মার্কো পাশালিচ

ক্রোয়েশীয় ফুটবলার

মার্কো পাশালিচ (ক্রোয়েশীয়: Marco Pašalić; জন্ম: ১৪ সেপ্টেম্বর ২০০০) হলেন একজন জার্মান–ক্রোয়েশীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ক্রোয়েশীয় ক্লাব রিয়েকা এবং ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

মার্কো পাশালিচ
ব্যক্তিগত তথ্য
জন্ম (2000-09-14) ১৪ সেপ্টেম্বর ২০০০ (বয়স ২৩)
জন্ম স্থান কার্লস্রুহে, জার্মানি
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়েকা
জার্সি নম্বর ৮৭
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৩৭, ৩০ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৬ সালে, পাশালিচ ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে ক্রোয়েশিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ক্রোয়েশিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

মার্কো পাশালিচ ২০০০ সালের ১৪ই সেপ্টেম্বর তারিখে জার্মানির কার্লস্রুহেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

পাশালিচ ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৭ এবং ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ক্রোয়েশিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালের ৮ই ডিসেম্বর তারিখে তিনি বসনিয়া ও হার্জেগোভিনা অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২৩ সালের ১৮ই নভেম্বর তারিখে, ২৩ বছর, ২ মাস ও ৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী পাশালিচ লাতভিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্রোয়েশিয়ার হয়ে অভিষেক করেছেন।[২] উক্ত ম্যাচের ৮০তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় আন্দ্রেই ক্রামারিচের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৩] ম্যাচে তিনি ২২ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি ক্রোয়েশিয়া ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] ক্রোয়েশিয়ার হয়ে অভিষেকের বছরে পাশালিচ সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
৩০ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ক্রোয়েশিয়া ২০২৩
২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bosnia-Herzegovina U17 - Croatia U17, Dec 8, 2016 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  2. "Latvia vs. Croatia - 18 November 2023 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  3. "Latvia - Croatia 0:2 (EURO Qualifiers 2023/2024, Group D)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  4. "Latvia - Croatia, Nov 18, 2023 - European Qualifiers - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  5. Strack-Zimmermann, Benjamin। "Latvia vs. Croatia"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা