোট পরিবার ৫,২০৫টি।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনামীরসরাই উপজেলার সর্ব-পশ্চিমে ইছাখালী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৭ কিলেমিটার। এ ইউনিয়নের উত্তরে ওসমানপুর ইউনিয়ন; পূর্বে কাটাছড়া ইউনিয়ন, মিঠানালা ইউনিয়ন ও মীরসরাই পৌরসভা; দক্ষিণে সাহেরখালী ইউনিয়ন এবং পশ্চিমে সাহেরখালী ইউনিয়ন, ফেনী নদী ও ফেনী জেলার সোনাগাজী উপজেলার সোনাগাজী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাইছাখালী ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হলো:[৩]
- জয়নগর
- উত্তর ভূঁইয়া গ্রাম
- দেওখালী
- সাহেব্দী নগর
- মুন্সি গ্রাম
- হাফিজ গ্রাম
- জমাদার গ্রাম
- নন্দীগ্রাম
- বহদ্দার গ্রাম
- দক্ষিণ ভূমি গ্রাম
- চুনিমিঝির টেক
- লুদ্দাখালী
- হাসনাবাদ
- ইসলামপুর
- চরশরত
- পূর্ব ইছাখালী
- উত্তর কাজী গ্রাম
- মিজি গ্রাম
- ফকিরের তালুক
- দক্ষিণ কাজী গ্রাম
- রাঘবপুর
নামকরণ
সম্পাদনাএই অঞ্চলের বিখ্যাত ইছাখালী খাল এর নাম অনুসারে এ ইউনিয়নের নামকরণ করা হয় 'ইছাখালী'।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ইছাখালী ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭.৭%।[২] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাদ্রাসা[৪]
- মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
- আবুরহাট রহমানিয়া দাখিল মাদ্রাসা
- ঝুলনপোল বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- আবুরহাট উচ্চ বিদ্যালয়
- ছইদুল হক উচ্চ বিদ্যালয়
- ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইছাখালী কাজীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরশরত এন এম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরশরত সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চুনি মিঝির টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঝুলনপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেওখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ইছাখালী সাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ইছাখালী সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ইছাখালী অলি খাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেচুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাঘন বিবি ফ্রি প্রাথমিক বিদ্যালয়
- সাহেব্দীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- আইডিয়াল ইসলামিক কিন্ডারগার্টেন
- ডা. মোস্তফা স্বপ্না একাডেমী
- রাফিয়া খাতুন শিশু কানন
- হলি কিন্ডারগার্টেন
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাইছাখালী ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়ক হলো মীরসরাই-ইছাখালী সড়ক এবং জোরারগঞ্জ-ইছাখালী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
অর্থনীতি
সম্পাদনাইছাখালীর পীরের চরে মোট ৩০০০০ একর জমিতে বিশেষ অর্থনৈতিক জোন নির্মাণ করা হবে। প্রথম ধাপে ১৭৫০০ একর জমি শিল্প কারখানা নির্মাণের উপযোগী করা হবে। বর্তমানে ৫৫০ একর ভূমি উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, ২০১৮ সাল থেকে ইকোনমিক জোনের শিল্প-কারখানাগুলো উৎপাদন শুরু করতে পারবে বলে আশা করা যাচ্ছে।
খাল ও নদী
সম্পাদনাফেনী নদী ইছাখালী ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এ ইউনিয়নের উল্লেখযোগ্য খাল হচ্ছে ইছাখালী খাল, যেটি ইউনিয়নটির প্রায় সম্পূর্ণ অংশজুড়েই বিস্তৃত রয়েছে। এছাড়া এখানকার উল্লেখযোগ্য খালসমূহ হচ্ছে: ডাবরখালী খাল, লুদ্দাখালী খাল, জমাদারগ্রাম খাল ইত্যাদি।[৫]
হাট-বাজার
সম্পাদনাইছাখালী ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হলো:[৬]
- আবুরহাট
- ঝুলনপোল বাজার
- মাদবার হাট
- টেকের হাট
- শাহাজি বাজার
- বাংগণি বাজার
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ–ইসলামী গবেষণায় অবদানের জন্য ২০২০ সালে একুশে পদক প্রাপ্ত।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: পদশূন্য।
- চেয়ারম্যানগণের তালিকা[৭]
ক্রম নং. | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোঃ খোরশেদ আলম আজাদ | ১৯৭৪-১৯৭৯ |
০২ | মোঃ সামসুল হক বি.এ | ১৯৭৯-১৯৮৪ |
০৩ | মোঃ খোরশেদ আলম আজাদ | ১৯৮৪-১৯৮৯ |
০৪ | মোঃ ছলিম উল্যাহ | ১৯৮৯-১৯৯৯ |
০৫ | মোঃ ইউছুফ | ১৯৯৯-২০০৪ |
০৬ | মাওঃ আবু তাহের | ২০০৪-২০১১ |
০৭ | মোঃ নুরুল আবছার | ২০১১-২০১৬ |
০৮ | মোঃ নুরুল মোস্তফা | ২০১৬-২০২৪ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মিরসরাই উপজেলায় ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক"। নয়াদিগন্ত। ১৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - ইছাখালী ইউনিয়ন - ইছাখালী ইউনিয়ন"। ichakhaliup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ "মাদ্রাসা - ইছাখালী ইউনিয়ন - ইছাখালী ইউনিয়ন"। ichakhaliup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ "ইছাখালি ইউনিয়ন: খাল ও নদীসমূহ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২১ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৪।
- ↑ "হাট বাজারের তালিকা - ইছাখালী ইউনিয়ন - ইছাখালী ইউনিয়ন"। ichakhaliup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ "পূর্বতন চেয়ারম্যানগণের তালিকা"। ichakhaliup.chittagong.gov.bd। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৪।