কাটাছড়া ইউনিয়ন

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার একটি ইউনিয়ন

কাটাছড়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

কাটাছড়া
ইউনিয়ন
৭নং কাটাছড়া ইউনিয়ন পরিষদ
কাটাছড়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
কাটাছড়া
কাটাছড়া
কাটাছড়া বাংলাদেশ-এ অবস্থিত
কাটাছড়া
কাটাছড়া
বাংলাদেশে কাটাছড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৮′৫৩″ উত্তর ৯১°৩০′৪৫″ পূর্ব / ২২.৮১৪৭২° উত্তর ৯১.৫১২৫০° পূর্ব / 22.81472; 91.51250 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • প্রশাসকপ্রশান্ত চক্রবর্তি[]
আয়তন
 • মোট১৩.৯৫ বর্গকিমি (৫.৩৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩০,০৩৮
 • জনঘনত্ব২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৬.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

কাটাছড়া ইউনিয়নের আয়তন ৩,৪৪৬ একর (১৩.৯৫ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাটাছড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৫৯৬ জন। এর মধ্যে পুরুষ ১০,৭৩০ জন এবং মহিলা ১২,৮৬৬ জন। মোট পরিবার ৪,৩৬৬টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

মীরসরাই উপজেলার মধ্যাংশে কাটাছড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে দুর্গাপুর ইউনিয়ন, উত্তরে জোরারগঞ্জ ইউনিয়নওসমানপুর ইউনিয়ন, পশ্চিমে ইছাখালী ইউনিয়ন এবং দক্ষিণে মিঠানালা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

কাটাছড়া ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ১০টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • তেমুহানী
  • মুরাদপুর
  • তেতৈয়া
  • গোয়াতলী
  • ইদিলপুর
  • শিকার জনার্দ্দনপুর
  • মধ্যম কাটাছড়া
  • উত্তর কাটাছড়া
  • পশ্চিম কাটাছড়া
  • পূর্ব কাটাছড়া
  • পূর্ব বাড়িয়াখালী
  • পশ্চিম বাড়িয়াখালী
  • বাড়িয়াখালী
  • পশ্চিম দুর্গাপুর
  • বামনসু্ন্দর
  • পূর্ব বামনসুন্দর
  • দক্ষিণ বামনসুন্দর

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাটাছড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৬.৫%।[] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়[]
  • ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়
  • বামনসুন্দর ফকির আহমদ উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা[]
  • তেতৈয়া দাওয়াতুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  • বামনসুন্দর ফারুকিয়া দাখিল মাদ্রাসা
  • বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • আহমদ আলী মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর কাটাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ওয়াহেদুন্নেসা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাটাছড়া আবদুস ছাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তেতৈয়া নবতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তেমুহানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম কাটাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম বাড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব বাড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বামনসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মুরাদপুর ফাতেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন[]
  • বাইতুন্নজির একাডেমী
  • বামনসুন্দর আইডিয়াল স্কুল

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

কাটাছড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মীরসরাই-কাটাছড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

কাটাছড়া ইউনিয়নে ৪৪টি মসজিদ, ১০টি ঈদগাহ ও ৩টি মন্দির রয়েছে।

হাট-বাজার

সম্পাদনা

কাটাছড়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হলো:

  • আবদুস ছত্তার ভূঁইয়ার হাট
  • আবুর হাট (পূর্ব অংশ)
  • এছহাক ড্রাইভার হাট
  • তেতৈয়া বাজার
  • নজরুল বাজার
  • বামনসু্ন্দর দারোগার হাট বাজার

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: পদশূন্য।
চেয়ারম্যানগণের তালিকা[]
ক্রম নং. চেয়ারম্যানের নাম সময়কাল
০১ কেফায়েত উল্লাহ ১৯৭২-১৯৭৭
০২ আবুল বশর চৌধুরী ১৯৭৭-১৯৮৪
০৩ আলম মোহাম্মদ আবু মুছা

১৯৮৪-১৯৮৮

০৪ সফি আহমদ ১৯৮৮-১৯৯২
০৫ এডভোকেট আলীউল কবির ইকবাল

১৯৯২-১৯৯৮

০৬ রেজাউল করিম চৌধুরী হুমায়ুন ১৯৯৮-২০১০
০৭ নুরুল আনোয়ার ২০১০-২০২৪

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মিরসরাই উপজেলায় ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক"নয়াদিগন্ত। ১৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০ 
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - কাটাছরা ইউনিয়ন - কাটাছরা ইউনিয়ন"katachharaup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "মাধ্যমিকবিদ্যালয় - কাটাছরা ইউনিয়ন - কাটাছরা ইউনিয়ন"katachharaup.chittagong.gov.bd 
  5. "মাদ্রাসা - কাটাছরা ইউনিয়ন - কাটাছরা ইউনিয়ন"katachharaup.chittagong.gov.bd 
  6. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - কাটাছরা ইউনিয়ন - কাটাছরা ইউনিয়ন"katachharaup.chittagong.gov.bd 
  7. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কাটাছরা ইউনিয়ন - কাটাছরা ইউনিয়ন"katachharaup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা