আলেসসান্দ্রো বাস্তোনি

ইতালীয় ফুটবলার

আলেসসান্দ্রো বাস্তোনি (ইতালীয়: Alessandro Bastoni; জন্ম: ১৩ এপ্রিল ১৯৯৯) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইন্টার মিলান এবং ইতালি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

আলেসসান্দ্রো বাস্তোনি
২০২১ সালে বাস্তোনি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলেসসান্দ্রো বাস্তোনি
জন্ম (1999-04-13) ১৩ এপ্রিল ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান কাসালমাজ্জিওরে, ইতালি
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইন্টার মিলান
জার্সি নম্বর ৯৫
যুব পর্যায়
কান্নাতেসে
২০০৬–২০১৬ আতালান্তা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৭ আতালান্তা (০)
২০১৭– ইন্টার মিলান ৫৭ (২)
২০১৭–২০১৮আতালান্তা (ধার) (০)
২০১৮–২০১৯পারমা (ধার) ২৪ (১)
জাতীয় দল
২০১৪ ইতালি অনূর্ধ্ব-১৫ (০)
২০১৪–২০১৫ ইতালি অনূর্ধ্ব-১৬ (১)
২০১৫–২০১৬ ইতালি অনূর্ধ্ব-১৭ ১৭ (০)
২০১৬ ইতালি অনূর্ধ্ব-১৮ (০)
২০১৭–২০১৮ ইতালি অনূর্ধ্ব-১৯ (২)
২০১৮– ইতালি অনূর্ধ্ব-২১ ১২ (১)
২০২০– ইতালি (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:২০, ২২ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:২০, ২২ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৪ সালে, বাস্তোনি ইতালি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৫ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর,[১] তিনি ২০২০ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

দলগতভাবে, বাস্তোনি এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি ইন্টার মিলানের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

আলেসসান্দ্রো বাস্তোনি ১৯৯৯ সালের ১৩ই এপ্রিল তারিখে ইতালির কাসালমাজ্জিওরেে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Italy U-18s: 22 Azzurrini Called Up For Slovenia Friendly on 11th August"। FIGC। ৪ আগস্ট ২০১৬। ৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা