কোয়াজুলু-নাটাল ক্রিকেট দল
কোয়াজুলু-নাটাল দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের (সাবেক নাটাল) প্রতিনিধিত্বকারী প্রথম-শ্রেণীর ক্রিকেট দলবিশেষ। পূর্বে দলটি নাটাল নামে পরিচিত ছিল। সানফয়েল সিরিজের প্রয়োজনে একমাত্র দল হিসেবে কোয়াজুলু-নাটাল ক্রিকেট দল অন্য কোন দলের সাথে একীভূত হয়নি। অক্টোবর, ২০০৪ সাল থেকে ডলফিন্স নামে সুপারস্পোর্ট সিরিজে অংশ নেয়। তবে, ২০০৬ সাল থেকে কোয়াজুলু-নাটাল ইনল্যান্ড ক্রিকেট দলকে প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা প্রদান করা হয়েছিল। ২০০৬-০৭ মৌসুমে সিএসএ প্রভিন্সিয়াল কম্পিটিশন্সে প্রতিদ্বন্দ্বিতা করতে থাকে। এছাড়াও, বর্তমানে ডলফিন্স ফ্রাঞ্চাইজে প্রতিদ্বন্দ্বিতা করছে।
শুরুতে দলটি নাটাল নামে প্রতিষ্ঠিত হয়। ডিসেম্বর, ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিতে থাকে। এরপর এপ্রিল, ১৯৯৮ সালে নামটি পরিবর্তিত হয়ে যায়।
সম্মাননা
সম্পাদনা- কারি কাপ (২১) - ১৯১০-১১, ১৯১২-১৩, ১৯৩৩-৩৪, ১৯৩৬-৩৭, ১৯৪৬-৪৭, ১৯৪৭-৪৮, ১৯৫১-৫২, ১৯৫৪-৫৫, ১৯৫৯-৬০, ১৯৬০-৬১, ১৯৬২-৬৩, ১৯৬৩-৬৪, ১৯৬৬-৬৭, ১৯৬৭-৬৮, ১৯৭৩-৭৪, ১৯৭৫-৭৬, ১৯৭৬-৭৭, ১৯৮০-৮১, ১৯৯৪-৯৫, ১৯৯৬-৯৭, ২০০১-০২; যৌথভাবে (৩) - ১৯২১-২২, ১৯৩৭-৩৮, ১৯৬৫-৬৬
- স্ট্যান্ডার্ড ব্যাংক কাপ (৪) - ১৯৮৩-৮৪, ১৯৯৬-৯৭, ২০০০-০১, ২০০১-০২
- সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল থ্রি-ডে চ্যালেঞ্জ (০) -
- সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল ওয়ান-ডে চ্যালেঞ্জ (১) - ২০০৬-০৭
- জিলেট কাপ/নিশান শীল্ড (৩) - ১৯৭৪-৭৫, ১৯৭৬-৭৭
মাঠ
সম্পাদনাকোয়াজুলু-নাটাল দল নিম্নবর্ণিত মাঠগুলো ব্যবহার করছে:
- আলবার্ট পার্ক, ডারবান (এপ্রিল, ১৮৯৫ - জানুয়ারি, ১৯০৬)
- সিটি ওভাল, পিটারমারিৎজবার্গ (বিকল্প মাঠ: এপ্রিল, ১৮৯৫ - ডিসেম্বর, ২০০২)
- লর্ডস, ডারবান (মার্চ, ১৮৯৮ - এপ্রিল, ১৯২২)
- কিংসমিড, ডারবান (জানুয়ারি, ১৯২৩ - বর্তমান)
- জান স্মাটস স্টেডিয়াম, পিটারমারিৎজবার্গ (ফেব্রুয়ারি, ১৯৫৯ - ডিসেম্বর, ১৯৯৫)
- সেটলার্স পার্ক, লেডিস্মিথ (তিন খেলা: জানুয়ারি, ১৯৭১ - মার্চ, ১৯৭৩)
- লাহি পার্ক, পাইনটাউন (মাঝে-মধ্যে জানুয়ারি, ১৯৭৪ - ডিসেম্বর, ১৯৭৯)
- আলেকজান্দ্রা মেমোরিয়াল গ্রাউন্ড, আমজিন্তো (দুই খেলা: ১৯৭৪ - ১৯৭৭)
তথ্যসূত্র
সম্পাদনা- South African Cricket Annual – various editions
- Wisden Cricketers' Almanack – various editions