৩৪তম বাচসাস পুরস্কার
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কারের আসর
৩৪তম বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের চৌত্রিশতম আয়োজন। ২০১২ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।[১][২][৩] রানওয়ে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ৭টি বিভাগে পুরস্কার অর্জন করে।[৪]
৩৪তম বাচসাস পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০১২ সালে চলচ্চিত্রশিল্পে অনন্য অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
আয়োজক | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
ঘোষণা | ২৮ ডিসেম্বর ২০১৪ | |||
প্রদান | ২৭ ডিসেম্বর ২০১৪ | |||
স্থান | ইনডোর স্টেডিয়াম, মিরপুর ঢাকা, বাংলাদেশ | |||
উপস্থাপক | ফেরদৌস আহমেদ ফারজানা ব্রাউনিয়া সামিয়া আফরিন | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | রানওয়ে | |||
শ্রেষ্ঠ অভিনেতা | মাসুদ আখন্দ পিতা | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | ববিতা খোদার পরে মা | |||
সর্বাধিক পুরস্কার | রানওয়ে (৭টি) | |||
|
বিজয়ীদের তালিকা
সম্পাদনাবিভাগ | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ (প্রযোজক) | রানওয়ে |
শ্রেষ্ঠ পরিচালক | তারেক মাসুদ | রানওয়ে |
শ্রেষ্ঠ অভিনেতা | মাসুদ আখন্দ | পিতা |
শ্রেষ্ঠ অভিনেত্রী | ববিতা | খোদার পরে মা |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | অমিত হাসান | ভালোবাসার রঙ |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | জান্নাতুল ফেরদৌস পিয়া | চোরাবালি |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | আলী আকরাম শুভ | খোদার পরে মা |
শ্রেষ্ঠ গীতিকার | মুন্সী ওয়াদুদ | রাজা সূর্য খাঁ (গান - "ফুলের মতো একটা জীবন") |
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | এস আই টুটুল | জীবনেও তুমি মরণেও তুমি (গান - "তোমার জন্যে পৃথিবী") |
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী | রুনা লায়লা | রাজা সূর্য খাঁ (গান - "ফুলের মতো একটা জীবন") |
শ্রেষ্ঠ কাহিনিকার | রেদওয়ান রনি | চোরাবালি |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | তারেক মাসুদ | রানওয়ে |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | আবদুল্লাহ জহির বাবু | ভালোবাসার রঙ |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | মিশুক মুনীর | রানওয়ে |
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক | ক্যাথরিন মাসুদ | রানওয়ে |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | শহীদ হাসান মিঠু | রানওয়ে |
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | মাশরুর রহমান | রানওয়ে |
জুরি বোর্ড
সম্পাদনাপুরস্কারটির জন্য জুরি বোর্ডের সদস্যরা হচ্ছেন দুলাল খান, চিন্ময়ী মুতসুদ্দি, আলিমুদ্দিন, শামীম আলম, দীপন, মাহমুদা চৌধুরী, হিরেন দে, আনোয়ারুল কবির বুলু, ইরফানুল হক নাহিদ, ইমরুল শহীদ, ফরিদ বাশার, মইনুল হক ভূঁইয়া, রশীদুল আমিন হলি, রাশেদ রাইন, লিটন রহমান, তাপস বিশ্বাস, বসীর জামাল, গিয়াস আহমেদ, সৌমিক হাসান সোহাগ, সৈয়দ সাঈদ ও আহমেদ তুহিন।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পাঁচ বছরের বাচসাস পুরস্কার ঘোষণা"। দৈনিক ইত্তেফাক। ২৮ ডিসেম্বর ২০১৪। ১৪ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- ↑ "চলচ্চিত্র অঙ্গনের পাঁচ বছরের পুরস্কার প্রদান বাচসাসের"। দৈনিক ভোরের কাগজ। ২৮ ডিসেম্বর ২০১৪। ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- ↑ "জমকালো আয়োজনে বাচসাস পুরস্কার প্রদান"। দৈনিক মানবজমিন। ২৯ ডিসেম্বর ২০১৪। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- ↑ "পাঁচ বছরের বাচসাস পুরস্কার পাচ্ছেন যারা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।