বিজয় যাদব

ভারতীয় ক্রিকেটার
(Vijay Yadav (cricketer) থেকে পুনর্নির্দেশিত)

বিজয় যাদব (গুজরাটি: વિજય યાદવ; জন্ম: ১৪ মার্চ, ১৯৬৭) উত্তরপ্রদেশের গন্ডা এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের শুরুরদিকে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২]

বিজয় যাদব
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামবিজয় যাদব
জন্ম১৪ মার্চ, ১৯৬৭
গন্ডা, উত্তরপ্রদেশ, ভারত
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-রক্ষক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১৯৯)
১৩ মার্চ ১৯৯৩ বনাম জিম্বাবুয়ে
ওডিআই অভিষেক
(ক্যাপ ৮৬)
১৫ ডিসেম্বর ১৯৯২ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ ওডিআই৫ নভেম্বর ১৯৯৪ বনাম ওয়েস্ট ইন্ডিজ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ১৯
রানের সংখ্যা ৩০ ১১৮
ব্যাটিং গড় ৩০.০০ ১১.৮০
১০০/৫০ -/- -/-
সর্বোচ্চ রান ৩০ ৩৪*
বল করেছে - -
উইকেট - -
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - -
ক্যাচ/স্ট্যাম্পিং ১/২ ১২/৭
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৩ সেপ্টেম্বর ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে হরিয়ানা দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে আক্রমণধর্মী ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন তিনি।

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৯৮৭-৮৮ মৌসুম থেকে ১৯৯৮-৯৯ মৌসুম পর্যন্ত বিজয় যাদবের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ১৯৯০-এর দশকের সূচনালগ্নে ভারত দলে খেলার জন্যে বিজয় যাদবকে আমন্ত্রণ জানানো হয়। ক্যাচ গ্লাভস বন্দী করানোয় দক্ষতার পরিচয় দিয়েছেন।

কপিল দেবচেতন শর্মা’র বোলিংয়ে যথেষ্ট সহায়তার হাত প্রশস্ত করেছেন হরিয়ানা দলকে। নিচেরসারির ব্যাটসম্যান হিসেবে তিনি নিপুণতার সাথে রান সংগ্রহে তৎপরতা দেখিয়েছেন। ব্যাটিং ও উইকেট-রক্ষণে তার এ দৃঢ়তা সীমিত ওভারের সাথে সমার্থক ছিল।

১৯৯০-৯১ মৌসুমে হরিয়ানা দলের রঞ্জী ট্রফির শিরোপা বিজয়ে বিরাট ভূমিকা রাখেন। রান সংগ্রহের পাশাপাশি ২৪ ক্যাচ ও ছয়টি স্ট্যাম্পিং ঘটিয়েছিলেন। পরের মৌসুমে তিনি আরও ভালোমানের খেলা উপহার দেন। ব্যাট হাতে আরও ভালো খেলেন এবং আরও ২৫টি ডিসমিসালে ভূমিকা রাখেন। এ ধরনের খেলার স্বীকৃতিস্বরূপ ১৯৯২-৯৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে কিরণ মোরে’র সহকারী হিসেবে গমন করেন।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে ও ঊনিশটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন বিজয় যাদব। ১৩ মার্চ, ১৯৯৩ তারিখে দিল্লিতে সফরকারী জিম্বাবুয়ে দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি। অন্যদিকে, ১৫ ডিসেম্বর, ১৯৯২ তারিখে ব্লুমফন্তেইনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ৫ নভেম্বর, ১৯৯৪ তারিখে কলকাতায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে সুন্দর খেলার স্বীকৃতিস্বরূপ ১৯৯২-৯৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে যান। কিন্তু, তাকে টেস্ট খেলানো হয়নি। ১৯৯৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নেন। স্ট্যাম্পের সামনে ও পিছনে বেশ ক্রীড়ানৈপুণ্যের স্বাক্ষর রাখেন। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্ট খেলার পর ১৯৯৩-৯৪ মৌসুমে শ্রীলঙ্কা গমন করেন। এবারও তাকে কিরণ মোরে’র সহকারী হিসেবে থাকতে হয়। তবে, কিরণ মোরের আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবনে স্থবিরতা ভাব লক্ষ্য করা গেলে তাকে পাশ কাটিয়ে নয়ন মোঙ্গিয়াকে ভারতের প্রথম পছন্দের উইকেট-রক্ষক হিসেবে রাখা হয়। এরপর বিজয় যাদব আর কয়েকটিমাত্র ওডিআইয়ে অংশ নিয়েছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. List of India Test Cricketers
  2. "India – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা