ফুটবল ক্লাব রিয়েকা

খ্রভাতস্কি নগোমেতনি ক্লুব রিয়েকা (ক্রোয়েশীয়: Hrvatski Nogometni Klub Rijeka, ইংরেজি: HNK Rijeka; এছাড়াও ক্রোয়েশীয় ফুটবল ক্লাব রিয়েকা, ফুটবল ক্লাব রিয়েকা, এফসি রিয়েকা অথবা শুধুমাত্র রিয়েকা নামে পরিচিত) হচ্ছে রিয়েকা ভিত্তিক একটি ক্রোয়েশীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ক্রোয়েশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগে খেলে। এই ক্লাবটি ১৯৪৬ সালের ২৯শে জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি রিয়েকা তাদের সকল হোম ম্যাচ রিয়েকার স্তাদিওন রুয়েভিকে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৮,২৭৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সিমোন রোজমান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন দামির মিশকোভিচ। অস্ট্রীয় আক্রমণভাগের খেলোয়াড় আলেক্সান্ডার গর্গন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

রিয়েকা
পূর্ণ নামখ্রভাতস্কি নগোমেতনি ক্লুব রিয়েকা
(ক্রোয়েশীয় ফুটবল ক্লাব রিয়েকা)
ডাকনামরিয়েচকি বিয়েলি (রিয়েকার সাদা)
সংক্ষিপ্ত নামআরজেকে
প্রতিষ্ঠিত২৯ জুলাই ১৯৪৬; ৭৮ বছর আগে (1946-07-29)
স্পোর্তস্কো দ্রুশতভো কভারনার / সোসিয়েতা স্পোর্তিভা কুয়ারনেরো
মাঠস্তাদিওন রুয়েভিক
ধারণক্ষমতা৮,২৭৯[]
মালিকক্রোয়েশিয়া দামির মিশকোভিচ
(তেয়ান্না লিমিটেডের মাধ্যমে (৭০%))
          রিয়েকা শহর (৩০%)
সভাপতিক্রোয়েশিয়া দামির মিশকোভিচ
ম্যানেজারক্রোয়েশিয়া সিমোন রোজমান
লিগক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ
২০১৮–১৯২য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এফসি রিয়েকা এপর্যন্ত ১৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ, ৫টি ক্রোয়েশীয় কাপ, ১টি ক্রোয়েশীয় সুপার কাপ,৬টি যুগোস্লাভ দ্বিতীয় লীগ এবং ১টি যুগোস্লাভ কাপ শিরোপা রয়েছে।

ঘরোয়া

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Stadion HNK Rijeka"। Soccerway। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৭ 
  2. "ফুটবল ক্লাব রিয়েকা: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব রিয়েকা টেমপ্লেট:ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