২০২২ ভারত পুরুষ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর
ভারত পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুলাই ও আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে।[১][২] সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলা হয়।[৩][৪] ২০২২ সালের ১ জুন সফরের বিস্তারিত সূচি নিশ্চিত করা হয়।[৫][৬]
২০২২ ভারত পুরুষ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর | |||
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | ভারত | ||
তারিখ | ২২ জুলাই ২০২২ – ৭ আগস্ট ২০২২ | ||
অধিনায়ক | নিকোলাস পুরান |
শিখর ধাওয়ান (ওডিআই) রোহিত শর্মা (টি২০আই) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | শেই হোপ (১৪৪) | শুভমান গিল (২০৫) | |
সর্বাধিক উইকেট | আলজারি জোসেফ (৪) |
শার্দুল ঠাকুর (৭) যুজবেন্দ্র চাহাল (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | শুভমান গিল (ভারত) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে ভারত ৪–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | শিমরন হেটমায়ার (১১৫) | সূর্যকুমার যাদব (১৩৫) | |
সর্বাধিক উইকেট | ওবেদ ম্যাককয় (৯) | রবি বিষ্ণোই (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | অর্শদীপ সিং (ভারত) |
ওডিআই সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয়।[৭] টি২০আই সিরিজে ভারত ৪–১ ব্যবধানে জয়লাভ করে।[৮]
দলীয় সদস্য
সম্পাদনাওয়েস্ট ইন্ডিজের ওডিআই দলে রোমারিও শেফার্ড ও হেইডেন রশিদি ওয়ালশকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৩] ওডিআই সিরিজের আগে জেসন হোল্ডারের দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ওডিআই দলে রোমারিও শেফার্ডকে যুক্ত করা হয়।[১৪] হাঁটুর চোটের কারণে ভারতের রবীন্দ্র জাদেজা প্রথম দুটি ওডিআই ম্যাচ খেলতে অসমর্থ বলে গণ্য হন,[১৫] যে কারণে শ্রেয়াস আইয়ারকে ভারতের ওডিআই দলের সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়।[১৬] প্রথম ওডিআই খেলার সময় গুডাকেশ মোতি চোট পাওয়ায় হেইডেন রশিদি ওয়ালশকে ওয়েস্ট ইন্ডিজের ওডিআই দলে যোগ করা হয়।[১৭] চোট থেকে সেরে না ওঠায় রবীন্দ্র জাদেজা শেষ ওডিআই ম্যাচের ভারত দল থেকেও ছিটকে যান।[১৮] টি২০আই সিরিজ শুরুর আগে ভারতের টি২০আই দল থেকে লোকেশ রাহুল ছিটকে যান।[১৯] তাঁর পরিবর্তে সঞ্জু স্যামসনকে ভারতের টি২০আই দলে যোগ করা হয়।[২০] চতুর্থ টি২০আই ম্যাচ চলার সময় সিরিজের কোনও ম্যাচ না খেলা হর্ষল প্যাটেল পাঁজরের চোটের কারণে ভারত দল থেকে ছিটকে যান।[২১]
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
শিখর ধাওয়ান ৯৭ (৯৯)
গুডাকেশ মোতি ২/৫৪ (১০ ওভার) |
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
২য় ওডিআই
সম্পাদনা৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
- ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৩৬ ওভারে ও দ্বিতীয় ইনিংসে ৩৫ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ৩৫ ওভারে ২৫৭ নির্ধারণ করা হয়।
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনাব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
সম্পাদনাব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
৩য় টি২০আই
সম্পাদনাব
|
||
- ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৪র্থ টি২০আই
সম্পাদনাব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৫ম টি২০আই
সম্পাদনাব
|
||
- ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "India set to play two T20Is vs WI in US"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- ↑ "India to play two T20Is against West Indies in USA during the Caribbean tour"। ক্রিকট্র্যাকার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- ↑ "India tour of West Indies to begin on July 22"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০২২।
- ↑ "India tour of West Indies: India's West Indies tour will begin on July 22, EIGHT matches to be played across Caribbean and USA – Check Full Schedule"। ইনসাইড স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০২২।
- ↑ "CWI brings the hottest "summer of cricket" with visits by Bangladesh, India and New Zealand"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২।
- ↑ "India to tour WI and USA for white-ball series in July-August"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২।
- ↑ "Gill, Dhawan and Chahal power India to 3-0 sweep"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২।
- ↑ "Axar, Bishnoi and Kuldeep share all ten wickets as India go 4-1 with commanding win"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২।
- ↑ "Jason Holder returns to West Indies squad for ODI series against India"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২২।
- ↑ "Hetmyer returns to West Indies squad for T20Is against India and New Zealand"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২।
- ↑ "Shikhar Dhawan to lead India in West Indies ODIs"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২২।
- ↑ "Kohli, Bumrah, Chahal rested for T20Is in West Indies; Kuldeep, Ashwin return"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২২।
- ↑ "West Indies name 13-player squad for CG United ODI Series against India in Trinidad"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২২।
- ↑ "WI vs IND | 1st ODI | Jason Holder tests positive for COVID-19"। ওয়ানক্রিকেট (ইংরেজি ভাষায়)। ২৩ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২২।
- ↑ "Ravindra Jadeja ruled out of first two ODIs against West Indies"। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২২।
- ↑ "IND vs WI 1st ODI: Team India name new vice-captain as Ravindra Jadeja misses out"। জি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২২।
- ↑ "West Indies win toss and batting vs India in 2nd ODI"। নেশননিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২।
- ↑ "Ravindra Jadeja 'not 100 percent fit', ruled out of India vs West Indies 3rd ODI"। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২।
- ↑ "Rahul set to miss T20I leg of West Indies tour too"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২।
- ↑ "Sanju Samson replaces KL Rahul for West Indies T20Is"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২।
- ↑ "Rib injury rules Harshal Patel out of remainder of West Indies T20I series"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২।