আখাউড়া উত্তর ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন

আখাউড়া উত্তর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন

আখাউড়া উত্তর
ইউনিয়ন
৪নং আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ
আখাউড়া উত্তর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
আখাউড়া উত্তর
আখাউড়া উত্তর
আখাউড়া উত্তর বাংলাদেশ-এ অবস্থিত
আখাউড়া উত্তর
আখাউড়া উত্তর
বাংলাদেশে আখাউড়া উত্তর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৩′৪০″ উত্তর ৯১°১২′৫৬″ পূর্ব / ২৩.৮৯৪৪৪° উত্তর ৯১.২১৫৫৬° পূর্ব / 23.89444; 91.21556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাআখাউড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমো. শাহাজাহান
আয়তন
 • মোট৯.০৪ বর্গকিমি (৩.৪৯ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১১,৯৫১
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৫.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আখাউড়া উত্তর ইউনিয়নের আয়তন ২,২৩৩ একর (৯.০৪ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আখাউড়া উত্তর ইউনিয়নের মোট জনসংখ্যা ১১,৯৫১ জন। এর মধ্যে পুরুষ ৫,৭৪৭ জন এবং মহিলা ৬,২০৪ জন। মোট পরিবার ২,২৫৬টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৩২৩ জন।[]

ইতিহাস

সম্পাদনা

আগে আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদটি ইউনিয়ন বোর্ড ছিল। পরবর্তীতে এ ইউনিয়ন পরিষদে নির্বাচিত পরিষদ গঠিত হয়। ১২/১২/১৯৯৯ সালে এই ইউনিয়নের একটি বড় অংশ নিয়ে আখাউড়া পৌরসভা গঠিত হয়।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

আখাউড়া উপজেলার সর্ব-উত্তরে আখাউড়া উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে আখাউড়া দক্ষিণ ইউনিয়নআখাউড়া পৌরসভা; পশ্চিমে আখাউড়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নমাছিহাতা ইউনিয়ন; উত্তরে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

আখাউড়া উত্তর ইউনিয়ন আখাউড়া উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আখাউড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আমোদাবাদ
  • আমোদাবাদ পশ্চিম
  • রাজাপুর
  • রামধননগর
  • রামধননগর পশ্চিম
  • করুয়াতলী পূর্ব
  • করুয়াতলী পশ্চিম
  • আজমপুর
  • চাঁনপুর
  • আনোয়ারপুর
  • কল্যাণপুর
  • খালাজুড়া

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আখাউড়া উত্তর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫.৭%।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
  • মাধ্যমিক বিদ্যালয় : ১টি
  • (আমোদাবাদ আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়)
  • প্রাথমিক বিদ্যালয় : ৬টি
  • মাদ্রাসা : ৪টি

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

আখাউড়া উত্তর ইউনিয়নে যাতায়াতের মাধ্যম হচ্ছে রেলপথ, সড়কপথ ও নৌপথ। সব ধরনের যানবাহননে যোগাযোগ করা যায়। আখাউড়া উত্তর ইউনিয়নে একটি রেলওয়ে স্টেশন রয়েছে,নাম আজমপুর রেলওয়ে স্টেশন।

খাল ও নদী

সম্পাদনা

আখাউড়া উত্তর ইউনিয়নে প্রবাহিত হয়েছে তিতাস নদী। এছাড়াও এ ইউনিয়নে খালও রয়েছে।

হাট-বাজার

সম্পাদনা

আখাউড়া উত্তর ইউনিয়নে অনেক হাটবাজার রয়েছে। এর মধ্যে আজমপুর বাজার উল্লেখযোগ্য।

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • আজমপুর রেলওয়ে স্টেশন
  • তিতাস নদী
  • আম বাগান
  • কাঁঠাল বাগান
  • লিচু বাগান
  • পেঁয়ারা বাগান
  • জাম বাগান

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

বীরউত্তম শহীদ সাফিল মিয়া

জনপ্রতিনিধি

সম্পাদনা
চেয়ারম্যানগণের তালিকা[]
ক্রম নং চেয়ারম্যানের নাম মেয়াদ
০১ জনাব আলহাজ্ব এম.এ. তাহের ১৯৬০-১৯৭৭
০২ জনাব দেওয়ান খা খাদেম ১৯৭৭-১৯৮৪
০৩ জনাব সহিদুল হক ভুইয়া ১৯৮৪-১৯৮৮
০৪ জনাব মাইনুল ইসলাম ১৯৮৮-১৯৯২
০৫ জনাব সহিদুল হক ভুইয়া ১৯৯২-১৯৯৮
০৬ জনাব মাইনুল ইসলাম ১৯৯৮-২০০৩
০৭ জনাব আবুল কাসেম ২০০৩-২০১১
০৮ জনাব মোঃ হান্নান ভূঁইয়া ২০১১-২০২১
০৯ মো. শাহাজাহান ২০২১-বর্তমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯ 
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯ 
  3. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - আখাউড়া উত্তর ইউনিয়ন"akhauranup.brahmanbaria.gov.bd 

বহিঃসংযোগ

সম্পাদনা