সোনাগাজী ইউনিয়ন

ফেনী জেলার সোনাগাজী উপজেলার একটি ইউনিয়ন

সোনাগাজী বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার একটি ইউনিয়ন

সোনাগাজী
ইউনিয়ন
৭নং সোনাগাজী ইউনিয়ন পরিষদ
সোনাগাজী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সোনাগাজী
সোনাগাজী
সোনাগাজী বাংলাদেশ-এ অবস্থিত
সোনাগাজী
সোনাগাজী
বাংলাদেশে সোনাগাজী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫০′৫৯″ উত্তর ৯১°২৫′৫″ পূর্ব / ২২.৮৪৯৭২° উত্তর ৯১.৪১৮০৬° পূর্ব / 22.84972; 91.41806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাফেনী জেলা
উপজেলাসোনাগাজী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৯৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

জনসংখ্যা

সম্পাদনা

সোনাগাজী সদর ইউনিয়নে প্রায় ৩৭ হাজারেরও বেশি জনসংখ্যা বসবাস করে।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

সোনাগাজী উপজেলার দক্ষিণ-পূর্বাংশে সোনাগাজী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে আমিরাবাদ ইউনিয়নমতিগঞ্জ ইউনিয়ন; পশ্চিমে সোনাগাজী পৌরসভাচর চান্দিয়া ইউনিয়ন; দক্ষিণে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নসন্দ্বীপ চ্যানেল এবং পূর্বে ফেনী নদী, চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নওসমানপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

সোনাগাজী ইউনিয়ন সোনাগাজী উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাগাজী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৭নং নির্বাচনী এলাকা ফেনী-৩ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

সোনাগাজী সদর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে সরকারি / বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলে কোন মাধ্যমিক বিদ্যালয় নেই। এখানকার শিক্ষার্থীরা সোনাগাজী পৌর শহরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, আর এম হাট কে উচ্চ বিদ্যালয়, সোনাপুর হাজী এম এস হক উচ্চ বিদ্যালয় ও আজিজুল হক মায়মুন আরা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার জন্য যেতে হয়। এছাড়াও রয়েছে একটি অর্ধ-সরকারী দাখিল মাদ্রাসা।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

সোনাগাজী মুহুরী প্রজেক্ট আঞ্চলিক মহাসড়ক সহ যাতায়াতের জন্য বেশকিছু গ্রামীণ পাকা / কাঁচা-পাকা সড়ক রয়েছে, তবে কিছু কিছু এলাকার যাতায়াত ব্যবস্থা দুর্গম।

চর শাহাপুর, চর খোন্দকার, চর এলেন সহ বেশকিছু এলাকায় সড়ক অবকাঠামো নির্মাণ না হওয়ায় যাতায়াত করা খুবই কষ্টকর।

খাল ও নদী

সম্পাদনা

বড় ফেনী নদী এবং মুহুরী নদী।

হাট-বাজার

সম্পাদনা

মনগাজী বাজার, ভৈরব চৌধুরী বাজার সোনাগাজী সদর ইউনিয়নের বড় বাজার। ছোট বাজার গুলোর মধ্যে রয়েছে নজরুল প্রাইমারী, শাহাপুর, সুজাপুর, চরখোয়াজ।

দর্শনীয় স্থান

সম্পাদনা

মুহুরী সেতু, মুহুরী প্রজেক্ট পিকনিক স্পট,বায়ূশক্তি বিদ্যুৎ কেন্দ্র, নদী ভাঙ্গন স্পট।

জনপ্রতিনিধি

সম্পাদনা

ইউপি চেয়ারম্যান : উম্মে রুমা (বাংলাদেশ আওয়ামীলীগ)।

সাবেক চেয়ারম্যান : শামছুল আরেফিন ( বাংলাদেশ আওয়ামীলীগ ২০১১-২০২১)।

সাবেক চেয়াম্যান : মিজানুর রহমান মানিক (বিএনপি)।

গ্রাম সমূহ

সম্পাদনা
  • তুলাতলী
  • ছাড়াইত কান্দি
  • শাহাপুর
  • সুজাপুর
  • চর খোয়াজ
  • চর খোন্দকার
  • চর গনেশ

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা