আখাউড়া উত্তর ইউনিয়ন
আখাউড়া উত্তর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন।
আখাউড়া উত্তর | |
---|---|
ইউনিয়ন | |
৪নং আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আখাউড়া উত্তর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৩′৪০″ উত্তর ৯১°১২′৫৬″ পূর্ব / ২৩.৮৯৪৪৪° উত্তর ৯১.২১৫৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | আখাউড়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মো. শাহাজাহান |
আয়তন | |
• মোট | ৯.০৪ বর্গকিমি (৩.৪৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১১,৯৫১ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৫০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাআখাউড়া উত্তর ইউনিয়নের আয়তন ২,২৩৩ একর (৯.০৪ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আখাউড়া উত্তর ইউনিয়নের মোট জনসংখ্যা ১১,৯৫১ জন। এর মধ্যে পুরুষ ৫,৭৪৭ জন এবং মহিলা ৬,২০৪ জন। মোট পরিবার ২,২৫৬টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৩২৩ জন।[২]
ইতিহাস
সম্পাদনাআগে আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদটি ইউনিয়ন বোর্ড ছিল। পরবর্তীতে এ ইউনিয়ন পরিষদে নির্বাচিত পরিষদ গঠিত হয়। ১২/১২/১৯৯৯ সালে এই ইউনিয়নের একটি বড় অংশ নিয়ে আখাউড়া পৌরসভা গঠিত হয়।
অবস্থান ও সীমানা
সম্পাদনাআখাউড়া উপজেলার সর্ব-উত্তরে আখাউড়া উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন ও আখাউড়া পৌরসভা; পশ্চিমে আখাউড়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ও মাছিহাতা ইউনিয়ন; উত্তরে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাআখাউড়া উত্তর ইউনিয়ন আখাউড়া উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আখাউড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- আমোদাবাদ
- আমোদাবাদ পশ্চিম
- রাজাপুর
- রামধননগর
- রামধননগর পশ্চিম
- করুয়াতলী পূর্ব
- করুয়াতলী পশ্চিম
- আজমপুর
- চাঁনপুর
- আনোয়ারপুর
- কল্যাণপুর
- খালাজুড়া
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আখাউড়া উত্তর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫.৭%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয় : ১টি
- (আমোদাবাদ আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়)
- প্রাথমিক বিদ্যালয় : ৬টি
- মাদ্রাসা : ৪টি
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাআখাউড়া উত্তর ইউনিয়নে যাতায়াতের মাধ্যম হচ্ছে রেলপথ, সড়কপথ ও নৌপথ। সব ধরনের যানবাহননে যোগাযোগ করা যায়। আখাউড়া উত্তর ইউনিয়নে একটি রেলওয়ে স্টেশন রয়েছে,নাম আজমপুর রেলওয়ে স্টেশন।
খাল ও নদী
সম্পাদনাআখাউড়া উত্তর ইউনিয়নে প্রবাহিত হয়েছে তিতাস নদী। এছাড়াও এ ইউনিয়নে খালও রয়েছে।
হাট-বাজার
সম্পাদনাআখাউড়া উত্তর ইউনিয়নে অনেক হাটবাজার রয়েছে। এর মধ্যে আজমপুর বাজার উল্লেখযোগ্য।
দর্শনীয় স্থান
সম্পাদনা- আজমপুর রেলওয়ে স্টেশন
- তিতাস নদী
- আম বাগান
- কাঁঠাল বাগান
- লিচু বাগান
- পেঁয়ারা বাগান
- জাম বাগান
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মো. শাহজাহান
- চেয়ারম্যানগণের তালিকা[৩]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | মেয়াদ |
---|---|---|
০১ | জনাব আলহাজ্ব এম.এ. তাহের | ১৯৬০-১৯৭৭ |
০২ | জনাব দেওয়ান খা খাদেম | ১৯৭৭-১৯৮৪ |
০৩ | জনাব সহিদুল হক ভুইয়া | ১৯৮৪-১৯৮৮ |
০৪ | জনাব মাইনুল ইসলাম | ১৯৮৮-১৯৯২ |
০৫ | জনাব সহিদুল হক ভুইয়া | ১৯৯২-১৯৯৮ |
০৬ | জনাব মাইনুল ইসলাম | ১৯৯৮-২০০৩ |
০৭ | জনাব আবুল কাসেম | ২০০৩-২০১১ |
০৮ | জনাব মোঃ হান্নান ভূঁইয়া | ২০১১-২০২১ |
০৯ | মো. শাহাজাহান | ২০২১-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - আখাউড়া উত্তর ইউনিয়ন"। akhauranup.brahmanbaria.gov.bd।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |