পেদ্রি

স্প্যানিশ ফুটবলার

পেদ্রো গন্সালেস লোপেস (স্পেনীয়: Pedri; জন্ম: ২৫ নভেম্বর ২০০২; এছাড়াও পেদ্রি নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।[]

পেদ্রি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম পেদ্রো গন্সালেস লোপেস
জন্ম (2002-11-25) ২৫ নভেম্বর ২০০২ (বয়স ২১)
জন্ম স্থান তেগুয়েস্তে, স্পেন
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্সেলোনা
জার্সি নম্বর
যুব পর্যায়
তেগুয়েস্তে
২০১৫–২০১৮ ইয়ুভেন্তুদ লাগুনা
২০১৮–২০১৯ লাস পালমাস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৯–২০২০ লাস পালমাস ৩৬ (৪)
২০২০– বার্সেলোনা ৪৯ (৬)
জাতীয় দল
২০১৯ স্পেন অনূর্ধ্ব-১৭ (০)
২০১৯ স্পেন অনূর্ধ্ব-১৮ (১)
২০২০ স্পেন অনূর্ধ্ব-১৯ (০)
২০২০ স্পেন অনূর্ধ্ব-২১ (০)
২০২১– স্পেন অনূর্ধ্ব-২৩ (০)
২০২১– স্পেন ১২ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২১:০৫, ২২ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০:১০, ১২ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৫–১৬ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব ইয়ুভেন্তুদ লাগুনার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে জিদান ফুটবল জগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে লাস পালমাসের হয়ে খেলার মাধ্যমে ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৯–২০ মৌসুমে, লাস পালমাসের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। লাস পালমাসের হয়ে মাত্র ১ মৌসুম খেলার পর, ২০২০ সালে তিনি বার্সেলোনায় যোগদান করেছেন।

২০১৯ সালে, পেদ্রি স্পেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন, যেখানে তিনি ৫ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। অতঃপর তিনি স্পেন অনূর্ধ্ব-১৮, স্পেন অনূর্ধ্ব-১৯, স্পেন অনূর্ধ্ব-২১ এবং স্পেন অনূর্ধ্ব-২৩-এর হয়ে খেলেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Pedri"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা