আনোয়ারুল হক
আনোয়ারুল হক (জুলাই ১৮, ১৯১৮-নভেম্বর ১৮, ১৯৮১) ছিলেন বাংলাদেশী চিত্রশিল্পী।[১][২] তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারি আর্ট ইন্সটিটিউট (বর্তমানে চারুকলা ইন্সিটিটিউট) গড়ে তোলার পেছনে তার ভূমিকা ছিল। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন।[৩]
আনোয়ারুল হক | |
---|---|
জন্ম | ১৮ জুলাই ১৯১৮ |
মৃত্যু | ১৮ নভেম্বর ১৯৮১ | (বয়স ৬৩)
জাতীয়তা | বাংলাদেশী |
পরিচিতির কারণ | চারুশিল্পী |
পুরস্কার | একুশে পদক |
১৯৪৫ সালে সর্বভারতীয় শিল্পকলা প্রতিযোগিতায় 'জল রঙ চিত্রে' শ্রেষ্ঠ শিল্পীর সম্মান লাভ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ https://dainikazadi.net/চিত্রকলার-বিকাশে-এক-অনন্/
- ↑ "চিত্রশিল্পী আনোয়ারুল হকের প্রয়াণ"। banglanews24.com। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০।
- ↑ তপন পালিত (২০১২)। "হক, আনোয়ারুল"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।