আফিয়া সিদ্দিকী

পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী
(আফিয়া সিদ্দিকা থেকে পুনর্নির্দেশিত)

ড. আফিয়া সিদ্দিকী যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিখ্যাত একজন মুসলিম স্নায়ুবিজ্ঞানী এবং একজন আলোচিত মহিলা। তিনি করাচীর সম্ভ্রান্ত ও উচ্চ শিক্ষিত পরিবারে ১৯৭২ সালের ২ মার্চ জন্ম গ্রহণ করেন। পিএইচডি ডিগ্রি ধারী এই মহিলাকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ২০০৩ সালে পাকিস্তানি কর্তৃপক্ষের সহযোগিতায় আল কায়েদার সাথে যোগাযোগ থাকার অভিযোগে পাকিস্তানের করাচির রাস্তা থেকে তার তিন সন্তানসহ গ্রেফতার করে। পরে প্রচলিত আইনের আওতায় না এনে পাকিস্তানের কারাগারে গ্রেফতার না রেখেই তাকে আফগানিস্তানের সামরিক ঘাঁটিতে তাকে ৫ বছর বন্দি করে রাখা হয়। মার্কিন আদালত তাকে ৮৬ বছর কারাদন্ড দেয়।[৫] বন্দি অবস্থায় তার ওপর ব্যাপক অমানবিক নির্যাতনের অভিযোগ আছে।[৬][৭][৮][৯] সম্প্রতি জানুয়ারি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি ইহুদি সিনাগগের ভেতর ৪ জন ইহুদিকে জিম্মি করে যুক্তরাজ্যের নাগরিক ফয়সাল আকরাম।তার দাবি ছিলো কারাগারে বন্দী ড. আফিয়া সিদ্দিকীর মুক্তি।

ড.আফিয়া সিদ্দিকী
عافیہ صدیقی
caption
জন্ম (1972-03-02) মার্চ ২, ১৯৭২ (বয়স ৫১)
অন্যান্য নাম'কয়েদি ৬৫০', 'বাগরামের ধূসর মহিলা', 'গ্রে লেডী অব বাগরাম' [১]
নাগরিকত্বপাকিস্তানি[২][৩]
মাতৃশিক্ষায়তনম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি(BS)
ব্রন্ডেইস বিশ্ববিদ্যালয়[৪](PhD)
পরিচিতির কারণনির্যাতিত মুসলিম বিজ্ঞানী
উচ্চতা৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার)
বোর্ড সদস্যইনস্টিটিউট অফ ইসলামিক রিসার্চ এন্ড টিচিং (প্রেসিডেন্ট)
অপরাধের অভিযোগহত্যার চেষ্টা, প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা
অপরাধের শাস্তিদোষী সাব্যস্ত; ৮৬ বছরের জেল সাজা
দাম্পত্য সঙ্গীআমজাদ মুহাম্মদ খান (১৯৯৫ – ২১ অক্টোবর, ২০০২) (বিচ্ছেদ)
সন্তানমুহাম্মাদ আহমেদ (জন্ম: ১৯৯৬);
মারইয়াম বিনতে মুহাম্মাদ (জন্ম: ১৯৯৮) এবং
সুলাইমান (জন্ম: সেপ্টেম্বর ২০০২)

জন্ম ও শিক্ষাগত যোগ্যতা সম্পাদনা

জন্ম সূত্রে এই উচ্চ শিক্ষিত মহিলা পাকিস্তানের নাগরিক। শিক্ষা জীবনে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ডিগ্রী ধারী (পিএইচডি)। স্বনামধন্য এই স্নায়ুবিজ্ঞানী শিক্ষা জীবনে অসামান্য মেধার পরিচয় দেন। যুক্তরাষ্ট্রের ব্রন্ডেইস হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে “নিউরোলজি” বিষয়ে ডক্টরেট ডিগ্রী প্রদান করে। [১০] এছাড়াও শিক্ষা লাভের পর তিনি ২০০২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রেই বসবাস করেন ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি করেন। সহকর্মীরা তাকে অত্যন্ত ভদ্র, নম্র ও বিনয়ী হিসেবে পরিচয় দেন।[১১]

গ্রেফতার ও অপহরণ সম্পাদনা

পাকিস্তানি এই নাগরিককে করাচির রাস্তা থেকে গ্রেফতার করা হয়। পরে পাকিস্তানে কোনো বিচার কার্য না করেই সরাসরি আফগানিস্তানে নিয়ে গেলে পাকিস্তান সরকার ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়। এবং তাকে অপহরনের অভিযোগ ওঠে। তৎকালীন সরকারের এতে হাত রয়েছে বলে মনেকরা হয়। [৭]

গ্রেফতারের অভিযোগ ও বন্দী জীবন সম্পাদনা

আল-কায়দার সাথে যোগাযোগ থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় তিন সন্তান আহমদ, সুলাইমান ও মারিয়মকে সহ। আফগানিস্তানে বন্দি রাখা কালে তার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। তাকে মানসিক, যৌন ও শারীরিকভাবে নির্যাতন করা হত এবং তাকে দিনের মধ্য কয়েকবার করে ধর্ষন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। বাগরাম কারাগার থেকে মুক্তি প্রাপ্ত বন্দিরা অভিযোগ করেছে “নির্যাতনের সময়ে আফিয়ার আর্ত-চিৎকার অন্য বন্দির পক্ষে সহ্য করাও কঠিন ছিলো।” ওই নারীর ওপর নির্যাতন বন্ধ করার জন্য অন্য বন্দীরা অনশন পর্যন্ত করেছিলো।

২০০৮ সালে তাকে স্থানান্তর করা হয় নিউইয়র্কের এক গোপন কারাগারে। বর্তমানে তিনি পুরুষদের সাথে ওই কারাগারে বন্দি। কারাবন্দি নম্বর ৬৫০। চলমান নির্যাতন সহ্য করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হরিয়ে ফেলেন। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান দাবি করে বলেন “তার দু সন্তান ইতোমধ্যেই মার্কিন নিয়ন্ত্রিত আফগান কারাগারে মারা গেছে।” তিনি আরো বলেন, “পাকিস্তানের কর্তৃপক্ষের মধ্যে যারা ড. আফিয়া সিদ্দিকাকে যুক্তরাষ্ট্র সরকারের হাতে তুলে দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে।”[৬]

৩৮ বছর বয়সী এই বিজ্ঞানীকে ৮৬ বছর কারাদন্ড দেওয়া হয়, আদালতে মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাকে হত্যার চেষ্টার অভিযোগে। অভিযোগ আছে যে তাকে ২০০৮ সালে আফগানিস্তানে অজানা রাসায়নিক পদার্থ ও হামলার পরিকল্পনার নোট সহ গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে ৭টা মামলা দায়ের করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের নামে ব্যাপক নির্যাতন করা হয়। সরকার পক্ষের আইনজীবী বলেন যে গ্রেফতারের সময় তার কাছে গুরুত্বপূর্ণ স্থানের মানচিত্রর পাওয়া যায়। [১২]

ড. আফিয়াকে ৮৬ বছর কারাদন্ডের রায় ঘোষণা করার পর পাকিস্তানের রাস্তায় বিক্ষোভ হয়। অনেকেই মনে করেন তিন সন্তানের জননী হার্ভার্ড পিএইচডিধারী আফিয়া যুক্তরাষ্ট্রের সন্তাসবিরোধী যুদ্ধের আর একটি নির্দোষ শিকার। বিক্ষোভকারীরা অভিযোগ করে, “বিশ্ব জুড়ে সব জায়গায়তেই অভিযুক্তরা “বেনেফিট অব ডাউট” বা সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত নির্দোষ বলে বিবেচিত হয়। ফলে সকল সুবিধা পায়। কিন্তু ড. আফিয়া তা পাননি বরং নির্যাতনের শিকার হন।”

তার ওপর অমানবিক নির্যাতনের বিষয়টি আলোচিত হয় কারাগার থেকে তার বহুল আলোচিত চিঠিটি লেখার পর। চিঠিটিতে আফিয়া দাবি করেন তার ওপর শারীরিক, পাশবিক নির্যাতনের পাশাপাশি একের পর এক ধর্ষন করা হয়। তার একটি কিডনিও বের করে ফেলা হয়েছিলো ফলে তিনি হাঁটতে পারতেন না। তিনি আরো দাবি করেন যে তাকে গুলি করা হয় এবং তার বুকে গুলি আঘাত ছিলো।[১১]

জীবনী সম্পাদনা

পরিবার এবং প্রাথমিক জীবন সম্পাদনা

আফিয়া সিদ্দিকী পাকিস্তানের করাচিতে ব্রিটিশ-প্রশিক্ষিত নিউরোসার্জন মুহাম্মদ সালায় সিদ্দিকীএবং ইসলামিক শিক্ষক, সমাজকর্মী এবং দাতব্য স্বেচ্ছাসেবক ইসমেত ( নি ফারুচি) এর ঘরে জন্মগ্রহণ করেন। [১৩] [১৪]ইসমেত উর্দুভাষী মুহাজির, করাচির দেওবন্দী সম্প্রদায়ের অন্তর্গত।তিনি একটি পর্যবেক্ষক মুসলিম পরিবারে বেড়ে ওঠেন, যদিও তার বাবা-মা বিজ্ঞানের প্রযুক্তিগত অগ্রগতি বোঝার এবং ব্যবহার করার জন্য তাদের সংকল্পের সাথে ভক্তিমূলক ইসলামকে একত্রিত করেছিলেন। [১৫]

ইসমেত সিদ্দিকী রাজনৈতিক এবং ধর্মীয় চেনাশোনাগুলিতে বিশিষ্ট ছিলেন, তিনি যেখানেই থাকতেন সেখানে ইসলামের উপর পাঠদান করেন, একটি ইউনাইটেড ইসলামিক অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন এবং পাকিস্তানের সংসদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। [১৬]তার হুদুদ অধ্যাদেশের নারীবাদী বিরোধিতার মুখে কঠোর ইসলামের প্রতি তার সমর্থন জেনারেল মুহাম্মদ জিয়া-উল-হকের দৃষ্টি আকর্ষণ করেছিল যিনি তাকে একটি জাকাত কাউন্সিলে নিয়োগ করেছিলেন। [১৭] [১৮]তিন ভাইবোনের মধ্যে সিদ্দিকী সবার ছোট। [১৩]তার ভাই, মুহাম্মদ, হিউস্টন, টেক্সাসে একজন স্থপতি হওয়ার জন্য অধ্যয়ন করেছিলেন, [১৩] যখন তার বোন, ফৌজিয়া একজন হার্ভার্ড-প্রশিক্ষিত নিউরোলজিস্ট যিনি বাল্টিমোরের সিনাই হাসপাতালে কাজ করেছিলেন [১৯] এবং তিনি পাকিস্তানে ফিরে আসার আগে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। [২০]

আফিয়া আট বছর বয়স পর্যন্ত জাম্বিয়ার স্কুলে পড়াশোনা করেন এবং করাচিতে তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন। [২১] [২২]

স্নাতক শিক্ষা সম্পাদনা

সিদ্দিকী ১৯৯০ সালে স্টুডেন্ট ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে চলে আসেন এবং তার ভাইয়ের সাথে যোগ দেন যিনি আর্কিটেকচার বিষয়ে অধ্যয়নরত ছিলেন। [২৩] [২৪]তিনি হিউস্টন বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন যেখানে বন্ধু এবং পরিবার তার আগ্রহকে ধর্ম এবং স্কুলের কাজের মধ্যে সীমাবদ্ধ বলে বর্ণনা করেছিলেন।তিনি সংবাদ জানা ব্যতীত চলচ্চিত্র, উপন্যাস এবং টেলিভিশন এড়িয়ে যেতেন। [২৫]তিন সেমিস্টারের পর, তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্থানান্তরিত হন। [১৩] [১৯]

১৯৯২ সালে, একজন স্বনামধন্য ব্যক্তি হিসাবে, সিদ্দিকী তার গবেষণা প্রস্তাব "পাকিস্তানে ইসলামাইজেশন এবং মহিলাদের উপর এর প্রভাব" এর জন্য $৫,০০০ ক্যারল এল. উইলসন পুরস্কার জিতেছিলেন। [১৩] [২৬]তিনি তার পরিবারের আধ্যাত্মিক উপদেষ্টা তাকি উসমানি সহ ইসলামিকরণ এবং হুদুদ আইনের স্থপতিদের সাক্ষাৎকার নিতে পাকিস্তানে ফিরে আসেন।একজন জুনিয়র হিসেবে, তিনি কেমব্রিজ প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ পরিষ্কার করতে সাহায্য করার জন্য এমআইটি-এর প্রোগ্রামের মাধ্যমে $১,২০০ সিটি ডেজ ফেলোশিপ পেয়েছিলেন। [১৩]তিনি এমআইটি-তে জীববিজ্ঞান, নৃতত্ত্ব এবং প্রত্নতত্ত্বে প্রাথমিকভাবে ট্রিপল মেজর থাকাকালীন, তিনি ১৯৯৫ সালে জীববিজ্ঞানে বি.এস সহ স্নাতক হন। [২৭] [২৮]

এমআইটিতে, সিদ্দিকী সর্ব-মহিলা ম্যাককরমিক হলে থাকতেন।তিনি দাতব্য কাজ এবং ধর্মান্তরিতকরণে সক্রিয় ছিলেন।তার সহপাঠী এমআইটি ছাত্ররা তাকে ধার্মিক বলে বর্ণনা করেছিল, যেটি সেই সময়ে অস্বাভাবিক ছিল না, কিন্তু মৌলবাদী ছিল না, তাদের একজন বলেছিল যে সে "শুধু সুন্দর এবং মৃদুভাষী।"[১৯] তিনি মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে যোগদান করেন,[১৩][২৯] এবং একজন সহযোগী পাকিস্তানি অ্যাসোসিয়েশনের মিটিং এবং প্যামফলেট বিতরণের জন্য তার নিয়োগের কথা স্মরণ করেন।[৩০][৩১] পাকিস্তান থেকে ফিরে আল কিফাহ শরণার্থী কেন্দ্রে স্বেচ্ছাসেবী কাজ শুরু করেন সিদ্দিকী। আল কিফাহ এমন সদস্যদের অন্তর্ভুক্ত করে যারা ইহুদি অতি-জাতীয়তাবাদী মীর কাহানেকে হত্যা করেছিল এবং ১৯৯৩ সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বোমা হামলায় রামজি ইউসেফকে সাহায্য করেছিল।.[৩২][১৩][২৩][২৭] তিনি জিহাদে অবদান রাখার জন্য শ্রোতাদের লজ্জা দেওয়ার জন্য তার কার্যকারিতার জন্য পরিচিত ছিলেন[৩৩][৩৪] এবং একমাত্র মহিলা যিনি নিয়মিতভাবে আল-কিফাহ-এর জন্য অর্থ সংগ্রহ করতেন বলে পরিচিত।[৩৫] ছাত্র সমিতির মাধ্যমে তিনি এর ইমাম সুহেল লাহের সহ বেশ কয়েকজন প্রতিশ্রুতিবদ্ধ ইসলামপন্থীর সাথে দেখা করেছিলেন, যিনি ৯/১১ এর আগে প্রকাশ্যে ইসলামিকরণ এবং জিহাদের পক্ষে ছিলেন।[১৭] সাংবাদিক ডেবোরা স্ক্রগিন্স পরামর্শ দিয়েছিলেন যে সমিতির যোগাযোগের মাধ্যমে সিদ্দিকী সন্ত্রাসবাদের জগতে আকৃষ্ট হয়ে থাকতে পারে:

এমআইটি-তে, এম এস এ-এর বেশ কিছু সক্রিয় সদস্য আব্দুল্লাহ আজ্জাম, একজন মুসলিম ভাই যিনি ওসামা বিন লাদেন-এর পরামর্শদাতা ছিলেন .... [আজ্জাম] আফগানিস্তানে মুজাহিদীন যুদ্ধের জন্য বিশ্বব্যাপী নিয়োগ পোস্ট, প্রচার কার্যালয় এবং তহবিল সংগ্রহ কেন্দ্র হিসাবে কাজ করার জন্য আল কিফাহ শরণার্থী কেন্দ্র [ব্রুকলিন, নিউ ইয়র্ক] প্রতিষ্ঠা করেছিল ... এটি আল-কায়েদা সংগঠনের নিউক্লিয়াসে পরিণত হবে।[১৩]

আল-কিফাহ এর প্রতি আফিয়ার প্রতিশ্রুতি ম্লান হওয়ার কোন লক্ষণ দেখায়নি যখন এর জার্সি সিটি শাখা এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বোমা হামলার মধ্যে সংযোগ স্পষ্ট হয়ে ওঠে। যখন পাকিস্তান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে বোমা হামলায় তার ভূমিকার জন্য রামজি ইউসেফকে গ্রেপ্তার এবং প্রত্যর্পণ করতে সহায়তা করেছিল (যেখানে ইউসেফ একটি ডব্লিউ টি সি টাওয়ারকে অন্যটিতে ধাক্কা দিয়ে ২৫০,০০০ আমেরিকানকে হত্যা করার আশা করেছিলেন)[৩৬][৩৭] একজন ক্ষুব্ধ সিদ্দিকী পাকিস্তানকে "আধিকারিকভাবে" আমাদের সমসাময়িক মুসলিম সরকারগুলির সাধারণ দলে যোগদানের জন্য "আধিকারিকভাবে" যোগদানের জন্য একটি তিরস্কারমূলক নোটের সাথে ঘোষণাটি প্রচার করেছিলেন, কুরআনের একটি উদ্ধৃতি দিয়ে তার ইমেলটি বন্ধ করে দিয়ে মুসলমানদের ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ না করার জন্য সতর্ক করে দিয়েছিলেন।[৩৮] তিনি ইসলাম শেখানোর জন্য তিনটি নির্দেশিকা লিখেছেন, একটিতে আশা প্রকাশ করেছেন: "আমাদের নম্র প্রচেষ্টা অব্যাহত রয়েছে ... এবং আমেরিকা মুসলিম ভূমিতে পরিণত না হওয়া পর্যন্ত আরও বেশি সংখ্যক লোক আল্লাহর [ধর্ম] দিকে আসছে।"[১৩] তিনি ব্রেনট্রি রাইফেল এবং পিস্তল ক্লাবে ১২ ঘন্টার পিস্তল প্রশিক্ষণ কোর্সেও অংশ নিয়েছিলেন,[৩৯] পাকিস্তানে মার্কিন সামরিক ম্যানুয়াল মেইল করে এবং এফবিআই এজেন্টরা তাকে খুঁজতে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার পরে সে তার অ্যাপার্টমেন্ট থেকে চলে যায়।[৪০]

ফৌজদারি অভিযোগ এবং বিচার সম্পাদনা

প্রিট্রায়াল অ্যাক্টিভিটিতে, ডিফেন্স অ্যাটর্নি ইলেইন শার্প বলেছিলেন যে সিদ্দিকীর কাছে পাওয়া নথি এবং জিনিসগুলি পরিকল্পিত ছিল।[৪১] একজন সরকারী সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ দ্বিমত পোষণ করেছেন, বলেছেন যে "তার নিজের হাতের লেখায় শত শত পৃষ্ঠা ছিল"[৪২] পাকিস্তানে, সিদ্দিকীর বোন ফৌজি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার বোনকে ধর্ষণ ও নির্যাতনের এবং তার চিকিৎসায় অবহেলা করার অভিযোগ এনেছিল।পাকিস্তান জাতীয় পরিষদ সিদ্দিকীর প্রত্যাবাসনের আহ্বান জানিয়ে সর্বসম্মত প্রস্তাব পাস করেছে।

[৪৩]

তার বিচারের আগে, সিদ্দিকী বলেছিলেন যে তিনি সমস্ত অভিযোগ থেকে নির্দোষ।তিনি বজায় রেখেছিলেন যে তিনি নির্দোষ প্রমাণ করতে পারেন কিন্তু আদালতে তা করতে অস্বীকার করেন।[৪৪] ১১ জানুয়ারী ২০১০-এ, সিদ্দিকী বিচারককে বলেছিলেন যে তিনি তার অ্যাটর্নিদের সাথে সহযোগিতা করবেন না এবং তাদের বরখাস্ত করতে চান।তিনি বলেছিলেন যে তিনি বিচারককে বিশ্বাস করেন না এবং যোগ করেন, "আমি বিচার বর্জন করছি, শুধু আপনাদের সবাইকে জানানোর জন্য।এখানে অনেক অবিচার আছে।"প্রসিকিউশন এগিয়ে যাওয়ার সাথে সাথে তিনি প্রতিরক্ষা টেবিলে মাথা নিচু করেছিলেন।[৪৫]

চার্জ সম্পাদনা

৩১ জুলাই ২০০৮-এ, যখন সিদ্দিকী তখনও আফগানিস্তানে চিকিৎসাধীন ছিলেন, তখন তাকে নিউইয়র্কের দক্ষিণ জেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালতে একটি সীলমোহর করা ফৌজদারি অভিযোগে একটি মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্যাপ্টেনকে সরকারী দায়িত্বে নিয়োজিত থাকাকালীন হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।[৪৬][৪৭] মোটকথা, তাকে মার্কিন নাগরিক, কর্মকর্তা এবং কর্মচারীদের হত্যার চেষ্টা, একটি মারাত্মক অস্ত্র দিয়ে হামলা, আগ্নেয়াস্ত্র বহন এবং ব্যবহার করার এবং মার্কিন কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলার তিনটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। http://www.csmonitor.com/World/terrorism-security/2008/0903/p99s01-duts.html%7Ctitle=New[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] [৪৬][৪৮][৪৯]

প্রত্যর্পণ এবং অভিযুক্ত সম্পাদনা

৪ আগস্ট ২০০৮-এ, সিদ্দিকীকে একটি এফবিআই জেটে রাখা হয়েছিল এবং আফগান সরকার বিচারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের [৪৭] প্রত্যর্পণ মঞ্জুর করার পর তাকে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয়েছিল। [৫০]তিনি তার অভিযুক্তের জন্য হাজির হতে বা সেপ্টেম্বরে শুনানিতে অংশ নিতে বা দর্শকদের সাথে দেখা করতে অস্বীকার করেছিলেন। [৫১]সিদ্দিকী ৬ আগস্ট ২০০৮-এ ম্যানহাটনের একটি আদালতে বিচারকের সামনে প্রথম উপস্থিত হন যার পরে তাকে হেফাজতে পাঠানো হয়। [৪৯]

চিকিৎসা এবং মানসিক মূল্যায়ন সম্পাদনা

১১ ই আগস্ট, তার আইনজীবী বলেছিলেন যে সিদ্দিকি গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর থেকে কোনও ডাক্তার দেখেননি, মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক হেনরি বি পিটম্যান তাকে ২৪ ঘন্টার মধ্যে একজন ডাক্তার দ্বারা পরীক্ষা করার আদেশ দেন।[৫২] প্রসিকিউটররা বলেছিলেন যে সিদ্দিকি তার বন্দুকের গুলির আঘাতের জন্য পর্যাপ্ত চিকিৎসা যত্ন পেয়েছিলেন তবে তাকে কোনও ডাক্তার বা প্যারামেডিক দ্বারা দেখা হয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি।[৫৩] বিচারক তার জামিন শুনানি ৩ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেন।[৫৪]পরের দিন একজন ডাক্তারের দ্বারা একটি পরীক্ষায় সংক্রমণের কোনও দৃশ্যমান লক্ষণ পাওয়া যায়নি; তিনি একটি সিটি স্ক্যানও পেয়েছেন। [৫৫]

সিদ্দিকিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কারারুদ্ধ অবস্থায় তার ক্ষতের যত্ন নেওয়া হয়েছিল।[৫৬] ২০০৮ সালের সেপ্টেম্বরে, একজন প্রসিকিউটর আদালতে রিপোর্ট করেছিলেন যে সিদ্দিকি ডাক্তারের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও একজন মহিলা ডাক্তার দ্বারা পরীক্ষা করতে অস্বীকার করেছিলেন।[৫৭] ২০০৮ সালের ৯ ই সেপ্টেম্বর, তিনি একটি জোরপূর্বক মেডিকেল পরীক্ষা করানো হয়।[৫৬] ২০০৮ সালের নভেম্বরে, ফরেনসিক মনোবিজ্ঞানী লেসলি পাওয়ারস রিপোর্ট করেছিলেন যে সিদ্দিকি "চিকিৎসা কর্মীদের তার চিকিত্সা করার অনুমতি দিতে অনিচ্ছুক" ছিলেন। তার শেষ মেডিকেল পরীক্ষাটি ইঙ্গিত দিয়েছিল যে তার বাহ্যিক ক্ষতগুলি আর মেডিকেল ড্রেসিংয়ের প্রয়োজন নেই এবং ভালভাবে নিরাময় করছে।[৫৮] প্রসিকিউটর কর্তৃক নিযুক্ত একজন মনোরোগ বিশেষজ্ঞ সিদ্দিকীর বিচারের মুখোমুখি হওয়ার ক্ষমতা পরীক্ষা করার জন্য নিযুক্ত, গ্রেগরি বি সাথফ, মার্চ ২০০৯ এর একটি প্রতিবেদনে পর্যবেক্ষণ করেছিলেন যে সিদ্দিকি প্রায়শই মৌখিক ও শারীরিকভাবে চিকিৎসা কর্মীদের তার গুরুত্বপূর্ণ লক্ষণ এবং ওজন পরীক্ষা করার অনুমতি দিতে অস্বীকার করেছিলেন, একবার এটি স্পষ্ট হয়ে গেলে যে তার ক্ষতটি মূলত নিরাময় হয়েছে, তখন তিনি চিকিৎসা সেবা প্রত্যাখ্যান করার চেষ্টা করেছিলেন, এবং এন্টিবায়োটিক গ্রহণ করতে অস্বীকার করে।[৫৬] একই সময়ে, সিদ্দিকি তার ভাইয়ের কাছে দাবি করেছিলেন যে যখন তার চিকিৎসার প্রয়োজন ছিল তখন তিনি তা পাননি, যা সাথফ বলেছিলেন যে তিনি তার নথি এবং চিকিৎসা ও নিরাপত্তা কর্মীদের সাথে সাক্ষাত্কারের পর্যালোচনায় বা সিদ্দিকির সাথে তার সাক্ষাত্কারের কোনও সমর্থন খুঁজে পাননি।[৫৬]

সিদ্দিকির বিচার বিলম্বিত হয়েছিল, মানসিক মূল্যায়ন করার জন্য দীর্ঘতম ছয় মাস ছিল।[৪৭] আগস্টে তাকে দশবার এবং সেপ্টেম্বরে ছয়বার নিয়মিত মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। বিচারের আগে তিনি তিন সেট মানসিক মূল্যায়ন ের মধ্য দিয়ে গিয়েছিলেন। তার প্রথম মানসিক মূল্যায়ন তাকে বিষণ্নতার সাইকোসিসে আক্রান্ত করে, এবং তার দ্বিতীয় মূল্যায়ন, আদালত দ্বারা নির্দেশিত, দীর্ঘস্থায়ী বিষণ্নতা প্রকাশ করে।[৫৯] লেসলি পাওয়ারস প্রাথমিকভাবে সিদ্দিকিকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে অযোগ্য বলে নির্ধারণ করেছিল। এফবিআই-এর প্রতিবেদনের কিছু অংশ পর্যালোচনা করার পর, তিনি প্রি-ট্রায়াল বিচারককে বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে সিদ্দিকি মানসিক অসুস্থতাকে মিথ্যা বলে মনে করছেন।[২৩]

মনস্তাত্ত্বিক মূল্যায়নের একটি তৃতীয় সেট, পূর্ববর্তী দুটির চেয়ে আরও বিস্তারিত, চারজন মনোরোগ বিশেষজ্ঞের মধ্যে তিনজন এই সিদ্ধান্তে উপনীত হন যে তিনি "ম্যালিঞ্জারিং" (মানসিক অসুস্থতার তার লক্ষণগুলি নকল করছেন) এবং যখন তিনি মনে করেন যে মূল্যায়নকারীরা দেখছেন না তখন তিনি স্বাভাবিক আচরণ করেছিলেন। একজন পরামর্শ দিয়েছিলেন যে এটি অপরাধমূলক প্রসিকিউশন প্রতিরোধের জন্য এবং পাকিস্তানে ফিরে আসার সম্ভাবনা বৃদ্ধি করার জন্য ছিল।[৪৭][৫৭] ২০০৯ সালের এপ্রিলে, ম্যানহাটনের ফেডারেল বিচারক রিচার্ড বারম্যান বলেছিলেন যে তার "কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা থাকতে পারে" তবে তিনি বিচারের মুখোমুখি হতে সক্ষম ছিলেন।[৪৭][৫৭][৫৮]

খালিদ শেখ মোহাম্মদ এবং অন্যান্য ভুতুড়ে বন্দীরা রেড ক্রসকে "ওয়াটারবোর্ডিং এবং অন্যান্য নির্যাতনের বিস্তৃত বর্ণনা" দিয়েছিলেন, যেখানে সরকারী মনোরোগ বিশেষজ্ঞ স্যালি জনসন একটি প্রাক-বিচার শুনানিতে সাক্ষ্য দিয়েছেন যে সিদ্দিকী কখনো কাউকে কোন বিবরণ দেননি, তার ভাই হোক বা তার আইনজীবী হোক না কেন। , পাকিস্তানি সিনেটর বা দূতাবাসের কর্মী, অন্যান্য দর্শনার্থী, কারাগারের কর্মী বা মনোরোগ বিশেষজ্ঞ, "কোনও নির্যাতন বা কারাবাসের একটি স্পষ্ট বিবরণ"।[৬০]

ইহুদি বিদ্বেষ সম্পাদনা

পাকিস্তানি দূতাবাস তার দুই বিদ্যমান পাবলিক ডিফেন্ডারের পরিপূরক করার জন্য একটি তিন ব্যক্তির প্রতিরক্ষা দল নিয়োগ করেছিল, কিন্তু সিদ্দিকী তাদের সাথে সহযোগিতা করতে অস্বীকার করেছিলেন।[৬১] তিনি তার আইনজীবীদের ইহুদি বলে বরখাস্ত করার চেষ্টা করেছিলেন।[৪৭] তিনি বলেছিলেন যে তার বিরুদ্ধে মামলাটি একটি ইহুদি ষড়যন্ত্র, দাবি করেছিলেন যে জুরিতে কোনও ইহুদিদের অনুমতি দেওয়া হবে না,[৬২] এবং যে সমস্ত সম্ভাব্য বিচারকদের ডি এন এ-পরীক্ষিত করা হবে এবং তার বিচারে জুরি থেকে বাদ দেওয়া হবে "যদি তাদের জায়নবাদী বা ইসরায়েলি পটভূমি থাকে।" তিনি বলেছিলেন: "তারা সবাই আমার উপর ক্ষিপ্ত ...আমি অনুভব করি যে এখানে প্রত্যেকেই তাদের - জেনেটিক পরীক্ষার সাপেক্ষে। আপনি যদি ন্যায্য হতে চান তবে তাদের বাদ দেওয়া উচিত।"[৪৫]তার মন্তব্যের বিষয়ে, সিদ্দিকীর আইনি দল বলেছে যে তার কারাবাস তার মনকে ক্ষতিগ্রস্ত করেছে। [৬৩][৬৪]

ফেডারেল মেডিকেল সেন্টার, কারসওয়েল-এ থাকাকালীন, তিনি রাষ্ট্রপতি ওবামা কে দেওয়ার জন্য ওয়ার্ডেনকে একটি চিঠি লিখেছিলেন, জোর দিয়েছিলেন, "ইহুদিদের ইতিহাস অধ্যয়ন করুন। তারা সর্বদা প্রত্যেকের পিঠে ছুরিকাঘাত করেছে যারা তাদের প্রতি করুণা করেছে এবং তাদের আশ্রয় দেওয়ার 'মারাত্মক' ভুল করেছে .... এবং ইহুদিদের এই নিষ্ঠুর, অকৃতজ্ঞ পিঠে ছুরিকাঘাতের কারণেই তারা যেখানেই শক্তি অর্জন করেছে সেখান থেকে নির্দয়ভাবে বিতাড়িত হয়েছে। এ কারণেই বারবার ঘটছে 'হলোকাস্ট'! যদি তারা কেবল কৃতজ্ঞ হতে শিখবে এবং তাদের আচরণ পরিবর্তন করবে!! ..."[৬৫]

তবে তিনি সমস্ত "ইসরায়েলি আমেরিকানদের" বিরুদ্ধে নন।[৬৫]

প্রতিক্রিয়া সম্পাদনা

আক্রমণ, হুমকি, এবং বিনিময় অফার সম্পাদনা

আল-কায়েদা এবং পাকিস্তানি জিহাদি গোষ্ঠীগুলির জন্য, সিদ্দিকীর মামলা একটি "সমাবেশের কান্না" হয়ে ওঠে এবং তারা পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে তাকে রক্ষা করতে এবং প্রতিশোধ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে যোগ দেয়। [৬৬] [৬৭]

সেই সময়ে টিটিপি (তেহরীক ই তালেবান পাকিস্তান) এর প্রধান হাকিমুল্লাহ মেহসুদের প্রকাশিত একটি ভিডিও অনুসারে, ২০০৯ সালের আফগানিস্তানে ক্যাম্প চ্যাপম্যান হামলা যাতে সাতজন সিআইএ অফিসার নিহত হয় তা আফিয়ার কারাগারের প্রতিশোধ নেওয়ার জন্য ছিল। [৬৮]মেহসুদ সিদ্দিকীর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরেকটি ভিডিও প্রকাশ করার একদিন পরে ২০১০ সালে টাইমস স্কয়ারে গাড়ি বোমা হামলার চেষ্টা হয়েছিল।এই প্রচেষ্টার অপরাধী ছিলেন ফয়সাল শাহজাদ, একজন সদ্য স্বাভাবিক পাকিস্তানে জন্মগ্রহণকারী নাগরিক যিনি জইশ-ই-মুহাম্মদ এবং হাকিমুল্লাহ মেহসুদের সাথে যোগাযোগ করেছিলেন। [৬৯] [৩৩] [৭০]

পাকিস্তানি সংবাদপত্র দ্য নিউজ ইন্টারন্যাশনালের ফেব্রুয়ারী ২০১০ সালের প্রতিবেদন অনুসারে, তালেবান মার্কিন সৈন্য বোয়ে বার্গডাহলকে মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দেয়, যাকে তারা ৩০ জুন ২০০৯ সালে সিদ্দিকীর দোষী সাব্যস্ত করার প্রতিশোধ হিসেবে বন্দী করেছিল।তালেবানের একজন মুখপাত্র দাবি করেছেন যে সিদ্দিকীর পরিবারের সদস্যরা মার্কিন কারাগার থেকে তাকে মুক্তি পেতে তালেবানের কাছে সাহায্যের অনুরোধ করেছিলেন। [৭১] [৭২]বার্গডাহলকে ৩১ মে ২০১৪-এ গুয়ানতানামো কারাগারের পাঁচ বন্দীর বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছিল। [৭৩]

সেপ্টেম্বর ২০১০ সালে, তালেবানরা আফগানিস্তানে একজন স্কটিশ সাহায্য কর্মী লিন্ডা নরগ্রোভকে অপহরণ করে এবং তালেবান কমান্ডাররা জোর দিয়েছিলেন যে নরগ্রোভকে শুধুমাত্র সিদ্দিকীর বিনিময়ে হস্তান্তর করা হবে। [৭৪] [৭৫] [৭৬]৮ অক্টোবর ২০১০-এ, নরগ্রোভ দুর্ঘটনাক্রমে তার একজন উদ্ধারকারীর দ্বারা নিক্ষিপ্ত একটি গ্রেনেড দ্বারা উদ্ধার প্রচেষ্টার সময় নিহত হন। [৭৭] [৭৮] [৭৯] [৮০]

জুলাই ২০১১ সালে, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের তৎকালীন ডেপুটি, ওয়ালিউর রহমান, ঘোষণা করেছিলেন যে তারা বেলুচিস্তানে অপহৃত দুই সুইস নাগরিকের জন্য সিদ্দিকীকে অদলবদল করতে চায়।কিন্তু,২০১২ সালের মার্চ মাসে সুইস দম্পতি পালিয়ে যায়। [৮১] [৮২] [৮৩]

ডিসেম্বর ২০১১ সালে, আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি [৮৪] আগস্ট ২০১১ সালে পাকিস্তানে অপহৃত আমেরিকান সাহায্য কর্মী ওয়ারেন ওয়েইনস্টেইনের বিনিময়ে সিদ্দিকীর মুক্তি দাবি করেন।[৮৫] ঘটনাক্রমে জানুয়ারী ২০১৫ সালে ওয়েইনস্টাইন একটি ড্রোন হামলায় নিহত হন।

জানুয়ারী ২০১৩ সালে, আলজেরিয়ান ইন আমেনাস জিম্মি সংকটে জড়িত আল-কায়েদা-সংশ্লিষ্ট সন্ত্রাসীরা তাদের অন্যতম দাবি হিসাবে সিদ্দিকীর মুক্তি তালিকাভুক্ত করেছিল। [৮৬]

জুন ২০১৩ সালে, পাকিস্তানে অপহৃত দুই চেকোস্লাভিয়া নাগরিক নারীর অপহরণকারীরা দুই বন্দীর বিনিময়ে সিদ্দিকীর মুক্তি দাবি করে। [৮৭]একটি তুর্কি এনজিও আই.এইচ.এইচ. এর তীব্র আলোচনার পর মার্চ ২০১৫ সালে উভয় চেকোস্লাভিয়া মহিলা নাগরিককে মুক্তি দেওয়া হয়েছিল। [৮৮]

আগস্ট ২০১৪ সালে, এটি রিপোর্ট করা হয়েছিল যে মার্কিন ফটোসাংবাদিক জেমস ফোলির শিরশ্ছেদের দায় স্বীকারকারী সন্ত্রাসী ফোলির পরিবারকে একটি ইমেলে সিদ্দিকীর উল্লেখ করেছিলেন।ইমেলে সিদ্দিকীকে একজন মুসলিম "বোন" হিসাবে চিহ্নিত করা হয়েছিল যে ইসলামিক স্টেট কথিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্দী বিনিময়ের অংশ হিসাবে অদলবদল করতে ইচ্ছুক ছিল। [৮৯]

২০১৫ সালের ফেব্রুয়ারিতে, পল গোসার বলেছিলেন যে কায়লা মুলারের পরিবারকে বলা হয়েছিল যে সিদ্দিকীর জন্য তাকে অদলবদল করার পরিকল্পনা তার মৃত্যুর কয়েক মাস আগে চলছিল। [৯০]আইএসআইএস মুলারের বিনিময়ে ৬.৬ মিলিয়ন ডলারও দাবি করেছিল। [৯১]

মার্চ ২০১৭ সালে, আল-কায়েদা ইন আরব পেনিনসুলা নেতা কাসিম আল-রেমি বলেছিলেন যে তার দল সিদ্দিকীর মুক্তি দাবি করেছে, লুক সোমার্স, একজন আমেরিকান সাংবাদিক, যিনি সেপ্টেম্বর ২০১৩ সালে ইয়েমেনে অপহৃত হয়েছিলেন। [৯২]২০১৪ সালের ডিসেম্বরে উদ্ধার প্রচেষ্টার সময় সোমার্স নিহত হন। [৯৩]

২০২২ সালের জানুয়ারীতে, একজন ব্যক্তি নিজেকে সিদ্দিকীর ভাই বলে দাবি করে টেক্সাসের কলিভিলে বেথ ইজরায়েল সিনাগগে জিম্মি করে, যেখানে তিনি বন্দী ছিলেন এবং তার মুক্তি দাবি করেছিলেন।পরে পুলিশ তাকে গুলি করে হত্যা করে এবং জিম্মিদের উদ্ধার করা হয়। [৯৪]

পাকিস্তান সম্পাদনা

মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় পাকিস্তানে মামলাটি খুব আলাদাভাবে কভার করা হয়েছিল। [৯৫]

সিদ্দিকীর দোষী সাব্যস্ত হওয়ার পর, তিনি তার আইনজীবীর মাধ্যমে একটি বার্তা পাঠিয়েছিলেন যে তিনি "এই রায় নিয়ে পাকিস্তানে সহিংস প্রতিবাদ বা সহিংস প্রতিশোধ চান না।" [৯৬]পাকিস্তানে হাজার হাজার ছাত্র, রাজনৈতিক ও সামাজিক কর্মী বিক্ষোভ করেছে। [৯৭]রাস্তায় আমেরিকান পতাকা ও প্রেসিডেন্ট বারাক ওবামার কুশপুত্তলিকা পোড়ানোর সময় কেউ কেউ আমেরিকা বিরোধী স্লোগান দেয়। [৯৮] [৯৯]তার বোন সমাবেশে তার পক্ষে ঘন ঘন এবং আবেগের সাথে কথা বলেছে। [২০] [৯৯] [১০০]তার পরিবারের মন্তব্য এবং মার্কিন বিরোধী মনোভাবের প্রতিধ্বনি করে, অনেকে বিশ্বাস করে যে তাকে করাচিতে ২০০৩ সালে আটক করা হয়েছিল, ইউএস বাগরাম এয়ারবেসে রাখা হয়েছিল এবং নির্যাতন করা হয়েছিল এবং তার বিরুদ্ধে অভিযোগগুলি বানোয়াট ছিল। [৯৭] [১০১]

আগস্ট ২০০৯ সালে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সিদ্দিকীর বোনের সাথে তার বাসভবনে দেখা করেন এবং তাকে আশ্বস্ত করেন যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকীর মুক্তি চাইবে। [১০২]পাকিস্তান সরকার সিদ্দিকীর বিচারের সময় তার প্রতিরক্ষায় সহায়তা করার জন্য তিন আইনজীবীর পরিষেবার জন্য $২ মিলিয়ন প্রদান করেছিল। [১০৩]মামলা চলাকালীন অনেক সিদ্দিকী সমর্থক উপস্থিত ছিলেন এবং আদালতের বাইরে কয়েক ডজন লোক তার মুক্তির দাবিতে সমাবেশ করেছিল। [১০৪]

অনেক পাকিস্তানিদের সমর্থনের অভিব্যক্তির সাথে তার এই প্রত্যয় অনুসরণ করা হয়েছিল, যারা ক্রমবর্ধমানভাবে আমেরিকান বিরোধী দেখায়, সেইসাথে রাজনীতিবিদ এবং সংবাদ মাধ্যম দ্বারা, যারা তাকে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা নিপীড়নের প্রতীক হিসাবে চিহ্নিত করেছিল। [২০]গ্রাফিতি "মুক্ত ডাঃ আফিয়া" হাজির "এমনকি দেশের প্রত্যন্ত অঞ্চলেও"। [১০৫]

ওয়াশিংটন, ডিসি-তে পাকিস্তানি দূতাবাস এই রায়ের উপর হতাশা প্রকাশ করেছে, যা "তার পক্ষে তীব্র কূটনৈতিক এবং আইনি প্রচেষ্টার অনুসরণ করেছে।[আমরা] ডাঃ আফিয়া সিদ্দিকীর পরিবার এবং প্রতিরক্ষা আইনজীবীদের দলের সাথে পরামর্শ করে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করব।" [১০৬]প্রধানমন্ত্রী গিলানি সিদ্দিকীকে "জাতির কন্যা" হিসাবে বর্ণনা করেছেন এবং বিরোধীদলীয় নেতা নওয়াজ শরিফ তার মুক্তির জন্য চাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। [২০]১৮ ফেব্রুয়ারি, রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি আফগানিস্তান ও পাকিস্তানে মার্কিন বিশেষ দূত রিচার্ড হলব্রুককে অনুরোধ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান-মার্কিন বন্দী বিনিময় চুক্তির অধীনে সিদ্দিকীকে পাকিস্তানে প্রত্যাবাসনের বিষয়ে বিবেচনা করবে। [১০৭] [১০৮]২২ ফেব্রুয়ারি, পাকিস্তানি সিনেট তার অবিলম্বে মুক্তির দিকে কাজ করার জন্য সরকারকে অনুরোধ করে। [১০৯]পাকিস্তানি সংবাদপত্র দ্য নেশনের সম্পাদক শিরীন মাজারি লিখেছেন যে এই রায় "৯/১১-এর পরে মার্কিন জনগণের প্রতিশোধমূলক মানসিকতার সাথে পরিচিত কাউকে সত্যিই অবাক করেনি"। [৬২]

সেপ্টেম্বর ২০১০ সালে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে একটি চিঠি পাঠান যাতে সিদ্দিকীকে পাকিস্তানে প্রত্যাবাসনের আহ্বান জানানো হয়।তিনি বলেছিলেন যে সিদ্দিকীর মামলাটি পাকিস্তানে জনসাধারণের উদ্বেগের বিষয় হয়ে উঠেছে এবং তার প্রত্যাবাসন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সদিচ্ছা তৈরি করবে। [১১০]

কয়েকজন পাকিস্তানি সমর্থনের বহিঃপ্রকাশ নিয়ে প্রশ্ন তোলেন। তার প্রাক্তন স্বামী বলেছেন সিদ্দিকী "নিজের সিদ্ধান্তের ফল কাটিয়েছেন। তার পরিবার আফিয়াকে ভুক্তভোগী হিসেবে চিত্রিত করে আসছে।আমরা চাই সত্য বেরিয়ে আসুক।" [৬২]শাকিল চৌধুরী সমর্থকদের "গণ হিস্টিরিয়া" নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। [১১১]কিন্তু যখন একজন কলামিস্ট (মুবাশির লুকমান) আফিয়ার বোন ফৌজিয়ার অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলেন, তখন গ্রাফিতি "পুরো করাচি জুড়ে তাকে অপমান করতে দেখা যায়"। [৬৬] [১১২]

মার্কিন পর্যবেক্ষকরা পাকিস্তানের প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন।জেসিকা ইভ স্টার্ন, একজন সন্ত্রাস বিশেষজ্ঞ এবং হার্ভার্ড ল স্কুলের প্রভাষক, পর্যবেক্ষণ করেছেন: "সত্য যাই হোক না কেন, এই মামলাটি অত্যন্ত রাজনৈতিক গুরুত্বপূর্ণ কারণ [পাকিস্তানের] লোকেরা তাকে কীভাবে দেখে।" [২৩]ফরেন পলিসি জানিয়েছে যে অপ্রমাণিত গুজব, পাকিস্তানি সংবাদমাধ্যমে ব্যাপকভাবে পুনরাবৃত্ত হয়েছে যে, তিনি তার অপহরণকারীদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, "তাকে ঘিরে থাকা কিংবদন্তির অংশ হয়ে উঠেছে, এতটাই তার সমর্থকদের দ্বারা প্রতিষ্ঠিত তথ্য হিসাবে পুনরাবৃত্তি করা হয়েছে, যারা লোক নায়ক হিসেবে তার আইকনিক স্ট্যাটাস তৈরি করতে সাহায্য করেছে। [৯৯]নিউ ইয়র্ক টাইমস অনুসারে,

সন্দেহ নেই যে একজন অতি রক্ষণশীল, শিক্ষিত মধ্যবিত্ত পাকিস্তানি মহিলার ঘটনা যিনি পশ্চিমাদের পথ পরিহার করেছিলেন এবং আমেরিকাকে অস্বীকার করেছিলেন পাকিস্তানি জনগণের কাছে অনুরণিত হয়েছে। ... মিস সিদ্দিকীর আশেপাশের পরস্পরবিরোধী এবং ঘন ঘন ক্ষতিকর পরিস্থিতি সম্পর্কে সামান্য জাতীয় আত্মা-অনুসন্ধানের মাধ্যমে এই সবই ঘটেছে, যার আল কায়েদা এবং নিষিদ্ধ জিহাদি গ্রুপ জইশ-ই-মুহাম্মদ এর সাথে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করা হয়। পরিবর্তে, পাকিস্তানি সংবাদ মাধ্যম ব্যাপকভাবে তার বিচারকে একটি "প্রহসন" হিসাবে চিত্রিত করেছে এবং ১১ সেপ্টেম্বর, ২০০১ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মুসলমানদের প্রতি যে অবিচার করেছে তার উদাহরণ৷[২০]

সাংবাদিক স্ক্রগিন্স পাকিস্তানি জনসাধারণের কৌতূহল ও তদন্তের অভাব সম্পর্কে অভিযোগ করেছেন এবং মামলাটি সম্পর্কে সংবাদমাধ্যমের অনেকগুলি প্রশ্নের - কীভাবে সিদ্দিকীর মেয়ে মরিয়ম তার নানীর বাড়িতে এসেছিলেন এবং তিনি কোথায় ছিলেন, "করাচি ইনস্টিটিউট অফ টেকনোলজি" এর সাথে কী সম্পর্ক রয়েছে। এবং আলেম আবু লুবাবার আফিয়ার সাথে সম্পর্ক ছিল। [১১৩]তিনি উল্লেখ করেছেন যে যখন হাজার হাজার পাকিস্তানি উপজাতীয় এলাকায় বোমা ও হত্যাকাণ্ডের মাধ্যমে নিহত হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভের বিপরীতে, জিহাদি হামলার প্রতিবাদে কোনো সমাবেশ অনুষ্ঠিত হয়নি (স্ক্রোগিন্সের যুক্তি ছিল) কারণ পাকিস্তানিরা তাদের ভয় পায়। [১১৪]

বই এবং জার্নাল নিবন্ধ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বইঃ আফিয়া সিদ্দিকী - গ্রে লেডী অব বাগরাম"। প্রজন্ম পাবলিকেশন। ১০ মে ২০১৯। 
  2. "Pakistani Diplomats Visit Woman Detained in New York"। WNYC। আগস্ট ১০, ২০০৮। সংগ্রহের তারিখ এপ্রিল ১৯, ২০১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. Emerson, Steven (২০০৬)। Jihad incorporated : a guide to militant Islam in the US। Amherst, NY: Prometheus Books। আইএসবিএন 1591024536 
  4. Peter Bergen (২০১১)। The Longest War: The Enduring Conflict Between America and Al-Qaeda। Simon & Schuster। পৃষ্ঠা 223। আইএসবিএন 9780743278942। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৩Disturbingly, al-Qaeda has been able to recruit American-educated scientists such as Aafia Siddiqui, who has a degree in biology from MIT and a PhD in neuroscience from Brandeis. 
  5. "Dr Aafia Siddiqui doesn't want to return: FO spokesperson"Dunya News। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৪ 
  6. "'আমি নির্দোষ, আমাকে বাঁচান' : ইমরানকে আফিফার আবেগঘন চিঠি"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১০ 
  7. "ওবামার কাছে আফিয়া সিদ্দিকীর মায়ের হৃদয়স্পর্শী চিঠি | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১০ 
  8. "টেক্সাসে ড. আফিয়ার মৃত্যুর খবর উড়িয়ে দিলেন পাকিস্তানি কূটনীতিক"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১০ 
  9. "ড. আফিয়া সিদ্দিকীর কথা | daily nayadiganta"The Daily Nayadiganta। ২০১৯-০৫-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১০ 
  10. "Read It Now: Wanted Women—Faith, Lies and The War on Terror: The Lives of Ayaan Hirsi Ali and Aafia Siddiqui"Vogue (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০২ 
  11. "Aafia Siddiqui longing for justice: Fowzia"The Nation (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১০ 
  12. "Rulers should demand return of Aafia: Dr Fowzia"The Nation (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-০২। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১০ 
  13. Scroggins, Deborah (১ মার্চ ২০০৫)। "Wanted Women—Faith, Lies and The War on Terror: The Lives of Ayaan Hirsi Ali and Aafia Siddiqui"Vogue। ২০ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৮ 
  14. MD, Peter A. Olsson (২৫ ফেব্রুয়ারি ২০১৪)। The Making of a Homegrown Terrorist: Brainwashing Rebels in Search of a Cause। ABC-CLIO। আইএসবিএন 978-1-4408-3102-7। ১৩ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮ 
  15. Scroggins, Wanted Women, 2012: pp. 4-6
  16. Dickey, Christopher (২০০৯)। Securing the City: Inside America's Best Counterterror Force—The NYPD। Simon & Schuster। পৃষ্ঠা 89আইএসবিএন 978-1-4165-5240-6। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১০ 
  17. "America's Most Wanted: 'The Most Dangerous Woman in the World'"Der Spiegel। ২৭ নভেম্বর ২০০৮। ৫ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১০ 
  18. Scroggins, Wanted Women, 2012: pp. 7, 19
  19. Ozment, Katherine (অক্টোবর ২০০৪)। "Who's Afraid of Aafia Siddiqui?"Boston Magazine। ২৫ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০০৯ 
  20. Mashood, Salman; Gall, Carlotta (৫ মার্চ ২০১০)। "U.S. Sees a Terror Threat; Pakistanis See a Heroine"The New York Times। ৯ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১০ 
  21. MD, Peter A. Olsson (২৫ ফেব্রুয়ারি ২০১৪)। The Making of a Homegrown Terrorist: Brainwashing Rebels in Search of a Cause। ABC-CLIO। আইএসবিএন 978-1-4408-3102-7। ১৩ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮ 
  22. Scroggins, Wanted Women, 2012: p. 23
  23. Stockman, Farah (১৯ জানুয়ারি ২০১০)। "Alleged Pakistani militant stands trial today in NYC; Scientist trained at MIT, Brandeis"The Boston Globe। ২ নভেম্বর ২০১২ তারিখে মূল (pay per view) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১০ 
  24. Kephart, Janice L. (সেপ্টেম্বর ২০০৯)। "Immigration and Terrorism – Moving Beyond the 9/11 Staff report on Terrorist Travel"। Center for Immigration Studies। ২৪ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১০ 
  25. Scroggins, Wanted Women, 2012: p. 35
  26. "The Carroll L. Wilson Award Recipients 1986–2005"। MIT Entrepreneurship Center। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১০ 
  27. "E-mails Show MIT Grad Taught School While Raising Money for Terror-Linked Group"। Fox News Channel। ২২ আগস্ট ২০০৮। ৩০ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১০ 
  28. J. M. Lawrence (২৭ মে ২০০৪)। "War on Terror; Former MIT student and her pals now hunted by FBI"The Boston Herald। ৬ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১০ 
  29. Chandna, Marium (১৯ জানুয়ারি ২০০৯)। "U.S. ignores 'innocent until proven guilty' for alleged terrorists"। The Tartan (Carnegie Mellon's Student Newspaper)। ৩১ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১০ 
  30. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; bbc7544008 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  31. "Aafia Siddiqui Indicted for Attempting to Kill United States Nationals in Afghanistan and Six Additional Charges" (সংবাদ বিজ্ঞপ্তি)। U.S. Department of Justice। ৮ সেপ্টেম্বর ২০০৮। ১৩ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১০ 
  32. Scroggins, Wanted Women, 2012: pp. 61, 67
  33. Scroggins, Wanted Women, 2012: p. 245
  34. Scroggins, Wanted Women, 2012: p. 100
  35. Kohlmann, Evan F. (২০০৪)। Al-Qaida's Jihad in Europe। Bloomsbury Academic। 
  36. Scroggins, Wanted Women, 2012: p. 77
  37. Glanz, James; Lipton, Eric (২১ জানুয়ারি ২০১৪)। City in the Sky: The Rise and Fall of the World Trade Center। Times Books। আইএসবিএন 978-1-4668-6307-1transcript of trial of Ramzi Ahmed Yousef 
  38. Scroggins, Wanted Women, 2012: p. 108
  39. Stockman, Farah (৪ ফেব্রুয়ারি ২০১০)। "Scientist decries guilty verdict"The Boston Globe। ৯ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১০ 
  40. Scroggins, Wanted Women, 2012: p. 109
  41. Scroggins, Wanted Women, 2012: p. 418
  42. Scroggins, Wanted Women, 2012: p. 419
  43. Scroggins, Wanted Women, 2012: p. 423
  44. "Dr Aafia to boycott trial"The Nation। Pakistan। ২১ নভেম্বর ২০০৯। ১৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১০ 
  45. Bone, James (১৫ জানুয়ারি ২০১০)। "Aafia Siddiqui demands no Jewish jurors at attempted murder trial" The Times। London। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৬ 
  46. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; comp নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  47. Walsh, Declan (২৪ নভেম্বর ২০০৯)। "The mystery of Dr Aafia Siddiqui"। London, UK: The Guardian (UK)। ১৩ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১০ 
  48. Montlake, Simon (৩ সেপ্টেম্বর ২০০৮)। "New York court indicts Pakistani scientist seized in Afghanistan"The Christian Science Monitor। Terrorism & Security। ২৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১০ 
  49. "Suspect scientist in court"Sydney Morning Herald। ৬ আগস্ট ২০০৮। ২৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৪ 
  50. "Pakistani accused of shooting at U.S. officers extradited to U.S..com"www.cnn.com। ১৩ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  51. Scroggins, Wanted Women, 2012: p. 435
  52. Shulman, Robin (১২ আগস্ট ২০০৮)। "Judge Orders Doctor For Detained Pakistani; Woman Accused of Assaulting Troops"The Washington Post। ১০ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১০ 
  53. "Medical care for Pakistani scientist"The Sydney Morning Herald। ১২ আগস্ট ২০০৮। ২৭ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১০ 
  54. AFP staff (১২ আগস্ট ২০০৮)। "Medical care for Pakistani scientist"The Sydney Morning Herald। Agence France-Presse। ২৭ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১০ 
  55. Kearney, Christine (১২ আগস্ট ২০০৮)। "Doctor examines Pakastani accused of U.S. troop attack"। Reuters Canada। ১৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১০ 
  56. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; saat নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  57. Berman, Hon. Richard M. (২৮ এপ্রিল ২০০৯)। "Order Finding Defendant Competent to Stand Trial; U.S. v. Siddiqqui" (পিডিএফ)। ১৪ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৫    এই উৎস থেকে এই নিবন্ধে লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পাবলিক ডোমেইনে রয়েছে।
  58. Powers, Leslie (৬ নভেম্বর ২০০৮)। "Forensic Evaluation; Aafia Siddiqui" (পিডিএফ)। ১৪ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৫    এই উৎস থেকে এই নিবন্ধে লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পাবলিক ডোমেইনে রয়েছে।
  59. "Siddiqui Diagnosed With Chronic Depression"। ৯ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১০ 
  60. Scroggins, Wanted Women, 2012: p. 444
  61. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Harpers নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  62. Walsh, Declan (৪ ফেব্রুয়ারি ২০১০)। "Pakistan denounces conviction of neuroscientist in US court"। Islamabad: The Guardian (UK)। ৯ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১০ 
  63. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; TIME1 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  64. Haqqani (১৬ জানুয়ারি ২০১০)। "Pak working on legal, diplomatic fronts for Aafia's release"। Pakistan: The Nation। ২৫ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১০ 
  65. Scroggins, Wanted Women, 2012: p. 442
  66. Scroggins, Wanted Women, 2012: pp. 452-3
  67. Scroggins, Wanted Women, 2012: p. 459
  68. "Martyrdom Video from CIA Base Bomber Links Deadly Attack to Pakistani Taliban"ABC News। ৯ জানুয়ারি ২০১০। ২৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৭ 
  69. Report, Post Staff (২২ জুলাই ২০১০)। "New video shows Taliban chief greeting Times Square bomber"New York Post। ২৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৭ 
  70. Scroggins, Wanted Women, 2012: p. 460
  71. Yusufzai, Mushtaq (৫ ফেব্রুয়ারি ২০১০)। "Taliban to execute US soldier if Aafia not released"। The News International (Pakistan)। ৭ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১০ 
  72. Jontz, Sandra (৬ ফেব্রুয়ারি ২০১০)। "Militants threaten to execute U.S. soldier"। Stars and Stripes। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১১ 
  73. "Taliban held US soldier released in exchange for Afghan detainees" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ অক্টোবর ২০১৭ তারিখে, washingtonpost.com; accessed 2 June 2014.
  74. "British aid worker executed by Taliban"। Dailyexpress.co.uk। ১০ অক্টোবর ২০১০। ১৫ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১০ 
  75. Reaction: Chris Watt (১ আগস্ট ২০০৯)। "A cruel and tragic end to a lifetime of devoted service"The Herald। ১৩ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১০ 
  76. Abi, Maria (৯ অক্টোবর ২০১০)। "British Aid Worker Killed in Afghanistan"The Wall Street Journal। ৩ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১০ 
  77. Kearney, Christine (৬ আগস্ট ২০০৮)। "Pakistani woman faces US court for assault on troops"। Reuters, UK। ৭ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১০ 
  78. Borger, Julian (১৩ অক্টোবর ২০১০)। "Linda Norgrove: US navy Seal faces disciplinary action over grenade death"The Guardian। London, UK। ১৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ 
  79. "UK aid worker Linda Norgrove killed in Afghanistan"। BBC। ২৭ সেপ্টেম্বর ২০১০। ১০ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১০ 
  80. Patrick Sawer; Ben Farmer (৯ অক্টোবর ২০১০)। "Kidnapped aid worker killed as special forces mounted rescue"The Daily Telegraph। London, UK। ১৬ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮ 
  81. "British Pakistanische Taliban wollen Geiseln tauschen (German)"Neue Zürcher Zeitung। ৩০ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১১ 
  82. Lehaz Ali। "Pakistan Taliban say they have Swiss hostages"। Agence France-Presse। ২৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  83. "Swiss couple escape from Pakistan Taliban captivity"Reuters। ১৫ মার্চ ২০১২। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭ 
  84. Bill Roggio (১ ডিসেম্বর ২০১১)। "Zawahiri claims al Qaeda is holding US citizen hostage – Threat Matrix"। Longwarjournal.org। ২২ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৩ 
  85. "Al Qaeda hostage, American Warren Weinstein, killed.com"CNN। ২৩ এপ্রিল ২০১৫। ২৫ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৫ 
  86. Nima Elbagir; Ingrid Formanek (২১ জানুয়ারি ২০১৩)। "Malian troops take key town; humanitarian crisis grows"। CNN। ১৬ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  87. "Video of kidnapped Czechs demands release of jailed Pakistani"Reuters। ২৬ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২১ 
  88. Anadolu Ajansı। "Turkish charity rescues 2 Czech women taken by al-Qaeda in 2013"। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৫ 
  89. "ISIS Email to James Foley Family Released as Nations Begin Hunt for Killer"Vanity Fair। ২২ আগস্ট ২০১৪। ২৩ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৪ 
  90. ""No plans to save Kayla Mueller, Pentagon says", Politico.com"Politico। ২০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৫ 
  91. "ISIS Demands $6.6M Ransom for 26-Year-Old American Woman"ABC News। ২৬ আগস্ট ২০১৪। ২৪ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৭ 
  92. "Yemen's al Qaeda leader says U.S. refused to trade 'blind sheikh' for hostage | Reuters"Reuters। ৬ মার্চ ২০১৭। 
  93. Fahim, Kareem (৬ ডিসেম্বর ২০১৪)। "2 Hostages Killed in Yemen as U.S. Rescue Effort Fails"The New York Times 
  94. Marsden, Ariella (১৫ জানুয়ারি ২০২২)। "Gunman holds hostages at synagogue in Texas"The Dallas Morning News। ১৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ 
  95. Inskeep, Steve (১ মার্চ ২০১০)। "In Pakistan, 'Lady Al-Qaida' Is A Cause Celebre"Morning Edition। NPR। ২১ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১০ 
  96. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; nytimes1 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  97. Rodriguez, Alex (৩ ফেব্রুয়ারি ২০১০)। "Is she a victim of the U.S. or is she 'Terror Mom'?"। Article Collections। Los Angeles Times। ১৫ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১০ 
  98. Hays, Hays (৪ ফেব্রুয়ারি ২০১০)। "NYC conviction doesn't silence Pakistani scientist"। London: The Guardian (UK)। Associated Press। ২২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১০ 
  99. Imtiaz, Saba (৭ এপ্রিল ২০১০)। "The strange case of Dr. Aafia Siddiqui"। The AfPak Channel (Afpak.foreignpolicy.com)। ৯ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১০ 
  100. Photo from AP (১৪ ফেব্রুয়ারি ২০১০)। "Pakistani protester burn the effigy of Barack Obama"। DayLife.com। ১৩ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১০ 
  101. Yusuf, Huma (৪ ফেব্রুয়ারি ২০১০)। "'Lady Al Qaeda': Pakistan reacts to Aafia Siddiqui conviction in US court"The Christian Science Monitor। ১৩ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১০ 
  102. Kearney, Christine (৩ সেপ্টেম্বর ২০০৯)। "Pakistan to pay for lawyers of Qaeda suspect in U.S"Reuters। ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১১ 
  103. Dawn staff (২০ জানুয়ারি ২০১০)। "Over 800 Pakistanis in Indian jails, Senate informed"Dawn (Pakistan)। Islamabad। ২৫ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১০ 
  104. APP staff (১৭ জুলাই ২০০৮)। "Aafia rejects witness's claim she planned to attack New York landmarks"। Associated Press of Pakistan। ৭ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১০ 
  105. Scroggins, Wanted Women, 2012: p. 427
  106. AFP staff (৩ ফেব্রুয়ারি ২০১০)। "Pakistan dismayed at U.S. guilty verdict"The Vancouver Sun। Canada। Agence France-Presse। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১০ 
  107. Dawn staff (১৮ ফেব্রুয়ারি ২০১০)। "Zardari urges Holbrooke to repatriate Dr Aafia Siddiqui"Dawn (Pakistan)। Islamabad। ১ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৫ 
  108. "Richard Holbrooke calls on President"। Islamabad: AP.com.PK। Associated Press of Pakistan। ১৮ ফেব্রুয়ারি ২০১০। ৭ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১০ 
  109. Dawn staff (২৩ ফেব্রুয়ারি ২০১০)। "Senate passes resolution on Dr Aafia's case"Dawn (Pakistan)। Islamabad। ২৯ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৫ 
  110. "US requested to hand over Aafia"। Dawn News (Pakistan)। ১৯ সেপ্টেম্বর ২০১০। ২০ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১০ 
  111. Scroggins, Wanted Women, 2012: p. 458
  112. Scroggins, Wanted Women, 2012: p. 457
  113. Scroggins, Wanted Women, 2012: pp. 457-8
  114. Scroggins, Wanted Women, 2012: p. 426