আলাপ:রিয়াজ

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "সম্পাদনার অনুরোধ, ২৪ জানুয়ারি ২০২২" অনুচ্ছেদে
ভালো নিবন্ধ রিয়াজ মিডিয়া এবং নাটকবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
আগস্ট ৯, ২০১৪ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

নিবন্ধের ভূমিকাংশ পূণর্লিখন দরকার সম্পাদনা

নিবন্ধের ভূমিকাংশটি সম্পাদনার প্রয়োজন রয়েছে। এখানে রিয়াজের এতোগুলো ছবির নাম এবং লিঙ্কের প্রয়োজন নেই। এখানে বিশেষ কয়েকটি ছবির নাম রাখা উচিত। এ অংশে রিয়াজের পৈত্রিক বাড়ী সম্পর্কিত লাইনটি এখানে অপ্রয়োজনীয়। প্রয়োজনে ইংরেজি উইকিপিডিয়ায় বিভিন্ন অভিনেতার পাতা পড়ে ধারণা নেওয়া যেতে পারে এই অংশটি কেমন হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:২২, ২ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে। কেউ একটু যাচাই করে দেখুন। - রাহাত (আলাপ) ১০:০৮, ২০ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

রিয়াজের পরিষ্কার ফটো সম্পাদনা

এই নিবন্ধে রিয়াজের একটি মুখোমুখি ফটো থাকা প্রয়োজন যাতে তাঁর চেহারা পরিষ্কার বোঝা যাবে। বেশীর ভাগ ছবি প্রোফাইল জাতীয়,বা দূরবর্তী। --Faizul Latif Chowdhury (আলাপ) ০৭:৫৬, ৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে। কেউ একটু যাচাই করে দেখুন। --হেমায়েত (আলাপ) ০৪:২০, ১৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
আপনার উদ্যোগের জন্য ধন্যবাদ। আরেকটু ভলো, একটু নায়কোচিত অথচ পরিষ্কার ফটো পাওয়া কি সম্ভব নয়? --Faizul Latif Chowdhury (আলাপ) ০৪:৪৮, ১৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
লতিফ ভাই কমন্সে রিয়াজের অনেক ছবি আছে, তথ্যছকে দেয়ার মতো সামনে থেকে তোলা পূর্ণ রেজোলিউশন এর কয়েকটি ছবি নিচের গ্যালারিতে দেয়া হলো। একটু সময় করে যদি দেখতেন কোন ছবিটি তথ্যছকের উপযুক্ত? এখানকার সবচেয়ে ভালোটি জুড়ে দেব। আপনাকে অনেক ধন্যবাদ রিয়াজ নিবন্ধে আপনার সুদৃষ্টি দেয়ার জন্য। --হেমায়েত (আলাপ) ০৭:০১, ১৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
এখন যে ছবিটি দিয়েছেন সেটি যথোচিৎ৤ ভালো নির্বাচন৤ -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৮:০১, ১৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
এখন নিবন্ধটি পরিপূর্ণ সাম্প্রতিকরণ, বিবরণ সহ প্রয়োজনীয় চিত্র সংযোগ এবং চলচ্চিত্র তালিকা, পুরস্কার ও মনোনয়ন, নাটকের তালিকা আলাদা করা হয়েছে। মূল নিবন্ধে প্রয়োজনের বেশি পরিচ্ছেদ না থাকায় এটি দেখতেও সুন্দর লাগছে। এখন নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করা যায় কি'না এই ব্যাপারে একটি সিদ্ধান্ত গ্রহন করা উচি঵। এক্ষেত্রে যদি আরো পর্যালোচনা করা প্রয়োজন হয় তবে কেউ অনুগ্রহ করে শুরু করুন। ধন্যবাদ --হেমায়েত (আলাপ) ০৭:৪৭, ১৬ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

একটি মাত্র সীমাবদ্ধতা - রিয়াজের মূল্যায়ন সম্পাদনা

রিয়াজ নিবন্ধটি ভালো একটি নিবন্ধের রূপ নিয়েছে সন্দেহ নেই। এটি যথার্থই তথ্য বহুল। তবে একটি দিকে সীমবদ্ধতা দৃশ্যমান আর তা হলো এই যে অভিনেতা রিয়াজের অভিনয়ের মূল্যায়ন নিয়ে প্রয়োজনীয় অনুচ্ছেদটি অনুপস্থিত। রিয়াজ ভালো অভিনেতা। নিশ্চয়ই চলচ্চিত্রে এবং টিভি নাটকে তাঁর অভিনয় পারদর্শিতা নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি নিয়ে ১০-১৫ বাক্যের একটি সামগ্রিক মূল্যায়ন অনুচ্ছেদ নিবন্ধটিকে পরিপূর্ণতা দেবে। -- Faizul Latif Chowdhury (আলাপ) ০৬:৩৬, ২০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ফয়জুল ভাই, বিষয়টি আমার মাথায় আসেনি! দেখি এই আনুচ্ছেদটির কাজ খুব দ্রুতই শুরু করবো। অনুচ্ছেদটি কি নামে শুরু করা যায় এই ব্যাপারে একটু ধারনা পেতে পারি কি? ধন্যবাদ আবারো --হেমায়েত (আলাপ) ০৯:১৪, ২০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সাম্প্রতিকরণ-সহ অনুগ্রহ করে কেউ যাচাই করে দেখুন। এবং নিবন্ধটি মানসম্মত মনে হলে- ভালো নিবন্ধ-এ উত্তীর্ণ করতে সাহায্য করুন। ধন্যবাদ ---হেমায়েত (আলাপ) ০৪:৫০, ৪ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধের মান নির্ণয় সম্পাদনা

পর্যালোচনা-কারীদের প্রতি অনুরোধ- নিবন্ধিটি ভালো নিবন্ধে উত্তীর্ণ করতে যদি আরোও কোনো পরিবর্তন বা তথ্যসূত্র প্রয়জন হয় তবে তা আমার আলাপ পাতায় লিখে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব এই কাজগুলো সম্পূর্ণ করতে। ধন্যবাদ ---হেমায়েত (আলাপ) ০৯:৫০, ৭ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

@Hemayet: ভাই, প্রথম রেফারেন্সটিই কাজ করছে না। শিক্ষা জীবন অনুচ্ছেদের “ঐ প্রশিক্ষণটিতে তিনি ভাল ফলাফল অর্জন করেন, যার ফলশ্রুতিতে তুর্কি সরকার তাঁকে একটি বিশেষ প্রশিক্ষণের সুযোগ প্রদান করে। কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়াকরণ এবং বাংলাদেশের পক্ষ থেকে অনাগ্রহের কারণে প্রশিক্ষণটি নেয়া সম্ভব হয়নি।”-এ রেফারেন্স প্রয়োজন। আমি শক্ষা জীবন পর্যন্ত কিছু সংশোধন করেছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০০, ৮ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
তথ্যসূত্র হিসেবে আমি এই লিঙ্কটি ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু বয়সের একটি পার্থক্যের কারণে করিনি, অনুগ্রহ করে একটু দেখুন কি করা যায়। --হেমায়েত (আলাপ) ০৩:৩৫, ১০ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়েছে। প্রথম রেফারেন্সটি, যাচাই করে দেখুন। --হেমায়েত (আলাপ) ০৫:৩৬, ১০ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
বয়সের পার্থক্যে বলতে কি বুঝাতে চেয়েছেন, আসলে বুঝতে পারিনি। আজ রাতের মধ্যে আরো কিছু মাইনর সম্পাদনা করবো।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১০, ১১ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
নাহিদ ভাই, আসলে আমি বলতে চাইছি রিয়াজের জন্ম এর বছর উপরের লিঙ্কটিতে ১৯৭০ দেখানো হয়েছে। পত্রপত্রিকা'য় প্রকাশিত হয়েছে ১৯৭২ আশা করি এইবার বুঝতে পারবেন। ধন্যবাদ --হেমায়েত (আলাপ) ১২:৫১, ১১ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

এই পর্যালোচনাটি আলাপ:রিয়াজ/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক সম্পাদনা

পর্যালোচনাসমূহ সম্পাদনা

চলচ্চিত্র তালিকাটি আলাদা নিবন্ধে স্থানান্তর করা হলো। মূল নিবন্ধে প্রধান কিছু চলচ্চিত্রের নাম রাখলেই যথেষ্ঠ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:২৭, ২০ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
সূচনাংশ নিরপেক্ষভাবে সম্পাদনা করা হল। যাচাই করে দেখুন কেউ। কোন গুরুত্বপূর্ন তথ্য বাদ কিংবা ভূল তথ্য যোগ হল কিনা। - রাহাত (আলাপ) ০৯:৩৯, ২০ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধে ব্যাপকহারে অপ্রয়োজনীয় বিশেষণ ব্যবহার করা হয়েছে। বিশিষ্ট, ব্যাপক, দারুণ, অসাধারণ, জনপ্রিয়, বহুল প্রতিক্ষীত এসব বিশেষণ বিশ্বকোষে মানানসই নয়। এছাড়াও বাক্য গঠনেও কিছু কিছু সমস্যা রয়েছে। এখন পর্যন্ত “২০০১-২০০৫” অনুচ্ছেদ পর্যন্ত এ বিষয়গুলো সংশোধন করার চেষ্ঠা করেছি। আজকেই ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করতে চেয়েছিলাম কিন্তু নিবন্ধ বেশ বড় এবং এগুলো সংশোধন করতে সময় লাগছে। তবে আজ-কালের মধ্যেই আরেকটি ভালো নিবন্ধ বাড়বে আশা রাখি :)--যুদ্ধমন্ত্রী আলাপ ০০:০১, ৭ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনাসমূহ সম্পাদনা

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)

  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য):   খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):  
    passed
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র):   খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):   গ) (মৌলিক গবেষণা):  
    passed
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়):   খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):  
    passed
  4. নিরপেক্ষভাবে লিখিত
    'পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
    passed
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ বা পরিবর্তনশীল হচ্ছে কিনা:  
    passed
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ):  খ) (ছবিতে ছবির উপযোগি বর্ণনা আছে কিনা):  
    passed
  7. সিদ্ধান্ত: ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করা হয়েছে।--যুদ্ধমন্ত্রী আলাপ ২২:৩৯, ৮ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
    উত্তীর্ণ:  

উইকির প্রধান পাতায় স্থান সম্পাদনা

রিয়াজ নিবন্ধটি যথেষ্ট ভাল হয়েছে। এর গঠন মূলক বাক্য, নিবন্ধের দৈর্ঘ, বানান ও একটি জীবনী নিবন্ধে যতটুকু মৌলিক গবেষণা থাকা দরকার তা এই নিবন্ধে রয়েছে। বর্তমান উইকির প্রধান পাতায় কয়েকটি মাত্র ভাল নিবন্ধ ঘুরে ফিরে বারবার আসে। আমার মনে হয় এই নিবন্ধটিও সেই যায়গায় স্থান পাওয়ার যোগ্য। আপনাদের মতামত কামনা করছি। ধন্যবাদান্তে --Belayet2014 (আলাপ) ০৭:৩৫, ২৭ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

এটি ইতিমধ্যেই প্রধান পাতায় যুক্ত করা হয়েছে। উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১১ দেখুন। --আফতাব (আলাপ) ১২:২৪, ২৭ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত আমার জানা ছিলো না।--Belayet2014 (আলাপ) ০৯:৪৬, ২৮ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার সূচনাংশ সম্পাদনা

 
রিয়াজ

রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক যিনি রিয়াজ নামেই বেশি পরিচিত হলেন বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৯৫ সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। ১৯৯৭ সালে মহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রে রিয়াজ অভিনয় করেন যা ব্যবসায়িকভাবে সফল হয় এবং একইসঙ্গে রিয়াজকে জনসাধারণের মাঝে জনপ্রিয় করে তোলে। তিনি বাংলাদেশের অনেক প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রিয়াজ ভারতীয় চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মাঞ্জরেকারের ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট নামে একটি ইংরেজী চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে রিয়াজ বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সাথে কাজ করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করে। পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলি যথাক্রমে দুই দুয়ারী (২০০০), দারুচিনি দ্বীপ (২০০৭) এবং কি যাদু করিলা (২০০৮)। (বাকি অংশ পড়ুন...)

সম্পাদনার অনুরোধ, ২৪ জানুয়ারি ২০২২ সম্পাদনা

জন্ম সাল ভুল আছে, সংশোধন করতে চাই। Shafiul alam ripon (আলাপ) ০৬:৪২, ২৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Shafiul alam ripon: সঠিক জন্মসাল কি হবে? সাথে দয়া করে একটি তথ্যসূত্র দিন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৫, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
করা হয়নি। কোন উত্তর নেই। --আফতাবুজ্জামান (আলাপ) ০৩:২০, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"রিয়াজ" পাতায় ফেরত যান।