আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ)

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত অপরাধসমূহের বিচার ট্রাইব্যুনাল
(আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল থেকে পুনর্নির্দেশিত)


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়: International Crimes Tribunal (Bangladesh), সংক্ষেপে ICT (Bangladesh)) বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি অপরাধ ট্রাইবুনাল যার উদ্দেশ্য হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত আন্তর্জাতিক অপরাধসমূহের বিচার করা। এর আওতায় পড়ে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধ।[] বাংলাদেশে ২০০৮ সালের সাধারণ নির্বাচনের সময় আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির অন্যতম প্রধান রাজনৈতিক ইশতেহার ছিল যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করা। সে নির্বাচনে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয়ী হয়। প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগের একজন সাংসদ ২০০৯ সালের ২৯শে জানুয়ারি জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব পেশ করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।[] অবশেষে বাংলাদেশের স্বাধীনতা লাভের ৩৯ বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য ২০১০ সালের ২৫শে মার্চ ট্রাইবুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়।[]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্য এই পুরাতন হাইকোর্ট ভবনেই অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিষ্ঠাকালট্রাইব্যুনাল-১: ২৫ মার্চ ২০১০ খ্রি. (সক্রিয়); ট্রাইব্যুনাল-২: ২২ মার্চ ২০১২ খ্রি. (নিষ্ক্রিয়)
অবস্থানপুরোনো হাইকোর্ট ভবন, ঢাকা
অনুমোদনকর্তাআন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩
পদের সংখ্যা৩টি
তথ্যক্ষেত্রwww.ict-bd.org
চেয়ারম্যান
সম্প্রতিবিচারপতি গোলাম মর্তুজা মজুমদার
সদস্য
সম্প্রতিবিচারপতি মো. শফিউল আলম মাহমুদ; বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী

ইতিহাস

সম্পাদনা

ট্রাইব্যুনাল গঠন

সম্পাদনা

১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার বিষয়ে ২০০৮ সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশে বিশেষত তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সচেতনতার সৃষ্টি হয়।[][] আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে এই গণদাবি অন্তর্ভুক্ত করে। ২০০৮-এর ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয় লাভ করার পর পরই নির্বাচিত দল আওয়ামী লীগ কর্তৃক গঠিত সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের উদ্যোগ গ্রহণ করে।[][] এরপর ২০০৯ সালের ২৯শে জানুয়ারি জাতীয় সংসদে এই বিষয়ে একটি প্রস্তাব পাশ করা হয়।[]

বিচারের উদ্যোগ নেওয়ার এই প্রস্তাবটি উত্থাপন করেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। প্রধানমন্ত্রীসহ সিনিয়র সাংসদরা প্রস্তাবটিকে সমর্থন জানালে স্পিকার তা অনুমোদন দেওয়া হবে কিনা এই প্রশ্ন ভোটে নেন। মৌখিক ভোটে প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।[][]

সংসদে গৃহীত প্রস্তাবের বাস্তবায়নে সরকার বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ গ্রহণ করে এবং সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণাটি আসে ২০০৯ সালের ২৫শে মার্চ।[১০][১১] বাংলাদেশের নাগরিক সমাজ এবং শীর্ষ আইনজীবীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে সরকার ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধনের উদ্যোগ নেয়। এই উদ্যোগের অংশ হিসেবে সরকার ২০০৯ সালের ২১শে মে বিশেষজ্ঞদের মতামত চেয়ে ট্রাইব্যুনাল অ্যাক্টটি আইন কমিশনে পাঠায়।[১১] এরই পরিপ্রেক্ষিতে আইন কমিশন দেশের বিশেষজ্ঞ আইনজীবী, বিচারপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আরও কয়েকজন আইনজ্ঞের মতামতের ভিত্তিতে ১৯৭৩ সালে প্রণীত ট্রাইব্যুনালে কিছু নির্দিষ্ট বিষয়ে সংশোধন আনার জন্য সরকারকে পরামর্শ দেয়।[১১][১২] অতঃপর আইন কমিশনের সুপারিশ বিবেচনা করে ১৯৭৩ সালে প্রণীত আইনকে যুগোপযোগী করার জন্য ২০০৯ সালের ৯ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু সংশোধনী জাতীয় সংসদে মৌখিক ভোটে পাশ করা হয়।[১৩][১৪]

সংশোধনীর মাধ্যমে ট্রাইব্যুনালে ব্যক্তি এবং গোষ্ঠীকেও বিচারের আওতায় আনার বিধান যুক্ত করা এবং 'ট্রাইব্যুনাল স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করবে' এই মর্মে সুস্পষ্ট আইনগত বিধান সন্নিবেশ করা সহ আরও কয়েকটি বিষয়ে পরিবর্তন আনা হয়।[১৩] অবশেষে স্বাধীনতা লাভের ৩৯ বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়।[] এরই ধারাবাহিকতায় যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার এবং তাদের অপরাধের বিষয়ে তদন্তের উদ্যোগ নেয় ট্রাইব্যুনাল। নাগরিক সমাজের দাবি এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতে বিচার কার্যক্রম পরিচালনার জন্য পুরাতন হাইকোর্ট ভবনকে আদালত হিসেবে প্রস্তুত করা হয়।

