ফাবিয়ান রুইস

স্পেনীয় ফুটবলার

ফাবিয়ান রুইস পেনিয়া (স্পেনীয় উচ্চারণ: [faˈβjan rwiθ ˈpeɲa], ইংরেজি: Fabián Ruiz; জন্ম: ৩ এপ্রিল ১৯৯৬; ফাবিয়ান রুইস নামে সুপরিচিত) হলেন লস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কায় জন্মগ্রহণকারী একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়[১] তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এ নাপোলি এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় খেললেও মাঝেমধ্যে বাম পাশের মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ফাবিয়ান রুইস
২০১৯ সালে স্পেনের হয়ে রুইস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফাবিয়ান রুইস পেনিয়া
জন্ম (1996-04-03) ৩ এপ্রিল ১৯৯৬ (বয়স ২৮)
জন্ম স্থান লস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা, স্পেন
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
নাপোলি
জার্সি নম্বর
যুব পর্যায়
লস পালাসিওস
২০০৪–২০১৪ রিয়াল বেতিস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৬ রিয়াল বেতিস বি ২৩ (২)
২০১৪–২০১৮ রিয়াল বেতিস ৫৬ (৩)
২০১৭এলচে (ধার) ১৮ (১)
২০১৮– নাপোলি ৪৯ (৭)
জাতীয় দল
২০১৫ স্পেন অনূর্ধ্ব-১৯ (০)
২০১৭–২০১৯ স্পেন অনূর্ধ্ব-২১ ১৪ (৫)
২০১৯– স্পেন (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৩১, ২৩ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৩০, ২৩ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

স্পেনীয় ফুটবল ক্লাব লস পালাসিওসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে রুইস ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি রিয়াল বেতিসের হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০১৪–১৫ মৌসুমে, প্রথমে রিয়াল বেতিস বি-এর হয়ে এবং পরবর্তীতে রিয়াল বেতিসের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, রিয়াল বেতিসের হয়ে তিনি ৪ মৌসুম অতিবাহিত করেছেন; এই ক্লাবের হয়ে তিনি ৫৬ ম্যাচে ৩টি গোল করেছেন। তিনি এক মৌসুমের জন্য এলচের হয়ে ধারে খেলেছেন। ২০১৮–১৯ মৌসুমে, তিনি ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল বেতিস হতে ইতালীয় ফুটবল ক্লাব নাপোলিতে যোগদান করেছেন।[২]

দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, রুইস এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার ১টি রিয়াল বেতিসের হয়ে এবং ১টি নাপোলির হয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন; যেটি হচ্ছে ২০১৯ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফাবিয়ান রুইস"ইএসপিএন এফসি। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  2. "৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে নাপোলিতে যোগদান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা