২০২২ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব

আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট

২০২২ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।[১][২] দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী সর্বশেষ দুটি দল নির্ধারণের উদ্দেশ্যে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।[৩][৪]

২০২২ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব
তারিখ১৮ সেপ্টেম্বর ২০২২ – ২৫ সেপ্টেম্বর ২০২২
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিনপ্লেঅফ
আয়োজক সংযুক্ত আরব আমিরাত
বিজয়ী বাংলাদেশ
রানার-আপ আয়ারল্যান্ড
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২০
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়বাংলাদেশ নিগার সুলতানা জ্যোতি
সর্বাধিক রান সংগ্রহকারীপাপুয়া নিউগিনি তানিয়া রুমা (১৯৮)
সর্বাধিক উইকেটধারীজিম্বাবুয়ে কেলিস ন্দ্‌লোভু (১১)

টুর্নামেন্টের সেমিফাইনালে জয়ী হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করে আয়ারল্যান্ডবাংলাদেশ[৫][৬] ফাইনাল ম্যাচে আয়ারল্যান্ডকে পরাজিত করে বিজয়ী হয় বাংলাদেশ।[৭]

যোগ্যতা অর্জন সম্পাদনা

২০২০ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৩ সালের বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া নিশ্চিত করে।[৮] পাঁচটি আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে সম্পূর্ণ বাছাই প্রক্রিয়ায় মোট ৩৭টি দলের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।[৯] বাছাইপর্ব টুর্নামেন্টটিতে আঞ্চলিক বাছাইপর্বসমূহের বিজয়ীদের সঙ্গে উত্তীর্ণ হয় ২০২০ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে ২০২১ সালের ৩০ নভেম্বর তারিখে আইসিসি নারী টি২০আই র‍্যাংকিং অনুযায়ী সর্বনিম্ন অবস্থানে থাকা দুই দল ও আঞ্চলিক বাছাইপর্বে বিজয়ী না হতে পারা দলসমূহের মধ্যে র‍্যাংকিং-এ সর্বোচ্চ অবস্থানে থাকা দল।[৩]

২০২১ সালের ৩০ আগস্ট আইসিসি কোভিড-১৯ মহামারির কারণে পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্ব বাতিল হওয়ার কথা জানায়।[১০] এ কারণে পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দলগুলোর মধ্য থেকে ২০২১ সালের ৩০ নভেম্বর তারিখে র‍্যাংকিং অনুযায়ী সর্বোচ্চ অবস্থানে থাকা দল বাছাইপর্বে অগ্রসর হয়।[১১]

উত্তরণের যোগ্যতা তারিখ আয়োজনস্থল আসন উত্তীর্ণ দল
স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ
২০২০ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ ৩০ নভেম্বর ২০২১   অস্ট্রেলিয়া   বাংলাদেশ
  থাইল্যান্ড
আঞ্চলিক বাছাইপর্ব থেকে উত্তীর্ণ
ইউরোপ ২৬ আগস্ট ২০২১ – ৩০ আগস্ট ২০২১   স্পেন   স্কটল্যান্ড[১২]
পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল   সামোয়া   পাপুয়া নিউগিনি
আফ্রিকা ৯ সেপ্টেম্বর ২০২১ – ১৯ সেপ্টেম্বর ২০২১   বতসোয়ানা   জিম্বাবুয়ে[১৩]
আমেরিকা ১৮ অক্টোবর ২০২১ – ২৫ অক্টোবর ২০২১   মেক্সিকো   মার্কিন যুক্তরাষ্ট্র[১৪]
এশিয়া ২২ নভেম্বর ২০২১ – ২৮ নভেম্বর ২০২১   সংযুক্ত আরব আমিরাত   সংযুক্ত আরব আমিরাত[১৫]
র‍্যাংকিং-এ এগিয়ে থাকায় উত্তীর্ণ
আইসিসি নারী টি২০আই র‍্যাংকিং ৩০ নভেম্বর ২০২১   আয়ারল্যান্ড
মোট

দলীয় সদস্য সম্পাদনা

  আয়ারল্যান্ড[১৬]   জিম্বাবুয়ে[১৭]   থাইল্যান্ড[১৮]   পাপুয়া নিউগিনি[১৯]   বাংলাদেশ[২০]   মার্কিন যুক্তরাষ্ট্র[২১]   সংযুক্ত আরব আমিরাত[২২]   স্কটল্যান্ড[২৩]
  • ম্যারি-অ্যান মুসোন্দা (অধি.)
  • অড্রে মাজভিশায়া
  • এস্থার ম্বোফানা
  • কেলিস ন্দ্‌লোভু
  • ক্রিস্টাবেল চাতোনজোয়া
  • চিপো মুগেরি
  • জোসেফিন ন্‌কোমো
  • নোমভেলো সিবান্দা
  • পেলায়িয়া মুজাজি (উই.)
  • প্রেশাস মারাংগে
  • ফ্রান্সিসকা চিপারে
  • মোডস্টার মুপাচিকোয়া (উই.)
  • লরিন ৎশুমা
  • লরিন পিরি
  • শার্ন মেয়ারস
  • সিন্ধু অশোক (অধি.) (উই.)
  • গীতিকা কোডালি (সহ-অধি.)
  • আনিকা কোলান (উই.)
  • ঈশানী বাগেলা
  • গার্গী ভোগলে
  • তারান্নুম চোপড়া
  • দিশা ধিংরা
  • প্রীতি আইয়াংগার
  • ভূমিকা ভদ্রীরাজু
  • মহিকা কন্দনালা
  • মোক্ষা চৌধুরী
  • যশাদিতি তেকি
  • রিতু সিং
  • লিসা রামজিত
  • সাই তন্ময়ী এয্যুণ্ণি
  • সুহানি তদনী
  • স্নিগ্ধা পাল
  • ছায়া মুঘল (অধি.) (উই.)
  • ইন্দুজা নন্দকুমার
  • ইশা রোহিত (উই.)
  • কবিশা কুমারী
  • খুশি শর্মা
  • তীর্থ সতীশ (উই.)
  • নাতাশা চেরিয়াথ
  • প্রিয়াঞ্জলি জৈন (উই.)
  • বৈষ্ণবী মহেশ
  • রিনিতা রজিত
  • রীতিকা রজিত
  • লাবণ্য কেনি
  • সামাইরা ধরণীধরকা
  • সিয়া গোখালে
  • সুরক্ষা কোট্টে

আঙুলে চোট পেয়ে গার্গী ভোগলে মার্কিন যুক্তরাষ্ট্র দল থেকে ছিটকে গেলে তাঁর বদলি হিসেবে মহিকা কন্দনালাকে দলে যোগ করা হয়।[২৪] পরবর্তীতে মোক্ষা চৌধুরীও মার্কিন যুক্তরাষ্ট্র দল থেকে ছিটকে গেলে সাই তন্ময়ী এয্যুণ্ণিকে দলে যোগ করা হয়।[২৫] বাংলাদেশ দল থেকে জাহানারা আলমফারজানা হক ছিটকে গেলে তাঁদের পরিবর্তে ফারিহা ইসলাম তৃষ্ণাসোহেলী আক্তারকে দলে যোগ করা হয়।[২৬]

প্রস্তুতিমূলক ম্যাচ সম্পাদনা

১৬ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
১৪১/৮ (২০ ওভার)
  পাপুয়া নিউগিনি
১০৪/৫ (২০ ওভার)
অ্যামি হান্টার ৪৫ (৩৭)
কাইয়া আরুয়া ২/২৩ (৪ ওভার)
সিবোনা জিমি ২২ (২৪)
আরলিন কেলি ২/১৮ (৪ ওভার)
আয়ারল্যান্ড ৩৭ রানে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যামি হান্টার (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড  
১৬৮/৫ (২০ ওভার)
  মার্কিন যুক্তরাষ্ট্র
১০৪/৫ (২০ ওভার)
নঋমল চৈবৈ ৪২* (৪১)
দিশা ধিংরা ১/১২ (২ ওভার)
দিশা ধিংরা ৫৫ (৫১)
অর্ণিজা কাংজম্ভূ ২/১৪ (৪ ওভার)
  • থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ সেপ্টেম্বর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
জিম্বাবুয়ে  
৯৪ (১৯.২ ওভার)
  স্কটল্যান্ড
৮৫ (১৮ ওভার)
ম্যারি-অ্যান মুসোন্দা ৩০ (২৯)
সাসকিয়া হোরলি ২/৪ (২ ওভার)
প্রিয়ানাজ চ্যাটার্জি ৩২ (৩১)
কেলিস ন্দ্‌লোভু ৬/১৬ (৪ ওভার)
জিম্বাবুয়ে ৯ রানে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: নারায়ণন জননী (ভারত) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেলিস ন্দ্‌লোভু (জিম্বাবুয়ে)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ সেপ্টেম্বর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ  
১২৪/৫ (২০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
৭০/৯ (২০ ওভার)
সোবহানা মোস্তারি ৩৯ (৩২)
খুশি শর্মা ২/২১ (৪ ওভার)
তীর্থ সতীশ ১৯ (২১)
লতা মণ্ডল ৫/৫ (৩ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  বাংলাদেশ +২.০০১
  আয়ারল্যান্ড +০.৯২৫
  স্কটল্যান্ড +০.৩৩৮
  মার্কিন যুক্তরাষ্ট্র −৩.০৬৪

     প্লেঅফে উত্তীর্ণ
     সান্ত্বনা প্লেঅফে উত্তীর্ণ

সূচি সম্পাদনা

১৮ সেপ্টেম্বর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ  
১৪৩/৪ (২০ ওভার)
  আয়ারল্যান্ড
১২৯ (১৯.৪ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ সেপ্টেম্বর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
১৩০/৫ (২০ ওভার)
সারা ব্রাইস ৪৫ (৩২)
ভূমিকা ভদ্রীরাজু ২/১৩ (২ ওভার)
মহিকা কন্দনালা ১০ (১৩)
ক্যাথেরিন ফ্রেজার ২/৭ (৩.১ ওভার)
স্কটল্যান্ড ৭৯ রানে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: বৃন্দা রাঠি (ভারত) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সারা ব্রাইস (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সাই তন্ময়ী এয্যুণ্ণি (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টি২০আই অভিষেক হয়।

১৯ সেপ্টেম্বর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
৭৭ (১৯.৩ ওভার)
  বাংলাদেশ
৭৮/৪ (১৩ ওভার)
নিগার সুলতানা জ্যোতি ৩৪ (৪৩)
র‍্যাচেল স্লেটার ২/১৩ (৩ ওভার)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ সেপ্টেম্বর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
  আয়ারল্যান্ড
৯২/১ (১৩.১ ওভার)
সিন্ধু অশোক ২৫ (২৬)
আরলিন কেলি ২/১৭ (৪ ওভার)
গ্যাবি লুইস ৪৪* (৩৮)
সাই তন্ময়ী এয্যুণ্ণি ১/২২ (৪ ওভার)
আয়ারল্যান্ড ৯ উইকেটে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যামি হান্টার (আয়ারল্যান্ড)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
১৫৮/১ (২০ ওভার)
  মার্কিন যুক্তরাষ্ট্র
১০৩/৩ (২০ ওভার)
মুর্শিদা খাতুন ৭৭* (৬৪)
স্নিগ্ধা পাল ১/২৪ (৪ ওভার)
সিন্ধু অশোক ৭৪* (৭১)
সালমা খাতুন ১/১২ (৩ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
১৬৪/৩ (২০ ওভার)
  স্কটল্যান্ড
১৪৫/৮ (২০ ওভার)
আয়ারল্যান্ড ১৯ রানে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: নারায়ণন জননী (ভারত) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্যাবি লুইস (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ বি সম্পাদনা

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  জিম্বাবুয়ে +০.৮৯৪
  থাইল্যান্ড +০.২৯৩
  পাপুয়া নিউগিনি −০.২৭০
  সংযুক্ত আরব আমিরাত (H) −০.৯২৮
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     প্লেঅফে উত্তীর্ণ
     সান্ত্বনা প্লেঅফে উত্তীর্ণ

সূচি সম্পাদনা

১৮ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
৯২/৫ (২০ ওভার)
  থাইল্যান্ড
৯৬/৩ (১৬.২ ওভার)
কবিশা কুমারী ৪০* (৪৪)
নাতয়া পূজাধর্ম ২/১৭ (৪ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ৩৯ (৩৭)
সুরক্ষা কোট্টে ১/৪ (০.২ ওভার)
থাইল্যান্ড ৭ উইকেটে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাতয়া পূজাধর্ম (থাইল্যান্ড)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি  
৮৩ (১৮ ওভার)
  জিম্বাবুয়ে
৮৭/২ (১৪.৪ ওভার)
তানিয়া রুমা ২৫ (৩৫)
কেলিস ন্দ্‌লোভু ৩/১৮ (৪ ওভার)
শার্ন মেয়ারস ৩৩ (২৮)
কাইয়া আরুয়া ২/২১ (৩.৪ ওভার)
জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: শার্ন মেয়ারস (জিম্বাবুয়ে)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • হলান দোরিগা (পাপুয়া নিউ গিনি)-এর টি২০আই অভিষেক হয়।

১৯ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড  
৮৬/৬ (২০ ওভার)
  জিম্বাবুয়ে
৮৭/৪ (১৬.৪ ওভার)
নন্দনভস গনচেরিঞ্‌ক্রৈ ৪৭* (৫৩)
নোমভেলো সিবান্দা ২/১২ (৪ ওভার)
কেলিস ন্দ্‌লোভু ৪৬ (৪০)
দিভজ্জা বদ্ধবঙ্গ ১/১২ (৪ ওভার)
জিম্বাবুয়ে ৬ উইকেটে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: নারায়ণন জননী (ভারত) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেলিস ন্দ্‌লোভু (জিম্বাবুয়ে)
  • থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি  
১৪৮/৬ (২০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
১১৯/৮ (২০ ওভার)
তানিয়া রুমা ৫৩ (৩৬)
সামাইরা ধরণীধরকা ৩/২২ (৪ ওভার)
তীর্থ সতীশ ৬৮ (৫৬)
রাভিনা ওয়া ২/১৮ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ২৯ রানে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: বৃন্দা রাঠি (ভারত) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: তানিয়া রুমা (পাপুয়া নিউ গিনি)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ সেপ্টেম্বর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
থাইল্যান্ড  
৯৩/৮ (২০ ওভার)
  পাপুয়া নিউগিনি
৮১/৬ (২০ ওভার)
জনিতা সুদ্ধরেঅঙ ৩৬* (৩২)
ভিকি আরাআ ৪/২৩ (৪ ওভার)
তানিয়া রুমা ৩৫ (৫৩)
নাতয়া পূজাধর্ম ৪/৮ (৪ ওভার)
  • থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গেউয়া তোম (পাপুয়া নিউ গিনি)-এর টি২০আই অভিষেক হয়।

২১ সেপ্টেম্বর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
জিম্বাবুয়ে  
১২০/৭ (২০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
১২১/৬ (২০ ওভার)
শার্ন মেয়ারস ২৩ (২৩)
বৈষ্ণবী মহেশ ৩/১৫ (৪ ওভার)
কবিশা কুমারী ৪১* (৫৭)
লরিন ৎশুমা ২/১৮ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৪ উইকেটে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: নারায়ণন জননী (ভারত) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কবিশা কুমারী (সংযুক্ত আরব আমিরাত)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

সান্ত্বনা প্লেঅফ সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

  ৫ম স্থান সেমিফাইনাল     ৫ম স্থান নির্ধারণী
                 
  এ৩   স্কটল্যান্ড ১৭২/৪ (২০)  
  বি৪   সংযুক্ত আরব আমিরাত ৮৭ (১৮.৫)    
      এ৩   স্কটল্যান্ড ১৬৮/৬ (২০)
      বি৩   পাপুয়া নিউগিনি ১৬৯/২ (১৮.৪)
  এ৪   মার্কিন যুক্তরাষ্ট্র ৭৬/৯ (২০)    
  বি৩   পাপুয়া নিউগিনি ৭৭/৩ (১১)   ৭ম স্থান নির্ধারণী
 
এ৪   মার্কিন যুক্তরাষ্ট্র ১১৭/৩ (২০)
  বি৪   সংযুক্ত আরব আমিরাত ১১৮/৫ (২০)

৫ম স্থান সেমিফাইনাল সম্পাদনা

২৩ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
১৭২/৪ (২০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
৮৭ (১৮.৫ ওভার)
এইলসা লিস্টার ৬০ (৪৪)
সামাইরা ধরণীধরকা ২/২৪ (৩ ওভার)
তীর্থ সতীশ ৩৪ (৩৭)
কেটি ম্যাকগিল ২/৬ (৩ ওভার)
স্কটল্যান্ড ৮৫ রানে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: নারায়ণন জননী (ভারত) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: এইলসা লিস্টার (স্কটল্যান্ড)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অলিভিয়া বেল (স্কটল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২৩ সেপ্টেম্বর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
  পাপুয়া নিউগিনি
৭৭/৩ (১১ ওভার)
ঈশানী বাগেলা ১৭ (৩৬)
ভিকি আরাআ ৩/১৩ (৪ ওভার)
সিবোনা জিমি ৩৩ (৩০)
সুহানি তদনী ১/৭ (২ ওভার)
পাপুয়া নিউ গিনি ৭ উইকেটে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিবোনা জিমি (পাপুয়া নিউ গিনি)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ম স্থান নির্ধারণী সম্পাদনা

২৫ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
মার্কিন যুক্তরাষ্ট্র  
১১৭/৩ (২০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
১১৮/৫ (২০ ওভার)
লিসা রামজিত ৪৮* (৫৫)
ইশা রোহিত ১/১২ (৪ ওভার)
ইশা রোহিত ৩৭ (২৮)
সাই তন্ময়ী এয্যুণ্ণি ২/১৮ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৫ উইকেটে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: নারায়ণন জননী (ভারত) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইশা রোহিত (সংযুক্ত আরব আমিরাত)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম স্থান নির্ধারণী সম্পাদনা

২৫ সেপ্টেম্বর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
১৬৮/৬ (২০ ওভার)
  পাপুয়া নিউগিনি
১৬৯/২ (১৮.৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ৮ উইকেটে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: নারায়ণন জননী (ভারত) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: তানিয়া রুমা (পাপুয়া নিউ গিনি)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

প্লেঅফ সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

  সেমিফাইনাল     ফাইনাল
                 
  এ২   আয়ারল্যান্ড ১৩৭/৬ (২০)  
  বি১   জিম্বাবুয়ে ১৩৩/৬ (২০)    
      এ১   বাংলাদেশ ১২০/৮ (২০)
      এ২   আয়ারল্যান্ড ১১৩/৯ (২০)
  এ১   বাংলাদেশ ১১৩/৫ (২০)    
  বি২   থাইল্যান্ড ১০২/৬ (২০)   ৩য় স্থান নির্ধারণী
 
বি১   জিম্বাবুয়ে ১১৮/৬ (২০)
  বি২   থাইল্যান্ড ১১১/৬ (২০)

সেমিফাইনাল সম্পাদনা

২৩ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
১৩৭/৬ (২০ ওভার)
  জিম্বাবুয়ে
১৩৩/৬ (২০ ওভার)
ওর্লা প্রেন্ডারগাস্ট ২৮ (২৫)
নোমভেলো সিবান্দা ২/২৪ (৪ ওভার)
শার্ন মেয়ারস ৩৯ (৩৬)
জেন ম্যাগুয়ায়ার ২/১৮ (৪ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ সেপ্টেম্বর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ  
১১৩/৫ (২০ ওভার)
  থাইল্যান্ড
১০২/৬ (২০ ওভার)
রুমানা আহমেদ ২৮* (২৪)
রোসনানী কানোঃ ১/১৩ (৪ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ৬৪ (৫১)
সালমা খাতুন ৩/১৮ (৪ ওভার)
বাংলাদেশ ১১ রানে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম (থাইল্যান্ড)
  • থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নন্দিতা পুঞ্‌সুখগাং (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় স্থান নির্ধারণী সম্পাদনা

২৫ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে  
১১৮/৬ (২০ ওভার)
  থাইল্যান্ড
১১১/৬ (২০ ওভার)
চিপো মুগেরি ৩৯* (২৭)
দিভজ্জা বদ্ধবঙ্গ ২/৩১ (৪ ওভার)
নন্দনভস গনচেরিঞ্‌ক্রৈ ৪২ (৫০)
কেলিস ন্দ্‌লোভু ৩/১৫ (৩ ওভার)
জিম্বাবুয়ে ৭ রানে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেলিস ন্দ্‌লোভু (জিম্বাবুয়ে)
  • থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সুবনন্দ খেয়বতোঃ (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

ফাইনাল সম্পাদনা

২৫ সেপ্টেম্বর ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ  
১২০/৮ (২০ ওভার)
  আয়ারল্যান্ড
১১৩/৯ (২০ ওভার)
ফারজানা হক ৬১ (৫৫)
লরা ডেলানি ৩/২৭ (৪ ওভার)
আরলিন কেলি ২৮* (২৪)
রুমানা আহমেদ ৩/২৪ (৪ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

চূড়ান্ত অবস্থান সম্পাদনা

অবস্থান দল যোগ্যতা
  বাংলাদেশ ২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপে উত্তীর্ণ
  আয়ারল্যান্ড
  জিম্বাবুয়ে বিদায়
  থাইল্যান্ড
  পাপুয়া নিউগিনি
  স্কটল্যান্ড
  সংযুক্ত আরব আমিরাত
  মার্কিন যুক্তরাষ্ট্র

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ICC Women's T20 World Cup Qualifier schedule announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২ 
  2. "Abu Dhabi to host Women's T20 World Cup Qualifier from September 18 to 25"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২ 
  3. "Qualification for ICC Women's T20 World Cup 2023 announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  4. "2022 Under-19 men's World Cup qualifying events set to begin in June 2021"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০ 
  5. "Ireland, Bangladesh qualify for ICC Women's T20 World Cup 2023"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২২ 
  6. "Bangladesh and Ireland qualify for 2023 women's T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২২ 
  7. "Bangladesh are champions at the ICC Women's T20 World Cup Qualifier 2022"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২২ 
  8. "ICC T20 World Cup 2023 qualifiers set to begin in August 2021"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 
  9. "ICC announce qualification process for 2023 Women's T20 World Cup"দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 
  10. "ICC Confirm Cancellation of EAP Tournaments in 2021"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১ 
  11. "Men's and women's T20 World Cup East Asia Pacific qualifiers cancelled"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১ 
  12. "Scotland finish unbeaten"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১ 
  13. "All-round Zimbabwe beat Namibia to win T20 World Cup Africa Qualifier"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১ 
  14. "Team USA finish brilliantly as champions of the ICC Americas T20 World Cup Qualifier in Mexico"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১ 
  15. "UAE women's cricket team advance to ICC T20 World Cup global qualifiers"খলিজ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১ 
  16. "Ireland Women's squad named for ICC Women's T20 World Cup Qualifier next month"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ৩০ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২ 
  17. "Zimbabwe name squad for ICC Women's T20 World Cup Qualifier"জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২২ 
  18. @ThailandCricket (৯ সেপ্টেম্বর ২০২২)। "@ThailandCricket have announced a 15-member squad for @ICC WOMENS T20 WORLDCUP QUALIFIER" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  19. "WOMEN'S T20 WORLD CUP QUALIFIERS"ক্রিকেট পাপুয়া নিউ গিনি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  20. "Bangladesh announce squad for ICC Women's T20 World Cup Qualifier"বিডিক্রিকটাইম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২২ 
  21. "USA Squad Named for ICC Women's T20 World Cup Global Qualifier in UAE"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২ 
  22. "ECB announces team to represent UAE at upcoming T20I Women's Quadrangular"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২২ 
  23. @CricketScotland (১৫ সেপ্টেম্বর ২০২২)। "🔐 Our @T20WorldCup qualifier squad is locked in!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  24. "Mahika Kandanala Replaces Gargi Bhogle in USA Women's Squad for Tour of UAE"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২২ 
  25. "Sai Tanmayi Eyyunni Replaces Moksha Chaudhary in USA Women's Squad in UAE"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২২ 
  26. "Jahanara Alam ruled out of ICC Women's T20 World Cup Qualifier"বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা