২০১৮-১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাছাইপর্ব

উইকিপিডিয়া নিবন্ধ
(2018–19 ICC T20 World Cup East Asia-Pacific Qualifier থেকে পুনর্নির্দেশিত)

২০১৮-১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাছাইপর্ব ছিল ফিলিপাইন এবং ফিজিতে অনুষ্ঠিত হওয়া ২০২০ আইসিসি টি২০ বিশ্বকাপ এর জন্য বাছাই প্রতিযোগিতার একটি অংশ। [১]

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ৬২টি দলকে নিয়ে ১২টি আঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। [টীকা ১] ২০১৮ সালেই পাঁচটি অঞ্চলের প্রতিযোগিতায়- আফ্রিকা (৩ গ্রুপ), আমেরিকার (২), এশিয়ার (২), পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় (২) এবং ইউরোপ (৩) গ্রুপের খেলা সম্পন্ন হয়। সেরা ২৫টি দল নিয়ে ২০১৯ সালে শুরু হয় ৫টি অঞ্চলে আঞ্চলিক ফাইনাল, যেখানে সাতটি দল অগ্রসর হবে ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব খেলায়,[২][টীকা ২] সাথে থাকবে আইসিসি টি২০আই চ্যাম্পিয়নশীপ এর র‍্যাংকিং এ থাকা সর্বনিম্ন ছয়টি দল।[২] এপ্রিল ২০১৮তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করে, ১ জানুয়ারী ২০১৯ থেকে সদস্য দেশের মধ্যকার অনুষ্ঠিত সকল টুয়েন্টি২০ খেলা আন্তর্জাতিক খেলার মর্যাদা পাবে। অতপর আঞ্চলিক ফাইনাল এবং বাছাইপর্বের অনুষ্ঠিত সকল খেলা হবে টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) মর্যাদা সম্পন্ন। [৩]

গ্রুপ এ থেকে সেরা দুটি দল এবং গ্রুপ বি থেকে সেরা দল নিয়ে পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাছাইপর্ব, আঞ্চলিক ফাইনালে অগ্রসর হয়।[৪] গ্রুপ এ বিজয়ী পাপুয়া নিউ গিনি [৫] এবং দ্বিতীয় স্থান অধিকারী ভানুয়াটু আঞ্চলিক ফাইনালে অগ্রসর হয়।[৬] গ্রুপ বি বিজয়ী ছিল ফিলিপাইন.[৭] এটা ছিল ফিলিপাইনে অনুষ্ঠিত আইসিসির প্রথম কোন প্রতিযোগিতা।[৮]

আঞ্চলিক ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় পাপুয়া নিউ গিনিতে ২০১৯ এর মার্চে।[৯] সেখানে পাপুয়া নিউ গিনি আঞ্চলিক বাছাইপর্বের ফাইনালে জয় লাভ করে টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের যোগ্যতা অর্জন করে।[১০]

দলগুলো সম্পাদনা

গ্রুপ এ গ্রুপ বি

গ্রুপ এ সম্পাদনা

পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় উপ আঞ্চলিক বাছাইপর্ব (গ্রুপ এ)
তারিখ২৫ – ২৯ আগস্ট ২০১৮
তত্ত্বাবধায়কআইসিসি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
ক্রিকেটের ধরনটি২০
প্রতিযোগিতার ধরনডাবল রাউন্ড-রবিন
আয়োজক  ফিজি
বিজয়ী  পাপুয়া নিউগিনি
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১২
সর্বাধিক রান সংগ্রহকারী  আসাদ ভালা (২৯৪)
সর্বাধিক উইকেটধারী  ক্যালুম ব্লাক (১১)
  সীন সোলিয়া (১১)

গ্রুপ এ -এর খেলাগুলো অনুষ্ঠিত হয় ফিজিতে ২০১৮ সালের ২৫ থেকে ২৯ আগস্ট। সেরা দুইটি দল আঞ্চলিক ফাইনালে অগ্রসর হয়।[১১]

পয়েন্ট টেবিল সম্পাদনা

দল খে হা ড্র ফহ এনআরআর অবস্থা
  পাপুয়া নিউগিনি (Q) ১২ +৩.৭১২ আঞ্চলিক ফাইনালে অগ্রসর
  ভানুয়াতু (Q) +০.২০৯
  সামোয়া –১.৪৮৮
  ফিজি (H) –২.২৭০

(H) আয়োজক, (Q) আঞ্চলিক ফাইনালের যোগ্যতা অর্জন

খেলার সূচী সম্পাদনা

২৫ আগস্ট ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
ভানুয়াতু  
১৪৩/৯ (২০ ওভার)
বনাম
  ফিজি
১৪৫/৭ (২০ ওভার)
নালিল নিপিকো ৪৭ (৪২)
কিরিয়ানো টাবু ৩/১৯ (৪ ওভার)
মেটুইসেলা বৈটাকি ৫২ (৩১)
প্যাট্রিক মাতাউটাভা ২/২৩ (৪ ওভার)
ফিজি ৩ উইকেটে বিজয়ী
আলবার্ট পার্ক গ্রাউন্ড ১, সুভা
আম্পায়ার: আলু কাপা (PNG) এবং হিতেশ শর্মা (Phi)
ম্যাচ সেরা খেলোয়াড়: মেটুইসেলা বৈটাকি (ফিজ)
  • ফিজি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
২৫ আগস্ট ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি  
২০৯/৮ (২০ ওভার)
বনাম
  সামোয়া
১২৯/৭ (২০ ওভার)
টনি উড়া ১২০ (৫৫)
না ভাসিলি ২/৮ (১ ওভার)
সীন সোলিয়া ৩৯ (৩০)
চাদ সপার ৪/১০ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ৮০ রানে বিজয়ী
আলবার্ট পার্ক গ্রাউন্ড ২, সুভা
আম্পায়ার: কিম কটন (NZ) এবং মারভীন ম্যাকগুন (Fij)
ম্যাচ সেরা খেলোয়াড়: টনি উড়া (PNG)
  • পাপুয়া নিউ নিগি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৫ আগস্ট ২০১৮
১৩:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি  
১৮৮/৮ (২০ ওভার)
বনাম
  ফিজি
১১৩/৯ (২০ ওভার)
আসাদ বালা ৭০ (৪১)
জিকই কিদা ৩/২৩ (৩ ওভার)
সেরু টপৌ ৪৬ (৩৭)
নরমান ভানুয়া ৩/১৮ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ৭৫ রানে বিজয়ী।
আলবার্ট পার্ক গ্রাউন্ড ১, সুভা
আম্পায়ার: কিম কটন (NZ) and বাড়ি ওলেওয়ালে (PNG)
ম্যাচ সেরা খেলোয়াড়: আসাদ বালা (PNG)
  • ফিজি টসে জিতে ফিল্ডিং নেয়।
২৫ আগস্ট ২০১৮
১৩:৩০
স্কোরকার্ড
সামোয়া  
১৪৪/৬ (২০ ওভার)
বনাম
  ভানুয়াতু
১২৭ (১৯ ওভার)
বেনজামিন মাইলাটা ৫৭(৩৮)
নালিনা নিপিকো ৪/৩৭ (৪ ওভার)
জসুয়া রাসু ৫২ (৩১)
ল্যাস্টার এভিল ৪/৮ (৪ ওভার)
সামোয়া ১৭ রানে বিজয়ী
আলবার্ট পার্ক গ্রাউন্ড ২, সুভা
আম্পায়ার: আলু কাপা (PNG) এবং মারভীন ম্যাকগুন (Fij)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেনজামিন মাইলাটা (সামোয়া)
  • ভানুয়াটু টসে জিতে ফিল্ডংয়ের সিদ্ধান্ত নেয়

২৭ আগস্ট ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
ফিজি  
১৩৯/৮ (২০ ওভার)
বনাম
  সামোয়া
১৩০/৭ (২০ ওভার)
পেনি ভানিওয়াকা ২৭ (২২)
না ভাসিলি ২/২০ (২ ওভার)
এন্ড্রো মাইকেল ৫২ (৫৭)
তুকানা টাবু ২/২৭ (৪ ওভার)
ফিজি ৯ রানে বিজয়ী
আলবার্ট পার্ক গ্রাউন্ড ১, সুভা
আম্পায়ার: ব্রি ওলেওয়ালে (PNG) এবং হিতেশ শর্মা (Phi)
ম্যাচ সেরা খেলোয়াড়: এন্ড্রো মাইকেল (সামোয়া)
  • সামোয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
২৭ আগস্ট ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি  
২৩৯/২ (২০ ওভার)
বনাম
  ভানুয়াতু
১৫৮ (১৯.১ ওভার)
আসাদ বালা ১১০ (৫০)
এন্ড্রো মানসালে ১/৩৪ (৪ ওভার)
নালিন নিপিকো ৮৪ (৫৩)
চাদ সপার ৪/২২ (৪ ওভার)
  • ভানুয়াটু টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

২৮ আগস্ট ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
সামোয়া  
১৭৫/৪ (২০ ওভার)
বনাম
  পাপুয়া নিউগিনি
১৮০/৩ (১৮ ওভার)
ডম মাইকেল ৮৩ (৬১)
জন রেভা ২/২৩ (৩ ওভার)
আসাদ বালা ৬৫ (৪১)
সীন সোলিয়া ১/৩০ (৩ ওভার)
পাপুয়া নিউ গিনি ৭ উইকেটে বিজয়ী
আলবার্ট পার্ক গ্রাউন্ড ১, সুভা
আম্পায়ার: মারভীন ম্যাকগুন (Fij) এবং ব্রি ওলেওয়ালে (PNG)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডম মাইকেল (Sam)
  • সামোয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৮ আগস্ট ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
ভানুয়াতু  
১৫৮/৮ (২০ ওভার)
বনাম
  ফিজি
১২১/৯ (২০ ওভার)
জসুয়া রাসু ৯১ (৫৩)
কিটিয়ানু টাবু ২/২১ (৪ ওভার)
  • ফিজি টসে জিতে ফিল্ডিং নেয়
২৮ আগস্ট ২০১৮
১৩:৩০
স্কোরকার্ড
সামোয়া  
৬৮ (১৬.২ ওভার)
বনাম
  ভানুয়াতু
৭২/১ (৭.২ ওভার)
না ভাসিলি ১৬* (২০)
এপোলিনাইর স্টেফেন ৩/২৫ (৪ ওভার)
  • সামোয়া টসে জিতে ব্যাটিং নেয়
২৮ আগস্ট ২০১৮
১৩:৩০
স্কোরকার্ড
ফিজি  
৩১ (১২.৫ ওভার)
বনাম
  পাপুয়া নিউগিনি
৩৫/২ (৩.২ ওভার)
পেনি ভানিওয়াকা ১১ (১৭)
চার্লস আমিনি ৪/১ (৩ ওভার)
পাপুয়া নিউ গিনি ৮ উইকেটে বিজয়ী
আলবার্ট পার্ক গ্রাউন্ড ২, সুভা
আম্পায়ার: ব্রি ওলেওয়ালে (PNG) এবং হিতেশ শর্মা (Phi)
ম্যাচ সেরা খেলোয়াড়: চার্লস আমিনি (PNG)
  • ফিজি টসে জিতে ব্যাটিং নেয়।

২৯ আগস্ট ২০১৮
১৩:৩০
স্কোরকার্ড
ভানুয়াতু  
১৪৫/৯ (২০ ওভার)
বনাম
  পাপুয়া নিউগিনি
১৪৬/৮ (১৮.৪ ওভার)
জামাল ভিরা ৩৯ (২৫)
আসাদ বালা ৪/২৫ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ২ উইকেটে বিজয়ী
আলবার্ট পার্ক গ্রাউন্ড ১, সুভা
আম্পায়ার: মারভীন ম্যাকগুন (Fij) এবং হিতেশ শর্মা (Phi)
ম্যাচ সেরা খেলোয়াড়: আসাদ বালা (PNG)
  • ভানুয়াটু টসে জিসে ব্যাটিং নেয়।
২৯ আগস্ট ২০১৮
১৩:৩০
স্কোরকার্ড
ফিজি  
১৬৩/৬ (২০ ওভার)
বনাম
  সামোয়া
১৬৫/১ (১৬.৩ ওভার)
ডম মাইকেল ১০০* (৬২)
পেনি ভানিওয়াকা ১/৮ (১ ওভার)
  • সামোয়া টসে জিতে ফিল্ডিং নেয়

গ্রুপ বি সম্পাদনা

গ্রুপ বি'র খেলাগুলো অনুষ্ঠিত হয় ফিলিপাইনের দাসমারিনাস প্রভিয়েন্সের ইমিলিও আগুইনাল্ডো কলেজের ফ্রেন্ডশীপ ওভালে ১-৭ ডিসেম্বর ২০১৮।[১২][১৩] সেরা দলটি আঞ্চলিক ফাইনালে উন্নীত হয়।[৪]

পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় উপ আঞ্চলিক বাছাইপর্ব (গ্রুপ বি)
তারিখ১ – ৭ ডিসেম্বর ২০১৮
তত্ত্বাবধায়কআইসিসি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
ক্রিকেটের ধরনটি২০
প্রতিযোগিতার ধরনডাবল রাউন্ড-রবিন
আয়োজক  ফিলিপাইন
বিজয়ী  ফিলিপাইন
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১২
সর্বাধিক রান সংগ্রহকারী  মোহাম্মদ নাদিম (১৯৫)
সর্বাধিক উইকেটধারী  সুরিন্দার সিং (১২)

পয়েন্ট টেবিল সম্পাদনা

দল (গ্রুপ বি) খে হা ড্র ফহ এনআরআর অবস্থা
  ফিলিপাইন (H,Q) ১০ +০.৩২৫ আঞ্চলিক ফাইনালে অগ্রসর।
  দক্ষিণ কোরিয়া +০.২৬৩ বিদায়
  জাপান +০.০৯৯
  ইন্দোনেশিয়া –০.৬৭৭

(H) আয়োজক, (Q) আঞ্চলিক ফাইনালের যোগ্যতা অর্জন করেছে

সুচী সম্পাদনা

১ ডিসেম্বর ২০১৮
৯:১৫
স্কোরকার্ড
জাপান  
১৩৬/৫ (২০ ওভার)
বনাম
  ইন্দোনেশিয়া
১২৪ (১৯.৩ ওভার)
তোমোকি ওটা ৩৯* (১৯)
আহমাদ মুস্তাক ১/১৩ (২ ওভার)
মুহাদ্দিস মুহাদ্দিস ৩৭ (২৮)
রোই মাতসুমুরা ৪/১৮ (৩.৩ ওভার)
জাপান ১২ রানে বিজয়ী
ফ্রেন্ডশীপ ওভাল, দাসমারিনাস
আম্পায়ার: ব্রি ওলওয়ালে (PNG) এবং হিতেশ শর্মা (Phi)
ম্যাচ সেরা খেলোয়াড়: তোমোকি ওটা (Jpn)
  • জাপান টস জিতে ব্যাটিং করে।
১ ডিসেম্বর ২০১৮
১৩:৪৫
স্কোরকার্ড
ফিলিপাইন  
১৫৪/৮ (২০ ওভার)
বনাম
  দক্ষিণ কোরিয়া
১৪৮ (১৯.৫ ওভার)
হায়দার কিয়ানি ৩৬ (৩২)
পার্ক কেউনিওল ৩/২৬ (৪ ওভার)
জুন হায়ুনৌ ৪২ (৩১)
সুরিন্দার সিং ৪/২৩ (৪ ওভার)
ফিলিপাইন ৬ রানে বিজয়ী
ফ্রেন্ডশীপ ওভাল, দাসমারিনাস
আম্পায়ার: নাথান জনস্টোন (Aus) এবং সুরেশ সুব্রামানিয়ান (Idn)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুরিন্দার সিং (Phi)
  • দক্ষিণ কোরিয়া টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

২ ডিসেম্বর ২০১৮
৯:৩০
স্কোরকার্ড
দক্ষিণ কোরিয়া  
১৩৯/৭ (২০ ওভার)
বনাম
  ইন্দোনেশিয়া
১৩২/৭ (২০ ওভার)
মোদাচ্ছির ইকবাল ৩৬ (৩০)
কিরুবাসংকর রামামুর্তি ৪/১০ (৪ ওভার)
কাদেক গামান্তিকা ৭১* (৫৭)
চই জিয়োন ৩/২২ (৪ ওভার)
দক্ষিণ কোরিয়া ৭ রানে বিজয়ী
ফ্রেন্ডশীপ ওভাল, দাসমারিনাস
আম্পায়ার: নাথান জনস্টোন (Aus) এবং হিতেশ শর্মা (Phi)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাদেক গামান্তিকা (Idn)
  • দক্ষিণ কোরিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২ ডিসেম্বর ২০১৮
১৩:৪৫
স্কোরকার্ড
জাপান  
১৫৭/৫ (২০ ওভার)
বনাম
  ফিলিপাইন
১৫২/৬ (২০ ওভার)
মাকোতো তানিয়ামা ৬১ (৫০)
গ্রান্ট রুস ২/১৭ (৩ ওভার)
মাছান্দা বিদ্যাপ্পা ৫১* (৪৮)
রোই মাতসুমুরা ২/২৪ (৪ ওভার)
জাপান ৫ রানে বিজয়ী
ফ্রেন্ডশীপ ওভাল, দাসমারিনাস
আম্পায়ার: ব্রি ওলেওয়ালে (PNG) এবং সুরেশ সুব্রামানিয়ান (Idn)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাকোতো তানিয়ামা (Jpn)
  • জাপান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

৩ ডিসেম্বর ২০১৮
৯:৩০
স্কোরকার্ড
ফিলিপাইন  
১৫৬ (১৯.৫ ওভার)
বনাম
  ইন্দোনেশিয়া
১৫৩/৬ (২০ ওভার)
জনাথান হিল ৬২ (৩২)
আঞ্জার টাডারাস ৫/৩২ (৩.৫ ওভার)
কিরুবাশংকর রামামুর্তি ৫৬ (৪৩)
সুরিন্দার সিং ২/১৪ (৪ ওভার)
ফিলিপাইন ৩ রানে বিজয়ী
ফ্রেন্ডশীপ ওভাল, দাসমারিনাস
আম্পায়ার: নাথান জনস্টোন (Aus) এবং ব্রি ওলেওয়ালে(PNG)
ম্যাচ সেরা খেলোয়াড়: আঞ্জার টাডারাস (Idn)
  • ফিলিপাইন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
৩ ডিসেম্বর ২০১৮
১৩:৪৫
স্কোরকার্ড
দক্ষিণ কোরিয়া  
১৪৫/৯ (২০ ওভার)
বনাম
  জাপান
১৪৯/৪ (১৭.৩ ওভার)
মুহাম্মদ নাদিম ৩৪* (১৮)
মাকোতো তানিয়ামা ৩/১৮ (৩ ওভার)
মাসাওমি কোবাইয়াসি ৫০ (৩০)
মুহাম্মদ নাদিম ৩/৩৩ (৩.৩ ওভার)
জাপান ৬ উইকেটে বিজয়ী
ফ্রেন্ডশীপ ওভাল, দাসমারিনাস
আম্পায়ার: হিতেশ শর্মা (Phi) এবং সুরেশ সুব্রামানিয়ান (Idn)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাকোতো তানিয়ামা (Jpn)
  • দক্ষিণ কোরিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ ডিসেম্বর ২০১৮
৯:৩০
স্কোরকার্ড
ফিলিপাইন  
১০৩ (১৭.৫ ওভার)
বনাম
  দক্ষিণ কোরিয়া
৯৯ (১৯.১ ওভার)
জনাথান হিল ২৩ (২৭)
মোদাচ্ছির ইকবাল ৪/২০ (৩.৫ ওভার)
মুহাম্মদ নাদিম ৩৮ (২৯)
সুরিন্দার সিং ৩/১৭ (৪ ওভার)
ফিলিপাইন ৪ রানে বিজয়ী
ফ্রেন্ডশীপ ওভাল, দাসমারিনাস
আম্পায়ার: হিতেশ শর্মা (Phi) এবং সুরেশ সুব্রামানিয়ান (Idn)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুরিন্দার সিং (Phi)
  • ফিলিপাইন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৫ ডিসেম্বর ২০১৮
১৩:৪৫
স্কোরকার্ড
জাপান  
১০০ (১৮ ওভার)
বনাম
  ইন্দোনেশিয়া
১০১/৬ (১৯.৫ ওভার)
কোহেই ওয়াকিতা ১৮ (২১)
গেডে আরতা ৪/২০ (৪ ওভার)
কাদেক গামান্তিকা ২৬ (৩০)
মিয়ান সিদ্দিক ২/২৩ (৪ ওভার)
ইন্দোনেশিয়া ৪ উইকেটে বিজয়ী
ফ্রেন্ডশীপ ওভাল, দাসমারিনাস
আম্পায়ার: নাথান জনস্টোন (Aus) এবং ব্রি ওলেওয়ালে (PNG)
ম্যাচ সেরা খেলোয়াড়: গেডে আরতা (Idn)
  • জাপান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

৬ ডিসেম্বর ২০১৮
৯:৩০
স্কোরকার্ড
ফিলিপাইন  
১১৮/৯ (২০ ওভার)
বনাম
  জাপান
১১৫/৯ (২০ ওভার)
হেনরী টেলার ৩০ (২৮)
কাজুমাসা তাকাহাসি ৩/১৪ (৪ ওভার)
কোহি ওয়াকিতা ১৯* (১৫)
বিমল কুমার ৩/১৪ (৪ ওভার)
ফিলিপাইন ৩ রানে বিজয়ী
ফ্রেন্ডশীপ ওভাল, দাসমারিনাস
আম্পায়ার: ব্রি ওলেওয়ালে (PNG) এবং হিতেশ শর্মা (Phi)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিমল কুমার (Phi)
  • ফিলিপাইন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৬ ডিসেম্বর ২০১৮
১৩:৪৫
স্কোরকার্ড
ইন্দোনেশিয়া  
৭২ (১৭.৫ ওভার)
বনাম
  দক্ষিণ কোরিয়া
৭৩/৪ (১৫ ওভার)
আরিয়া পাস্তিকা ১২ (১৭)
মুদাচ্ছির ইকবাল ৩/১৪ (৪ ওভার)
নিশাত সাকিব ৩২* (৪৫)
ম্যাক্সি কোডা ২/২২ (৪ ওভার)
দক্ষিণ কোরিয়া ৬ উইকেটে বিজয়ী
ফ্রেন্ডশীপ ওভাল, দাসমারিনাস
আম্পায়ার: নাথান জনস্টোন (Aus) এবং সুরেশ সুব্রামানিয়ান (Idn)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুদাচ্ছির ইকবাল (Kor)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