অবকাঠামো

সম্পাদনা

ট্রাইব্যুনাল-১

সম্পাদনা

২০১০ সালের ২৫শে মার্চ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩-এর ৬ ধারার বলে তিন সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল গঠন করা হয় । সেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ করা হয় বিচারপতি মো. নিজামুল হক এবং অন্য দুজন বিচারক ছিলেন বিচারপতি এ টি এম ফজলে কবীর এবং অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদ । পরবর্তীতে ২০১২ সালের ২২শে মার্চ ট্রাইব্যুনাল-২ গঠিত হওয়ার পর এটিএম ফজলে কবীর প্রথম ট্রাইব্যুনাল থেকে সরে গিয়ে দ্বিতীয়টির চেয়ারম্যানের পদ গ্রহণ করেন । [১৫] তার স্থলাভিষিক্ত হন হাইকোর্টের বিচারপতি আনোয়ারুল হক । [১৬] এর মধ্যে নিজামুল হক ও ফজলে কবীর বাংলাদেশের সুপ্রিম কোর্টের কর্মরত বিচারপতি এবং জহির আহমেদের জেলা পর্যায়ে ৩০ বছর বিচারক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । [১৭] অসুস্থতার জন্য বিচারপতি এ কে এম জহির আহমেদ অব্যাহতি চাইলে তাকে অব্যাহতি দিয়ে তার স্হলে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন কে নিয়োগ দেয়া হয় ২৯ আগস্ট ২০১২ তারিখে । ১১ ডিসেম্বর ২০১২ তারিখে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক পদত্যাগ করলে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান এটিএম ফজলে কবীরকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান নিয়োগ দেয়া হয় ১৩ ডিসেম্বর ২০১২ তারিখে । ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান হন একই ট্রাইব্যুনাল এর সদস্য বিচারপতি ওবায়দুল হাসান । ট্রাইব্যুনাল-২ এর নতুন সদস্য হিসাবে নিয়োগপ্রাপ্ত হন হাইকোর্টের বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া । ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান এটিএম ফজলে কবীর ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে স্বাভাবিক অবসরে গেলে ২৪ ফেব্রুয়ারি ২০১৪ হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম কে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান নিয়োগ দেয়া হয় । বিচারপতি আনোয়ারুল হক কে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মোঃ সোহরাওয়ার্দী কে সদস্য করে ১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে ট্রাইব্যুনাল-১ পূূর্নগঠন করা হয় । ট্রাইব্যুনাল-২ কে নিস্ক্রিয় করা হয় । বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া কে হাইকোর্টে ফেরত পাঠানো হয় ।

ট্রাইব্যুনাল-২

সম্পাদনা

বিচার প্রক্রিয়া আরও গতিশীল করতে তিন সদস্যবিশিষ্ট নতুন আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয় ২০১২ সালের ২২শে মার্চ । এর নাম হয় ICT-2 বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ । দ্বিতীয় এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুুক্ত হন প্রথম ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর । অন্য দুজন সদস্য হলেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও প্রথম ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম । [১৬] ১১ ডিসেম্বর ২০১২ তারিখে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক পদত্যাগ করলে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান এটিএম ফজলে কবীরকে ১৩ ডিসেম্বর ২০১২ তারিখে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান নিয়োগ দেয়া হয় । ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান নিয়োগ দেয়া হয় একই ট্রাইব্যুনাল এর সদস্য বিচারপতি ওবায়দুল হাসান কে, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম এর সঙ্গে ট্রাইব্যুনাল-২ এর নতুন সদস্য হিসাবে নিয়োগপ্রাপ্ত হন হাইকোর্টের বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া । ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি আনোয়ারুল হক কে চেয়ারম্যান করে ট্রাইব্যুনাল-২ এর সদস্য মো. শাহিনুর ইসলাম ও হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মোঃ সোহরাওয়ার্দী কে সদস্য করে ১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করা হয়, ট্রাইব্যুনাল-২ কে নিস্ক্রিয় করা হয় ।

বাদীপক্ষের আইনজীবী প্যানেল

সম্পাদনা

২০১০ সালের ২৫শে মার্চ প্রথম ট্রাইব্যুনালের জন্য ১২-সদস্যবিশিষ্ট একটি আইনজীবী প্যানেল গঠন করা হয়েছিল। প্যানেলের প্রধান তথা চিফ প্রসিকিউটর ছিলেন গোলাম আরিফ। বাকি ১১ জন আইনজীবী ছিলেন সৈয়দ রেজাউর রহমান, গোলাম হাসনাইন, রানা দাশগুপ্ত, জহিরুল হক, নুরুল ইসলাম, সৈয়দ হায়দার আলী, খন্দকার আবদুল মান্নান, মোশারফ হোসেন, জিয়াদ-আল-মালুম, সানজিদা খানম ও সুলতান মাহমুদ।[১৫]

তদন্তকারী সংস্থা

সম্পাদনা

ট্রাইব্যুনাল ও আইনজীবী প্যানেল গঠনের পাশাপাশি প্রাক্তন জেলা জজ ও আইন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আবদুল মতিনে সমন্বয়ে ৭ সদস্যের একটি তদন্তকারী সংস্থা নিয়োগ দেয়া হয়েছিল একই দিনে। সংস্থার অন্য সদস্যরা ছিলেন: পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আবদুর রহিম, সাবেক উপমহাপরিদর্শক কুতুবুর রহমান, মেজর (অব.) এ এস এম সামসুল আরেফিন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম, একই বিভাগের পরিদর্শক নুরুল ইসলাম ও আবদুর রাজ্জাক খান।[১৫]

বিচারালয়

সম্পাদনা

বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত পুরাতন হাইকোর্ট ভবনকে আদালত হিসেবে প্রস্তুত করে একে ট্রাইব্যুনালের বিচারালয় হিসেবে ব্যবহার করা হয়।[১৫]

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতিবৃন্দ

সম্পাদনা
ক্রমিক নং বিচারপতির নাম পদবি আন্তর্জাতিক অপরাধ আদালত হতে অবসর/অব্যাহতি/পদত্যাগ/প্রত্যাহারের তারিখ আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়োগের তারিখ আন্তর্জাতিক অপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত - ১ আন্তর্জাতিক অপরাধ আদালত - ২ বর্তমান কর্মস্থল অবসর গ্রহণের তারিখ জন্ম তারিখ আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়োগের পূর্বের বিচারবিভাগীয় পদ
০১ বিচারপতি মোঃ নিজামুল হক চেয়ারম্যান ১১ ডিসেম্বর ২০১২ তারিখে পদত্যাগ করেন ২৫ মার্চ ২০১০ ২৫ মার্চ ২০১০ হতে ২২ মার্চ ২০১২ পর্যন্ত অবসর ১৪ মার্চ ২০১৭ ১৫ মার্চ ১৯৫০ হাইকোর্টের বিচারপতি
০১ বিচারপতি মোঃ নিজামুল হক চেয়ারম্যান ১১ ডিসেম্বর ২০১২ তারিখে পদত্যাগ করেন ২৫ মার্চ ২০১০ ২২ মার্চ ২০১২ হতে ১১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত অবসর ১৪ মার্চ ২০১৭ ১৫ মার্চ ১৯৫০ হাইকোর্টের বিচারপতি
০২ বিচারপতি এ টি এম ফজলে কবীর সদস্য ৩১ ডিসেম্বর ২০১৩ অবসর গ্রহণ করেন ২৫ মার্চ ২০১০ ২৫ মার্চ ২০১০ হতে ২২ মার্চ ২০১২ পর্যন্ত অবসর ৩১ ডিসেম্বর ২০১৩ ০১ জানুয়ারি ১৯৪৭ হাইকোর্টের বিচারপতি
০২ বিচারপতি এ টি এম ফজলে কবীর চেয়ারম্যান ৩১ ডিসেম্বর ২০১৩ অবসর গ্রহণ করেন ২৫ মার্চ ২০১০ ২২ মার্চ ২০১২ হতে ১২ ডিসেম্বর ২০১২ পর্যন্ত অবসর ৩১ ডিসেম্বর ২০১৩ ০১ জানুয়ারি ১৯৪৭ হাইকোর্টের বিচারপতি
০২ বিচারপতি এ টি এম ফজলে কবীর চেয়ারম্যান ৩১ ডিসেম্বর ২০১৩ অবসর গ্রহণ করেন ২৫ মার্চ ২০১০ ১৩ ডিসেম্বর ২০১২ হতে ৩১ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত অবসর ৩১ ডিসেম্বর ২০১৩ ০১ জানুয়ারি ১৯৪৭ হাইকোর্টের বিচারপতি
০৩ বিচারপতি এ কে এম জহির আহমেদ সদস্য ২৯ আগস্ট ২০১২ তারিখে অসুস্থতার জন্য অব্যাহতি নিয়েছেন ২৫ মার্চ ২০১০ ২৫ মার্চ ২০১০ হতে ২২ মার্চ ২০১২ অসুস্থতার জন্য অব্যাহতি নিয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ
০৩ বিচারপতি এ কে এম জহির আহমেদ সদস্য ২৯ আগস্ট ২০১২ তারিখে অসুস্থতার জন্য অব্যাহতি নিয়েছেন ২৫ মার্চ ২০১০ ২২ মার্চ ২০১২ হতে ২৯ আগস্ট ২০১২ অসুস্থতার জন্য অব্যাহতি নিয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ
০৪ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সদস্য ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২৯ আগস্ট ২০১২ ২৯ অগস্ট ২০১২ হতে ১৫ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত হাইকোর্টের বিচারপতি ৩০ ডিসেম্বর ২০২৬ ৩১ ডিসেম্বর ১৯৫৯ হাইকোর্টের বিচারপতি
০৫ বিচারপতি আনোয়ারুল হক সদস্য ১৩ জুলাই ২০১৭ তারিখে মৃত্যুবরণ করেন ২২ মার্চ ২০১২ ২২ মার্চ ২০১২ হতে ১৫ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩১ জুলাই ২০২৩ ০১ আগস্ট ১৯৫৬ জেলা ও দায়রা জজ, হাইকোর্টের বিচারপতি
০৫ বিচারপতি আনোয়ারুল হক চেয়ারম্যান ১৩ জুলাই ২০১৭ তারিখে মৃত্যুবরণ করেন ২২ মার্চ ২০১২ ১৫ সেপ্টেম্বর ২০১৫ হতে ১৩ জুলাই ২০১৭ মৃত্যুবরণ করেছেন ৩১ জুলাই ২০২৩ ০১ আগস্ট ১৯৫৬ জেলা ও দায়রা জজ, হাইকোর্টের বিচারপতি
০৬ বিচারপতি ওবায়দুল হাসান সদস্য ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২২ মার্চ ২০১২ ২২ মার্চ ২০১২ হতে ১৩ ডিসেম্বর ২০১২ পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি ১০ জানুয়ারি ২০২৬ ১১ জানুয়ারি ১৯৫৯ হাইকোর্টের বিচারপতি
০৬ বিচারপতি ওবায়দুল হাসান চেয়ারম্যান ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২২ মার্চ ২০১২ ১৩ ডিসেম্বর ২০১২ হতে ১৫ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি ১০ জানুয়ারি ২০২৬ ১১ জানুয়ারি ১৯৫৯ হাইকোর্টের বিচারপতি
০৭ বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম সদস্য ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২ মার্চ ২০১২ ২২ মার্চ ২০১২ হতে ১৫ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত হাইকোর্টের বিচারপতি ০৭ এপ্রিল ১৯৫৮ জেলা ও দায়রা জজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার
০৭ বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম সদস্য ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২ মার্চ ২০১২ ১৫ সেপ্টেম্বর ২০১৫ হতে ১১ অক্টোবর ২০১৭ পর্যন্ত হাইকোর্টের বিচারপতি ০৭ এপ্রিল ১৯৫৮ জেলা ও দায়রা জজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার
০৭ বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম চেয়ারম্যান ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২ মার্চ ২০১২ ১১ অক্টোবর ২০১৭ হতে ২৭ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হাইকোর্টের বিচারপতি ০৭ এপ্রিল ১৯৫৮ জেলা ও দায়রা জজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার
০৮ বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া সদস্য ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৩ ডিসেম্বর ২০১২ ১৩ ডিসেম্বর ২০১২ হতে ১৫ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত হাইকোর্টের বিচারপতি ০৪ জুলাই ১৯৬৫ হাইকোর্টের বিচারপতি
০৯ বিচারপতি এম এনায়েতুর রহিম চেয়ারম্যান ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৪ ফেব্রুয়ারি ২০১৪ হতে ১৫ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি ১১ আগস্ট ১৯৬০ হাইকোর্টের বিচারপতি
১০ বিচারপতি মোঃ সোহরাওয়ার্দী সদস্য ১১ অক্টোবর ২০১৭ ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৫ সেপ্টেম্বর ২০১৫ হতে ১১ অক্টোবর ২০১৭ পর্যন্ত হাইকোর্টের বিচারপতি ০৫ ডিসেম্বর ১৯৭০ হাইকোর্টের বিচারপতি
১১ বিচারপতি আমির হোসেন সদস্য ২৪ আগস্ট ২০২১ তারিখে মৃত্যুবরণ করেন ১১ অক্টোবর ২০১৭ ১১ অক্টোবর ২০১৭ হতে ২৪ আগস্ট ২০২১ মৃত্যুবরণ করেছেন [২] ৩০ নভেম্বর ১৯৫৭ জেলা ও দায়রা জজ, হাইকোর্টের বিচারপতি
১২ বিচারপতি মোঃ আবু আহমেদ জমাদার সদস্য ১১ অক্টোবর ২০১৭ ১১ অক্টোবর ২০১৭ হতে ২৭ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হাইকোর্টের বিচারপতি ১৫ জুন ২০২৪ ১৬ জুন ১৯৫৭ অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, হাইকোর্টের বিচারপতি
১২ বিচারপতি মোঃ আবু আহমেদ জমাদার চেয়ারম্যান ১১ অক্টোবর ২০১৭ হাইকোর্টের বিচারপতি ১৫ জুন ২০২৪ ১৬ জুন ১৯৫৭ অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, হাইকোর্টের বিচারপতি
১৩ বিচারপতি কে এম হাফিজুল আলম সদস্য ১৪ অক্টোবর ২০২১ হাইকোর্টের বিচারপতি ০৩ মার্চ ১৯৭৪ হাইকোর্টের বিচারপতি
১৪ বিচারপতি এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া সদস্য ২৭ ফেব্রুয়ারি ২০২৪ অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ
১৫ বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার চেয়ারম্যান ১৪ অক্টোবর ২০২৪ ১৪ অক্টোবর ২০২৪ হতে বর্তমান হাইকোর্টের বিচারপতি ১৫ জানুয়ারি ১৯৬০ হাইকোর্টের বিচারপতি
১৬ বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ সদস্য ১৪ অক্টোবর ২০২৪ ১৪ অক্টোবর ২০২৪ হতে বর্তমান হাইকোর্টের বিচারপতি হাইকোর্টের বিচারপতি
১৭ বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী সদস্য ১৪ অক্টোবর ২০২৪ ১৪ অক্টোবর ২০২৪ হতে বর্তমান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ

অভিযুক্ত ব্যক্তিবর্গ

সম্পাদনা
ক্রমিক নং অভিযুক্ত ব্যক্তির নাম জন্ম তারিখ রাজনীতিক অবস্থান অভিযোগ বর্তমান অবস্থান আন্তর্জাতিক অপরাধ আদালত এর রায় আন্তর্জাতিক অপরাধ আদালত-১ এর রায় আন্তর্জাতিক অপরাধ আদালত-২ এর রায় আপিলের রায় রিভিউ নিষ্পত্তি ফলাফল
০১ আবুল কালাম আযাদ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা (রুকন সদস্য) হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ এবং অগ্নিসংযোগের ৮টি অভিযোগ পাকিস্তানে পলাতক ৪টিতে মৃত্যুদণ্ড, ৩টিতে যাবজ্জীবন কারাদণ্ড (২১-০১-১৩)
০২ আব্দুল কাদের মোল্লা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা (সহকারী সেক্রেটারি জেনারেল) হত্যা, গণহত্যা ও ধর্ষণের ৬টি অভিযোগ মৃত ৩টিতে ১৫ বছরের কারাদণ্ড, ২টিতে যাবজ্জীবন কারাদণ্ড (০৫-০২-২০১৩) মৃত্যুদণ্ড (১৭-০৯-২০১৩) মৃত্যুদণ্ড (১২-১২-২০১৩) মৃত্যুদণ্ড কার্যকর (১২-১২-২০১৩, রাত ১০ঃ০১ মিনিট)
০৩ দেলোয়ার হোসেন সাঈদী ১৯৪২ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা (নায়েবে আমীর) ও সাবেক সাংসদ মৃত মৃত্যুদণ্ড (২৮-০২-২০১৩) আমৃত্যু কারাদণ্ড (১৭-০৯-২০১৪) কারাদন্ডভোগকালে মৃত্যুবরণ (১৪-০৮-২০২৩)
০৪ মুহাম্মদ কামারুজ্জামান ১৯৫২ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা (সহকারী সেক্রেটারী জেনারেল) মৃত প্রাণদন্ড (০৯-০৫-২০১৩) প্রাণদন্ড (০৩-১১-২০১৪) প্রাণদন্ড (০৬-০৪-২০১৫) প্রাণদন্ড কার্যকর (১১-০৪-২০১৫, রাত ১০ঃ৩০ মিনিট)[১৮]
০৫ গোলাম আযম ১৯২২ জামায়াতে ইসলামীর (আধ্যাত্বিক) শীর্ষ নেতা (আমীর) মৃত ৯০ বছর নীরবিচ্ছিন্ন কারাদন্ড (১৫-০৭-২০১৩) কারাদন্ডভোগকালে মৃত্যুবরণ (২৩-১০-২০১৪)
০৬ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ১৯৪৮ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা (সেক্রেটারী জেনারেল) ও সাবেক মন্ত্রী মৃত মৃত্যুদণ্ড (১৭-০৭-২০১৩) মৃত্যুদণ্ড (১৬-০৬-২০১৫) মৃত্যুদণ্ড (১৮-১১-২০১৫)[১৯] মৃত্যুদন্ড কার্যকর (২২-১১-২০১৫, রাত ১২ঃ৫৫ মিনিট)[২০]
০৭ সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৪৯ বিএনপির শীর্ষ নেতা (স্হায়ী কমিটির সদস্য) ও সাবেক সাংসদ হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তর সহ ২৩টি অভিযোগ মৃত মৃত্যুদণ্ড (০১-১০-২০১৩) মৃত্যুদণ্ড (২৯-০৭-২০১৫) মৃত্যুদণ্ড (১৮-১১-২০১৫) মৃত্যুদণ্ড কার্যকর (২২-১১-২০১৫, রাত ১২ঃ৫৫ মিনিট)[২১]
০৮ আব্দুল আলীম বিএনপির শীর্ষ নেতা ও সাবেক সাংসদ মৃত আমৃত্যু কারাদণ্ড (০৯-১০-২০১৩) [২২] কারাদণ্ডভোগকালে মৃত্যুবরণ (৩০-০৮-২০১৪)
০৯ আশরাফুজ্জামান খান ১৯৪৮ নিউ ইয়র্কে পলাতক মৃত্যুদন্ড (০৩-১০-২০১৩)[২৩]
০৯ চৌধুরী মুঈনুদ্দীন ১৯৪৮ যুক্তরাজ্যে পলাতক মৃত্যুদণ্ড (০৩-১০-২০১৩)[২৩]
১০ মতিউর রহমান নিজামী ১৯৪৩ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা (আমীর), সাবেক সাংসদ ও মন্ত্রী মৃত মৃত্যুদণ্ড (২৯-১০-২০১৪) মৃত্যুদণ্ড (০৬-০১-২০১৬) মৃত্যুদণ্ড কার্যকর (১১-০৫-২০১৬)
১১ মীর কাসেম আলী জামায়াতে ইসলামীর (নির্বাহী পরিষদের সদস্য) শীর্ষ নেতা ও অর্থ যোগানদাতা মৃত মৃত্যুদণ্ড (০২-১১-২০১৪) মৃত্যুদণ্ড (০৮-০৩-২০১৬) মৃত্যুদণ্ড কার্যকর (০৩-০৯-২০১৬)
১২ এম,এ,জাহিদ হোসেন খোকন বিএনপির নেতা ও পৌর মেয়র পলাতক মৃত্যুদণ্ড (১৩-১১-২০১৪)
১৩ কমান্ডার মোঃ মোবারক হোসেন আওয়ামী লীগর বহিষ্কৃত নেতা আটক মৃত্যুদণ্ড (২৪-১১-২০১৪) বিচারাধীন
১৪ সৈয়দ মোঃ কায়সার জাতীয় পার্টির নেতা ও মন্ত্রী আটক মৃত্যুদণ্ড (২৩-১২-২০১৪) বিচারাধীন
১৫ এ,টি,এম, আজহারুল ইসলাম জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা (সহকারী সেক্রেটারি জেনারেল) আটক মৃত্যুদণ্ড (৩০-১২-২০১৪) মৃতুদণ্ড

(৩১-১০-২০১৯)

১৬ মাওলানা আব্দুস সোবহান জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা (নায়েবে আমীর) ও সাবেক সাংসদ আটক মৃত্যুদণ্ড (১৮-০২-২০১৫) বিচারাধীন
১৭ এম এ জব্বার জাতীয় পার্টির নেতা ও সাবেক সাংসদ মৃত আমৃত্যু কারাদণ্ড (২৪-০২-২০১৫) বিচারাধীন পলাতক অবস্থায় মৃত্যু
১৮ মাহিদুর রহমান আটক আমৃত্যু কারাদণ্ড (২০-০৫-২০১৫) বিচারাধীন
১৮ আফসার রহমান আটক আমৃত্যু কারাদণ্ড (২০-০৫-২০১৫) বিচারাধীন
১৯ সৈয়দ মোঃ হাসান আলী আটক মৃত্যুদণ্ড (০৯-০৬-২০১৫) বিচারাধীন
২০ ফোরকান মল্লিক আটক মৃত্যুদণ্ড (১৬-০৭-২০১৫) বিচারাধীন
২১ শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার আটক মৃত্যুদণ্ড (১১-০৮-২০১৫) বিচারাধীন
২১ খান মোঃ আকরাম হোসেন আটক আমৃত্যু কারাদণ্ড (১১-০৮-২০১৫) বিচারাধীন
২২ ওবায়দুল হক (তাহের) আটক মৃত্যুদণ্ড (০২-০২-২০১৬) বিচারাধীন
২২ আতাউর রহমান (ননি) আটক মৃত্যুদণ্ড (০২-০২-২০১৬) বিচারাধীন

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তদের ফাঁসির দাবীতে গণ-আন্দোলন

সম্পাদনা

৫ই ফেব্রুয়ারি, ২০১৩ তারিখে ট্রাইব্যুনাল যুদ্বাপরাধী আব্দুল কাদের মোল্লাকে ৩টি মামলায় ১৫ বছরের কারাদণ্ড এবং ২টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। এই রায় বাংলাদেশের মানুষকে সন্তুষ্ট করতে পারেনি। কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর অভিযোগে অভিযুক্তদের ফাঁসির দাবীতে ওইদিনই ছাত্র, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ জড় হতে থাকে ঢাকার শাহবাগ চত্বরে। শাহবাগের এই প্রতিবাদ অতিদ্রুত ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অংশে। শাহবাগসহ সারা বাংলাদেশেই 'যুদ্ধাপরাধী'র ফাঁসির দাবীতে গঠিত হয় গনজাগরণ মঞ্চ[২৪]।কিন্তু শাহবাগে আন্দোলনকারীদের নেতৃত্বে রয়েছে নাস্তিক ব্লগাররা, এই অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার প্রধান শিক্ষক শাহ আহমদ শফীর নেতৃত্বে হেফাজতে ইসলাম নামক একটি সংগঠন সক্রিয় হয়ে উঠে।[২৫] ১৫ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে শাহবাগ আন্দোলনের সক্রিয় কর্মী রাজীব হায়দার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।[২৬] কিন্তু তার নির্মম হত্যাকাণ্ডের পর প্রথমে দৈনিক ইনকিলাব ও এর পরপরই দৈনিক আমার দেশ ধারাবাহিক আকারে কিছু প্রতিবেদন প্রকাশ করে যেখানে দাবী করা হয় যে ব্লগার রাজীব মুসলমানদের শেষ নবী মুহাম্মাদ সম্পর্কে কটূক্তি করেছে।[২৭] এর পরপর হেফাজতে ইসলাম তাদের ১৩ দফা দাবী এবং এরকম কটূক্তিকারীদের ফাঁসির দাবীতে আন্দোলন শুরু করে। এ সময়ই শাহবাগ আন্দোলন ও হেফাজতে ইসলামের আন্দোলন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়[২৮]

বিতর্ক

সম্পাদনা

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ ট্রাইব্যুনালের কাজের বিরোধিতা করে বলেছে, Bangladesh: Death Sentence Violates Fair Trial Standards[২৯] ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানের পক্ষে আগরতলা ষড়যন্ত্র মামলার আইনজীবী ব্রিটিশ লর্ড কার্লাইল এ বিচার প্রক্রিয়া প্রত্যাখ্যান করে বিবৃতি দেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কড়া সমালোচনা করে বলেছে - ট্রাইব্যুনাল পুরোপুরিভাবে আন্তর্জাতিক মান অনুসরণ করছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরো বলেছে, প্রথম থেকে এই বিচার প্রক্রিয়ায় অনেক ত্রুটি ছিল, তার কিছু কিছু সংশোধন করা হলেও এখনও অনেক সমস্যা রয়ে গেছে, আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হলে এজন্যে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি যাদের বিচার করা হচ্ছে, তাদের মানবাধিকার ও ন্যায় বিচারের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।[৩০]

মার্চ ২০১৩ সালে দি ইকোনমিস্ট সাপ্তাহিক এই বিচার ব্যবস্থায় আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপ, অভিযুক্তদের জন্য যথেষ্ট সময় না দেওয়া, অভিযুক্তদের সাক্ষী পাচার এবং নিরপেক্ষতা বিতর্কে বিচারকদের পদত্যাগ উল্লেখ করে সমালোচনা করে।[৩১]

যুক্তরাজ্যে অবস্থিত আইনজীবীদের আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন ২০০৯ সালের ২৯ ডিসেম্বর তাদের মতামতে বলেন, অভিযুক্তদের বিচারকালীন অধিকার সংক্রান্ত বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশের যুদ্ধাপরাধ আইন বাংলাদেশ কর্তৃক স্বীকৃত সামাজিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সনদের ১৪ অনুচ্ছেদের লঙ্ঘন, যা ট্রাইব্যুনালকে সমালোচনার মুখে ঠেলে দিয়েছে। এ আইনটি সংশোধনীর জন্য ১৪টি সুপারিশ করে তারা।[৩২]

যুগোশ্লাভিয়া এবং রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী স্টিভেন কে কিউসি, ব্রিটিশ আইনজ্ঞ জন কামেহ ও টবি ক্যাডম্যান এই বিচারের অন্যতম সমালোচক ছিলেন। তারা এর আগে অনুমোদন আইন এবং ২০০৯ সালের সংশোধনের তীব্র সমালোচনা করেছিলেন, এবং বলেছিলেন: ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের বর্তমান ব্যবস্থা এবং এর আইনে আন্তর্জাতিক মান অন্তর্ভুক্ত নয়, যা একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়।’ তারা গণমাধ্যম কর্মীদের সতর্কতার সঙ্গে সংবাদ সংগ্রহের আহবান জানিয়ে বলেন, সাংবাদিকরা যেন কোনোভাবেই বিচারের আগে মিডিয়া ট্রায়াল করে না ফেলেন। যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মান, নিরপেক্ষতার সঙ্গে বিচার কাজ সম্পন্ন করার বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।[৩৩][৩৪]

বিচারের শুরু থেকেই জাতিসংঘ ট্রাইব্যুনালের এই বিচারের কঠোর সমালোচনা করে আসছিল এবং বিচারের নানান অসংগতির বিরুদ্ধে সরব ছিল। ২০১১ সালের ২৩ নভেম্বর জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ সরকারের কাছে পাঠানো এক অভিমতে অভিযুক্তদের আইনগত সহযোগিতা এবং সাক্ষ্যগ্রহণ প্রাপ্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা দেখতে পায়। বিচারের পূর্বে আটকের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অবশ্যই আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে বলে অভিমত জানায়। ট্রাইব্যুনাল আট আসামির মধ্যে ছয়জনকে এক বছরের অধিককাল ধরে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন ছাড়াই আটক করে রাখা, এটি সার্বজনীন মানবাধিকার ঘোষণার ৯ অনুচ্ছেদ এবং সামাজিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সনদের ৯ অনুচ্ছেদের লঙ্ঘন। তারা আন্তর্জাতিক আইনের যথাযথ প্রতিপালন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।[৩৫]

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসিতে জাতিসংঘ গভীর উদ্বেগ জানায়। জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুনের বরাতে বলা হয়, 'বিশেষ এই মামলাটি যেভাবে চলেছে তাতে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং বিশেষ করে এই ঘটনায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান নেন জাতিসংঘ মহাসচিব।'[৩৬]

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও মতিউর রহমান নিজামীসহ বাংলাদেশে বিরোধী দলের দুই নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া সর্বশেষ মৃত্যুদণ্ডের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বলে, ট্রাইব্যুনালের কার্যক্রমগুলো ন্যায্য বিচার এবং যথাযথ প্রক্রিয়ার আন্তর্জাতিক মান পূরণ করেনি।[৩৭]

এছাড়া মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে তুরস্ক ঢাকা থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় এবং তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান তীব্র ভাষায় এই ফাঁসির নিন্দা করেন। তুরস্কের একজন শীর্ষস্থানীয় কূটনীতিক নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা বাংলাদেশের "বিরাট এক ভুল" বলে আখ্যায়িত করেন।[৩৮]

তদুপরি যুক্তরাজ্যের হাউজ অব লর্ডস সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়কে প্রত্যাখ্যান করে।[৩৯]

২০১০ সালের ফেব্রুয়ারীতে উইকিলিকস দ্বারা প্রকাশিত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি তারবার্তা থেকে জানা যায় যে, এই বিচার সরকারবিরোধী সমালোচকদের উদ্বেগকে আরও জোরদার করে, এবং এতে সামান্য সন্দেহ আছে ক্ষমতাসীন দলের মধ্যে কট্টরপন্থীরা বিশ্বাস করে যে জামায়াত এবং অন্যান্য ইসলামী দলগুলিকে এভাবে নিশ্চিহ্ন করতে হবে।[৪০]

স্কাইপ কেলেঙ্কারি

সম্পাদনা

২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি ও চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক এবং ব্রাসেলসে অবস্থিত একজন বাংলাদেশী আইনজীবী আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে স্কাইপ কথোপকথন এবং ইমেল ফাঁসের ঘটনা ঘটে। দি ইকোনমিস্টের মতে, রেকর্ডিং এবং ইমেইলগুলি দেখে বুঝা যায় যে, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যনির্বাহীর উপর দ্রুত বিচারের জন্য চাপ এবং হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল। জিয়াউদ্দিন প্রসিকিউটর জায়েদ-আল-মালুম সহ অন্যান্য প্রসিকিউটরদেরও পরামর্শ দিয়েছিলেন আর প্রসিকিউটররা কীভাবে তাদের মামলা চালাবে সে সম্পর্কেও সে নিজামুল হককে অবহিত করেছিলেন। এর ফলশ্রুতিতে বিচারক, উপদেষ্টা এবং রাষ্ট্রপক্ষের মধ্যে অনৈতিক সংযোগ তৈরী হয়েছিল।[৪১] যার ফলে, ১১ ই ডিসেম্বর ২০১২ এ, নিজামুল হক ব্যক্তিগত কারণ উল্লেখ করে আইসিটি-১ এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। বিচার কার্যের নিরপেক্ষতাকে প্রশ্ন করে, জামায়াতে ইসলামী এই ট্রাইব্যুনাল বাতিল করার দাবি করে। কিন্তু আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন যে, নিজামুল হকের পদত্যাগ বিচারের কার্যক্রম বাঁধাগ্রস্ত করবে না। [৪২] ১৩ ডিসেম্বর, তদানীন্তন দ্বিতীয় ট্রাইব্যুনালের প্রধান (আইসিটি -২) ফজলে কবিরকে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। [৪৩]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Anbarasan Ethirajan, "Bangladesh finally confronts war crimes 40 years on", BBC, ২০শে নভেম্বর, ২০১১
  2. "যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব সংসদে পাস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে", প্রথম আলো, ৩০শে জানুয়ারি ২০০৯
  3. "Justice and Parliamentary Affairs issued S.R.O No. 87-AvBb/2010-wePvi-4/5wm-2/2010/506"http://www.bgpress.gov.bd। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯  |কর্ম= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Dhaka body lists `war criminals' of 1971"Thaindian News। ৪ এপ্রিল ২০০৮। ২০১৪-০৭-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  5. Ahmede Hussain (জুলাই ১১, ২০০৮)। "Bangladesh's Unfinished Revolution"Thee Daily Star। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  6. "A historic landslide for Hasina"bdnews24.com। Dhaka। ডিসে ৩০, ২০০৮। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  7. "Awami League wins Bangladesh election"CNN। ডিসেম্বর ৩০, ২০০৮। ২৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  8. "যুদ্ধাপরাধের বিচারে সংসদ সর্বসম্মত"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ জানু ২০০৯। ২৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২১ 
  9. "JS passes proposal to try war criminals"দ্য ডেইলি স্টার। ৩০ জানুয়ারি ২০০৯। 
  10. "৭৩ এর আইনে যুদ্ধাপরাধীদের বিচার হবে"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৫ মার্চ ২০০৯। ২৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২১ 
  11. "Opinion of the Law Commission on the technical aspects of the International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973)" (পিডিএফ)। ২৪ জুন ২০০৯। ২৬ মে ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  12. "Int'l law on war crimes trial being updated: Shafiq"bdnews24.com। Dhaka, Bangladesh। ২১ মে ২০০৯। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  13. "যুদ্ধাপরাধ বিচারে সংসদে বিল পাস মানবাধিকার কমিশন বিলও পাস"প্রথম আলো। Dhaka, Bangladesh। ২০০৯-০৭-১০। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  14. "Law amended for war crime trials"The Daily Star। Dhaka, Bangladesh। ৯ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৯ 
  15. "যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-০৩-২৮ তারিখে, দৈনিক প্রথম আলো, ২৬ মার্চ ২০১০
  16. "আরেকটি ট্রাইব্যুনাল গঠন" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ সেপ্টেম্বর ২০১৪ তারিখে, দৈনিক কালের কণ্ঠ, ২৩ মার্চ ২০১২
  17. "ICT Prosecutor’s Speech before South Asian Committee of EU Parliament ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জানুয়ারি ২০১৩ তারিখে", Meeting on Bangladesh: Exchange of Views on War Crimes Trials and on Accountability Issues, ৩১ জানুয়ারি ২০১২
  18. "Bangladesh Islamist politician Kamaruzzaman hanged"BBC। ১১ এপ্রিল ২০১৫। 
  19. বিবিসির ওয়েবসাইট
  20. "Salauddin Quader Chowdhury, Ali Ahsan Mohammad Mujahid hanged for 1971 war crimes"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৫ 
  21. "Bangladesh MP Salahuddin Quader Chowdhury to hang for war crimes" (ইংরেজি ভাষায়)। BBC News। ১ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৩ 
  22. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮ 
  23. কুন্তল রায় ও মোছাব্বের হোসেন (৪ নভেম্বর ২০১৩)। "বুদ্ধিজীবী হত্যার সাজা ফাঁসি"দৈনিক প্রথম আলো 
  24. "দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইট"। ১১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৩ 
  25. "Hefajat demands"দ্য ডেইলি স্টার। এপ্রিল ৬, ২০১৩। 
  26. "Blogger brutally killed"দ্য ডেইলি স্টার। ফেব্রুয়ারি ১৬, ২০১৩। 
  27. "3 newspapers abusing press freedom"দ্য ডেইলি স্টার। ফেব্রুয়ারি ২৮, ২০১৩। 
  28. [১]
  29. Human Rights Watch Website
  30. "ট্রাইব্যুনালের কড়া সমালোচনা অ্যামনেস্টির"বিবিসি বাংলা। ২০১২-০৫-২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯ 
  31. Another kind of crime
  32. "যুদ্ধাপরাধ বিষয়ে জাতিসংঘের অভিমত বাস্তবায়নের আহ্বান"banglanews24.com। ২০১২-০২-১৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৩ 
  33. Correspondent, Staff (২০১০-১০-১৪)। "War crimes act 2009 falls short of int'l standard"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৩ 
  34. "যুদ্ধাপরাধ বিষয়ে জাতিসংঘের অভিমত বাস্তবায়নের আহ্বান"banglanews24.com। ২০১২-০২-১৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৩ 
  35. "যুদ্ধাপরাধ বিষয়ে জাতিসংঘের অভিমত বাস্তবায়নের আহ্বান"banglanews24.com। ২০১২-০২-১৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৩ 
  36. "নিজামীর ফাঁসি কার্যকরে জাতিসংঘের উদ্বেগ"Bangla Tribune। ২০২১-০৮-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯ 
  37. "UN rights office expresses concern about death sentences in Bangladesh"UN News (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৪-০৮। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯ 
  38. "'নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর বাংলাদেশের বিরাট ভুল'"বিবিসি বাংলা। ২০১৬-০৫-১৮। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯ 
  39. http://bdinn.com/news/bk-lawer-lord-calile-asked-un-to-act-on-deterotrating-rigths-situation-in-bangladesh/  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  40. Allchin, Joseph। "The Midlife Crisis of Bangladesh"Foreign Policy (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৩ 
  41. "The trial of the birth of a nation"The Economist। ১৫ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-১০ 
  42. "Tribunal chief quits over Skype scandal"The Daily Star। ১২ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-১০ 
  43. "Justice Kabir new chief"The Daily Star। ১৩ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-১১ 

বহিসংযোগ

সম্পাদনা