২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব

আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট

২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যা ২০২১ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত হয়।[১] ম্যাচগুলো টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ফরম্যাটে অনুষ্ঠিত হয়, এবং টুর্নামেন্টের সেরা দল ২০২২ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে উত্তীর্ণ হয়।[২] প্রথমে স্কটল্যান্ডে টুর্নামেন্টটি আয়োজনের কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি স্পেনের লা মাংগা ক্লাবে সরিয়ে নিয়ে আসা হয়।[২][৩] ২০২১ সালের ১৬ আগস্ট টুর্নামেন্টের সূচি নিশ্চিত করা হয়।[৪]

২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব
তারিখ২৬ আগস্ট ২০২১ – ৩০ আগস্ট ২০২১
তত্ত্বাবধায়কইউরোপীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক স্পেন
বিজয়ী স্কটল্যান্ড
রানার-আপ আয়ারল্যান্ড
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১০
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়আয়ারল্যান্ড এইমেয়ার রিচার্ডসন
সর্বাধিক রান সংগ্রহকারীআয়ারল্যান্ড গ্যাবি লুইস (১৪৫)
সর্বাধিক উইকেটধারীনেদারল্যান্ডস ফ্রেডেরিক ওফেরডাইক (৮)

এ টুর্নামেন্টের মাধ্যমেই কোনও আইসিসি নারী ইভেন্টে ফ্রান্সতুরস্কের অভিষেক হওয়ার কথা ছিল।[৫] কিন্তু ২০২১ সালের ২৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করে যে তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে যাতায়াতের অনুমতি না পাওয়ায় তুরস্ক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।[৬][৭]

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ওলন্দাজ ক্রিকেটার ফ্রেডেরিক ওফেরডাইক ইতিহাসের প্রথম বোলার হিসেবে কোনও টি২০আই ম্যাচে সাত উইকেট লাভ করেন।[৮] স্কটল্যান্ড টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ও বৈশ্বিক বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে।[৯] আয়ারল্যান্ডের এইমেয়ার রিচার্ডসন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।[১০]

দলসমূহ সম্পাদনা

টুর্নামেন্টে নিম্নলিখিত দলসমূহ অংশগ্রহণ করে:[১১]

দলীয় সদস্য সম্পাদনা

  আয়ারল্যান্ড[১২]   জার্মানি[১৩]   নেদারল্যান্ডস[১৪]   ফ্রান্স[১৫]   স্কটল্যান্ড[১৬]
  • অনুরাধা দোড্ডবল্লাপুর (অধি.)
  • অ্যানা হিলি
  • আন বিরভিশ
  • আন্টোনিয়া মায়েনবোর্ক
  • এমা বার্গনা
  • কার্তিকা বিজয়রাঘবন (উই.)
  • ক্রিস্টিনা গফ
  • জ্যানেট রোনাল্ডস
  • পেরিস আধিয়াম্বো
  • বিয়াংকা মেস
  • মিলেনা বেরেসফোর্ড
  • শরণ্যা সদারংগানি (উই.)
  • সুজান ম্যাকআনানামা
  • স্টেফানি ফ্রনমেয়ার
  • হেদার সিখারস (অধি.) (উই.)
  • আনেমেইন টমসন
  • ইউলিয়েট পোস্ট
  • ইরিস স্‌ভিলিং
  • ইসাবেল ফন ডের ভোনিং
  • এভা লিঞ্চ
  • ক্যারোলাইন ডে লাংঅ
  • ফ্রেডেরিক ওফেরডাইক
  • বাবেট ডে লেডা (উই.)
  • মার্লুস ব্রাট
  • মিরান্ডা ফেরিংমায়ার
  • রোবিনা রাইকা
  • সিলভার সিখারস
  • হানা লান্ডহের
  • এমানুয়েল ব্রেলিভে (অধি.)
  • জেনিফার কিং (সহ-অধি.)
  • আলিক্স ব্রোদাঁ
  • ইরমা ভ্রিনিয়ো (উই.)
  • এমা শঁসে
  • ট্রেসি রদ্রিগেস
  • ডরোথিয়া গ্রাহাম
  • তারা ব্রিটন (উই.)
  • পপি ম্যাকগিওন
  • মাগালি মার্শেলো
  • মায়েল কারগুয়েত (উই.)
  • মারি ভিওলো
  • লারা আরমাস
  • সিন্ডি পাকে

২০২১ সালের ২৩ আগস্ট দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ার কারণে শনা কাভানা আয়ারল্যান্ড দল থেকে ছিটকে যান।[১৭] তাঁর বদলি হিসেবে অ্যামি হান্টারকে দলে নেয়া হয়।[১৮]

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  স্কটল্যান্ড +২.৮৪২
  আয়ারল্যান্ড +৩.৭৪৩
  নেদারল্যান্ডস +০.৮৭০
  জার্মানি −৩.১৮৮
  ফ্রান্স −৫.৬৪৭

     মূল বাছাইপর্বে উত্তীর্ণ

সূচি সম্পাদনা

২৬ আগস্ট ২০২১
১০:৩০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
৯৮/৫ (২০ ওভার)
  স্কটল্যান্ড
৯৯/৪ (১৬.৩ ওভার)
রোবিনা রাইকা ৪৩ (৪৭)
কেটি ম্যাকগিল ১/১১ (২ ওভার)
সারা ব্রাইস ৪৬ (৩৬)
ক্যারোলাইন ডে লাংঅ ৪/১৭ (৪ ওভার)
স্কটল্যান্ড ৬ উইকেটে জয়ী
লা মাংগা ক্লাব ওপর মাঠ, আতামারিয়া
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: সারা ব্রাইস (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৬ আগস্ট ২০২১
১০:৩০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
১৯৬/২ (২০ ওভার)
  জার্মানি
৩২/৩ (২০ ওভার)
গ্যাবি লুইস ১০৫* (৬০)
বিয়াংকা মেস ১/২১ (৩ ওভার)
ক্রিস্টিনা গফ ১৪ (৫৮)
এইমেয়ার রিচার্ডসন ২/৫ (৩ ওভার)
আয়ারল্যান্ড ১৬৪ রানে জয়ী
লা মাংগা ক্লাব নিচ মাঠ, আতামারিয়া
আম্পায়ার: অ্যালেক্স ডাওডলস (স্কটল্যান্ড) ও আদনান খান (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্যাবি লুইস (আয়ারল্যান্ড)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গ্যাবি লুইস প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।[১৯]

২৬ আগস্ট ২০২১
১৫:৩০
স্কোরকার্ড
ফ্রান্স  
৩৩ (১৭.৩ ওভার)
  নেদারল্যান্ডস
৩৪/১ (৩.৩ ওভার)
পপি ম্যাকগিওন ৮ (২১)
ফ্রেডেরিক ওফেরডাইক ৭/৩ (৪ ওভার)
রোবিনা রাইকা ২১* (১২)
ডরোথিয়া গ্রাহাম ১/১১ (২ ওভার)
নেদারল্যান্ডস ৯ উইকেটে জয়ী
লা মাংগা ক্লাব ওপর মাঠ, আতামারিয়া
আম্পায়ার: অ্যালেক্স ডাওডলস (স্কটল্যান্ড) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফ্রেডেরিক ওফেরডাইক (নেদারল্যান্ডস)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ফ্রেডেরিক ওফেরডাইক প্রথম ওলন্দাজ ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[২০]

২৭ আগস্ট ২০২১
১০:৩০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
৮৯/৯ (২০ ওভার)
  স্কটল্যান্ড
৯২/৫ (১৯ ওভার)
রেবেকা স্টোকেল ২১ (৩৪)
ক্যাথেরিন ফ্রেজার ৩/১৪ (৪ ওভার)
ক্যাথরিন ব্রাইস ৪৬* (৫৮)
অ্যাভা ক্যানিং ২/৫ (৪ ওভার)
স্কটল্যান্ড ৫ উইকেটে জয়ী
লা মাংগা ক্লাব ওপর মাঠ, আতামারিয়া
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ আগস্ট ২০২১
১০:৩০
স্কোরকার্ড
ফ্রান্স  
৪৫ (১৫ ওভার)
  জার্মানি
৪৬/১ (৯.৩ ওভার)
ডরোথিয়া গ্রাহাম ১২ (২৫)
বিয়াংকা মেস ৩/১২ (৪ ওভার)
অনুরাধা দোড্ডবল্লাপুর ২২* (৪০)
ডরোথিয়া গ্রাহাম ১/১২ (৩ ওভার)
জার্মানি ৯ উইকেটে জয়ী
লা মাংগা ক্লাব নিচ মাঠ, আতামারিয়া
আম্পায়ার: আদনান খান (স্পেন) ও ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিয়াংকা মেস (জার্মানি)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লারা আরমাস (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।

২৭ আগস্ট ২০২১
১৫:৩০
স্কোরকার্ড
জার্মানি  
৭১/৬ (২০ ওভার)
  নেদারল্যান্ডস
৭২/৩ (১৫ ওভার)
ক্রিস্টিনা গফ ৩৪ (৪৭)
এভা লিঞ্চ ২/৭ (৩ ওভার)
বাবেট ডে লেডা ৩২ (৩৭)
অ্যানা হিলি ১/১১ (৪ ওভার)
নেদারল্যান্ডস ৭ উইকেটে জয়ী
লা মাংগা ক্লাব নিচ মাঠ, আতামারিয়া
আম্পায়ার: মার্ক জেমসন (জার্মানি) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: বাবেট ডে লেডা (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৯ আগস্ট ২০২১
১০:৩০
স্কোরকার্ড
ফ্রান্স  
২৪ (১৬.১ ওভার)
  আয়ারল্যান্ড
২৫/০ (২.৪ ওভার)
ট্রেসি রদ্রিগেস ৩ (১২)
এইমেয়ার রিচার্ডসন ২/০ (২.১ ওভার)
আয়ারল্যান্ড ১০ উইকেটে জয়ী
লা মাংগা ক্লাব নিচ মাঠ, আতামারিয়া
আম্পায়ার: আদনান খান (স্পেন) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: এইমেয়ার রিচার্ডসন (আয়ার‍ল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৯ আগস্ট ২০২১
১০:৩০
স্কোরকার্ড
জার্মানি  
৩৬ (২০ ওভার)
  স্কটল্যান্ড
৩৭/০ (৪.৫ ওভার)
স্কটল্যান্ড ১০ উইকেটে জয়ী
লা মাংগা ক্লাব ওপর মাঠ, আতামারিয়া
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্যাথেরিন ফ্রেজার (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩০ আগস্ট ২০২১
১০:৩০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
১১১/৯ (২০ ওভার)
  নেদারল্যান্ডস
৮৭/৯ (২০ ওভার)
এইমেয়ার রিচার্ডসন ৫৩ (৪৯)
এভা লিঞ্চ ৪/২৪ (৪ ওভার)
রোবিনা রাইকা ৩২ (৩৬)
কারা মারে ৩/৯ (৩ ওভার)
আয়ারল্যান্ড ২৪ রানে জয়ী
লা মাংগা ক্লাব ওপর মাঠ, আতামারিয়া
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: এইমেয়ার রিচার্ডসন (আয়ারল্যান্ড)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩০ আগস্ট ২০২১
১০:৩০
স্কোরকার্ড
ফ্রান্স  
২৪ (১৭.৪ ওভার)
  স্কটল্যান্ড
২৫/৩ (২.২ ওভার)
জেনিফার কিং ৮ (২৪)
মেগান ম্যাককল ৫/৩ (৪ ওভার)
সারা ব্রাইস ৯ (৪)
মারি ভিওলো ২/১১ (১ ওভার)
স্কটল্যান্ড ৭ উইকেটে জয়ী
লা মাংগা ক্লাব নিচ মাঠ, আতামারিয়া
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: মেগান ম্যাককল (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মেগান ম্যাককল প্রথম স্কটিশ ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[২১][২২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ireland name squad for T20 World Cup Qualifier"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২১ 
  2. "Qualification for ICC Women's T20 World Cup 2023 announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 
  3. "Two ICC Europe Qualifiers Relocated From Scotland to Spain"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২১ 
  4. "Road to South Africa 2023 begins as ICC pathway events return"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১ 
  5. "ICC announce qualification process for 2023 Women's T20 World Cup"দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 
  6. "Women's T20 World Cup 2023: Turkey pull out of Europe qualifiers"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১ 
  7. "Turkey withdraw from Europe Women's Qualifer"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১ 
  8. "Frederique Overdijk becomes first cricketer to scalp seven wickets in a T20I"স্পোর্ট স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১ 
  9. "Scotland finish unbeaten"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১ 
  10. "Eimear Richardson named Player of the Tournament as Ireland Women finish in style"ক্রিকেট আয়ার‍ল্যান্ড (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১ 
  11. "ICC T20 World Cup 2023 qualifiers set to begin in August 2021"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 
  12. "Ireland Women's squad announced for T20 World Cup European Qualifier"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২১ 
  13. "DCB nominiert 14 Spielerinnen für die ICC Women's T20 Regional Qualifier" [ডেৎসেবে কর্তৃক মনোনীত আইসিসি নারী টি২০ আঞ্চলিক বাছাইপর্বের জন্য ১৪ জন খেলোয়াড়]। জার্মান ক্রিকেট ফেডারেশন (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২১ 
  14. "Preview: ICC Women's T20 World Cup Qualifier - Europe"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২১ 
  15. @francecricket (১৭ আগস্ট ২০২১)। "J-7 avant le grand départ pour le ICC Women's T20 World Cup Europe Qualifier 2021 !" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  16. "Scotland Women's Squad for World Cup qualifying tournament announced"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২১ 
  17. "Amy Hunter called up as replacement for T20 World Cup European Qualifier"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১ 
  18. "Hunter replaces Kavanagh in Ireland Women's squad"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১ 
  19. "Gaby Lewis makes history as Ireland start Qualifier tournament with big win"ক্রিকেট ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১ 
  20. "Netherlands Cricketer Frederique Overdijk Registers Best Figures In T20I Cricket History With Seven Wickets Against France"ইয়াহু! স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১ 
  21. "Scotland reach Women's T20 World Cup global qualifier after winning European event"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১ 
  22. "McColl, Richardson headline final day as Scotland win T20 Europe Qualifiers; Ireland finish second"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা