আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (AIOU নামে পরিচিত) পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়[১] বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষায় পৃথিবীর চতুর্থ বৃহত্তম প্রতিষ্ঠান। ২০১০ সালের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির বার্ষিক তালিকাভুক্ত শিক্ষার্থী সংখ্যা ছিল ১,১২১,০৩৮ জন, যার অধিকাংশই নারী শিক্ষার্থী।.[২][৩]

আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যসবার জন্য শিক্ষা
ধরনসরকারি
স্থাপিত১৯৭৪ (1974)
আচার্যপাকিস্তানের রাষ্ট্রপতি
উপাচার্যড. শহীদ সিদ্দিকী
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৮৯৯
শিক্ষার্থী১,৩২৬,২৬৬
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
পোশাকের রঙআকাশি, কমলা, সাদা            
সংক্ষিপ্ত নামAIOU
অধিভুক্তিHEC
ওয়েবসাইটwww.aiou.edu.pk
মানচিত্র

এশিয়ার প্রথম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটি ১৯৭৪ সালে যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়টি অত্যন্ত গুরুত্বের সাথে প্রকৌশল, আইন, দর্শন, প্রাকৃতিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বিষয়ে দূরবর্তী শিক্ষা প্রদান করে।[৪] প্রতিবছর সর্বচ্চ সংখ্যক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করে, তাই বিশ্ববিদ্যালয়টিকে পাকিস্তানের সব থেকে আকর্ষণীয় বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয়।[৫] বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন একাডেমিক বিষয়ে বিপুল পরিমাণ স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেয়।[৬] যুক্তরাজ্যের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে ১৯৭৪ সালে আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টিকে একটি সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হয়।[২]

স্বল্প খরচে উচ্চশিক্ষা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়টি বিশেষভাবে পরিচিত। একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে সরকার বিশ্ববিদ্যালয়টির অর্থের যোগান দেয়।[২]

প্রশাসন ও পরিচালনা সম্পাদনা

  • আচার্য (পাকিস্তানের রাষ্ট্রপতি)
  • সহ আচার্য (কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়)
  • উপাচার্য (প্রধান নির্বাহী কর্মকর্তাr/প্রতিষ্ঠানের প্রধান)
  • কার্যনির্বাহী পরিষদ (পরিচালনা পর্ষদ)

অনুষদ এবং বিভাগ সমূহ সম্পাদনা

আরবী ও ইসলাম শিক্ষা অনুষদF

১৯৭৪ সালে অনুষদটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালে অনুষদটিকে আরবি ও ইসলাম শিক্ষা অনুষদ হিসেবে উন্নতকরণ করা হয়। অনুষদটির অঢিন বিভাগ গুলো হলোঃ

শিক্ষা অনুষদ

বিজ্ঞান অনুষদ

Renamed as Faculty of Sciences, the Faculty of Basic and Applied Sciences was established in 1982. It comprises the following nine departments:

সমাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ

The Faculty of Social Sciences and Humanities was established in 1982. The thirteen departments of the faculty are:

তথ্যসূত্র সম্পাদনা

  1. google maps। "Location and address of AIOU"google maps। google maps। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩ 
  2. "Brief history"। Brief history। ১৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩ 
  3. VC Annual Report 2009-10
  4. "Listing programmes"। Listing programmes। ১৯ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩ 
  5. Siddiqui, Shoaib-ur-Rehman। "AIOU attracts large number of students"Wednesday, 18 September 2013 19:40। Business Recorder, Pakistan। ২১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩ 
  6. "Education programmes at AIOU"। Education programmes at AIOU। ২৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা