উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প জীবনী

সাম্প্রতিক মন্তব্য: Muhammad কর্তৃক ১৭ বছর পূর্বে "নোবেল বিজয়ীদের নাম ও অন্যান্য" অনুচ্ছেদে

এই প্রকল্প পৃষ্ঠার সারণিতে উল্লিখিত বেশ কিছু শিরোনামের নিবন্ধ ইতিমধ্যেই অন্য নামে শুরু করা হয়েছে। উচ্চারণ সংক্রান্ত অজ্ঞতার কারণে পুনর্নির্দেশ বা সরানো থেকে বিরত থেকে এ সংক্রান্ত তালিকা নিম্নে দিলাম।

অনুগ্রহ করে সঠিক বানানে পুনর্নির্দেশ বা সরিয়ে দিন।--রাজিবুল ১৬:১১, ১৪ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

ভালো করেছেন। ধন্যবাদ।--অর্ণব (আলাপ | অবদান) ১৯:০৭, ১৬ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

নোবেল বিজয়ীদের নাম ও অন্যান্য

সম্পাদনা

আমার মনে হয় নাম সংক্রান্ত জটিলতা পরিহারের জন্য একটি পূর্ণাঙ্গ তালিকায় সব নাম লিপিবদ্ধ করা উচিত। এক্ষেত্রে নোবেল পুরস্কার যারা পেয়েছেন তাদের নাম নিয়ে তালিকা করার দরকার নেই কারণ সে বিষয়ে আছে। নোবেল বিজয়ীদের তালিকা থেকে সব নাম আমাদের ঠিক করা দরকার। নাম ঠিক হয়ে গেলে সেই উচ্চারণেই নিবন্ধ শুরু করা যেতে পারে। এখানে যে তালিকা আছে তা থাকলো। সাথে আরও কিছু তালিকা তৈরী করা যেতে পারে কেবল প্রজেক্ট পৃষ্ঠা হিসেবে। সবখান থেকে নোবেল প্রাপ্তদের নাম বাদ দিতে হবে নয়তো একই নামের ভিন্ন উচ্চারণ এসে যাবে। আপনাদের মতামত দিয়ে ব্যাপারটি সমাধা করুন। আর নামকে অবশ্যই জটিল করা উচিত নয়। -- মুহাম্মদ ০৮:৪৯, ১৮ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপ্রকল্প জীবনী" প্রকল্প পাতায় ফিরুন।