৭ ডিসেম্বর ২০১৮
৯:৩০
স্কোরকার্ড
জাপান  
১২৭/৮ (২০ ওভার)
বনাম
  দক্ষিণ কোরিয়া
১২৮/৬ (১৭ ওভার)
রাহেল কানু ৪৮ (৫৪)
পার্ক কেউনিওয়েল ৩/২৪ (৪ ওভার)
মোহাম্মদ নাদিম ৬৮ (৩২)
রোই মাতসুমুরা ৩/১৩ (৪ ওভার)
দক্ষিণ কোরিয়া ৪ উইকেটে বিজয়ী
ফ্রেন্ডশীপ ওভাল, দাসমারিনাস
আম্পায়ার: নাথান জনস্টোন (Aus) এবং হিতেশ শর্মা (Phi)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুহাম্মদ নাদিম (Kor)
  • দক্ষিণ কোরিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৭ ডিসেম্বর ২০১৮
১৩:৪৫
স্কোরকার্ড
ফিলিপাইন  
১৩৮/৬ (২০ ওভার)
বনাম
  ইন্দোনেশিয়া
১১০ (১৮.২ ওভার)
কারওয়েং নাং ৫৪ (৪০)
আঞ্জার টাডারাস ৩/১২ (৩ ওভার)
কাদেক গামান্তিকা ৪৮ (৪০ ওভার)
তারিখ আলী ২/১৭ (৪ ওভার)
ফিলিপাইন ২৮ রানে বিজয়ী
ফ্রেন্ডশীপ ওভাল, দাসমারিনাস
আম্পায়ার: ব্রি ওলেওয়ালে (PNG) এবং সুরেশ সুব্রামানিয়ান (Idn)
ম্যাচ সেরা খেলোয়াড়: কারওয়েং নাং (Phi)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

আঞ্চলিক ফাইনাল সম্পাদনা

আঞ্চলিক ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় পাপুয়া নিউ গিনিতে ২২ থেকে ২৪ মার্চ ২০১৯[১৪] ২০১৮-১৯ অস্ট্রেলিয়া অঞ্চলে ট্রেভর সাইক্লোনের কারণে [১৫] নির্ধারতি খেলা সুচীর প্রথম দুটি খেলা মাঠে গড়াতে ব্যর্থ হয় ভেজা মাঠের কারণে। তাই খেলা সূচীকে পুনঃসংশোধন করা হয়।[১৬] উদ্বোধনী দিনের খেলা সুচীতে পাপুয়া নিউ গিনি তাদের দুটি খেলাতেই বিশাল ব্যবধানে জয় লাভ করে। [১৭] শেষ দুই খেলার পূর্ব পাপুয়া নিউ গিনি ও ভানুয়াটু উভয়েই ফিলিপাইনকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার প্রতিদ্বন্ধিতায় ছিল। [১৮] কিন্তু শেষ দিনের সুচীতে পাপুয়া নিউ গিনি গ্রুপ বিজেতা হিসাবে ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে অগ্রসর হয়ে যায়। অপরদিকে ফিলিপাইনের কাছে হেরে ভানুয়াটু বিদায় নেয়।[১৯] ভানুয়াটুর নালিন নিপিকো টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।[২০]

আইসিসি টি২০ বিশ্বকাপ পূর্ব এশিয়া-মহাসাগরীয় অঞ্চল ফাইনাল বাছাইপর্ব
তারিখ২২ – ২৪ মার্চ ২০১৯
তত্ত্বাবধায়কআইসিসি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক  পাপুয়া নিউ গিনি
বিজয়ী  পাপুয়া নিউগিনি
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়  নালিন নিপিকো
সর্বাধিক রান সংগ্রহকারী  টনি উড়া (২৪৩)
সর্বাধিক উইকেটধারী  লেগা সিয়াকা (৭)
যোগ্য দল
গ্রুপ এ   পাপুয়া নিউগিনি[৫]
  ভানুয়াতু[৬]
গ্রুপ বি   ফিলিপাইন [৭]

পয়েন্ট টেবিল সম্পাদনা

দল[২১]
খে হা ড্র ফহ এনআরআর অবস্থা
  পাপুয়া নিউগিনি (H,Q) +৫.৪৯৯ ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্বএ অগ্রসর।
  ফিলিপাইন –৪.১৩৩
  ভানুয়াতু –১.০৬৩

(H) আয়োজক, (Q) যোগ্যতা অর্জন করেছে।


আঞ্চলিক ফাইনাল সূচী সম্পাদনা

২২ মার্চ ২০১৯
০৯:৩০
পাপুয়া নিউগিনি  
২১৬/৪ (২০ ওভার)
বনাম
  ফিলিপাইন
৮৩/৮ (২০ ওভার)
আসাদ বালা ৬৮ (৩৯)
জনাথান হিল ২/২৭ (৩ ওভার)
হায়দার কিয়ানি ১৩ (১৭)
চাদ সপার ২/৬ (২ ওভার)
পাপুয়া নিউ গিনি ১৩৩ রানে বিজয়ী
আমিনি পার্ক, পোর্ট মোর্সবি
আম্পায়ার: সিমন ফ্রাই (Aus) এবং বিশ্বনাদান কালিদাস (Mas)
ম্যাচ সেরা খেলোয়াড়: আসাদ বালা (PNG)
  • ফিলিপাইন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • কিপলিন দরিগা, জেসন কিলা, দামিয়েন রাভু (PNG), মাছান্দা বিদ্যাপ্পা, রিচার্ড গডউইন, জনাথান হিল, হায়দার কিয়ানি, রুচির মহাজন, কারওয়েং নাং, গ্রান্ট রুস, কুলদীপ সিং, সুরিন্দার সিং, দানিয়েল স্মিথ, হেনরী টেলর এবং (Phi) সকলেই টি২০আই-এর অভিষেক করে।

২২ মার্চ ২০১৯
১৩:৪৫
স্কোরকার্ড
ভানুয়াতু  
১২৪/৬ (২০ ওভার)
বনাম
  পাপুয়া নিউগিনি
১২৫/২ (১৫.২ ওভার)
নালিন নিপিকো ৫৩ (৫৫)
লেগা সাইকা ২/৭ (২ ওভার)
টনি উড়া ৬৫ (৩৭)
উইলিয়ামসিং নালিসা ১/২৯ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ৮ উইকেটে বিজয়ী
আমিনি পার্ক, পোর্ট মোর্সবি
আম্পায়ার: তাবারাক দার (HK) এবং সিমন ফ্রাই (Aus)
ম্যাচ সেরা খেলোয়াড়: টনি উড়া (PNG)
  • ভানুয়াটু টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ক্যালুম ব্লাক, জেলানি চিলিয়া, জনাথন ডুন, গিলমৌর কলটুঙ্গা, এন্ড্রো মানসালে, উইলিয়ামসিং নালিসা, নালিন নিপিকো, সিম্পসন ওবেড, জসুয়া রাসু, রোনাল্ড টারি এবং জামাল ভিরা (Van) সকলেই টি২০আই তে অভিষেক করে।

২৩ মার্চ ২০১৯
০৯:৩০
স্কোরকার্ড
ভানুয়াতু  
১৫৬/৬ (২০ ওভার)
বনাম
  ফিলিপাইন
৯৩/৭ (২০ ওভার)
নালিন নিপিকো ৬২ (৫৭)
সুরিন্দার সিং ৩/৩২ (৪ ওভার)
মাছান্দা বিদ্যাপ্পা ২২* (২২)
নালিন নিপিকো ২/১৬ (৩ ওভার)
ভানুয়াটু ৬৩ রানে বিজয়ী
আমিনি পার্ক, পোর্ট মোর্সবি
আম্পায়ার: তাবারাক দার (HK) এবং আলু কাপা (PNG)
  • ভানুয়াটু টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জেসন লং (Phi) টি২০আই অভিষেক করে।

২৩ মার্চ ২০১৯
১৩:৪৫
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি  
২০৫/২ (২০ ওভার)
বনাম
  ফিলিপাইন
১১/২ (২ ওভার)
টনি উড়া ১০৭* (৬০)
জেসন লং ১/২৬ (২ ওভার)
ড্যানিয়েল স্মিথ ৫* (৪)
সীসী বাউ ২/৪ (১ ওভার)
ফলাফল হয়নি
আমিনি পার্ক, পোর্ট মোর্সবি
আম্পায়ার: বিশ্বনন্দ কালীদাস (Mas) এবং আলু কাপা (PNG)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ফিলিপাইনের ইনিংস বাধাগ্রস্থ হয় ও খেলা বন্ধ হয়ে যায়।
  • বিমল কুমার (Phi) টি২০আই অভিষেক ঘটে।
  • টনি উড়া পাপুয়া নিউ গিনির প্রথম সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান হয়।[২২]

২৪ মার্চ ২০১৯
০৯:৩০
স্কোরকার্ড
ফিলিপাইন  
৪৬/৩ (৫ ওভার)
বনাম
  ভানুয়াতু
৩৬/২ (৫ ওভার)
ড্যানিয়েল স্মিথ ২২ (১৫)
নালিন নিপিকো ৩/১৬ (২ ওভার)
জসুয়া রাসু ২৪ (১৯)
ড্যানিয়েল স্মিত ১/৮ (২ ওভার)
ফিলিপাইন ১০ রানে বিজয়ী।
আমিনি পার্ক, পোর্ট মোর্সবি
আম্পায়ার: সিমন ফ্রাই (Aus) এবং আলু কাপা (PNG)
ম্যাচ সেরা খেলোয়াড়: ড্যানিয়েল স্মিথ (Phi)
  • ভানুয়াটু টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে খেলাকে উভয় দলের জন্য ৫ ওভারে নিয়ে আসা হয়।
  • যেচারিয়া শেম এবং ক্লেমেন্ট টমি (Van) উভয়েই টি২০আই অভিষেক করে।

২৪ মার্চ ২০১৯
১৩:৪৫
স্কোরকার্ড
ভানুয়াতু  
৫৬/৮ (১৩ ওভার)
বনাম
  পাপুয়া নিউগিনি
৬০/০ (৩ ওভার)
এন্ড্রো মানসালে ১০ (১১)
লেগা সিয়াকা ৩/১৬ (৩ ওভার)
নরমান ভানুয়া ২৯* (১০)
পাপুয়া নিউ গিনি ১০ উইকেটে বিজয়ী
আমিনি পার্ক, পোর্ট মোর্সবি
আম্পায়ার: তাবারাক দার (HK) এবং বিশ্বানন্দ কালিদাস (Mas)
ম্যাচ সেরা খেলোয়াড়: লেগা সিয়াকা (PNG)
  • ভানুয়াটু টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে খেলা ১৩ ওভারে কমিয়ে আনা হয়।
  • ওয়েসলী ভাইরালিলিউ টি২০আই এ অভিষেক করে।

টীকা সম্পাদনা

  1. জাম্বিয়া মুলত আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে খেলার জন্য নির্ধারিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে দলের অন্তর্ভুক্তি তুলে নেয়।
  2. সংযুক্ত আরব আমিরাত সাধারণত এশিয়া অঞ্চলের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে, কিন্তু পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে বাছাই প্রতিযোগিতার মূল পর্বে অগ্রসর হয়ে যায় আয়োজক হিসাবে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The road to 2020 World T20 begin in Argentina"Cricbuzz। ২৬ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "The journey to the men's ICC World T20 Australia 2020 set to begin in Argentina"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৬ 
  3. "All T20I matches to get international status"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৮ 
  4. "Fiji to host men's ICC World T20 Regional Qualifier as journey to Australia 2020 continues"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৮ 
  5. "Barras for next round of World T20 Qualifiers"Post Courier। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৮ 
  6. "Cricket Fiji loses final match to Samoa"The Fiji Times। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮ 
  7. "Philippines Wins Cricket World Cup Qualifier Event, Making History"PhilBoxing। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮ 
  8. "First Ever ICC Tournament to Get Underway in the Philippines"Cricket World। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৮ 
  9. "With the World Cup qualifier, cricket aims for recognition"Manila Bulletin। ২৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮ 
  10. "Papua New Guinea Beat Vanuatu by 10 Wickets, Chase Down Target in Three Overs to Seal a Spot in 2019 ICC Men's T20 World Cup Qualifier"Latest LY। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯ 
  11. "Squads and fixtures announced for 2020 ICC World T20 - EAP Group 'A' 2018"International Cricket Council। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৮ 
  12. "Cricket, anyone? Philippines to host World Cup qualifier"Rappler.com। ১২ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮ 
  13. "Schedule announced for World T20 East Asia-Pacific Group B qualifiers in Philippines"Czarsportz। ২৩ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮ 
  14. "Squads and fixtures announced for 2020 ICC Men's T20 World Cup EAP Final 2019"Cricket World। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৯ 
  15. "Sport: Cyclone delays start of cricket qualifiers in PNG"Radio NZ। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৯ 
  16. @Cricket_PNG (১৯ মার্চ ২০১৯)। "Matches will not be played as scheduled due to weather conditions. Watch this space for more info on the renewed schedule of the EAP T20 Qualifier in Port Moresby." (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  17. "Papua New Guinea win opening two matches at ICC World Twenty20 East Asia-Pacific regional finals"Inside the Games। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৯ 
  18. "Victory to Vanuatu and a rain affected match sees the final come down to the last day"Cricket World। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৯ 
  19. "PNG take out the cup, as Philippines get their first win on the last day"Cricket World। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯ 
  20. "PNG qualify for the ICC Men's T20 World Cup Qualifier 2019"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯ 
  21. "ICC World Twenty20 East Asia-Pacific Region Final 2019"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯ 
  22. "Vanuatu record first victory at ICC World Twenty20 East Asia-Pacific regional finals"Inside the Games। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা