ফয়সাল আফ্রিদি

ক্রিকেটার

ফয়সাল আফ্রিদি (জন্ম ৩১ ডিসেম্বর ১৯৭৭) একজন পাকিস্তানি ক্রিকেট আম্পায়ার এবং সাবেক ক্রিকেটার । ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৫৩টি প্রথম-শ্রেণীর এবং ৩৫টি লিস্ট এ ম্যাচ খেলেছেন [১] ২০১৭ সালের ২১ অক্টোবর ২০১৭-১৮ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফিতে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটির মধ্যকার খেলায় তিনি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। [২] ২০১৮ সালের ডিসেম্বরে, ২০১৮-১৯ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালের জন্য মাঠের আম্পায়ারদের একজন ছিলেন। [৩]

ফয়সাল আফ্রিদি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামফয়সাল খান আফ্রিদি
জন্ম (1977-12-31) ৩১ ডিসেম্বর ১৯৭৭ (বয়স ৪৬)
সারগোধা , পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট মিডিয়াম
ভূমিকাআম্পায়ার
আম্পায়ারিং তথ্য
টি২০আই আম্পায়ার৩ (২০২২–২০২৩)
মহিলা ওডিআই আম্পায়ার৮ (২০১৮–২০২২)
মহিলা টি২০আই আম্পায়ার৭ (২০১৮–২০২২)
উৎস: Cricinfo, ১৪ এপ্রিল ২০২৩

২০২১ সালের অক্টোবরে, সোজাব রাজার স্থলাভিষিক্ত করে আফ্রিদিকে আইসিসি আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে উন্নীত করা হয়েছিল। [৪] ২৩ সেপ্টেম্বর ২০২২ সালে,পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যেকার খেলায় প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি (T20I) ম্যাচে আম্পায়াররিত্ব করেন। [৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Faisal Afridi"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৭ 
  2. "Pool A, Quaid-e-Azam Trophy at Rawalpindi, Oct 21-24 2017"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৭ 
  3. "Final, Quaid-e-Azam Trophy at Karachi, Dec 4-8 2018"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৮ 
  4. "Faisal Afridi promoted to ICC International Panel of Umpires"Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২১ 
  5. "3rd T20I (N), Karachi, September 23, 2022, England tour of Pakistan"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা

  • Faisal Afridi at ESPNcricinfo