জ্লাৎকো দালিচ (ক্রোয়েশীয় উচ্চারণ: [zlǎtko dâːlitɕ];[১][২] জন্ম: ২৬ অক্টোবর ১৯৬৬) হলেন ক্রোয়েশীয় সাবেক ফুটবলার এবং ফুটবল ম্যানেজার। খেলোয়াড়ী জীবনে তিনি রক্ষনাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলতেন। তিনি ২০১৭ সাল থেকে ক্রোয়েশিয়া জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন এবং দলটিকে ২০১৮ ফিফা বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান।[৩] এই সময়ে ক্রোয়েশিয়া ১,৯৭৩ পয়েন্ট নিয়ে তাদের যে কোন সময়ের সর্বোচ্চ এলো র‍্যাংকিংয়ে ও তাদের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে এবং ফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে রানার-আপ শিরোপা লাভ করে।

২০১৮ সালে দালিচ

কোচিং কর্মজীবন সম্পাদনা

ক্রোয়েশিয়া সম্পাদনা

ধারাবাহিকভাবে খারাপ ফলাফলের পর ক্রোয়েশীয় ফুটবল ফেডারেশন ২০১৭ সালের ৭ই অক্টোবর আন্তে চাচিচকে অব্যহতি দিয়ে দালিচকে ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়। কোচ হিসেবে যোগ দিয়ে তিনি ঘোষণা দেন যদি ক্রোয়েশিয়া ২০১৮ ফিফা বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করতে পারে তবে তিনি প্রধান কোচ হিসেবে তার দায়িত্ব চালিয়ে যাবেন এবং যদি ক্রোয়েশিয়া চূড়ান্ত পর্বে যেতে না পারে তবে ফেডারেশন তার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিবে।[৪]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

দালিচ বসনিয়া ও হার্জেগোভিনার লিভনো শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ইভান দালিচ ও মাতা কাতা দালিচ। ১৯৯২ সালে তিনি দাভোর্কা প্রপাদালোকে বিয়ে করেন। এই দম্পতির দুই পুত্র রয়েছে, তারা হলেন তনি ও ব্রুনো।[৫] দালিচ রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী।

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

ক্রোয়েশিয়া

তথ্যসূত্র সম্পাদনা

  1. "zlȃto"Hrvatski jezični portal (সার্বো-ক্রোয়েশিয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮Zlȁtko 
  2. "dȃlj"Hrvatski jezični portal (সার্বো-ক্রোয়েশিয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮Dálić 
  3. মাজনুন, ফাহিম হোসেন (১৫ জুলাই ২০১৮)। "ক্রোয়েশিয়ার 'জাদুকর' দালিচ"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. Cvijanović, Marko। "Dalić: 'Ne treba mi ugovor, ostajem samo ako odemo u Rusiju' / Novi list"নভিলিস্ত (ক্রোয়েশীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৮ 
  5. ভ্লাওভিচ, মিলানা। "Zlatko Dalić: Supruga je žrtva moje karijere"গ্লোরিয়া (সার্বো-ক্রোয়েশিয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:উয়েফার সদস্য জাতীয় দলসমূহের বর্তমান ম্যানেজার