আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত একটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। উচ্চ মাধ্যমিক ছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা পরিচালনায় কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত।[] ইংল্যান্ডের আদি পাবলিক স্কুল 'ইটন' ও 'হ্যারো' এর আদর্শে এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি মূলত সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের জন্য হলেও বেসামরিক ব্যক্তিবর্গের সন্তানরাও এতে পড়াশোনা করতে পারে।[][] ২০২৪ সালে কলেজটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়।[]

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
নীতিবাক্য
শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা
কর্তৃপক্ষবাংলাদেশ সেনাবাহিনী
প্রতিষ্ঠাতাগুল মোহাম্মদ আদমজী
ধরনউচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠান
স্থাপিত১৬ ফেব্রুয়ারি ১৯৬০; ৬৪ বছর আগে (1960-02-16)
অধিভুক্তিমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা,
জাতীয় বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যানবিগ্রেডিয়ার জেনারেল মুশফিকুর রহমান, পিএসসি
অধ্যক্ষব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল[]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১০০ জন (স্থায়ী) ১৬ জন (অস্থায়ী)
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১০৪ জন
শিক্ষার্থী৬,৫০০ জন
ঠিকানা, , , ,
বাংলাদেশ

২৩°৪৭′৪১″ উত্তর ৯০°২৩′৩৬″ পূর্ব / ২৩.৭৯৪৬° উত্তর ৯০.৩৯৩৩° পূর্ব / 23.7946; 90.3933
শিক্ষাঙ্গনশহুরে, ৯.৯৬ একর (৪.০৩ হেক্টর)
ভাষাবাংলা ও ইংরেজি
দলের নাম
  • জাহাঙ্গীর (জ)
  • হামিদুর (হ)
  • মোস্তফা (ম)
  • রউফ (র)
বার্ষিক ম্যাগাজিনপ্রতীতি
ক্রীড়াফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল
ওয়েবসাইটwww.acc.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারি ইংরেজি মাধ্যমের বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। যার প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন পাকিস্তানের অন্যতম ব্যবসায়ী গুল মোহাম্মদ আদমজী। বিশিষ্ট স্থপতি থারিয়ানির নকশায় ভবনটি নির্মাণ করেন ওমর এন্ড সন্স লিমিটেড। তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল আইয়ুব খান প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্থর স্থাপন করেন এবং সেনাবাহিনীর তৎকালীন ইস্টার্ন কমান্ডের জিওসিকে প্রধান করে একটি শক্তিশালী বোর্ড অব গভর্নরস গঠন করা হয়। ব্রিটিশ পাবলিক স্কুলের মান অনুসারে এই স্কুলটির কার্যক্রম শুরু হয়। স্বাধীনতার পূর্বে এ প্রতিষ্ঠানের শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি। সেই আলোকে কলেজটির প্রথম দুইজন অধ্যক্ষ ছিলেন ব্রিটিশ নাগরিক। স্বাধীনতা পরবর্তীকালে শিক্ষার মাধ্যম হয় বাংলা। ১৯৯৫ সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শাখাকে বিদ্যালয় শাখা থেকে আলাদা করা হয়।

অবস্থান ও অবকাঠামো

সম্পাদনা

বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ঢাকা সেনানিবাসের প্রাণকেন্দ্রে কলেজটি অবস্থিত।

প্রায় দশ একরের উপর স্থাপিত কলেজটিতে একটি প্রশাসনিক ভবন, একটি বিজ্ঞান ভবন, একটি গ্রন্থাগার ভবন, একটি বিবিএ ভবন, একটি মাস্টার্স ভবন, একটি খেলার মাঠ, একটি মসজিদ, একটি বাগান, একটি ক্যাফেটেরিয়া, একটি শহীদ মিনার, একটি মিলনায়তন ও একটি উন্মুক্ত মঞ্চ (শহীদ রুমী মঞ্চ) রয়েছে।

শিক্ষা কার্যক্রম ও পদ্ধতি

সম্পাদনা

শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা – এই তিনটি হলো কলেজটির মূলমন্ত্র।

ভর্তি প্রক্রিয়া

সম্পাদনা

প্রতিবছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নতুন ছাত্রছাত্রী ভর্তি করা হয়।[] শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে তৈরি করা মেধাতালিকা অনুযায়ী ভর্তি করা হয়। তবে সেনাবাহিনীর সদস্যদের সন্তানদের ভর্তির জন্য বিশেষ কোটা রয়েছে।

শিক্ষা ও পাঠ্যক্রম

সম্পাদনা

বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান শাখা (বাংলা মাধ্যম ও ইংরেজি সংস্করণ), মানবিক শাখা (বাংলা মাধ্যম) ও ব্যবসায় শিক্ষা শাখার (বাংলা মাধ্যম ও ইংরেজি সংস্করণ) কার্যক্রম চালু রয়েছে।

এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স, মাস্টার্স ও বিবিএ কোর্স চালু রয়েছে।

সহশিক্ষা কার্যক্রম

সম্পাদনা

কলেজটি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য সুপরিচিত। কলেজের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নানা ধরনের সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশ নিয়ে থাকে। উদাহরণ হিসেবে রয়েছে বিতর্ক ও ক্রীড়া সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ,[][] বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন[][১০] ইত্যাদি।

সারা বছর কলেজটিতে বিভিন্ন ক্লাব পরিচালিত হয়। ক্লাবগুলো হলো:

  • এনএএসসি (নিউট্রিনো এসিসি বিজ্ঞান ক্লাব)
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বিতর্ক ক্লাব
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ফটোগ্রাফি ক্লাব
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আইটি ক্লাব
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বিজনেস ক্লাব
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ক্রীড়া ক্লাব
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সামাজিক কল্যাণ ক্লাব
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভাষা ক্লাব
  • আদমজী মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কুইজ ক্লাব
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সাংস্কৃতিক ক্লাব
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এক্সপ্লোরার্স ক্লাব
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ব্যান্ড ক্লাব
  • আদমজী ইকো অ্যামিকা ক্লাব
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ তায়কোয়ান্দো ক্লাব
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আর্ট ক্লাব
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ গণিত ক্লাব
  • বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)

এছাড়াও খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের নৈতিক মনোবল দৃঢ় করার উদ্দেশ্যে কলেজ কর্তৃক প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।[১১]

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী

সম্পাদনা
 
চিত্রনায়ক সালমান শাহ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী
 
আসিফ মাহমুদ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী
 
শাফী ইমাম রুমী, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা যোদ্ধা ও শহীদ

চিত্রশালা

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

  উইকিমিডিয়া কমন্সে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সম্পর্কিত মিডিয়া দেখুন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পরিচালনা পর্ষদ — আদমজী ক্যান্টনমেন্ট কলেজ"acc.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১১ 
  2. "আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আয়োজিত একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন-বরণ অনুষ্ঠিত"আইএসপিআর। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১০ 
  3. https://today.thefinancialexpress.com.bd/metro-news/lieutenant-general-ataul-hakim-sarwar-hasan-hands-over-sena-prodhan-trophy-to-the-principal-of-adamjee-cantonment-college-1686593412
  4. https://www.thedailystar.net/shout/event/reaching-out-young-scientists-208225
  5. শিক্ষা সপ্তাহ ২০২৪, জাতীয় (১৩ জুন ২০২৪)। "জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর বিজয়ী তালিকা" (পিডিএফ)মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা। Archived from the original on ২৯ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪ 
  6. "শীর্ষ কলেজে আসন পাওয়ায় চ্যালেঞ্জ"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৮ 
  7. "আইইউবিএটিতে বিতর্ক প্রতিযোগিতা"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২০-০৪-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৬ 
  8. "মেয়েদের কলেজ রাগবি"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৬ 
  9. "ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল শেষ হচ্ছে আজ"সমকাল। ২০২২-০২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৬ 
  10. "আদমজী কলেজে জমে উঠেছে আইটি কার্নিভাল"ঢাকাটাইমস। ২০২১-১১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৬ 
  11. "আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত"আইএসপিআর। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১১ 
  12. "সালমান শাহ: রঙিন পর্দার রাজপুত্র"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৭-০৮-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৬ 
  13. "ডিজিটাল পাঠশালা "রবি টেন মিনিট স্কুলের" গল্প"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৬ 
  14. "Personal life"Tarique Rahman। ২০১৬-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১১-২৮ 
  15. "Who is Chowdhury Abdullah Al-Mamun, PPM | Biography | Information" 
  16. "ঢাকায় নেমে মনটা খারাপ হয়ে গিয়েছিল | বাংলাদেশ প্রতিদিন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৬ 
  17. "তারেক মাসুদ : অনেক স্বপ্নের সমাধি"বাংলানিউজ২৪। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  18. "বিজয় নিয়ে ফিরতে পারল না সজল"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৬ 
  19. "Facebook"www.facebook.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৬ 
  20. "আক্কু চৌধুরী"উইকিপিডিয়া। ২০২১-১২-১৬।