আলাপ:এ ফ্রি রাইড

সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ৩ বছর পূর্বে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে
ভালো নিবন্ধ এ ফ্রি রাইড মিডিয়া এবং নাটকবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
ডিসেম্বর ১১, ২০২০ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

এই পর্যালোচনাটি আলাপ:এ ফ্রি রাইড/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Nokib Sarkar (আলাপ · অবদান) ১০:৪২, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ফয়সাল ভাই, আশা করছি নিচের সমস্যাগুলো সমাধান করবেন। নকীব সরকার বলুন... ১৩:০০, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র সম্পাদনা

  1. যদিও আবশ্যক নয়, তবে আমার মনে হয় তথ্যসূত্রগুলো বা্ংলায় রূপান্তর করা হলে ভালো হত।। অন্তত যাতে ইংরেজির প্রভাবটা দৃষ্টিগোচর না হয়।

@Nokib Sarkar:  মন্তব্য যেহেতু বাংলা উইকি, সুতরাং বাংলা রূপান্তর হয়া যৌক্তিক। বাংলা করে দিচ্ছি। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৩:১২, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nokib Sarkar: তথ্যসূত্র গুলি বাংলা করে দিয়েছি। অয়েব সুত্রের শিরোনাম ইংরেজিতে রাখা হয়েছে, তবে ভাষা মাধ্যম ইংরেজি উল্লেখ করে দিয়েছি। গ্রন্থসূত্রগুলির লেখক, প্রকাশ সাল বাংলা করে দিয়েছি। শিরোনাম গুলি ইংরেজিতে রাখা হয়েছে। এখন আবার দেখতে পারেন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৫:৩২, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

রচনাশৈলী সম্পাদনা

  1. মহিলা শব্দটির চেয়েও নারী শব্দটি অধিক আনুষ্ঠানিক বলে মনে হয়।
  2. সে এবং তিনি এর মধ্যে ভারসাম্য আনা প্রয়োজন।
  3. গুরুত্বপূর্ণ শব্দাবলীতে উইকিসংযোগ যুক্ত করা উচিত।

@Nokib Sarkar:  মন্তব্য প্রথম দুইটায় একমত। গুরুত্বপূর্ণ শব্দ খুঁজে খুঁজে উইকিফাই করে দিচ্ছি। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৩:১১, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nokib Sarkar: যথাসম্ভর উইকিসংযোগ করে দিলাম। এখন আবার দেখতে পারেন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৫:৩২, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nokib Sarkar: আর কোন উন্নতির দরকার আছে কি ? সময় করে জানানোর অনুরোধ থাকলো। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১০:৪৪, ১১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

চূড়ান্ত পর্যালোচনা সম্পাদনা

ফায়সাল বিন দারুল ভাই, ব্যতিক্রমী ধরণের নিবন্ধের মানোন্নয়নের জন্য ধন্যবাদ ও অভিনন্দন !!! অনুগ্রহপূর্বক সারাংশ প্রদান করুন। নকীব সরকার বলুন... ১১:০৭, ১১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nokib Sarkar আপনি বলার খেয়াল করলাম, নিবন্ধটা একই সাথে চলচ্চিত্র, যৌনতা এবং ইতিহাসের মিশ্র সংকলন, ব্যতিক্রম বটে। অনেক অনেক ধন্যবাদ, সময় করে পর্যালোচনার জন্য। সারাংশ করে দিয়েছি। সর্বদা শুভকামনা। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১২:২৩, ১১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য):  
    খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র):  
    খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):  
    গ) (মৌলিক গবেষণা):  
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়):  
    খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ): 
    খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  

প্রধান পাতার জন্য সারাংশ সম্পাদনা

এ ফ্রি রাইড ( গ্রাস স্যান্ডউইচ নামেও পরিচিত) নির্বাক যুগের গোপনে ধারণকৃত হার্ডকোর পর্নোগ্রাফিক চলচ্চিত্র। চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত সবচেয়ে পুরনো হার্ডকোর পর্নোগ্রাফিক চলচ্চিত্র হিসাবে বিবেচিত। এই চলচ্চিত্রে একজন গাড়িচালককে দেখানো হয়েছে যিনি রাস্তার পাশে থেকে দুজন নারীকে উঠিয়ে নিয়ে যান অতঃপর তাদের সাথে বেশ কয়েকবার যৌনাচারে লিপ্ত হন। বেশিরভাগ চলচ্চিত্র বোদ্ধারা এ ফ্রি রাইডকে ১৯১৫ সালের চলচ্চিত্র হিসাবে বিবেচনা করেছেন। চলচ্চিত্রটির কলাকুশলীদের নাম এখন অজানা কারণ, পরিচালক ছদ্মনাম ব্যবহার করেছেন এবং অভিনয়শিল্পীদের নাম অপ্রকাশিত রেখেছেন। চলচ্চিত্রটির চিত্রায়ণের স্থান সম্পর্কে জানা যায়নি, ধারণা করা হয়, এটি নিউ জার্সিতে নির্মিত হতে পারে। এই ছায়াচিত্রের অভিনয়শিল্পীদের পরিচয় সম্পর্কে দুটি পরস্পরবিরোধী তত্ত্ব রয়েছে: কিছু সূত্রে জানা যায় যে তারা নিম্ন সামাজিক মর্যাদার অধিকারী ছিলেন, তবে অন্যান্য সূত্র এর বিপরীত দাবি করে। যৌনতাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কিনসে ইনস্টিটিউটের সংগ্রহে এই ছায়াছবির একটি মুদ্রণ রয়েছে। ২০০২ সালে নিউ ইয়র্কে মিউজিয়াম অব সেক্স উদ্বোধন অনুষ্ঠানে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছিল। ঐতিহাসিক গুরুত্বের নিরিখে ২০০৪ সালে নিউ ইয়র্কের শিল্পী লিসা ওপেনহাইম চলচ্চিত্রটির পুনর্নির্মাণ করেন। (বাকি অংশ পড়ুন) - উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১১১

"এ ফ্রি রাইড" পাতায় ফেরত যান।