২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব
২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৪ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের একটি ধাপ হিসেবে খেলা হয়।[১] টুর্নামেন্টটি ২০২৩ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়,[২] এবং টুর্নামেন্টের সেরা দুটি দল ২০২৪ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে উত্তীর্ণ হয়।[৩]
তারিখ | ৩১ আগস্ট ২০২৩ – ৯ সেপ্টেম্বর ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | এশীয় ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ রাউন্ড-রবিন ও নকআউট |
আয়োজক | মালয়েশিয়া |
বিজয়ী | সংযুক্ত আরব আমিরাত |
রানার-আপ | থাইল্যান্ড |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১১ |
খেলার সংখ্যা | ২৮ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ইশা রোহিত |
সর্বাধিক রান সংগ্রহকারী | ইশা রোহিত (২২৯) |
সর্বাধিক উইকেটধারী | নাতয়া পূজাধর্ম (১৮) |
টুর্নামেন্ট ফাইনালে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে বৈশ্বিক বাছাইপর্বে উত্তীর্ণ হয় থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।[৪] টুর্নামেন্টের ফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে বিজয়ী হয় সংযুক্ত আরব আমিরাত।[৫]
দলীয় সদস্য
সম্পাদনাকাতার[৬] | কুয়েত[৭] | চীন | থাইল্যান্ড[৮] | নেপাল[৯] | বাহরাইন[১০] | ভুটান[১১] | মালয়েশিয়া[১২] | মিয়ানমার | সংযুক্ত আরব আমিরাত[১৩] | হংকং[১৪] |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
গ্রুপ পর্ব
সম্পাদনাগ্রুপ এ
সম্পাদনাপয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | সংযুক্ত আরব আমিরাত | ৫ | ৪ | ০ | ০ | ১ | ৯ | +৩.৩৩৯ |
২ | নেপাল | ৫ | ৪ | ০ | ০ | ১ | ৯ | +২.১৮৪ |
৩ | মালয়েশিয়া (H) | ৫ | ২ | ২ | ০ | ১ | ৫ | +০.৬৪৭ |
৪ | ভুটান | ৫ | ১ | ৩ | ০ | ১ | ৩ | −১.৩০৬ |
৫ | বাহরাইন | ৫ | ১ | ৩ | ০ | ১ | ৩ | −২.৭৭৩ |
৬ | কাতার | ৫ | ০ | ৪ | ০ | ১ | ১ | −১.৬৪৭ |
নকআউট পর্বে উত্তীর্ণ
সূচি
সম্পাদনাব
|
||
সীতা রানা মগর ৩৮* (৫৪)
আইনা হামিজাহ বিনতে হাশেম ২/১৪ (৪ ওভার) |
উইনিফ্রেড দুরাইসিংগম ২৮ (৩৯)
কবিতা জোশি ২/৫ (২ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
আয়েশা মোহাম্মদ ৪১ (৩২)
সদমালি ভক্ষলা ২/১৮ (৪ ওভার) |
দীপিকা রসাংগিকা ৭৪* (৫৬)
হিরল আগরওয়াল ২/১৪ (২ ওভার) |
- কাতার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- সুধা থাপা (কাতার), অশ্বিনী গোবিন্দ, মানাল মালিক ও সদমালি ভক্ষলা (বাহরাইন)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
অঞ্জু গুরুং ১০* (১৭)
বৈষ্ণবী মহেশ ৩/৭ (৩.৪ ওভার) |
- ভুটান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অঞ্জুলি ঘালে, কিনলে বিধা ও চাডো ওম (ভুটান)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
সাবিজা আদিয়েরি পনায়ন ৯ (১৪)
দেচেন ওয়াংমো ৪/৮ (৪ ওভার) |
দেচেন ওয়াংমো ২৯* (৫২)
সাচি ধাড়ওয়াল ১/১০ (৩.৪ ওভার) |
- ভুটান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ৎশেরিং চোডেন (ভুটান)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
আইনা নাজওয়া ১৭* (১৪)
ছায়া মুঘল ২/১০ (৪ ওভার) |
কবিশা কুমারী ১৯ (২১)
নুর আরিয়ানা নাতশা ১/১২ (৩ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৬ ওভারে খেলা হয়।
ব
|
||
দীপিকা রসাংগিকা ১১ (২০)
ইন্দু বর্মা ৩/৫ (৪ ওভার) |
কবিতা কুনওয়ার ১৭* (১৪)
|
- বাহরাইন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
দীপিকা রসাংগিকা ৩৪ (৩১)
আয়েশা এলিসা ৩/২১ (৪ ওভার) |
- বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
দেচেন ওয়াংমো ২১ (৪৪)
পূজা মহতো ৩/৬ (৩ ওভার) |
রুবিনা ক্ষেত্রী ১২* (২৩)
অঞ্জুলি ঘালে ৩/১২ (৪ ওভার) |
- নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- রুবি পোদ্দার (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
কবিশা কুমারী ৪০ (৪৫)
আয়েশা মোহাম্মদ ৩/১৮ (৪ ওভার) |
অ্যাঞ্জেলিন মারে ১১ (১৩)
ইশা রোহিত ২/৭ (৩ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
দীপিকা রসাংগিকা ২৫* (২৯)
বৈষ্ণবী মহেশ ৪/১০ (৪ ওভার) |
- বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- আল মাসিরা জাহাঙ্গীর (সংযুক্ত আরব আমিরাত)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
সাচি ধাড়ওয়াল ২১ (৪৪)
ইন্দু বর্মা ৩/১০ (৪ ওভার) |
কাজল শ্রেষ্ঠ ৩২ (২৮)
সাবিজা আদিয়েরি পনায়ন ১/২৩ (৩ ওভার) |
- নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ঙাওয়াং চোডেন ১৯ (৪১)
নুর দানিয়া শুহাদা ২/৭ (৪ ওভার) |
উইনিফ্রেড দুরাইসিংগম ২২ (৩২)
ৎশেরিং জাংমো ২/১১ (৪ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- টস হয়নি।
- বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
ব
|
||
- টস হয়নি।
- বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
গ্রুপ বি
সম্পাদনাপয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | থাইল্যান্ড | ৪ | ৩ | ০ | ০ | ১ | ৭ | +৩.৫৫৮ |
২ | হংকং | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +০.৯৯৯ |
৩ | কুয়েত | ৪ | ২ | ১ | ০ | ১ | ৫ | −০.২৩৯ |
৪ | চীন | ৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | −১.১৪৭ |
৫ | মিয়ানমার | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −২.৫৫০ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
নকআউট পর্বে উত্তীর্ণ
সূচি
সম্পাদনাব
|
||
শিভান গোমেজ ২৫ (২৭)
জিন শিউলি ৫/১৫ (৪ ওভার) |
ৎসাই উয়েনউয়েন ১২ (১০)
মরিয়ম ওমর ৩/৯ (৪ ওভার) |
- চীন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ৎজু মেই (চীন)-এর টি২০আই অভিষেক হয়।
- জিন শিউলি প্রথম চীনা ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
ব
|
||
খিঁ মিঁ ম্যত্ ১৭ (৩১)
মরিয়ম বিবি ৩/১৩ (৪ ওভার) |
মারিকো হিল ৩৩* (৩৬)
|
- হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ণট্ঠকান্ত চন্দ্রধর্ম ৫৪* (৬১)
লিঁ লিঁ থুঁ ১/১৮ (৪ ওভার) |
জিঁ ক্যো ৯* (৪১)
নাতয়া পূজাধর্ম ৫/৫ (৪ ওভার) |
- মিয়ানমার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- নাতয়া পূজাধর্ম (থাইল্যান্ড) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৫]
ব
|
||
ঝৌ ৎসাইউইন ১৯ (৩৬)
মারিকো হিল ২/১১ (৪ ওভার) |
নাতাশা মাইলস ২৬ (৩২)
শু চিয়েন ২/৯ (৩.৫ ওভার) |
- হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইন ওয়েনজিং (চীন)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
শান্তি বালসুব্রহ্মণ্যম ৫ (৮)
চেন জিয়াইং ৫/৪ (৩ ওভার) |
নাতাশা মাইলস ১০ (১৪)
আমনা শরিফ ১/২ (১ ওভার) |
- হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ৎসাই উয়েনউয়েন ১৪* (১১)
বণ্ণিতা মায়ঃ ৩/১০ (৪ ওভার) |
নন্দনভস গনচেরিঞ্ক্রৈ ১৩* (২৪)
শু চিয়েন ১/২০ (৪ ওভার) |
- চীন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
জোঁ লিঁ ১৩ (২১)
শু চিয়েন ২/১০ (৩ ওভার) |
চেন উয়ে ২৮* (২৫)
|
- চীন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১১ ওভারে খেলা হয়।
ব
|
||
প্রিয়দা মুরালি ১১ (১৭)
নাতয়া পূজাধর্ম ৩/৩ (৩ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
ব
|
||
মরিয়ম ওমর ২৫* (২৭)
জোঁ লিঁ ৪/৭ (৪ ওভার) |
জিঁ ক্যো ৩০ (৩১)
মরিয়মা হায়দার ২/১০ (৪ ওভার) |
- মিয়ানমার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
নন্দনভস গনচেরিঞ্ক্রৈ ৭৫ (৫৮)
শাও মেইহুই ১/১৮ (৪ ওভার) |
মেরিনা ল্যামপ্লাও ১৯ (২৯)
নাতয়া পূজাধর্ম ৪/৯ (৪ ওভার) |
- হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
নকআউট পর্ব
সম্পাদনাবন্ধনী
সম্পাদনাসেমিফাইনাল | ফাইনাল | |||||||
এ১ | সংযুক্ত আরব আমিরাত | ১৪১/৪ (২০) | ||||||
বি২ | হংকং | ৮৪ (১৬.৫) | ||||||
এ১ | সংযুক্ত আরব আমিরাত | ৭০/৯ (২০) | ||||||
বি১ | থাইল্যান্ড | ৬৪ (১৭.৫) | ||||||
বি১ | থাইল্যান্ড | ১০৫/২ (২০) | ||||||
এ২ | নেপাল | ৫৯ (১৯.৩) |
সেমিফাইনাল
সম্পাদনা১ম সেমিফাইনাল
সম্পাদনাব
|
||
ইশা রোহিত ৮৫ (৬০)
রুচিতা ভেংকটেশ ১/২৪ (৪ ওভার) |
মরিয়ম বিবি ৩৪ (৩৭)
ইশা রোহিত ২/৬ (১ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
২য় সেমিফাইনাল
সম্পাদনাব
|
||
নন্দনভস গনচেরিঞ্ক্রৈ ৫৯* (৬৩)
কবিতা কুনওয়ার ১/১৭ (৪ ওভার) |
কবিতা কুনওয়ার ১৭* (২০)
দিভজ্জা বদ্ধবঙ্গ ৩/৫ (৩.৩ ওভার) |
- নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
সম্পাদনাব
|
||
তীর্থ সতীশ ২৩ (৩৩)
অর্ণিজা কাংজম্ভূ ৩/৬ (৪ ওভার) |
ণট্ঠকান্ত চন্দ্রধর্ম ২২ (২৭)
কবিশা কুমারী ৩/৭ (২.৫ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Pathway to ICC Women's T20 World Cup 2024 Qualification begins in Europe"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩।
- ↑ "Eleven Nations Chase One Dream"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩।
- ↑ "Malaysia Cricket to host 2024 ICC Women's T20 World Cup Asia Qualifier"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৩।
- ↑ "Thailand and UAE advance to Global Qualifier"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "UAE and Thailand through to global qualifier"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Qatar Cricket Women's National team squad announcement for ICC Women's T20 World Cup Asia qualifier 2023, Malaysia"। কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Kuwait National Women's team powered by Al Muzaini Exchange Co. and led by skipper Amna Sharif is all set to depart to Kuala Lumpur for Malaysia T20I Women's Quadrangular series - 2023 followed by ICC Women's T20 World Cup Asia Qualifiers 🇰🇼🏏🇰🇼"। কুয়েত ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "The ICC WOMEN'S T20 WC ASIA QUALIFIER"। থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Nepal's squad announced for Women's T20 World Cup Asia Qualifiers"। ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৩।
- ↑ "Our Women's Team is leaving for Malaysia tomorrow :"। বাহরাইন ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ @BhutanCricket (২৯ জুলাই ২০২৩)। "🚨 The newly appointed coach, Mr. Arzoo Raj from India, will be leading the women's team in the upcoming ICC Women's T20 World Cup qualifier to be held in Malaysia in August. Dechen Wangmo will continue as the captain of the side" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Introducing Team Malaysia - the line up participating in the 6th edition of the ICC Women's T20 World Cup Asia Qualifier"। মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Chaya Mughal to lead UAE in ICC Women's T20 World Cup Asia Qualifier 2023"। আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৩।
- ↑ "HK Women's Squad for ICC Women's T20 World Cup Asia Qualifiers Announced!"। চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৩।
- ↑ "THAILAND WOMEN START WORLD CUP CAMPAIGN WITH 100-RUN VICTORY"। থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।