২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসে তিনটি টেস্ট ও সাতটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য পাকিস্তান সফর করে।[১][২] সফরে প্রথমে পাঁচটি টি২০আই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০২১ সালের অক্টোবর মাসে ইংল্যান্ডের পরিকল্পিত পাকিস্তান সফর বাতিল হয়ে যাওয়ার কারণে সূচিতে আরও দুটি টি২০আই ম্যাচ যোগ করা হয়।[৩] টেস্ট ম্যাচগুলো ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[৪]

২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর
 
  পাকিস্তান ইংল্যান্ড
তারিখ ২০ সেপ্টেম্বর ২০২২ – ২১ ডিসেম্বর ২০২২
অধিনায়ক বাবর আজম বেন স্টোকস (টেস্ট)
জস বাটলার (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান বাবর আজম (৩৪৮) হ্যারি ব্রুক (৪৬৮)
সর্বাধিক উইকেট আবরার আহমেদ (১৭) জ্যাক লিচ (১৫)
সিরিজ সেরা খেলোয়াড় হ্যারি ব্রুক (ইংল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৭ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৪–৩ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান মোহাম্মদ রিজওয়ান (৩১৬) হ্যারি ব্রুক (২৩৮)
সর্বাধিক উইকেট হারিস রউফ (৮) স্যাম কারান (৭)
ডেভিড উইলি (৭)
সিরিজ সেরা খেলোয়াড় হ্যারি ব্রুক (ইংল্যান্ড)

টি২০আই সিরিজে ইংল্যান্ড ৪–৩ ব্যবধানে জয়লাভ করে।[৫] টেস্ট সিরিজে ইংল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয়।[৬]

দলীয় সদস্য সম্পাদনা

  পাকিস্তান   ইংল্যান্ড
টেস্ট[৭] টি২০আই[৮] টেস্ট[৯] টি২০আই[১০]

২০২২ সালের ৭ সেপ্টেম্বর অ্যালেক্স হেলসকে ইংল্যান্ডের টি২০আই দলে যোগ করা হয়।[১১] ২০২২ সালের ২৩ নভেম্বর রেহান আহমেদকে ইংল্যান্ডের টেস্ট দলে যোগ করা হয়।[১২]

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

২০ সেপ্টেম্বর ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাকিস্তান  
১৫৮/৭ (২০ ওভার)
বনাম
  ইংল্যান্ড
১৬০/৪ (১৯.২ ওভার)
মোহাম্মদ রিজওয়ান ৬৮ (৪৬)
লুক উড ৩/২৪ (৪ ওভার)
ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও আসিফ ইয়াকুব (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুক উড (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শান মাসুদ (পাকিস্তান) ও লুক উড (ইংল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই সম্পাদনা

২২ সেপ্টেম্বর ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
১৯৯/৫ (২০ ওভার)
বনাম
  পাকিস্তান
২০৩/০ (১৯.৩ ওভার)
মঈন আলি ৫৫* (২৩)
হারিস রউফ ২/৩০ (৪ ওভার)
বাবর আজম ১১০* (৬৬)
পাকিস্তান ১০ উইকেটে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও রাশিদ রিয়াজ (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: বাবর আজম (পাকিস্তান)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই সম্পাদনা

২৩ সেপ্টেম্বর ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২২১/৩ (২০ ওভার)
বনাম
  পাকিস্তান
১৫৮/৮ (২০ ওভার)
হ্যারি ব্রুক ৮১* (৩৫)
উসমান কাদির ২/৪৮ (৪ ওভার)
শান মাসুদ ৬৬* (৪০)
মার্ক উড ৩/২৫ (৪ ওভার)
ইংল্যান্ড ৬৩ রানে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও ফয়সাল আফ্রিদি (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: হ্যারি ব্রুক (ইংল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উইল জ্যাকস (ইংল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

৪র্থ টি২০আই সম্পাদনা

২৫ সেপ্টেম্বর ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাকিস্তান  
১৬৬/৪ (২০ ওভার)
বনাম
  ইংল্যান্ড
১৬৩ (১৯.২ ওভার)
লিয়াম ডসন ৩৪ (১৭)
হারিস রউফ ৩/৩২ (৪ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অলি স্টোন (ইংল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

৫ম টি২০আই সম্পাদনা

২৮ সেপ্টেম্বর ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাকিস্তান  
১৪৫ (১৯ ওভার)
বনাম
  ইংল্যান্ড
১৩৯/৭ (২০ ওভার)
মঈন আলি ৫১* (৩৭)
হারিস রউফ ২/৪১ (৪ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আমির জামাল (পাকিস্তান)-এর টি২০আই অভিষেক হয়।

৬ষ্ঠ টি২০আই সম্পাদনা

৩০ সেপ্টেম্বর ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাকিস্তান  
১৬৯/৬ (২০ ওভার)
বনাম
  ইংল্যান্ড
১৭০/২ (১৪.৩ ওভার)
বাবর আজম ৮৭* (৫৯)
স্যাম কারান ২/২৬ (৪ ওভার)
ফিল সল্ট ৮৮* (৪১)
শাদাব খান ২/৩৪ (৪ ওভার)
ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও রাশিদ রিয়াজ (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফিল সল্ট (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ হারিস (পাকিস্তান)-এর টি২০আই অভিষেক হয়।

৭ম টি২০আই সম্পাদনা

২ অক্টোবর ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২০৯/৩ (২০ ওভার)
বনাম
  পাকিস্তান
১৪২/৮ (২০ ওভার)
শান মাসুদ ৫৬ (৪৩)
ক্রিস ওকস ৩/২৬ (৪ ওভার)
ইংল্যান্ড ৬৭ রানে জয়ী
গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও আহসান রাজা (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: দাউদ মালান (ইংল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ সম্পাদনা

১ম টেস্ট সম্পাদনা

১–৫ ডিসেম্বর ২০২২
স্কোরকার্ড
৬৫৭ (১০১ ওভার)
হ্যারি ব্রুক ১৫৩ (১১৬)
জাহিদ মাহমুদ ৪/২৩৫ (৩৩ ওভার)
৫৭৯ (১৫৫.৩ ওভার)
বাবর আজম ১৩৬ (১৬৮)
উইল জ্যাকস ৬/১৬১ (৪০.৩ ওভার)
২৬৪/৭ঘো (৩৫.৫ ওভার)
হ্যারি ব্রুক ৮৭ (৬৫)
মোহাম্মদ আলি ২/৬৪ (১০ ওভার)
২৬৮ (৯৬.৩ ওভার)
সউদ শাকিল ৭৬ (১৫৯)
জেমস অ্যান্ডারসন ৪/৩৬ (২৪ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ১৫ ওভার, ২০ ওভার, ১১ ওভার ও ২০ ওভার খেলা সম্ভব হয়নি।
  • জাহিদ মাহমুদ, মোহাম্মদ আলি, সউদ শাকিল, হারিস রউফ (পাকিস্তান), উইল জ্যাকসলিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
  • বেন ডাকেটহ্যারি ব্রুক (ইংল্যান্ড) টেস্ট ক্রিকেটে নিজেদের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৩]
  • উইল জ্যাকস (ইংল্যান্ড) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৪]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, পাকিস্তান ০।

২য় টেস্ট সম্পাদনা

৯–১৩ ডিসেম্বর ২০২২
স্কোরকার্ড
২৮১ (৫১.৪ ওভার)
বেন ডাকেট ৬৩ (৪৯)
আবরার আহমেদ ৭/১১৪ (২২ ওভার)
২০২ (৬২.৫ ওভার)
বাবর আজম ৭৫ (৯৫)
জ্যাক লিচ ৪/৯৮ (২৭ ওভার)
২৭৫ (৬৪.৫ ওভার)
হ্যারি ব্রুক ১০৮ (১৪৯)
আবরার আহমেদ ৪/১২০ (২৯ ওভার)
৩২৮ (১০২.১ ওভার)
সউদ শাকিল ৯৪ (২১৩)
মার্ক উড ৪/৬৫ (২১ ওভার)
ইংল্যান্ড ২৬ রানে জয়ী
মুলতান ক্রিকেট স্টেডিয়াম, মুলতান
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: হ্যারি ব্রুক (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ৮ ওভার, ৬ ওভার ও ১৪ ওভার খেলা সম্ভব হয়নি।
  • আবরার আহমেদ (পাকিস্তান)-এর টেস্ট অভিষেক হয়।
  • আবরার আহমেদ (পাকিস্তান) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৫]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, পাকিস্তান ০।

৩য় টেস্ট সম্পাদনা

১৭–২১ ডিসেম্বর ২০২২
স্কোরকার্ড
৩০৪ (৭৯ ওভার)
বাবর আজম ৭৮ (১২৩)
জ্যাক লিচ ৪/১৪০ (৩১ ওভার)
৩৫৪ (৮১.৪ ওভার)
হ্যারি ব্রুক ১১১ (১৫০)
নৌমান আলি ৪/১২৬ (৩০ ওভার)
২১৬ (৭৪.৫ ওভার)
বাবর আজম ৫৪ (১০৪)
রেহান আহমেদ ৫/৪৮ (১৪.৫ ওভার)
১৭০/২ (২৮.১ ওভার)
বেন ডাকেট ৮২* (৭৮)
আবরার আহমেদ ২/৭৮ (১২ ওভার)
ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: হ্যারি ব্রুক (ইংল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান) ও রেহান আহমেদ (ইংল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
  • রেহান আহমেদ (ইংল্যান্ড) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৬]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, পাকিস্তান ০।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "England to play seven T20Is in Pakistan as ECB reaffirm commitment to 2022 tour"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২১ 
  2. "England to play two additional T20Is in Pakistan next year"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২১ 
  3. "England to tour Pakistan in 2022, to play two additional T20Is"এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২১ 
  4. "Men's Future Tour Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮ 
  5. "Dawid Malan, Chris Woakes star with bat and ball as England power to series win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  6. "Ben Duckett 82* seals England 3-0 whitewash of Pakistan"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২১ 
  7. "Abrar Ahmed and Mohammad Ali earn spots for England Tests"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২২ 
  8. "England to play two additional T20Is in Pakistan next year"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২১ 
  9. "Liam Livingstone and Will Jacks in England Test squad for Pakistan tour"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২ 
  10. "England keep faith with old guard as Ben Stokes, Mark Wood, Chris Woakes return for T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২ 
  11. "T20 World Cup: Alex Hales gets first England call-up since 2019 as Jonny Bairstow replacement"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২ 
  12. "Rehan Ahmed could become youngest man to play a Test for England after call-up for Pakistan tour"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২২ 
  13. "Crawley, Duckett, Pope, Brook centuries in record-breaking romp"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২ 
  14. "England stay true to their word on changing the face of Test cricket"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২২ 
  15. "Stunning haul on Test debut for Pakistan spinner"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২ 
  16. "Rehan Ahmed five-for on Test debut helps England to close in on 3-0 sweep"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা