আর্থার সেকাল
আর্থার উইলিয়াম সেকাল (ইংরেজি: Arthur Seccull; জন্ম: ১৪ সেপ্টেম্বর, ১৮৬৮ - মৃত্যু: ২০ জুলাই, ১৯৪৫) কেপ উপনিবেশের কিং উইলিয়ামস টাউন এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।[১] দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯৬ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | আর্থার উইলিয়াম সেকাল | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | কিং উইলিয়ামস টাউন, কেপ উপনিবেশ | ১৪ সেপ্টেম্বর ১৮৬৮|||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ২০ জুলাই ১৯৪৫ জোহেন্সবার্গ, ট্রান্সভাল, দক্ষিণ আফ্রিকা ইউনিয়ন | (বয়স ৭৬)|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ৩৮) | ২১ মার্চ ১৮৯৬ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৭ জুলাই ২০১৯ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্স ও গটেং দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন আর্থার সেকাল। ডানহাতে মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন তিনি।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
সম্পাদনা১৮৮৯-৯০ মৌসুম থেকে ১৮৯৬-৯৭ মৌসুম পর্যন্ত আর্থার সেকালের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
দক্ষিণ আফ্রিকার প্রাদেশিক ক্রিকেটে প্রধানত ট্রান্সভালের পক্ষাবলম্বন করেন। এছাড়াও, কিম্বার্লী ও ওয়েস্টার্ন প্রভিন্সের পক্ষে খেলেছেন। ১৮৯৩-৯৪ মৌসুমে কারি কাপের চূড়ান্ত খেলায় ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান ৬/৪৮ পান। এরফলে, নাটালের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় তুলে নেয় ওয়েস্টার্ন প্রভিন্স দল।[২] এ খেলাতেই ব্যক্তিগত সেরা ৬৪ রানের ইনিংস খেলেন। এছাড়াও, এক বছর বাদে কারি কাপে ওয়েস্টার্ন প্রভিন্সের বিপক্ষে ট্রান্সভালকে জয় এনে দেন।[৩]
আন্তর্জাতিক ক্রিকেট
সম্পাদনাসমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন আর্থার সেকাল। ২১ মার্চ, ১৮৯৬ তারিখে কেপ টাউনে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল।
১৮৯৪ সালে প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে আসা দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সদস্য ছিলেন। কোন টেস্ট কিংবা কোন প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণের সুযোগ হয়নি তার। এ সফরে ১৫.১০ গড়ে সর্বমোট ৩৫৫ রান তুলেন। গ্ল্যামারগনের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৩ রান তুলেন। তবে, ৪২.৩০ গড়ে মাত্র চার উইকেট পেয়েছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় ফিরে ১৮৯৫-৯৬ মৌসুমে কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে লর্ড হকের নেতৃত্বাধীন সফরকারী ইংরেজ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ৬ ও অপরাজিত ১৭ রানের পাশাপাশি ২/৩৭ লাভ করেন।[৪]
২০ জুলাই, ১৯৪৫ তারিখে ৭৬ বছর বয়সে ট্রান্সভালের জোহেন্সবার্গ এলাকায় আর্থার সেকালের দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Arthur Seccull"। ইএসপিএনক্রিকইনফো। সংগৃহীত 1 September 2017। (ইংরেজি)
- ↑ "Western Province v Natal 1893-94"। CricketArchive। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Transvaal v Western Province 1894-95"। CricketArchive। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "South Africa v England, Cape Town 1895-96"। CricketArchive। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৭।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে আর্থার সেকাল (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে আর্থার সেকাল (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)