২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব

২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২১ সালের নভেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে খেলা হয়।[][] ম্যাচগুলো খেলা হয় টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে, এবং টুর্নামেন্টের সেরা দল ২০২২ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্টে খেলার যোগ্যতা লাভ করে।[][] এ টুর্নামেন্টের মাধ্যমেই ভুটানমিয়ানমারের কোনও আইসিসি নারী ইভেন্টে অভিষেক হওয়ার কথা ছিল।[] প্রথমে ২০২১ সালের সেপ্টেম্বরে টুর্নামেন্টটি অনুষ্ঠানের কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সালের মে মাসে টুর্নামেন্টটি স্থগিত করা হয়।[][]

২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব
তারিখ২২ নভেম্বর ২০২১ – ২৮ নভেম্বর ২০২১
তত্ত্বাবধায়কএশীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক সংযুক্ত আরব আমিরাত
বিজয়ী সংযুক্ত আরব আমিরাত
রানার-আপ হংকং
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৬
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়নেপাল সীতা রানা মগর
সর্বাধিক রান সংগ্রহকারীসংযুক্ত আরব আমিরাত তীর্থ সতীশ (১৬৫)
সর্বাধিক উইকেটধারীসংযুক্ত আরব আমিরাত খুশি শর্মা (১০)

নেপাল টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে টুর্নামেন্টের আগে কাতারের বিরুদ্ধে তিন ম্যাচের একটি টি২০আই সিরিজ খেলে।[] ভুটান ও সংযুক্ত আরব আমিরাত আজমানে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করে।[]

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে মূল বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে সংযুক্ত আরব আমিরাত।[] টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নেপালের সীতা রানা মগর।[১০]

দলীয় সদস্য

সম্পাদনা

টুর্নামেন্টে নিম্নলিখিত দলসমূহ প্রতিদ্বন্দ্বিতা করে:[][১১]

  কুয়েত     নেপাল[১২]   ভুটান[১৩]   মালয়েশিয়া[১৪]   সংযুক্ত আরব আমিরাত[১৫]   হংকং[১৬]
  • আমনা শরিফ (অধি.)
  • আকৃতি বসু (উই.)
  • আলিয়া হুসেইন
  • খাদিজা খলিল (উই.)
  • গ্লেন্ডা মেনেজিস
  • জিফা জিলানি
  • প্রিয়দা মুরালি
  • ভেনোরা শাইনা
  • মরিয়ম ওমর
  • মরিয়মা হায়দার
  • মারিয়া জাসভি
  • রিদা জয়নব
  • শান্তি বালসুব্রহ্মণ্যম
  • শিভান গোমেজ
  • রুবিনা ক্ষেত্রী (অধি.)
  • ইন্দু বর্মা (সহ-অধি.)
  • অপ্সরী বেগম
  • কবিতা কুনওয়ার
  • কবিতা জোশি
  • করুণা ভণ্ডারি
  • কাজল শ্রেষ্ঠ (উই.)
  • জ্যোতি পান্ডে (উই.)
  • ডলি ভট্ট
  • শবনম রায়
  • সঙ্গীতা রায়
  • সরস্বতী চৌধুরী কুমারী
  • সরিতা মগর
  • সীতা রানা মগর
  • ইয়েশেই চোডেন (অধি.)
  • অঞ্জু গুরুং (সহ-অধি.)
  • ইয়েশেই ওয়াংমো
  • এভা সোমসেল ইয়াংজোম
  • কারমা দেমা
  • কারমা সামতেন
  • ঙাওয়াং চোডেন (উই.)
  • ৎশেরিং ইয়াংচেন
  • ৎশেরিং জাংমো
  • তাশি ছেকি
  • দেচেন ওয়াংমো
  • পেমা সেল্ডন (উই.)
  • সোনম চোডেন
  • সোনম পাল্ডন (উই.)
  • উইনিফ্রেড দুরাইসিংগম (অধি.)
  • আইনা হামিজাহ বিনতে হাশেম
  • আমালিন সোরফিনা
  • আয়েশা এলিসা
  • ইউসরিনা বিনতে ইয়াকুব
  • এলসা হান্টার
  • ওয়ান জুলিয়া (উই.)
  • ওয়ান নুর জুলাইকা
  • নিক নুর আদিলা
  • নুর আরিয়ানা নাতশা
  • নুর নাতাশা নাজিরা
  • নুর হায়াতি বিনতে জাকারিয়া
  • মাস এলিসা ইয়াসমিন
  • মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল
  • চেন জিয়াইং (অধি.)
  • ইকরা সাহার
  • ইয়াসমিন দাসওয়ানি (উই.)
  • চেন জিয়ামিন
  • ঝাং শাওইং (উই.)
  • ঝু আইইং
  • নাতাশা মাইলস
  • মরিয়ম বিবি
  • মারিকো হিল
  • রুচিতা ভেংকটেশ
  • লাই ইংচি
  • লু শিইয়ান
  • শাও মেইহুই
  • শানজিন শাহজাদ (উই.)

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
  সংযুক্ত আরব আমিরাত (H) ১০ +২.৩৬৬
  হংকং +০.৭২৬
    নেপাল +১.০২৮
  মালয়েশিয়া +০.৩৯৯
  ভুটান −১.০৩৮
  কুয়েত −৩.৯২৮
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     মূল বাছাইপর্বে উত্তীর্ণ

২২ নভেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১৩১/৪ (২০ ওভার)
  মালয়েশিয়া
১০১/২ (২০ ওভার)
তীর্থ সতীশ ৪৬ (৪৮)
মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল ২/২০ (৩ ওভার)
ওয়ান জুলিয়া ৪৪ (৫০)
কবিশা কুমারী ১/১৮ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৩০ রানে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও দুর্গা সুবেদি (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: তীর্থ সতীশ (সংযুক্ত আরব আমিরাত)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • খুশি শর্মা, তীর্থ সতীশ, নাতাশা চেরিয়াথ ও প্রিয়াঞ্জলি জৈন (সংযুক্ত আরব আমিরাত)-এর টি২০আই অভিষেক হয়।

২২ নভেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
নেপাল    
১০৪/৩ (২০ ওভার)
  হংকং
১০৫/৪ (১৮ ওভার)
সীতা রানা মগর ৪০* (৫৮)
চেন জিয়ামিন ১/১২ (৪ ওভার)
মারিকো হিল ৪২* (৩৮)
শবনম রায় ১/১৩ (২ ওভার)
হংকং ৬ উইকেটে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ ২, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মারিকো হিল (হংকং)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইকরা সাহার ও নাতাশা মাইলস (হংকং)-এর টি২০আই অভিষেক হয়।

২২ নভেম্বর ২০২১
১৩:৩০
স্কোরকার্ড
ভুটান  
১১৪/৬ (২০ ওভার)
  কুয়েত
৭৪ (১৯.৩ ওভার)
ৎশেরিং জাংমো ৩৪* (৩৬)
খাদিজা খলিল ১/৬ (১ ওভার)
মরিয়ম ওমর ২৯ (৩৪)
কারমা সামতেন ২/৯ (৩.৩ ওভার)
ভুটান ৪০ রানে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: বিনয় কুমার ঝা (নেপাল) ও রাহুল আশের (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: ৎশেরিং জাংমো (ভুটান)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গ্লেন্ডা মেনেজিস, রিদা জয়নব, শান্তি বালসুব্রহ্মণ্যম (কুয়েত) ও কারমা সামতেন (ভুটান)-এর টি২০আই অভিষেক হয়।
  • রিদা জয়নব (কুয়েত)-এর বদলি হিসেবে খেলেন গ্লেন্ডা মেনেজিস।

২৩ নভেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১২৮/৭ (২০ ওভার)
  হংকং
১১৭ (২০ ওভার)
কবিশা কুমারী ২৮ (৩৫)
চেন জিয়াইং ৩/২৩ (৪ ওভার)
নাতাশা মাইলস ৩৭ (৩৭)
ছায়া মুঘল ২/১৪ (৩ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ১১ রানে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: দুর্গা সুবেদি (নেপাল) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: ছায়া মুঘল (সংযুক্ত আরব আমিরাত)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ নভেম্বর ২০২১
১৩:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া  
১৬১/৩ (২০ ওভার)
  কুয়েত
৮০ (২০ ওভার)
উইনিফ্রেড দুরাইসিংগম ৪৪ (৪০)
মরিয়মা হায়দার ১/২৩ (৪ ওভার)
প্রিয়দা মুরালি ৩৪ (৪০)
মাস এলিসা ইয়াসমিন ২/১২ (৩ ওভার)
মালয়েশিয়া ৮১ রানে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও বিনয় কুমার ঝা (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাস এলিসা ইয়াসমিন (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ভেনোরা শাইনা (কুয়েত)-এর টি২০আই অভিষেক হয়।

২৩ নভেম্বর ২০২১
১৩:৩০
স্কোরকার্ড
ভুটান  
৬১/৬ (২০ ওভার)
    নেপাল
৬৪/২ (৮.৩ ওভার)
ঙাওয়াং চোডেন ১৩ (৩১)
সীতা রানা মগর ৩/১০ (৪ ওভার)
ইন্দু বর্মা ১৮* (২৪)
তাশি ছেকি ১/২১ (২.৩ ওভার)
নেপাল ৮ উইকেটে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ ২, দুবাই
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও রাহুল আশের (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: সীতা রানা মগর (নেপাল)
  • ভুটান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তাশি ছেকি (ভুটান)-এর টি২০আই অভিষেক হয়।

২৫ নভেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া  
১০১/৫ (২০ ওভার)
  হংকং
১০২/৬ (১৭.৪ ওভার)
মাস এলিসা ইয়াসমিন ৩৮ (৪৯)
চেন জিয়াইং ২/৯ (৩ ওভার)
চেন জিয়াইং ৩৮* (৪০)
নিক নুর আদিলা ২/১৩ (৩ ওভার)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৫ নভেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
কুয়েত  
২৭ (১৫.৪ ওভার)
    নেপাল
২৮/১ (৩.৩ ওভার)
প্রিয়দা মুরালি ১০ (২০)
সঙ্গীতা রায় ৩/২ (২.৪ ওভার)
ইন্দু বর্মা ১৩* (৮)
মারিয়া জাসভি ১/১৫ (২ ওভার)
নেপাল ৯ উইকেটে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও রাহুল আশের (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: রুবিনা ক্ষেত্রী (নেপাল)
  • কুয়েত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৫ নভেম্বর ২০২১
১৩:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১৪৯/২ (২০ ওভার)
  ভুটান
১০২/৯ (২০ ওভার)
তীর্থ সতীশ ৬৪* (৫৩)
অঞ্জু গুরুং ২/২৫ (৪ ওভার)
সোনম পাল্ডন ২৬ (৪১)
খুশি শর্মা ৫/২২ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৪৭ রানে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ ২, দুবাই
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও বিনয় কুমার ঝা (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: খুশি শর্মা (সংযুক্ত আরব আমিরাত)
  • ভুটান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • খুশি শর্মা (সংযুক্ত আরব আমিরাত) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

২৬ নভেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া  
৯২/৭ (২০ ওভার)
    নেপাল
৯৩/৪ (১৮.২ ওভার)
এলসা হান্টার ৩৯ (৪৮)
শবনম রায় ২/২৭ (৪ ওভার)
সীতা রানা মগর ৩০ (৩৮)
আয়েশা এলিসা ১/১৪ (৩ ওভার)
নেপাল ৬ উইকেটে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও আহসান রাজা (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: সীতা রানা মগর (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৬ নভেম্বর ২০২১
১৩:৩০
স্কোরকার্ড
হংকং  
১০৯/৮ (২০ ওভার)
  ভুটান
৮৯/৭ (২০ ওভার)
চেন জিয়াইং ৪৩ (৫০)
অঞ্জু গুরুং ৩/১০ (৪ ওভার)
ঙাওয়াং চোডেন ২২ (২৮)
চেন জিয়ামিন ২/১৭ (৪ ওভার)
হংকং ২০ রানে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: বিনয় কুমার ঝা (নেপাল) ও রাহুল আশের (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: চেন জিয়ামিন (হংকং)
  • ভুটান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৬ নভেম্বর ২০২১
১৩:৩০
স্কোরকার্ড
কুয়েত  
৭৬/৫ (২০ ওভার)
মরিয়ম ওমর ৩১* (৩৭)
খুশি শর্মা ৩/১৩ (৩ ওভার)
ইশা রোহিত ৩৮ (১৩)
প্রিয়দা মুরালি ১/২১ (১ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৭ উইকেটে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ ২, দুবাই
আম্পায়ার: দুর্গা সুবেদি (নেপাল) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইশা রোহিত (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৮ নভেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১২৭/৫ (২০ ওভার)
    নেপাল
৭৯ (১৯.৪ ওভার)
চামানি সেনেভিরত্নে ৫২ (৩৬)
কবিতা কুনওয়ার ২/২১ (৪ ওভার)
ইন্দু বর্মা ১৫ (২০)
সামাইরা ধরণীধরকা ৪/৫ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৪৮ রানে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ ২, দুবাই
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: চামানি সেনেভিরত্নে (সংযুক্ত আরব আমিরাত)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৮ নভেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া  
৮৭/৮ (২০ ওভার)
  ভুটান
৭৬ (১৯ ওভার)
নুর আরিয়ানা নাতশা ১৯ (৩৫)
অঞ্জু গুরুং ২/১২ (৪ ওভার)
দেচেন ওয়াংমো ৩৫ (৪৯)
মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল ৩/৮ (৪ ওভার)
মালয়েশিয়া ১১ রানে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও বিনয় কুমার ঝা (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৮ নভেম্বর ২০২১
১৩:৩০
স্কোরকার্ড
হংকং  
১৫৫/৩ (২০ ওভার)
  কুয়েত
১২০/৪ (২০ ওভার)
মারিকো হিল ৫৫ (৫০)
মারিয়া জাসভি ১/৩০ (৪ ওভার)
শিভান গোমেজ ৩৬ (৩৮)
মারিকো হিল ১/২০ (৪ ওভার)
  • হংকং টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ঝু আইইং ও লু শিইয়ান (হংকং)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Three ICC Men's T20 World Cup 2022 European Qualifiers cancelled due to COVID-19"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১ 
  2. "Kary Chan to lead Hong Kong in T20 World Cup Asia Qualifiers"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২১ 
  3. "Qualification for ICC Women's T20 World Cup 2023 announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 
  4. "UAE set to host ICC Women's T20 World Cup Asia Qualifier"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২১ 
  5. "ICC announce qualification process for 2023 Women's T20 World Cup"দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 
  6. "Three men's T20 World Cup 2022 qualifying events called off because of Covid-19"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১ 
  7. "Nepal women's team to visit Qatar for 3 T20Is"দ্য পেনিনসুলা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১ 
  8. @BhutanCricket (১২ নভেম্বর ২০২১)। "The stage is set and so are our national women's team who will be participating in the upcoming ICC world cup qualifiers to be staged in Dubai, UAE" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  9. "UAE women's cricket team advance to ICC T20 World Cup global qualifiers"খলিজ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১ 
  10. "Unbeaten UAE qualify for the ICC Women's T20 World Cup Qualifier"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১ 
  11. "ICC T20 World Cup 2023 qualifiers set to begin in August 2021"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 
  12. "Nepal squad announced for Women's T20 World Cup Asia qualifiers in UAE"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২১ 
  13. @BhutanCricket (১৪ নভেম্বর ২০২১)। "Here's the 14-member squad for the upcoming ICC Women's T20 World Cup Asia Qualifier 2021 to be held in Dubai, UAE from 22-28 November" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  14. "Malaysia Women team to tour Sri Lanka to prepare for T20 World Cup Asia qualifiers"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১ 
  15. "Emirates Cricket Board announces team to represent UAE at ICC Women's T20 World Cup Asia Qualifier 2021"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১ 
  16. "香港女子板球隊將出戰「ICC女子T20板球世界盃 – 亞洲區外圍賽」" [হংকং নারী ক্রিকেট দল ঘোষিত 「আইসিসি নারী টি২০ ক্রিকেট বিশ্বকাপ – এশিয়া বাছাইপর্ব」]। চীনা হংকং ক্রিকেট (ক্যান্টনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা