২০১৯ আইসিসি মহিলা বাছাইপর্ব ইউরোপ

২০১৯ আইসিসি মহিলাদের বাছাইপর্ব ইউরোপ একটি ক্রিকেট প্রতিযোগিতা যা ২০১৯ এর জুনে স্পেনে অনুষ্ঠিত হয়।[২][৩] প্রতিযোগিতার খেলাগুলো হয় মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (ডব্লিউটি২০আই) এর ফরম্যাট অনুযায়ী, অগ্রসরমান শীর্ষ দুটি দল যথাক্রমে ২০১৯ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব এবং ২০২০ মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতা খেলার সুযোগ পাবে।[৪]

২০১৯ আইসিসি মহিলাদের বাছাইপর্ব ইউরোপ
তারিখ২৬ – ২৯ জুন ২০১৯
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনডাবল রাউন্ড-রবিন
আয়োজকস্পেন স্পেন
বিজয়ী নেদারল্যান্ডস[১]
রানার-আপ স্কটল্যান্ড
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
সর্বাধিক রান সংগ্রহকারীনেদারল্যান্ডস স্টেরি ক্যালিস (১৫৮)
সর্বাধিক উইকেটধারীনেদারল্যান্ডস হিদার সেইজার্স (৭)

মার্চ ২০১৯ এ স্কটল্যান্ড মহিলাদের বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতাটি আয়োজন করতে নিশ্চিত করে।[৫] যদি স্কটল্যান্ড ইউরোপ বাছাইপর্বে শীর্ষে থেকে জয় লাভ করে তবে পয়েন্ট তালিকায় নিকটবর্তী সর্বোচ্চ দলটিও ২০১৯ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব খেলার সুযোগ পাবে।[৬][৭] ৩১ মে ২০১৯ আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) প্রতিযোগিতায় সব দলের খেলোয়াড়দের তালিকা নিশ্চিত করে।[৮] ২৬ জুন ২০১৯ প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় জার্মানি তাদের প্রথম ডব্লিউটি২০আই ম্যাচ খেলে।[৯]

দল সম্পাদনা

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হল নিম্নরুপ:[২]

পয়েন্ট তালিকা সম্পাদনা

ইউরোপীয় দল[১০]
খে হা ড্র ফহ এনআরআর অবস্থা
  নেদারল্যান্ডস +২.৮৯৯ বাছাইপর্ব প্রতিযোগিতায় অগ্রসর
  স্কটল্যান্ড (A) +২.৩৭১ আয়োজক হিসাবে বাছাইপর্ব প্রতিযোগিতায় অগ্রসর
  জার্মানি -৫.৯৬৮ বিদায়

(A) স্কটল্যান্ড আয়োজক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে বাছাইপর্ব প্রতিযোগিতায় অগ্রসর। [১১]


খেলার সূচী সম্পাদনা

২৬ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
জার্মানি  
৩৭/৮ (২০ ওভার)
  স্কটল্যান্ড
৩৮/২ (৬ ওভার)
সারাহ ব্রেস ১৯* (১৬)
এমা বার্গনা ২/২১ (৩ ওভার)

২৬ জুন ২০১৯
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
১২৩/৮ (২০ ওভার)
  স্কটল্যান্ড
১১৬/৮ (২০ ওভার)

২৭ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
১৯৬/৩ (২০ ওভার)
  জার্মানি
৬৫/৭ (২০ ওভার)
  • জার্মানি মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আনেমিন ফন বেউগ (ন্যাদারল্যান্ডস) এর মহিলা টি২০ আন্তর্জাতিকে অভিষেক হয়।
  • স্টেরি ক্যালিস (নেদারল্যান্ডস) মহিলা টি২০ আন্তর্জাতিকে তার প্রথম শতক হাঁকান। [১২]

২৭ জুন ২০১৯
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
৯৬ (১৮.৫ ওভার)
  নেদারল্যান্ডস
৯৬/৭ (২০ ওভার)
খেলা ড্র
(সুপার ওভারে স্কটল্যান্ড মহিলা দল বিজয়ী হয়।)

লা মাঙ্গা ক্লাব, মারসিয়া
  • নেদারল্যান্ডস মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৯ জুন ২০১৯
১০:৩০
স্কোরকার্ড
জার্মানি  
৬১/৭ (২০ ওভার)
  স্কটল্যান্ড
১৬৮/৮ (২০ ওভার)
স্কটল্যান্ড মহিলা দল ১০৭ রানে বিজয়ী
লা মাঙ্গা ক্লাব, মারসিয়া
আম্পায়ার: রাকবীর হাসান (ইটালি) ও ফিম ফন ল্যাম্ট (নেদারল্যান্ডস)

২৯ জুন ২০১৯
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
জার্মানি  
৬৩/৯ (২০ ওভার)
  নেদারল্যান্ডস
৬৪/১ (৭ ওভার)
জানেট রোনাল্ডস ২২ (৩৮)
ইভা লিঞ্চ ২/৪ (৪ ওভার)
নেদারল্যান্ডস মহিলা দল ৯ উইকেটে বিজয়ী
লা মাঙ্গা ক্লাব, মারসিয়া
আম্পায়ার: অ্যালেক্স ডাউডলস (স্কটল্যান্ড) এবং রাকবীর হাসানা (ইটালী)
  • জার্মানি মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
  • কাইনাত কোরেশী (জার্মানি) এবং ইভা লিঞ্চ (নেদারল্যান্ডস) এর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Netherlands win ICC Women's Qualifier Europe to secure place at two global events"www.insidethegames.biz। ২৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯ 
  2. "Thailand plays host as the road to the Women's T20 and 50-over World Cups begins"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "Fixtures for three ICC events announced ahead of Europe's 'Summer of Cricket'"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯ 
  4. "'We need to be braver in T20 cricket' – Scotland Women coach Steve Knox"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৯ 
  5. "Scotland to Host Women's Global Qualifier in Summer 2019"Cricket Scotland (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৯ 
  6. "ICC Women's World Cups Qualification FAQs" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৯ 
  7. "Trio ready for battle in ICC Women's Qualifier Europe 2019"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৯ 
  8. "Squads announced for ICC Women's Qualifier Europe 2019"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৯ 
  9. "Scotland register massive win over debutant Germany"Women's Criczone (ইংরেজি ভাষায়)। ২৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 
  10. "ICC Women's T20 World Cup Europe Region Qualifier 2019"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 
  11. "UAE, Scotland confirmed as T20 World Cup qualifying hosts as ICC launch women's initiatives"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯ 
  12. "Women's Twenty20 Internationals: Batting records"ESPN Cricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা