জাফর গহর

পাকিস্তানী ক্রিকেটার
(Zafar Gohar থেকে পুনর্নির্দেশিত)

জাফর গহর খান (উর্দু: ظفر گوہ‎‎; জন্ম: ১ ফেব্রুয়ারি, ১৯৯৫) পাঞ্জাবের লাহোর এলাকায় জন্মগ্রহণকারী পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১০-এর দশকের মাঝামাঝি সময়কাল থেকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন। নভেম্বর, ২০১৫ সালে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার।[১]

জাফর গহর
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজাফর গহর খান
জন্ম (1995-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৯৫ (বয়স ২৯)
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ২৪১)
৩ জানুয়ারি ২০২১ বনাম নিউজিল্যান্ড
একমাত্র ওডিআই
(ক্যাপ ২০৮)
১৭ নভেম্বর ২০১৫ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৬–২০১৭লাহোর কালান্দার্স
২০১৮–২০২০ইসলামাবাদ ইউনাইটেড
২০১৯/২০–২০২০/২১মধ্য পাঞ্জাব
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৪০ ৫৫
রানের সংখ্যা ৭১ ১৫ ১১৫৪ ৪২০
ব্যাটিং গড় ৩৫.৫০ ১৫.০০ ২২.১৯ ১২.০০
১০০/৫০ ০/০ ০/০ ১/৫ ০/০
সর্বোচ্চ রান ৩৭ ১৫ ১০০* ৪৮
বল করেছে ১৯২ ৬০ ৮৮৩৩ ২৭৪৬
উইকেট - ১৪৪ ৮৩
বোলিং গড় - ২/৫৪ ২৯.৬৭ ২৭.৪৯
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং - ২/৫৪ ৭/৭৯ ৫/৫৬
ক্যাচ/স্ট্যাম্পিং -/– -/– ১৯/– ১৩/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৫ জানুয়ারি, ২০২১

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, জারাই তারাকিয়াতি ব্যাংক লিমিটেড দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলার হিসেবে খেলছেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন জাফর গহর

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

২০১৩ সাল থেকে জাফর গহরের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। বোলিংকালে ক্রিজে তার পা এগিয়ে ফেলার প্রবণতা রয়েছে।

লাহোরে জন্মগ্রহণকারী জাফর গহর নগরীর উত্তর অঞ্চলের ক্লাব ক্রিকেটে অংশ নিতেন। এরপর, শাফকাত রানা ক্রিকেট একাডেমিতে যুক্ত হন। এরফলে, অনূর্ধ্ব-১৫ দলের সদস্য হিসেবে তাকে মনোনীত করা হয়। ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ বিশ্ব প্রতিযোগিতায় খেলার জন্যে নির্বাচিত হন। ঐ প্রতিযোগিতায় ১৭.১০ গড়ে ১০ উইকেট লাভ করেন তিনি।

এরপর, ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণের পর ২০১৩ সালে ইংল্যান্ডে যুব দলের সফরে নিজেকে সকলের কাছে পরিচিত করে তুলেন। সেখানে বাংলাদেশসহ ত্রি-দেশীয় প্রতিযোগিতায় সফলতম বোলারে পরিণত হন। ১১.৪৪ গড়ে ১৮ উইকেট লাভ করেন। পাশাপাশি, নিজ দেশে ফিরেও বেশ ভালোমানের খেলা উপহার দেন। অবশেষে অন্যতম বৃহৎ বিশেষ প্রাধিকারপ্রাপ্ত দল জারাই তারাকিয়াতি ব্যাংক লিমিটেডের পক্ষে খেলার জন্যে চুক্তিবদ্ধ হন। ঐ ক্লাবের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বড়দের দলের খেলার সুযোগ পান। সাঈদ আজমল, আব্দুল রাজ্জাক, ইয়াসির হামিদের ন্যায় জাতীয় খেলোয়াড়দের ছত্রচ্ছায়ায় নিজেকে শাণিত করেন। এরপর, পাকিস্তান স্টেট ব্যাংকের পক্ষে খেলার পর ২০১৫ সালে সুই সাউদার্ন গ্যাস কোম্পানিতে খেলেন।

সেপ্টেম্বর, ২০১৯ সালে কায়েদ-ই-আজম প্রতিযোগিতায় মধ্য পাঞ্জাব দলের সদস্যরূপে খেলার জন্যে মনোনীত হন।[২][৩] চূড়ান্ত খেলা শেষে তাকে ঐ প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে নামাঙ্কিত করা হয়।[৪] ২০২০-২১ মৌসুমের ঘরোয়া প্রতিযোগিতায়ও মধ্য পাঞ্জাব দলের পক্ষে খেলেন।[৫]

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্ট ও একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন জাফর গহর। ৩ জানুয়ারি, ২০২১ তারিখে ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এছাড়াও, ১৭ নভেম্বর, ২০১৫ তারিখে শারজায় ইংল্যান্ড দলের বিপক্ষে একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।

অক্টোবর, ২০১৫ সালে বামহাতি স্পিনার জাফর গহরকে আঘাতগ্রস্ত ইয়াসির শাহের পরিবর্তে খেলানো হয়। তবে, তিনি সঠিক সময়ে বিমানে আরোহণ করতে পারেননি। অবশ্য একমাস পর তার ওডিআই অভিষেক হয়। ১৭ নভেম্বর, ২০১৫ তারিখে শারজায় ইংল্যান্ড দলের বিপক্ষে সিরিজের তৃতীয় একদিনের আন্তর্জাতিকে প্রথমবারের মতো অংশ নেন।[৬]

অক্টোবর, ২০২০ সালে সফরকারী জিম্বাবুয়ে দলের বিপক্ষে খেলার জন্যে পাকিস্তানের ২২-সদস্যের প্রাথমিক দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়।[৭][৮]

টেস্ট অভিষেক সম্পাদনা

নভেম্বর, ২০২০ সালে নিউজিল্যান্ড গমনার্থে পাকিস্তানের সম্ভাব্য ৩৫-সদস্যের তালিকায় তাকে রাখা হয়।[৯] ডিসেম্বর, ২০২০ সালে প্রথম টেস্টে শাদাব খান উরুতে আঘাতপ্রাপ্ত হন।[১০] ফলশ্রুতিতে, জাফর গহরকে তার স্থলাভিষিক্ত করা হয়।[১১] অতঃপর, ৩ জানুয়ারি, ২০২১ তারিখে ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তার অভিষেক পর্ব সম্পন্ন হয়।[১২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Zafar Gohar"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৫ 
  2. "PCB announces squads for 2019-20 domestic season"Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "Sarfaraz Ahmed and Babar Azam to take charge of Pakistan domestic sides"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "Central Punjab blow away Northern to claim Quaid-e-Azam Trophy"Samaa। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  5. "Six Cricket Association squads confirmed"Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০ 
  6. "England tour of United Arab Emirates, 3rd ODI: England v Pakistan at Sharjah, Nov 17, 2015"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৫ 
  7. "Abdullah Shafiq in Pakistan probables for Zimbabwe series"Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০ 
  8. "Amir dropped, Uncapped Shafique in Pakistan squad for Zimbabwe series"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০ 
  9. "Pakistan name 35-player squad for New Zealand"Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০ 
  10. "Shadab Khan out of first New Zealand Test with thigh injury"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২০ 
  11. "Shadab Khan ruled out of first Test, Zafar Gohar added"Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২০ 
  12. "2nd Test, Christchurch, Jan 3 - Jan 7 2021, Pakistan tour of New Zealand"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২১ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা