২০২৩ ক্রিকেট বিশ্বকাপ নকআউট পর্ব

টুর্নামেন্টের সূচি ঘোষণার সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানায় যে স্বাগতিক ভারত নকআউট পর্বে উত্তীর্ণ হলে তাদের সেমিফাইনাল ম্যাচটি মুম্বইয়ে অনুষ্ঠিত হবে, তবে ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ পাকিস্তান হলে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতায়[১]

যোগ্যতা সম্পাদনা

স্বাগতিক ভারত প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে , যেখানে তারা শ্রীলঙ্কার বিপক্ষে ৩০২ রানের বিশাল জয় পায় এবং বিশ্বকাপে তাদের টানা সপ্তম জয়।[২] ৪ নভেম্বর পাকিস্তান নিউজিল্যান্ডকে পরাজিত করার পর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে এবং সেই জয়ের মাধ্যমে পাকিস্তান তাদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে।[৩] ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারিয়ে ভারত সেমিফাইনালিস্টদের মধ্যে শীর্ষস্থান নিশ্চিত করে 8 ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে কারণ অন্য কোনও দল বাকি ম্যাচে ভারতের মতো পয়েন্ট সংগ্রহ করতে পারবে না।[৪] ৭ নভেম্বর আফগানিস্তানকে পরাজিত করে অস্ট্রেলিয়া তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলবে।

বন্ধনী সম্পাদনা

  সেমিফাইনাল ফাইনাল
                 
   ভারত ৩৯৭/৪ (৫০ ওভার)  
   নিউজিল্যান্ড ৩২৭ (৪৮.৫ ওভার)  
    সফও১    ভারত ২৪০ (৫০ ওভার)
  সফও২    অস্ট্রেলিয়া ২৪১/৪ (৪৩ ওভার)
   দক্ষিণ আফ্রিকা ২১২ (৪৯.৪ ওভার)
   অস্ট্রেলিয়া ২১৫/৭ (৪৭.২ ওভার)  

সেমিফাইনাল সম্পাদনা

১ম সেমিফাইনাল সম্পাদনা

১৫ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
ভারত  
৩৯৭/৪ (৫০ ওভার)
  নিউজিল্যান্ড
৩২৭ (৪৮.৫ ওভার)
বিরাট কোহলি ১১৭ (১১৩)
টিম সাউদি ৩/১০০ (১০ ওভার)
ড্যারিল মিচেল ১৩৪ (১১৯)
মোহাম্মদ শামি ৭/৫৭ (৯.৫ ওভার)

২য় সেমিফাইনাল সম্পাদনা

১৬ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
দক্ষিণ আফ্রিকা  
২১২ (৪৯.৪ ওভার)
  অস্ট্রেলিয়া
২১৫/৭ (৪৭.২ ওভার)
ডেভিড মিলার ১০১ (১১৬)
মিচেল স্টার্ক ৩/৩৪ (১০ ওভার)
ট্রাভিস হেড ৬২ (৪৮)
তাব্রাইজ শামসী ২/৪১ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড) ও নিতিন মেনন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) বিশ্বকাপের নকআউট ম্যাচে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে শতক করেন।
  • ফলস্বরূপ, অস্ট্রেলিয়া ১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালের পর অষ্টমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
  • কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) তার শেষ ওডিআই খেলেছিলেন।

ফাইনাল সম্পাদনা

১৯ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
ভারত  
২৪০ (৫০ ওভার)
  অস্ট্রেলিয়া
২৪১/৪ (৪৩ ওভার)
লোকেশ রাহুল ৬৬ (১০৭)
মিচেল স্টার্ক ৩/৫৫ (১০ ওভার)
ট্রাভিস হেড ১৩৭ (১২০)
জসপ্রীত বুমরাহ ২/৪৩ (৯ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রেকর্ড অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতেছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ICC Men's Cricket World Cup 2023 schedule announced"www.icc-cricket.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩ 
  2. "Who are best-placed to join India in the semi-finals?"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৩ 
  3. "Fabulous Fakhar pulls off stunning chase to keep Pakistan alive"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩ 
  4. "Jadeja razes South Africa for 83 after Kohli scores 49th ODI ton"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ৫ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৩ 
  5. "Sensational Virat Kohli Surpasses Sachin Tendulkar With Record-Breaking 50th ODI Ton"The Times of India। ১৫ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২৩ 
  6. "World Cup 2023: Mohammed Shami plays 100th ODI in high-voltage semi-final against New Zealand"India Today। ১৫ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২৩ 
  7. "ODI World Cup 2023: India pacer Mohammed Shami reveals why he felt TERRIBLE despite seven wickets vs NZ"WION (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৩ 
  8. "Mohammed Shami becomes fastest to 50 wickets in ODI World Cup history"Times of India। ১৫ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা