২০২৩ ক্রিকেট বিশ্বকাপ

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পূর্ব নির্ধারিত ক্রীড়া হিসেবে স্বাগতিক ভারতে অনুষ্ঠিত হবে।[১][২]ক্রিকেট প্রতিযোগিতাটি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ত্রয়োদশ আসররূপে পরিচিত পাবে। এর ফলে ভারত চতুর্থবারের মতো ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক হবার সৌভাগ্য লাভ করবে।[৩] এছাড়াও, দেশটি প্রথমবারের মতো এককভাবে ক্রিকেট প্রতিযোগিতাটি পরিচালনা করবে। এর পূর্বে ১৯৮৭ সালে পাকিস্তানের সাথে, ১৯৯৬ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং ২০১১ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাথে যৌথভাবে বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করেছিল।

২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ
২০২৩ ক্রিকেট বিশ্বকাপের লোগো.png
অফিসিয়াল লোগো
তারিখ৫ অক্টোবর ২০২৩ – ১৯ নভেম্বর ২০২৩
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিননক-আউট
আয়োজক ভারত
অংশগ্রহণকারী দলসংখ্যা১০
খেলার সংখ্যা৪৮
আনুষ্ঠানিক ওয়েবসাইটক্রিকেট বিশ্বকাপ

যোগ্যতা

২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে ১৪-দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলেও ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপ প্রতিযোগিতা ১০-দলের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় আট দল স্বয়ংক্রিয়ভাবে খেলার যোগ্যতা অর্জন করবে। বাকী দুইটি স্থানের জন্য বাছাইপর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নির্ধারিত হবে। আইসিসির সহযোগী ও অনুমোদনলাভকারী প্রত্যেক সদস্যের জন্য উন্মুক্ত থাকবে। এরফলে বিশ্বকাপে শুধুমাত্র টেস্টভূক্ত দেশগুলোর জন্যই নির্ধারিত থাকবে না।[৪]

২০২৩ বিশ্বকাপের জন্য, ১২টি পূর্ণ সদস্য দল ও নেদারল্যান্ডস সহ মোট ১৩টি দলের মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ সুপার লীগ প্রতিযোগিতার সেরা ৭টি দল ও আয়োজক ভারত সহ আটটি দল স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করবে।[৫] বাকী পাঁচটি দল, লীগ ২, চ্যালেঞ্জ লীগপ্লে-অফ লীগ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত[৬][৭] অপর পাঁচটি সহযোগী সদস্য দল মিলে খেলবে বিশ্বকাপ বাছাইপর্ব। বাছাইপর্বের শীর্ষ দুটি দল অগ্রসর হবে চূড়ান্ত প্রতিযোগিতায়।[৮]

যোগ্যতার ধরন তারিখ মাঠ অবস্থান যোগ্য দল
আয়োজক   ভারত
২০২০-২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লীগ ৩০ জুলাই ২০২০ – ৩১ মার্চ ২০২৩ বিভিন্ন   আফগানিস্তান
  অস্ট্রেলিয়া
  বাংলাদেশ
  ইংল্যান্ড
  পাকিস্তান
  নিউজিল্যান্ড
  দক্ষিণ আফ্রিকা
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব ১৮ জুন – ৯ জুলাই ২০২৩   জিম্বাবুয়ে নির্ধারিত হয়নি
মোট ১০

লিগ পর্ব

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  আফগানিস্তান
  অস্ট্রেলিয়া
  বাংলাদেশ
  ইংল্যান্ড
  ভারত (H)
  নিউজিল্যান্ড
  পাকিস্তান
  দক্ষিণ আফ্রিকা
TBD
১০ TBD
অজানা তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস:[তথ্যসূত্র প্রয়োজন]
(H) স্বাগতিক।

     নক-আউট পর্বে উত্তীর্ণ

সূচি

ফাইনাল

বিশ্বকাপ এর ফাইনাল ম্যাচ নরেন্দ্র মোদী স্টেডিয়াম (পূর্বনাম: সরদার প্যাটেল স্টেডিয়াম)-এ অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে।[৯]

তথ্যসূত্র

  1. "Test Championship to replace Champions Trophy"espncricinfo। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২৯ 
  2. "India to host 2016 World T20, 2023 World Cup"Khaleej Times। ২০১৪-০২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-৩০ 
  3. "India to Host 2023 ICC Cricket World Cup, N Srinivasan Confirms"। GalaxyReporter.com। ১০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৩ 
  4. "ICC Executive Board approves 14-team format for ICC Cricket World Cup 2015"। ২৮ জুন ২০১১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "New qualification pathway for ICC Men's Cricket World Cup approved"International Cricket Council। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৯ 
  6. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৯ 
  7. "The road to World Cup 2023: how teams can secure qualification, from rank No. 1 to 32"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৯ 
  8. "New cricket calendar aims to give all formats more context"ESPN Cricinfo। ৪ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৭ 
  9. "Final Hosting"