আবু হেনা মো. রহমাতুল মুনিম
আবু হেনা মো. রহমাতুল মুনিম (জন্ম: ৬ জানুয়ারি ১৯৬১) বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সাবেক কর্মকর্তা। যিনি সর্বশেষ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পূর্বে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও সিনিয়র সচিব ছিলেন। [১][২]
আবু হেনা মো. রহমাতুল মুনিম | |
---|---|
চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড | |
কাজের মেয়াদ ৬ জানুয়ারি ২০২০ – ১৪ আগস্ট ২০২৪ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | মোশাররফ হোসেন ভূঁইয়া |
উত্তরসূরী | মো: আবদুর রহমান খান |
সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, বাংলাদেশ | ৬ জানুয়ারি ১৯৬১
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ |
পেশা | সিনিয়র সচিব, সরকারি কর্মকর্তা |
প্রাথমিক জীবন
সম্পাদনামুনিম সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় ১৯৬১ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি থেকে উন্নয়ন পরিকল্পনা বিষয়ক ডিপ্লোমা এবং নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ফিনান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বিভিন্ন প্রশিক্ষণ লাভ করেছেন।[৩][৪]
কর্মজীবন
সম্পাদনাআবু হেনা মো. রহমাতুল মুনিম ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন ক্যাডার) সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে কাজ করেছেন। তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪][৫] প্রসঙ্গত উল্লেখ্য, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবই পদাধিকার বলে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।[৬] এর পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আবু হেনা মো. রহমাতুল মুনিম এনবিআরের নতুন চেয়ারম্যান"। জনকণ্ঠ। ১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২।
- ↑ "এনবিআর চেয়ারম্যান থাকছেন রহমাতুল মুনিম"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৮ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২।
- ↑ "আরও দুই বছর এনবিআরের চেয়ারম্যান থাকছেন রহমাতুল মুনিম"। ঢাকাটাইমস। ২৮ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২।
- ↑ ক খ "আবু হেনা মোঃ রহমাতুল মুনিম-এর জীবনবৃত্তান্ত"। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। ৩০ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২।
- ↑ "নতুন এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম"। জাগোনিউজ২৪.কম। ১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২।
- ↑ "এনবিআর পেল নতুন চেয়ারম্যান"। প্রতিদিনের সংবাদ। ১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২।
- ↑ "বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক রহমাতুল মুনিম"। আমাদের সময়। ১৩ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২।