উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ বি

(UEFA Euro 2024 Group B থেকে পুনর্নির্দেশিত)

উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ বি-এর সকল ম্যাচ ২০২৪ সালের ১৫ হতে ২৪শে জুন তারিখ পর্যন্ত বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম, ডর্টমুন্ডের বিভিবি স্টাডিয়ন ডর্টমুন্ড, হামবুর্গের ফোক্সপার্কস্টাডিয়ন, গেলসেনকির্খেনের আরেনা আউফশালকে, ডুসেলডর্ফের ডুসেলডর্ফ এরিনা এবং লাইপৎসিশের রেড বুল এরিনায় অনুষ্ঠিত হবে।[১] এই গ্রুপে স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি এবং আলবেনিয়া একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৬ দলের পর্বে উত্তীর্ণ হবে।[২]

অব দল পাত্র পদ্ধতি তারিখ অংশগ্রহণ সর্বশেষ সেরা সাফল্য[ক] অবস্থান
বাছাইপর্ব[খ] ফিফা র‍্যাঙ্কিং[গ]
বি১   স্পেন গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারী ১৫ অক্টোবর ২০২৩ ১২তম ২০২০ বিজয়ী (১৯৬৪, ২০০৮, ২০১২)
বি২   ক্রোয়েশিয়া গ্রুপ ডি-এ দ্বিতীয় স্থান অধিকারী ২১ নভেম্বর ২০২৩ ৭ম ২০২০ কোয়ার্টার-ফাইনাল (১৯৯৬, ২০০৮) ১৪
বি৩   ইতালি গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী ২০ নভেম্বর ২০২৩ ১১তম ২০২০ বিজয়ী (১৯৬৮, ২০২০) ১৮
বি৪   আলবেনিয়া গ্রুপ ই-এ প্রথম স্থান অধিকারী ১৭ নভেম্বর ২০২৩ ২য় ২০১৬ গ্রুপ পর্ব (২০১৬) ১০

টীকা

  1. গাঢ় দ্বারা উক্ত বছরের জন্য চ্যাম্পিয়নকে নির্দেশ এবং বাঁকা দ্বারা উক্ত বছরের আয়োজককে নির্দেশ করা হয়েছে।
  2. ২০২৩ সালের নভেম্বর থেকে উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের সামগ্রিক অবস্থান চূড়ান্ত ড্রয়ের জন্য পাত্র নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে।
  3. এই অবস্থানগুলো ২০২৪ সালের জুন মাস অনুযায়ী, কেননা এই র‍্যাঙ্কিং জুন মাসে এই আসরের চূড়ান্ত পর্বের খেলা শুরুর পূর্বে সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং।

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  স্পেন +৩ নকআউট পর্বে উত্তীর্ণ
  ইতালি +১
  আলবেনিয়া −১ নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
  ক্রোয়েশিয়া −৩
১৫ জুন ২০২৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার

১৬ দলের পর্বে,[২]

  • গ্রুপ বি-এর প্রথম স্থান অধিকারী দল গ্রুপ এ, গ্রুপ ডি, গ্রুপ ই অথবা গ্রুপ এফ-এর তৃতীয় স্থান অধিকারী দলের মুখোমুখি হতে পারে।
  • গ্রুপ বি-এর দ্বিতীয় স্থান অধিকারী দল গ্রুপ এ-এর দ্বিতীয় স্থান অধিকারী দলের মুখোমুখি হবে।
  • গ্রুপ বি-এর তৃতীয় স্থান অধিকারী দল গ্রুপ ই অথবা গ্রুপ এফ-এর প্রথম স্থান অধিকারী দলের মুখোমুখি হবে।

স্পেন বনাম ক্রোয়েশিয়া

সম্পাদনা
স্পেন  ৩–০  ক্রোয়েশিয়া
প্রতিবেদন
 
 
 
 
 
 
 
 
 
স্পেন[৪]
 
 
 
 
 
 
 
 
 
ক্রোয়েশিয়া[৪]
গো ২৩ উনাই সিমোন
রা.ব্যা. দানি কারভাহাল
সে.ব্যা. রবিন ল্য নরমঁদ
সে.ব্যা. নাচো
লে.ব্যা. ২৪ মার্ক কুকুরেয়া
সে.মি. ২০ পেদ্রি   ৫৯'
সে.মি. ১৬ রোদ্রি   ৭৮'   ৮৬'
সে.মি. ফাবিয়ান রুইস
রা.ফ. ১৯ লামিনে ইয়ামাল   ৮৬'
সে.ফ. আলভারো মোরাতা (অধি:)   ৬৭'
লে.ফ. ১৭ নিকো উইলিয়ামস   ৬৭'
বদলি খেলোয়াড়:
১০ দানি ওলমো   ৫৯'
২১ মিকেল ওয়ারসাবাল   ৬৭'
মিকেল মেরিনো   ৬৭'
১১ ফেরান তোরেস   ৮৬'
১৮ মার্তিন সুবিমেন্দি   ৮৬'
প্রধান কোচ:
  লুইস দে লা ফুয়েন্তে
 
গো দোমিনিক লিভাকোভিচ
রা.ব্যা. ইয়োসিপ স্তানিশিচ
সে.ব্যা. ইয়োসিপ শুতালো
সে.ব্যা. মারিন পোনগ্রাচিচ
লে.ব্যা. জোশকো গভারদিওল
সে.মি. ১০ লুকা মদরিচ (অধি:)   ৬৫'
সে.মি. ১১ মার্সেলো ব্রোজোভিচ
সে.মি. মাতেও কোভাচিচ   ৬৫'
রা.উ. লোভ্রো মায়ের
লে.উ. আন্দ্রেই ক্রামারিচ   ৭২'
সে.ফ. ১৬ আন্তে বুদিমির   ৫৬'
বদলি খেলোয়াড়:
১৪ ইভান পেরিশিচ   ৫৬'
২৪ মার্কো পাশালিচ   ৬৫'
২৫ লুকা সুচিচ   ৬৫'
১৭ ব্রুনো পেতকোভিচ   ৭২'
প্রধান কোচ:
  জ্লাৎকো দালিচ

ম্যান অব দ্য ম্যাচ:
ফাবিয়ান রুইস (স্পেন)[৫]

সহকারী রেফারি:[৪]
স্টুয়ার্ট বাট (ইংল্যান্ড)
ড্যান কুক (ইংল্যান্ড)
চতুর্থ রেফারি:
অ্যান্থনি টেইলর (ইংল্যান্ড)
সংরক্ষিত সহকারী রেফারি:
গ্যারি বেসউইক (ইংল্যান্ড)
ভিডিও সহকারী রেফারি:
স্টুয়ার্ট অ্যাটওয়েল (ইংল্যান্ড)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ডেভিড কুট (ইংল্যান্ড)
পল ভান বোকেল (নেদারল্যান্ডস)

ইতালি বনাম আলবেনিয়া

সম্পাদনা
 
 
 
 
 
 
 
 
 
ইতালি[৭]
 
 
 
 
 
 
 
 
 
 
আলবানিয়া[৭]
গো জানলুইজি দন্নারুম্মা (অধিঃ)
রা.ব্যা. জোভান্নি দি লোরেনৎসো
সে.ব্যা. ২৩ আলেসসান্দ্রো বাস্তোনি
সে.ব্যা. রিক্কার্দো কালাফিওরি   ৫১'
লে.ব্যা. ফেদেরিকো দিমার্কো   ৮৩'
সে.মি. জর্জিনিয়ো
সে.মি. ১৮ নিকোলো বারেল্লা   ৯০+২'
রা.উ. দাভিদে ফ্রাত্তেসি
আ.মি. ১০ লোরেনৎসো পেল্লেগ্রিনি   ২১'   ৭৭'
লে.উ. ১৪ ফেদেরিকো কিয়েজা   ৭৭'
সে.ফ. জানলুকা স্কামাক্কা   ৮৩'
বদলী খেলোয়াড়:
১৬ ব্রায়ান ক্রিস্তান্তে   ৭৭'
ডি ২৪ আন্দ্রেয়া কাম্বিয়াসো   ৭৭'
১৯ মাতেও রেতেগি   ৮৩'
ডি ১৩ মাত্তেও দারমিয়ান   ৮৩'
২৫ মাইকেল ফোলোরুনশো   ৯০+২'
ম্যানেজার:
লুচানো স্পাল্লেত্তি
 
গো ২৩ থমাস ত্রাকোশা
রা.উ. এলসেইদ হুসায়
সে.ব্যা. বেরাত দিমসিতি (অধিঃ)
সে.ব্যা. আরলিন্দ আয়েতি
সে.ব্যা. মারিও মিতায়
সে.মি. ২১ ক্রিস্তিয়ান আসলানি
সে.মি. ২০ উলবের রামাদানি
সে.মি. ১০ নেদিম বায়রামি   ৮৭'
রা.ফ. ইয়াসির আসানি   ৬৮'
সে.ফ. ১১ আরমান্দো ব্রোয়া   ৫১'   ৭৭'
লে.ফ. ১৫ তাউলান্ত সেফেরি   ৬৮'
বদলী খেলোয়াড়:
২৬ আরবর হোজা   ৭৪'   ৬৮'
১৪ চাজিম লাচি   ৬৮'
রেউ মানায়   ৭৭'
১৭ এর্নেস্ত মুচি   ৮৭'
ম্যানেজার:
  সিলভিনিয়ো

ম্যান অব দ্য ম্যাচ:
ফেদেরিকো কিয়েসা (ইতালি)[৫]

সহকারী রেফারি:
স্টেফান লুপ (জার্মানি)
মার্কো আখমুলার (জার্মানি)
চতুর্থ অফিসিয়াল রেফারি:
ডানিয়েল সিবার্ট (জার্মানি)
রিজার্ভ সহকারী রেফারি:
ইয়ান জাইডেল (জার্মানি)
ভিডিও রেফারি:
বাস্টিয়ান ডানকার্ট (জার্মানি )
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্টিয়ান ডিনগার্ট (জার্মানি)
রব ডিপেরিঙ্ক (নেদারল্যান্ডস)

ক্রোয়েশিয়া বনাম আলবেনিয়া

সম্পাদনা

স্পেন বনাম ইতালি

সম্পাদনা
স্পেন  ম্যাচ ১৬  ইতালি
প্রতিবেদন

আলবেনিয়া বনাম স্পেন

সম্পাদনা
আলবেনিয়া  ম্যাচ ২৭  স্পেন
প্রতিবেদন

ক্রোয়েশিয়া বনাম ইতালি

সম্পাদনা
ক্রোয়েশিয়া  ম্যাচ ২৮  ইতালি
প্রতিবেদন

শাস্তিমূলক পয়েন্ট

সম্পাদনা

গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[২]

  • হলুদ কার্ড = −১ পয়েন্ট
  • দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = −৩ পয়েন্ট
  • সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট
  • একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৫ পয়েন্ট

উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।

দল ১ম ম্যাচ ২য় ম্যাচ ৩য় ম্যাচ পয়েন্ট
                                   
  স্পেন −১
  ক্রোয়েশিয়া
  ইতালি –২
  আলবেনিয়া –২

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "UEFA Euro 2024 match schedule" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ২ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৩ 
  2. "Regulations of the UEFA European Football Championship, 2022–24" (পিডিএফ)। Union of European Football Associations। ১০ মে ২০২২। ১৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২ 
  3. "Full Time Report – Spain v Croatia" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৫ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৪ 
  4. "Tactical Line-ups – Spain v Croatia" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৫ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৪ 
  5. "Every EURO 2024 Player of the Match"UEFA.com। ১৪ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৪ 
  6. "Full Time Report – Italy v Albania" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৫ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৪ 
  7. "Tactical Line-ups – Italy v Albania" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৫ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা